Breaking News
Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা      Parineeti-Raghav:শনিবার সকাল ১০টা বাজতেই শুরু হল পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান      Manish: শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারি      Summon: পুর-নিয়োগ দুর্নীতিতে আরও ৩৪ পুর-কর্মীকে তলব, চাপে মদনের পুরসভা কামারহাটি      Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়     

Tripura

এবারে ত্রিপুরায় চন্দ্রিমা

একদিকে দুর্গাপূজার ঢাকে যখন কাঠি পড়ছে তখন উপনির্বাচনে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কারণ ভবানীপুরে প্রার্থী তাঁদের 'দিদি' । একই সাথে ত্রিপুরা দখলেও বারবার আগরতলার পথে যাচ্ছে কোনও না কোনও নেতামন্ত্রী । মঙ্গলবার সকালে আগরতলা গিরে পৌঁছালেন রাজ্যের পৌরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তাঁর সাথে গেলেন ট্রেড ইউনিয়ন সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । ঋতব্রতকে অবশ্য দায়িত্বই দেওয়া হয়েছে ত্রিপুরা আন্দোলনের জন্য । কিন্তু এবারে দলের হয়ে দায়িত্ব পেলেন চন্দ্রিমা । তিনি ১০ সেপ্টেম্বর অবধি থাকবেন আগরতলায় ।

বিমানবন্দরে এক সাক্ষাৎকারে তিনি জানালেন, যে ভাবে রাজ্য চলেছে তা এক কথাতে অনৈতিক । বিজেপি গতকাল এক বিবৃতিতে জানিয়েছিল সিপিএমের হাত শক্ত করতেই নাকি তৃণমূল এই আন্দোলন করছে । এর উত্তরে চন্দ্রিমা বললেন, রাজ্যে লণ্ডভণ্ড চলেছে । বিপ্লব দেব কি নিজেকে দেবতা মনে করছেন প্রশ্ন চন্দ্রিমার ।

2 years ago
Tripura Speaker: ত্রিপুরার স্পিকার রেবতীমোহন দাসের ইস্তফা, বাড়ছে গুঞ্জন

তৃণমূলের দাবি ত্রিপুরায় তাদের শক্তি বাড়ছে । যদিও সে রাজ্য়ের বিজেপির বলছে উল্টো কথা। 

সদ্য তৃণমূলে যোগ দেওয়া অসমের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব গত দু’দিন ধরে ত্রিপুরাতে। তাঁর নেতৃত্বে রোজই কোনও না কোনও দল থেকে নেতাকর্মীরা যোগদান করছেন এরাজ্যের শাসক দলে। সেই সঙ্গে সুস্মিতার বিভিন্ন কার্যকলাপে তৃণমূলে বড়সড় যোগদানের সম্ভাবনাও বাড়ছে। ত্রিপুরায় দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধির ভার সুস্মিতা দেবের উপরই দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেকের নির্দেশেই সেরাজ্যের প্রতিটি প্রান্তে যাওয়ার কথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতার।

তৃণমূল সূত্রের খবর, অভিষেকের নির্দেশে ত্রিপুরার আটটি জেলাতেই পদযাত্রা করবেন সুস্মিতা। ত্রিপুরায় যখন তৃণমূল বাড়ছে, তখনই ইস্তফা দিলেন বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস । তাঁর ইস্তফা ঘিরে একটা সময় জল্পনা তৈরি হলেও পরে দলের তরফে জানানো হয়, রেবতীবাবুকে সংগঠনের কাছে লাগাবে দল।ত্রিপুরা প্রদেশ বিজেপির  সহ-সভাপতির পদে বসানো হয়েছে তাঁকে।

সদ্য কেন্দ্রীয় মন্ত্রী হওয়া প্রতিমা ভৌমিক আগে ওই পদে ছিলেন। তবে প্রশ্ন উঠছে  স্পিকারের মতো সাংগঠনিক পদ থেকে রেবতীবাবুকে সংগঠনে কেন আনা হল? এদিকে  আগরতলার রাজনৈতিক মহলের  একাংশের দাবি, ত্রিপুরায় তৃণমূলের শক্তি বৃদ্ধি কিছুটা হলেও চিন্তায় রাখছে গেরুয়া শিবিরকে। তাই আগেভাগে দলের সংগঠনকে শক্তিশালী করতে চাইছে গেরুয়া শিবির। সম্ভবত সেকারণেই রেবতীবাবুর মতো পোড়খাওয়া নেতাকে স্পিকারের পদ থেকে সরিয়ে দলের সংগঠনে আনা হল ।

2 years ago
Bjp: ভাঙ্গনের পথে ত্রিপুরা বিজেপি ?

সূত্র মারফত জানা গিয়েছিলো বিজেপির বিধায়ক ও প্রাক্তন কংগ্রেসি সুদীপ রায়বর্মণ কলকাতায় এসে ত্রিমূলের সাথে বৈঠক করেছেন । তাঁর নাকি কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে । এরপরই চিত্র বদলাতে শুরু হয় । সুদীপ আগরতলায় ফিরে দলের অন্য বিধায়কদের সাথে কথা বলেন এবং কথা বলেন দলত্যাগ করে যারা বিজেপিতে গিয়েছিলেন ।

তাদের অনেকেরই সুর পাল্টেছে । রবিবার প্রথম সারির নেতা এবং সমর্থকদের নিয়ে সভা করলেন সুদীপ । পরে প্রচার মাধ্যমকে জানান, সরকার তাঁদের কোনও কথাই শুনছে না । নিজেদের মতো রাজ্য চালাচ্ছে এর প্রতিবাদ স্বরূপ তিনি জানান আমরা প্রতিবাদ করছি, বিরোধিতা করছি 'অন রেকর্ড' । অর্থাৎ সরকারের সমালোচনা করছেন সরকারি ভাবে ।

বেশ কয়েক সপ্তাহ ধরে অভিষেক সহ তৃণমূলের নেতা মন্ত্রীরা নিয়মিত ভাবে ত্রিপুরা যাচ্ছেন । তাঁদের উপর হামলা হচ্ছে বলে দাবি তাঁদের । ইতিমধ্যে কংগ্রেস থেকে কয়েকজন প্রথম শ্রেণীর নেতা দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন । তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছিলেন যে, বিজেপি না ভাঙলে রাজ্য দখল করা সময়ে সাপেক্ষ বিষয় । কিন্তু যে দ্রুত গতিতে তারা এগোচ্ছে এবং সুদীপের মতো বড় নেতা বেসুরো হচ্ছেন তাতে বিজেপি ভাঙ্গনের বিষয়টি কিন্তু প্রশ্নের মুখে । 


2 years ago


স্বাধীনতা দিবসে আক্রান্ত TMC,ত্রিপুরা বিজেপি বলছে নাটক

আগরতলা: স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল। অপরদিকে ত্রিপুরা বিজেপির দাবি, তাদের উপর কোনও হামলা হয়নি। সবটাই নাটক। 

অভিযোগ, ত্রিপুরা থাইরুমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে তৃণমূল সাংসদ দোলা সেন ও অপরূপা পোদ্দারের গাড়িতে হামলা হয়। মাথা ফাটল দোলা সেনের ব্যক্তিগত সচিবের। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের তির বিজেপির দিকে। 

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ত্রিপুরা বিজেপি যুব মোর্চার তরফে বলা হয়েছে, "ত্রিপুরায় আইনের শাসন আছে। সেটা মানুষ বোঝে। দোলা সেনদের উপর হামলা হয়েছে কিনা আমরা জানি না। ওনাদের কথার কোনও ঠিক নেই। নাট্যকারের লেখা স্ক্রিপ্ট অনুযায়ী প্রতিটা জায়গায় নাটক করছেন।" 

ত্রিপুরাতে ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ পালন করবে তৃণমূল। তার আগেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে সেখানে। 


2 years ago
ত্রিপুরায় তৃণমূলের একঝাঁক সাংসদ,পাল্টা মিছিল বিজেপির

ত্রিপুরাঃ দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ তৃণমূল নেতা-নেত্রীদের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত হয়েছিল ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি। ছুটে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

আজ ত্রিপুরায় ফের পা রাখলেন তৃণমূলের একঝাঁক সাংসদ। ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় দলের সংগঠন বাড়াতে এবং জনসংযোগ তৈরিতে বার বার ত্রিপুরায় ছুটে যাচ্ছেন দলের শীর্ষ স্থানীয় নেতারা। 

এদিন যাদের ত্রিপুরায় পৌঁছানোর কথা,তাদের মধ্যে রয়েছেন দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, অপরূপা পোদ্দার, আবীররঞ্জন বিশ্বাস, আবু তাহের খান ও বসুন্ধরা গোস্বামী। 

এছাড়া ত্রিপুরায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগে থেকেই আগরতলায় রয়েছেন সাংসদ শান্তনু সেন ও আইনমন্ত্রী মলয় ঘটক। 

অন্যদিকে তৃণমূলের বিরোধীতা করে আজই ত্রিপুরা জুড়ে মিছিল করবে বিজেপি। শান্ত ত্রিপুরাকে আশান্ত করছে তৃণমূল। এমনটাই অভিযোগ ত্রিপুরা বিজেপির।  

2 years ago


ত্রিপুরাঃ অভিষেক সহ ৫ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা

ত্রিপুরার খোয়াই থানার পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করলো । শুধু অভিষেক নয় মামলা করা হয়েছে মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ দোলা সেন, রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সহ স্থানীয় নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধে । দেবাংশু, সুদীপ সহ তৃণমূলের যুব নেতাদের গ্রেফতারের বিরুদ্ধে অভিষেক সহ বাকি নেতারা খোয়াই থানায় যান এবং গ্রেফতার হওয়া নেতাদের ছেড়ে দেওয়ার দাবি করেন । খোয়াই পুলিশের দাবি এঁরা আইন ভেঙে  থানায় বসে দাবি করতে থাকেন তাতে প্রশাসনের কাজের ক্ষতি হয় ।

তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানান, তাঁদের বিরুদ্ধে ১৮৬/৩৪ ধরে মামলা করেছে পুলিশ । প্রশাসন ভয় পেয়েছে তাই এই মামলা । যে ভাবে নিয়মিত ভাবে আন্দোলন চলেছে ত্রিপুরায় তাতে ওই রাজ্যের মানুষ তাঁদের পশে আছে বলে দাবি কুনালের । এই মুহূর্তে কুনাল ত্রিপুরার দায়িত্ব নিয়ে সেখানেই আছেন । প্রায় প্রতিদিনই কোনও নেতা বাংলা থেকে ত্রিপুরায় যাচ্ছেন 

2 years ago
ত্রিপুরাঃ দেবাংশু,জয়া, সুদীপ-সহ ১৪ যুবনেতাকেই জামিন দিল আদালত

ত্রিপুরাঃ খোয়াই আদালতে জামিন পেলেন দেবাংশু, জয়া, সুদীপ-সহ ধৃত ১৪ তৃণমূল নেতা। মূল মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তাঁরা। জামিন পাওয়ার আগ পর্যন্ত খোয়াই থানার অফিসার ইনচার্জের ঘরেই বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

শনিবার তৃণমূল নেতাদের উপর হামলার অভিযোগে ওই দিন রাত থেকেই ত্রিপুরার খোয়াই থানায় অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। মহামারী আইনে রবিবার ভোরে ১৪ তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিস।

যাদেরকে গ্রেফতার করা হয়েছিল,তারা হলেন সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, তানিয়া পোদ্দার, মনোরঞ্জন দেবনাথ, শিবতনু সাহা, আশিসলাল সিং, রণবীর ভৌমিক, মেহেদি হাসান, স্বপন মিঁয়া, অমল ভৌমিক, সুমন মিঁয়া, সুরজিৎ সূত্রধর এবং দেব সরকারকে। কিছুক্ষণ আগে তারা জামিন পেলেন। 



2 years ago