
এবার বাড়িতেই ড্রাইভিং লাইসেন্স (Driving License) পৌঁছে দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার বেলতলা পাবলিক ভেহিক্যালস ডিপার্টমেন্টে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী (Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী।
এতদিন পর্যন্ত আবেদনকারীদের আঞ্চলিক পরিবহন দফতরের অফিস থেকে লাইসেন্স সংগ্রহ করতে হত। কিন্তু নতুন পরিষেবায় বাড়িতে বসেই কিউ আর কোড যুক্ত লাইসেন্স পাবেন আবেদনকারীরা। দেশের যে কোনও প্রান্তেই বৈধতা থাকবে ওই কার্ডের। এছাড়াও বর্তমানে যাঁদের পুরনো লাইসেন্স রয়েছে তাঁরাও নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
মন্ত্রী জানিয়েছেন, স্মার্ট কার্ডের মতোই ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজস্ট্রেশনের কার্ড তৈরি হবে। কার্ডে থাকা কিউ আর কোড স্ক্যান করে গাড়ির যাবতীয় তথ্য জানতে পারবেন। তিনি আরও জানিয়েছেন, যাঁদের কাছে পুরনো লাইসেন্স রয়েছে তাঁরা ২০০ টাকার বিনিময়ে নতুন স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
আগামীদিনে নতুন স্মার্ট ড্রাইভিং কার্ড স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।