Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

TrainCancel

Train Cancel: আজ থেকে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের রুট

দমদম জংশনের প্ল্যাটফর্ম নম্বর ৫-এর ব্যালাস্টলেস ট্র্যাকের মজবুতীকরণ এবং রক্ষণাবেক্ষণের দরুণ আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ৭ মে পর্যন্ত ট্রাফিক ব্লক করা হয়েছে। রেলওয়ের তরফে জানানো হয়েছে, যার জন্য মোট ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। তার জন্য আগামী ২০ দিন বেশ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দেখে নিন কোন কোন ট্রেন রয়েছে বাতিলের তালকায়-

৩০৩৫১ ও ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত

৩৩১১ বারাসত-হাসনাবাদ

৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ

৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন

৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম

৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট

৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ

৩৩২৮২ হাসনাবাদ-দমদম জংশন

৩৩২৩১ দমদম জংশন-ব্যারাকপুর

৩৩২৩২ ব্যারাকপুর-দমদম জংশন

৩৩২৭১ দমদম জংশন-গোবরডাঙ্গা

৩৩৬৮৬ গোবরডাঙ্গা-শিয়ালদহ

৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা

৩০৩৩২ হাবরা-মাঝেরহাট 

৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর

৩০৩১৪ দত্তপুকুর- মাঝেরহাট

৩৩৪৩৫ শিয়ালদহ-বারাসত 

৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর

৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ

৩০১১৩ বিবাদী বাগ-ব্যারাকপুর

৩১২৪২ ব্যারাকপুর- শিয়ালদহ 

৩০৩১২ বারাসত-মাঝেরহাট

আর যে যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, সেগুলি হল-

৩০৩৪৬ বনগাঁ জংশন-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্টেই যাত্রা শেষ করবে। ৩০৩৪৪ বনগাঁ জংশন-মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাবে রানাঘাট পর্যন্তই।  ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ অবধিই চলবে।

অন্যদিকে ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। ৩০৩১১ মাঝেরহাট-বারাসত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। কর্ড লাইন হয়ে চলবে এই ট্রেনগুলি ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে ও পথ পরিবর্তন করে আপ কর্ড লাইন হয়ে চলবে।

4 weeks ago
Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?

দমদম জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ব্যালাস্টিন ট্র্যাকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ট্রাফিক ব্লকের ঘোষণা পূর্ব রেলের। মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-বিবাদি বাগ, বারাসাত-হাসনাবাদ, মাঝেরহাট-মধ্যমগ্রাম, দমদম-ব্যারাকপুর, গোবরডাঙ্গা-শিয়ালদহ, ব্যারাকপুর-বিবাদি বাগ সেকশনের কিছু ট্রেন বাতিল থাকবে। মূলত, পাঁচ নম্বর প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে ট্রেন চলে, সেগুলো বাতিল ঘোষণা পূর্ব রেলের। এছাড়া একটি বনগা-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত সংক্ষিপ্ত যাত্রা করবে, জানালেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র।

তিন সপ্তাহের এই ট্রাফিক ব্লকে অসুবিধার মুখে পড়বেন নিত্যযাত্রীরা। স্বীকার করে ক্ষমাপ্রার্থনা সিপিআরও-র। তবে, বৈশাখের দাবদাহে দীর্ঘ ২১ দিনের এই পাওয়ার ব্লকে অফিস যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ। 

4 weeks ago
Train: দোলযাত্রা উপলক্ষে শিয়ালদহ-হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন একনজরে

আগামী ২৫ মার্চ, সোমবার দেশজুড়ে হোলি বা দোলযাত্রা। গোটা ভারতের মানুষ মেতে উঠবেন রঙের উৎসবে। আর পূর্ব রেল সূত্রে খবর এই দোলযাত্রা উপলক্ষ্যেই বাতিল একাধিক ট্রেন। সোমবার মেন লাইন, হাওড়া শাখা, সার্কুলার রেল, সিসিআর লাইন, শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল থাকছে ট্রেন। 

এর মধ্যে শিয়ালদহ মেন লাইনে যে সমস্ত ট্রেন বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে শিয়ালদহ - বর্ধমান, শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-গেদে, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন, নৈহাটি-রানাঘাট, শিয়ালদহ-শান্তিপুর, রানাঘাট-বনগাঁ জংশন , শিয়ালদহ-ব্যারাকপুর এবং শিয়ালদহ- নৈহাটি রুটের ট্রেন। 

এছাড়াও দোলের দিন সোমবার, বনগাঁ শাখার যে সব ট্রেন বাতিল, তার মধ্যে রয়েছে বারাসাত-বনগাঁ জংশন , শিয়ালদহ-বারাসাত, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-বনগাঁ জংশন , শিয়ালদহ-দমদম ক্যান্ট, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-হাসনাবাদ, বারাসাত-হাসনাবাদ। এমনকি সোমবার বাতিল থাকছে ব্যারাকপুর-মাঝেরহাট, হাসনাবাদ-মাঝেরহাট, শিয়ালদহ- বারুইপুর, শিয়ালদহ-বজবজ ছাড়াও একাধিক শিয়ালদহ ডিভিশনের ট্রেন। 

 দোলের দিন অর্থাৎ সোমবার  বাতিল থাকছে হাওড়া ডিভিশনেও একাধিক ট্রেন। তার মধ্যে রয়েছে হাওড়া-বর্ধমান, হাওড়া- তারকেশ্বর, হাওড়া - শ্রীরামপুর ছাড়াও একাধিক ট্রেন। দোল উৎসবের কথা মাথায় রেখেই রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত, এমনটাই পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। 

2 months ago


Train: হাওড়ায় বাতিল বহু ট্রেন, জানুন তালিকায় রয়েছে কোন কোন ট্রেন

বুধবার হাওড়া (Howrah) থেকে বাতিল প্রায় ৩৩টি এক্সপ্রেস ট্রেন (Express Train)। সেই তালিকায় রয়েছে পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। সেইসঙ্গে বেশ কিছু লোকাল ট্রেন ও মেমু ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। আবার কিছু, ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সেগুলি খড়্গপুর পর্যন্ত আসবে। হাওড়া বা শালিমারে আসবে না। এছাড়া, ডাউন ট্রেন দেরিতে আসায় কিছু ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে। এর জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।

১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেস, ২২৯০৬ শালিমার-ওখা এক্সপ্রেস, ১৫০২১ শালিমার-গোরখপুর এক্সপ্রেস, ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (মুম্বই) মেলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ।

বাতিল ট্রেনের তালিকা-

১২৮৮৪ পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস

১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস

১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস

২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেস

১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস

১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস

১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস

১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস

২২৮৯১ হাওড়া-রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস (ভায়া টাটানগর)

বাতিল লোকাল ট্রেন-

৩৮৭০৩ হাওড়া-খড়্গপুর লোকাল

৩৮৮০৫ হাওড়া-মেদিনীপুর লোকাল

৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল

৩৮৫০১ হাওড়া-বালিচক লোকাল

৩৮৭১৭ হাওড়া-খড়্গপুর লোকাল

৩৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল

৩৮৭০৪ খড়্গপুর-হাওড়া লোকাল

৩৮৭১৪ খড়্গপুর-হাওড়া লোকাল

৩৮৫০২ বালিচক-হাওড়া লোকাল

৩৮৭০৮ খড়্গপুর-হাওড়া লোকাল

 ৩৮৮১২ মেদিনীপুর-হাওড়া লোকাল

10 months ago
Train: করমণ্ডল দুর্ঘটনার প্রভাব রথযাত্রায়, বাতিল ২০টি ট্রেন

ওড়িশার বাহানাগা বাজারের কাছে করমণ্ডল এক্সপ্রেসের (Coromondel Express) দুর্ঘটনার স্মৃতি এখনও স্পষ্ট। সেই প্রভাব এবার পড়তে চলেছে রথযাত্রায় (Rath Yatra)। প্রত্যেক বছর বহু যাত্রী এই রাজ্য থেকে পুরী যান রথের দড়ি টানতে, একবার জগন্নাথদেবকে দর্শন করতে। এই বছর সেই রীতিতে বাধ সাধতে চলেছে করমণ্ডল দুর্ঘটনা। বাহানাগা বাজারের রেল লাইনে এখনও মেরামতির কাজ চলছে। তাই এই রাজ্য থেকে পুরীগামী বহু ট্রেন বাতিল হয়েছে। কোন কোন ট্রেন বাতিল (Trains cancelled), জানুন।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন, ২০ জুন ২০টি ট্রেন বাতিল হয়েছে। মঙ্গলবারে বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে, বালাসোর-ভদ্রক মেমো স্পেশাল,  হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস,সম্বলপুর-শালিমার এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস। এছাড়াও ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে, পুরী আজাদ হিন্দ এক্সপ্রেস ১৯ জুন ১০টা ১০-এর বদলে ২০ জুন সকাল ৮টায় হাওড়া থেকে ছাড়বে।


২০ জুন কয়েকটি ট্রেনের রুটের বদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৮৪৭৮ যোগ নাগরী ঋষিকেশ-পুরী এক্সপ্রেস। এই ট্রেনটি ঝারসুগুদা রোড-সম্বলপুর সিটি কটক হয়ে যাবে। অন্যদিকে ১৮৪৭৭ পুরী-যোগ নাগরী ঋষিকেশ-পুরী এক্সপ্রেস কটক-সম্বলপুর-ঝারসুগুদা হয়ে চলবে।

তবে চিন্তার বিশেষ কারণ নেই। জগন্নাথ ভক্তদের জন্য দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে দুটি বিশেষ ট্রেন ছাড়া হবে। এরমধ্যে রয়েছে ০৮০৩৭ এবং ০৮০৩৮ পুরী-বালাসোর রথ যাত্রা স্পেশাল ট্রেন।

11 months ago


Birbhum: রসুলপুর-শক্তিগড় স্টেশনে কাজের ফলে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল একাধিক ট্রেন, অসুবিধায় নিত্যযাত্রীরা

হাওড়া (Howrah) ডিভিশনের রসুলপুর ও শক্তিগড় (Saktigarh) স্টেশনে কাজের ফলে ট্রেন (train) বাতিল। একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করেছে পূর্ব রেল (Eastern Railway)। শিয়ালদহ, হাওড়া ও কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সোমবার থেকে আগামী ১৩-ই সেপ্টম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। পুজোর মুখে এভাবে ট্রেন বাতিল হওয়ায়  সমস্যায় পড়েছেন বীরভূমের ব্যবসায়ীদের একাংশ।

পুজোর আগে বেড়াতে যাওয়ার জন্য বা ব্যবসার কাজে যাওয়ার জন্য বেশ কিছু মানুষ রিজার্ভেশন করে রেখেছিলেন। কিন্তু এবার সেসব যাত্রীরা সমস্যায় পড়তে পারেন এমনটাই মনে করা হচ্ছে। বিশেষ করে বীরভূম লাইনের ময়ূরাক্ষী ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন সিউরি, দুবরাজপুর-সহ বিভিন্ন এলাকার মানুষ।

ট্রেন যাত্রীরা জানান, ময়ূরাক্ষী, হূল এই সমস্ত ট্রেন সরাসরি হাওড়ায় পৌঁছয়। কিন্তু এই সমস্ত ট্রেনগুলি বাতিল হওয়া সমস্যা দেখা দিয়েছে। এরপর যা আরও বাড়বে। তবে রবিবার এমন খবর আচমকাই পেয়ে দীর্ঘক্ষণ স্টেশন চত্বরেই কাটাতে হয় বহু যাত্রীদের। 

2 years ago