Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

TraffickPolice

Maheshtala: মানবিক ডায়মন্ড হারবার জেলা পুলিস! মহেশতলা ট্রাফিক গার্ডের কর্মীদের ছাতা-ওআরএস বিতরণ

জেলা পুলিসের উদ্যোগে তীব্র গরমের কথা মাথায় রেখে মানবিক উদ্যোগ। মহেশতলা ট্রাফিক গার্ডের পুলিসকর্মীদের হাতে তুলে দেওয়া হল ছাতা, জলের বোতল এবং ওআরএস-এর প্যাকেট সহ অন্য সামগ্রী। অতি গরমে রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে চলেছেন ট্রাফিক গার্ডের পুলিস। এবার ডায়মন্ড হারবার জেলা পুলিসের উদ্যোগে মহেশতলায় ট্রাফিক গার্ডের পুলিস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হল একটি ছাতা জলের বোতল এবং ওআরএস-এর প্যাকেট। তীব্র গরমের কথা মাথায় রেখেই জেলা পুলিসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

গ্রীষ্ম কিংবা বর্ষা সবসময়ই রাস্তায় অনবরত দাঁড়িয়ে তাঁদের কাজ করতে হয়। আজ মহেশতলার বাটা মোড়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ট্রাফিক গার্ডের পুলিস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় এই সামগ্রী। উপস্থিত ছিলেন জেলা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার হেডকোয়ার্টার অর্ক বন্দ্যোপাধ্যায়-সহ ডিএসপি ট্রাফিক বিমান হালদার, ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ-সহ মহেশতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুবিন্দু সরকার এবং মহেশতলা ট্রাফিক ইন্সপেক্টর অশোক ঘোষ উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে এক পুলিস কর্তা বলেন, 'গরমে যাঁরা ট্রাফিক সামলান, তাঁদের উৎসাহ বাড়াতে এবং শরীর সুষ্ঠ রাখতে সামার কিট তুলে দিচ্ছি। আমাদের পুলিস সুপারের নির্দেশে এবং উদ্যোগে এই কাজ। গরমকাল জুড়ে এই কর্মসূচি চলবে।'

one year ago