Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Tournament

Virat: বিশ্বকাপ নিয়ে দেড় দশক পরেও আগের মত উত্তেজিত বিরাট

দেড় দশক পরেও তাঁর কাছে উত্তেজনার সংজ্ঞা এক। এখনও তিনি বড় ম্যাচে শেষ পর্যন্ত দিতে চান। চান উত্তেজনাকে ভীষণ ভাবে উপভোগ করতে। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এই দাবি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির।

সামনে এশিয়া কাপ, তারপর ঘরের মাঠে বিশ্বকাপ। আর এই দুটি টুর্নামেন্টেই ভারতীয় ক্রিকেটের ভরসার নাম বিরাট কোহলি। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিরাট জানিয়েছেন, এখনও তিনি শিখর ছুঁতে চান। তাই নতুন কিছু করবেন বলেই মাঠে নামেন।

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের তিনি সদস্য। ২০১৯ সালে তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। চার বছর পর আবার একটা বিশ্বকাপ। কোহলি জানিয়েছেন, তিনি শুধু একা নন, এবার গোটা দল চেগে আছে এই কাপ জয়ের জন্য। তবে তার আগে টার্গেট এশিয়া কাপ।

9 months ago
BCCI: বিশ্বকাপের আগে ১৯০০ কোটি পেতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, কেন জানুন!

বিশ্বকাপের (World Cup) আগে লক্ষ্মীলাভ ভারতীয় ক্রিকেটের (Indian Cricket)। গত একবছর বিভিন্ন টুর্নামেন্ট (Tournament) থেকে লাভের একটা বড় অংশ ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিতে চলেছে আইসিসি। টাকার অঙ্কে তা ১৯০০ কোটি টাকা। এই ব্যাপারে প্রথমে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। সেই আপত্তি গ্রাহ্য হয়নি। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার ডারবানে রয়েছে আইসিসির বৈঠক। সেই বৈঠকেই এই সিলমোহর পড়ে যাবে।

এই প্রথম ঘরের মাঠে এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। তারআগে বিরাট এই অঙ্ক আয়োজক ভারতকে আরও চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে। আইসিসির লাভের ৩৮.৫ শতাংশ পাচ্ছে বিসিসিআই। আইসিসির লাভের পরিমাণ ভারতীয় মুদ্রায় ৬০০০ কোটি টাকা।

আইসিসির বৈঠকে আরও যে বিষয়ে আলোচনা করার কথা তার মধ্যে অন্যতম আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। ২০২৮ থেকে ২০৩২ সাল পর্যন্ত বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজ়ের সূচি নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।

10 months ago
Ipl: শুক্রের সন্ধ্যায় প্রথম ম্যাচে গুজরাত বনাম চেন্নাই, বাজলো আইপিএল-র বাঁশি

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারতীয় (India) ক্রিকেটের (Cricket) সব থেকে বড় উৎসব আইপিএল (Ipl)। ১০ দলীয় এই খেলায়, এ মরশুমের প্রথম খেলায় শুক্রবার চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রথবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে বলে খবর। যদিও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে বিকেল ৫টা থেকে।

আইপিএলে মুখোমুখি হয়েছে গুরু বনাম শিষ্য। অর্থাৎ চেন্নাইয়ের ধোনি বনাম গুজরাটের হার্দিক। দুজনে একসঙ্গে ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন অনেক দিন।  এরপরে ধোনি অবসর নেন। শুক্রবার ধোনির হাতে থাকবে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ। আর ২২ রান করলেই ওই মাইলফলক ছুঁয়ে ফেলবেন ধোনি, ওই মাইলফলক আগেই ছুঁয়েছে বিরাট, রোহিতরা। 

শুক্রবার প্রথম খেলায় নজরে থাকবে বেশ কিছু খেলোয়াড়, যেমন চেন্নাইয়ে নজরে থাকবে, শ্রীলঙ্কান মহেশ তিকসনা এবং গুজরাটে নজরে থাকবে শুভমন গিল। চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ, রুতুরাজ গায়কওয়াড়, মঈন আলি, বেন স্টোকস, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, এমএস ধোনি, দীপক চাহার, সিসান্দা মাগালা, সিমারজিৎ সিং/মুকেশ চৌধুরী, মহেশ থেকশানা। গুজরাটের সম্ভাব্য একাদশ, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ড্য, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, আর সাই কিশোর, রশিদ খান, আলজারি জোসেফ, শিবম মাভি, মহম্মদ শামি।

one year ago