Breaking News
Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা     

Tornado

US: ফের বিধ্বংসী টর্নেডো আছড়ে পড়েছে আমেরিকায়, মৃত অন্তত ২২

ফের শক্তিশালী টর্নেডো আছড়ে পড়ছে আমেরিকায় (America)। গত দু’দিনে টর্নেডোর দাপটে বিপর্যস্ত সেদেশের বহু শহর। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২২-এ, আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়েছে বহু বাড়ি। ভয়ংকর ঝড় ও প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণ এবং পশ্চিম-মধ্য আমেরিকা।

গত সপ্তাহেও বিধ্বংসী টর্নেডো ধেয়ে এসেছিল আমেরিকায়। সেই সময় ২৬ জন মারা গিয়েছিলেন। আর এবারেও ফের টর্নেডোয় তছনছ হয়ে গিয়েছে আমেরিকার বহু জায়গা। স্থানীয় হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, টর্নেডোর প্রভাবে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার। সূত্রের খবর, শুক্রবারই টর্নেডো আছড়ে পড়েছিল। এরপর শনিবারও সারাদিন ঝড়-বৃষ্টি এককথায় তাণ্ডব চালিয়েছে টর্নেডো। সূত্রের খবর, আমেরিকার আর্কানসাস, মিসিসিপি, আলবামা-সহ বহু প্রদেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেঙেছে বাড়ি, নিখোঁজ বহু।

এছাড়াও এই বিপর্যয়ের ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ পরিষেবা। সূত্রের খবর, প্রায় ৬ লক্ষ ১০ হাজার বাড়িতে শনিবার থেকে বিদ্যুৎ নেই। ফলে তাঁদের বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে। আবার সেদেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আমেরিকার বেশ কিছু জায়গায় জাতীয় আবহাওয়া পরিষেবার তরফে টর্নেডো নিয়ে সতর্কও করা হয়েছে। তবে কবে আমেরিকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তা স্পষ্ট জানা যায়নি।

8 months ago
Punjab: ফের বিধ্বংসী টর্নেডো! বিপর্যস্ত পঞ্জাবের গ্রাম, ভেঙে পড়েছে বহু বাড়ি

ফের বিধ্বংসী টর্নেডোর (Tornado) ভিডিও ছড়িয়ে (Viral Video) পড়েছে সমাজমাধ্যমে। তবে ক্যালিফোর্নিয়ার পর এবার বিধ্বংসী টর্নেডোর কবলে পঞ্জাব (Panjab)। ভিডিওটিতে দেখা গিয়েছে, চারদিক থেকে পাক খেতে খেতে নিমেষে সবকিছু তছনছ করে দিচ্ছে। এমনকি এই ঝড়ে আহতও হয়েছে একাধিক বাসিন্দা। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ টি বাড়ি। 

শুক্রবারই পঞ্জাবের ফাজিলকা জেলার আবোহার গ্রামে আছড়ে পড়ে ধ্বংসাত্মক টর্নেডো। ঝড়ের দাপটে উড়ে গিয়েছে ওই গ্রামের অধিকাংশ বাড়ির চাল। প্রচুর গাছপালা ভেঙে পড়ে রাস্তায়। তবে টর্নেডোর খবর পেয়ে আবোহার গ্রামে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে দেয় বিএসএফ (BSF) কর্মীরা। চাপা পড়ে থাকা বহু লোককে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তিও করেছে তাঁরা। এমনকি রাস্তার উপর পড়ে থাকা গাছপালা সরিয়ে যান চলাচল শিথীল করেন।

এই ভয়াবহ টর্নেডোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক আধিকারিকরাও। 

8 months ago
Tornado: বিধ্বংসী টর্নেডোতে লন্ডভন্ড ক্যালিফোর্নিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিও

বিধ্বংসী টর্নেডো (Tornado) ঝড়ের দাপটে উড়ে গেল বাড়ির ছাদ। ক্যালিফোর্নিয়ার (California) এই বিধ্বংসী ঝড়ের ছবি ও ভিডিও (Viral Video) ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওগুলিতে দেখা গিয়েছে, চারদিক থেকে পাক খেতে খেতে ধেয়ে আসছে টর্নেডো ঝড়। তার অভিমুখে থাকা সমস্ত কিছু নিমেষে উড়ে যাচ্ছে। এমনকি একাধিক বাড়ির ছাদ, জানালা, দরজা খুলে উড়ে যাচ্ছে টর্নেডোর হাওয়ায়। 

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেতে টর্নেডো ঝড় শুরু হয়। ক্যালিফোর্নিয়ার মন্টেবেলো শহরেকে পুরো লন্ডভন্ড করে দেয় এই ঝড়। এমনকি এই ঝড়ে আহত হন শহরের বেশ কিছু মানুষও। এছাড়াও ভেঙে চুরমার হয়ে গিয়েছে শহরেরে ২৫টি বাড়ি। সেই সঙ্গে বেশ কিছু গাছ ভেঙে পড়েছে শহরে। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার টর্নেডোয় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৮৫ মাইল। তাই ক্যালিফোর্নিয়ার আবহাওয়া অফিসের তরফ থেকে এই টর্নেডোকে অবশ্য ‘দুর্বল’ আখ্যা দেওয়া হয়েছে। কারণ টর্নেডো আরও শক্তিশালী ও ধ্বংসাত্মক হয়। এই ঝড় ঘণ্টায় ৩০০ মাইল বেগে বইতে পারে।  

সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঝড় নিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি চোখের সামনে দেখলাম, উঁচু উঁচু বহুতলের মধ্যে দিয়ে কীভাবে ঝড় বয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি চরকির মতো পাক খাচ্ছে।’

8 months ago


Tornado: ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের লণ্ডভণ্ড মার্কিন মুলুক! বিপর্যস্ত মিসিসিপি থেকে জর্জিয়া

আমেরিকায় (America) টর্নেডোর (Tornado) হানা। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব দিকের রাজ্য আলাবামা (Alabama)। এই টর্নোডো ঘূর্ণিঝড় বৃহস্পতিবার বয়ে গিয়েছে মিসিসিপি থেকে শুরু করে জর্জিয়া পর্যন্ত। এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত ন’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মার্কিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পরপর অন্তত ৫টি টর্নেডো আছড়েছে আলাবামায়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪১ কিলোমিটার। সূত্রের খবর, নিখোঁজ প্রচুর বাসিন্দা। যার মধ্যে রয়েছে শিশু ও স্কুলপড়ুয়ারা। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প জানিয়েছেন, 'নিখোঁজ স্কুলপড়ুয়াদের ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।'

আলাবামা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে অন্তত ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে একাধিক গাছ। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। যার জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১০ হাজার বাড়ি। এছাড়া বেশ কিছু বাড়ির ছাদও উড়ে যায়। গাছ ভেঙে পড়ে জর্জিয়াতে মৃত্যু হয় পাঁচ বছরের এক শিশুর। শুধু তাই নয়, শুক্রবারের ঝড়ের দাপট সহ্য করতে পারেনি মালবাহী ট্রেনও। রেললাইন থেকে ছিটকে পড়ে ওই ট্রেন।

গত মাসেই বড়দিনের ঠিক আগে ‘বম্ব সাইক্লোন' নামক তুষারঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমেরিকার। তুষারঝড়ের সময় তাপমাত্রা চলে যায় হিমাঙ্কের ৫০ ডিগ্রি নীচে। চারদিকে কেবল বরফ আর বরফ। যত দূর চোখ গিয়েছিল সাদা আস্তরণে ঢেকেছে বাড়িঘর, রাস্তা, গাছপালা। রাস্তার পাশে দাঁড়ানো গাড়িও ঢেকে গিয়েছিল বরফের পুরু আস্তরণে। আমেরিকা এবং কানাডার বিভিন্ন রাস্তা ঢাকা পড়েছে ৮ ফুট থেকে ১০ ফুট পুরু বরফের আস্তরণে। সেই দুর্যোগ কাটিয়ে এখন ফের টর্নেডোর দাপট।

11 months ago
Tornado: ৩০ সেকেন্ডের টর্নেডোতে লন্ডভন্ড সন্দেশখালি, গ্রামজুড়ে বিপর্যয়ের ছবি

৩০ সেকেন্ডের টর্নেডোতে লন্ডভন্ড সুন্দরবনের সন্দেশখালি। শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। জানা গিয়েছে, বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি ১ ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত এখন বিপর্যস্ত। প্রায় ৩০ সেকেন্ডের টর্নেডোয় লন্ডভন্ড বিস্তীর্ণ অঞ্চল। শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ঘটনাস্থলে তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহানের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। 

বেশিরভাগ বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। গাছ উপড়েছে, পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে।

one year ago