Breaking News
ED: পরীক্ষা শেষেও শিশুর বেডেই! কালীঘাটের কাকুর কণ্ঠ পেতে নাজেহাল ইডি      ED: আদালতের পথে হাঁটবে ইডি? মিলল না কাকুর কণ্ঠস্বর      Mahua Moitra: লোকসভায় খারিজ মহুয়ার সাংসদ পদ, পাশে মমতা, তোপ বিজেপিকে      ED: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষকের বাড়িতে ইডি হানা!      Ragging: যাদবপুরে ফের র‍্যাগিংয়ের অভিযোগ! প্রথম বর্ষের ছাত্রকে ফোন করে দেওয়া হত হুমকি...      Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস     

Tollywood

Sandipta: হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব সন্দীপ্তাকে, বিনিময়ে হবু বরকে কী দিলেন অভিনেত্রী

বলিউড থেকে টলিউড সর্বত্রই বিয়ের মরশুম! ৭ ডিসেম্বরই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও হইচই প্ল্যাটফর্মের চিফ অপারেটর অফিসার সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। আর তার আগেই বাগদান পর্ব সেরে ফেললেন তারকা জুটি। সম্প্রতি তাঁদের বাগদানের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গিয়েছে, হবু বরের থেকে নতুন করে বিয়ের প্রস্তাব পেয়ে লাজে রাঙা সন্দীপ্তা। বিয়ের প্রস্তাবে 'হ্যাঁ' বলে হবু বরের কপালে ভালোবাসার চুম্বনও দিলেন অভিনেত্রী। আর তার পরই একের অপরের অনামিকায় পরিয়ে দিলেন আংটি।

View this post on Instagram

A post shared by The Wedding Canvas (@twc2014india)

টলিউডে বাজতে শুরু করেছে বিয়ের সানাই। আর এই বিয়ের মরশুমেই গাঁটছড়া বাঁধতে চলেছে সৌম্য ও সন্দীপ্তা। একদিকে যেমন তাঁদের বিয়ের প্রস্তুতি চলছে, তারই মাঝে সেরে ফেললেন বাগদান। বাগদানের দিন সন্দীপ্তার পরনে ছিল সাদা লেহেঙ্গা, আর এতে সোনালি,পিঙ্ক রংয়ের কাজ করা ছিল। গলায় ছিল মানানসই হার। সৌম্যর পরনেও একই রংয়ের পোশাক ছিল। জানা গিয়েছে, বালিগুঞ্জের বসু নিলয়ে এই বাগদান পর্বের আয়োজন করা হয়েছিল। ২ ডিসেম্বর বাগদান হলেও রবিবার ছবি ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

আর ভাইরাল হওয়া ভিডিও-তেই দেখা যায়, আংটি পরানোর আগে সৌম্য সন্দীপ্তার সামনে হাঁটু মুড়ে বসেন ও বিয়ের জন্য ফের প্রস্তাব দেন। এর পর সন্দীপ্তাও ইয়েস বলে সৌম্য কপালে ভালোবাসার চুম্বন এঁকে দেন। তার পর আংটি পরিয়ে সম্পন্ন হয় বাগদান পর্ব। তাঁদের বাগদানে সন্দীপ্তা ও সৌম্যর পরিবারের পাশাপাশি কাছের বন্ধুরাও উপস্থিত ছিলেন।

7 days ago
Sriparna: লাজে রাঙা শ্রীপর্ণা! 'গাঁটছড়া' বাঁধলেন 'রুক্মিণী', পাত্র কে?

টলিপাড়ায় বিয়ের মরশুম! শ্রুতি-স্বর্ণেন্দু, পরমব্রত-পিয়ার পর এবারে বিয়ের পিঁড়িতে টলিউডের ছোটপর্দার অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। 'গাঁটছড়া' খ্যাত 'রুক্মিনী' এবারে বাস্তব জীবনেও গাঁটছড়া বাঁধলেন। তবে স্বামী বিনোদন জগতের সঙ্গে একদমই জড়িত নয়, ডাক্তার পাত্র শুভদীপ ভট্টাচার্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী। জানা যাচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজই করেছেন শ্রীপর্ণা। সম্প্রতি তাঁদের বিয়ের ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গিয়েছে, সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতেই আদুরে চুম্বনে ভরিয়ে দিয়েছেন।


বিয়ের দিন শ্রীপর্ণা ও স্বামী শুভদীপকে পুরো বাঙালি সাজে দেখা গিয়েছে। লাল বেনারসিতে সেজেছেন গাঁটছড়ার রুক্মিণী, সঙ্গে ম্যাচিং লাল ব্লাউজ। গা ভর্তি সোনার গয়না, মাথায় লাল ওড়নায় টুকটুকে লাল বউ শ্রীপর্ণা। আর শুভদীপ মেরুন রংয়ের পাঞ্জাবিতে শ্রীপর্ণাকে বিয়ে করতে এসেছিলেন ডাক্তার বর। সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতেই বউকে কাছে আদুরে চুম্বনে ভরিয়ে দেন শুভদীপ। শ্রীপর্ণা তখন লাজে রাঙা। এই দৃশ্যই ক্যামেরাবন্দি হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


শ্রীপর্ণা ও শুভদীপের বিয়েতে ছিল এলাহি আয়োজন। বসেছিল চাঁদের হাট। টলিউড ছোটপর্দার প্রায় অনেককেই দেখা যায়। 'গাঁটছড়া'-র অভিনেতা-অভিনেত্রীরাও এদিন উপস্থিত হয়েছিল ও নতুন বর-কনের সঙ্গে ছবি তুলেছেন। জানা গিয়েছে, বিয়ের পর একেবারে 'হানিমুন' সেরেই শুটিংয়ে ফিরবেন শ্রীপর্ণা। হানিমুনে ভিয়েতনাম আর থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা রয়েছে নতুন বর-কনের।

2 weeks ago
Sudipta: উৎসবের মরশুমে দুঃসংবাদ, কাছের মানুষকে হারালেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়

চারিদিকে আলোর রোশনাই, সেজে উঠেছে পুরো দেশ। ফলে উৎসবে মেতে উঠেছে মানুষ। কিন্তু এরই মধ্যে মন ভারাক্রান্ত সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের (Sudipta Banerjee)। টলিউডের ছোটপর্দার অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু বিয়ের কয়েকদিন যেতেই নিজের জীবনের কাছের মানুষ বাবাকে হারালেন তিনি। জানা গিয়েছে, ১০ নভেম্বর সুদীপ্তার বাবার মৃত্যু হয়েছে।


দীপাবলিতে যখন সবাই মেতে উঠেছেন, সে সময়েই সুদীপ্তার জীবনে দুংসংবাদ। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী। উল্লেখ্য, দুর্গা পুজোর সময়ই জানা গিয়েছিস, তাঁর বাবা অসুস্থ। এর পর প্রকাশ্যে আসে, ১০ নভেম্বরই প্রয়াত হয়েছে তাঁর বাবা।  উৎসবের দিনে এমন হাসিখুশি মেয়ের জীবনে এই দুর্ঘটনা সত্যিই বেদনাদায়ক।

4 weeks ago


Shovan-Sohini: 'শেষ সবকিছু তোমার...', শোভনের বাহুডোরে সোহিনী, প্রেমের গুঞ্জনই কি সত্যি!

বেশ কয়েকদিন ধরেই টলিউড পাড়ায় গুঞ্জন ছিল যে, প্রেম করছেন টলি অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। কিন্তু এবারে আর গুঞ্জন নয়, প্রকাশ্যে এল তাঁদের ঘনিষ্ঠ ছবিও, সঙ্গে আদুরে ক্যাপশনও। তবে কি এই ছবির মাধ্যমেই তাঁদের সম্পর্কে সিলমোহর দিতে চেয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়! এই নিয়েই জল্পনা তুঙ্গে। বৃহস্পতিবার শোভন ও সোহিনীর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শোভন। কিন্তু তা কিছুক্ষণ পরে মুছেও ফেললেন তিনি।


বৃহস্পতিবার শোভন ও সোহিনীর কিছু মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যেখানে দেখা গিয়েছে, সোহিনীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন শোভন। মিঠে রোদে উজ্জ্বল তাঁদের মুখ, মুখে মিষ্টি হাসি। ক্যাপশনে শোভন লিখেছেন, "শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল…।" তবে কি শোভনের এই পোস্ট সোহিনীর প্রতি প্রেম উজাড় করেই? এই নিয়ে অবশ্য টলিপাড়ায় জোর গুঞ্জন। তবে এই পোস্ট নিয়ে শোভন ও সোহিনী মুখে কুলুপ আঁটলেও, সোশ্যাল মিডিয়া থেকে আপাতত গায়েব এই ছবি ও ক্যাপশন।

a month ago
Jeet: পুজোর মুখে খুশির খবর টলিউডে! ফের বাবা হলেন জিৎ, ছেলে হল না মেয়ে?

পুজোর মুখে টলিউডে (Tollywood) ফের খুশির খবর। দ্বিতীয়াবার বাবা হলেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet)। তাঁর স্ত্রী মোহনা (Mohna) ফুটফুটে পুত্র (Baby Boy) সন্তানের জন্ম দিয়েছেন। মেয়ের পর এবারে জিৎ-মোহনার কোলে এল ছেলে সন্তান। সোমবার দুপুর ১ টা নাগাদ ইনস্টাগ্রামে তাঁর পরিবারের নতুন সদস্যের আসার খবর সবার সঙ্গে ভাগ করেন নেন জিৎ।

সেপ্টেম্বরের শেষের দিকে ইনস্টাগ্রামে স্ত্রী মোহনা ও কন্যা নবন্যার সঙ্গে কিছু ছবি শেয়ার করেন জিৎ। তখনই তাঁর দ্বিতীয়বার বাবা হওয়ার কথা ঘোষণা করেন তিনি। এছাড়াও ছবিগুলোতে মোহনাকে তাঁর 'বেবিবাম্প' ফ্লন্ট করতে দেখা যায়। এর পর অক্টোবরেই এল খুশির খবর। মেয়ের পর এবারে ছেলের বাবা-মা হলেন জিৎ-মোহনা। সোমবার জিৎ সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছেলে এই পৃথিবীতে এসেছে। আমাদের জন্য প্রার্থনা করবেন। এত সুন্দর অভিজ্ঞতা আমাদের বলার ভাষা নেই।' পোস্ট শেয়ার করার পরই কমেন্ট সেকশন ভেসে গিয়েছে শুভেচ্ছার বন্যায়। তারকা থেকে অনুরাগীরা প্রত্যেকেই জিৎ-মোহনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

2 months ago


Sandipta Sen: পুজোর পরেই সাত পাক ঘুরবেন সন্দীপ্তা, বিয়ের প্রস্তুতি শুরু

অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) মনের মানুষ কে, তা এতদিনে সকলেই জানেন। সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গেই এবার অগ্নিসাক্ষী করে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী। দুর্গাপুজো ও দীপাবলি মিটলেই তাঁদের বিয়ে। তাই এই মুহূর্তে ভীষণ ব্যস্ত বর-কনে। পুজোর কেনাকাটার সঙ্গেই বিয়ের (Wedding) কেনাকাটাও সারছেন তাঁরা। ডিসেম্বরের ৭ তারিখ চার হাত এক হবে প্রেমিক যুগলের। যদিও তার আগে ২ ডিসেম্বর বাগদান সারবেন সন্দীপ্তা ও সৌম্য।


বিয়েতে কী পোশাক পরবেন তাও ঠিক হয়ে গিয়েছে। বাগদানের দিন সন্দীপ্তার পছন্দ লেহেঙ্গা। বিয়ের দিন সন্দীপ্তা পরবেন ফুশিয়া পিঙ্ক রঙের কাতান বেনারসি শাড়ি। গায়ে সোনার গয়না তো থাকছেই। তাঁর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সৌম্য প্যাস্টেল পিঙ্ক কালারের শেরওয়ানি এবং ধুতি পরবেন। বর্তমানে কলকাতার জনপ্রিয় মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক তাঁদের বিয়েতে পৌরোহিত্য করবেন।

বিয়েতে কী মেন্যু থাকছে জানেন? মেন কোর্সে থাকছে একেবারে বাঙালি সাদামাটা খাবার। শীতকালের রাত। তাই শুরুতেই থাকছে কড়াইশুঁটির কচুরি। এছাড়াও থাকবে ভাত-পোলাও, চিংড়ির মালাইকারি, কচি পাঁঠার মাংস। আমন্ত্রিতদের তালিকাও লম্বা। সন্দীপ্তা ও সৌম্য, দুজনেই ইন্ডাস্ট্রির মানুষ। তাই তারকাদের হাট বসবে তাঁদের বিয়েতে। তবে বিয়ে করেই কাজে ফিরবেন অভিনেত্রী। আপাতত হানিমুনের পরিকল্পনা তাঁদের নেই।

2 months ago
Sandipta Sen: একসময় নিজেই মহালয়ার মুখ ছিলেন, এখন পার্শ্ব চরিত্রে সন্দীপ্তা সেন

ছোট পর্দা থেকে উত্তরণ হয়েছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen)। জনপ্রিয় একটি চ্যানেলের 'দুর্গা' নামক একটি ধারাবাহিককে অভিনয় করেছিলেন তিনি। প্রথম ধারাবাহিকেই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেন অভিনেত্রী। এক সময় মা দুর্গার প্রতিরূপ বলতে দর্শক সন্দীপ্তার কথাই উল্লেখ করতেন।

লক্ষ্মীশ্রী মুখ, মাথায় লম্বা চুল, চেহারায় যতটাই মমতা ততটাই তেজ সন্দীপ্তাকে পাকাপাকি মহামায়ার মুখ করে তুলেছিল। সাধারণত চ্যানেলের যে ধারাবাহিকটি জনপ্রিয় হয়, সেই ধারাবাহিকের মূল অভিনেত্রীকে দেখা যায় প্রত্যেক বছর মহালয়ার দিন দুর্গার রূপে। সন্দীপ্তা একাধিকবার মহিষাসুরমর্দিনী চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ধীরে ধীরে ধারাবাহিক ছেড়ে ওটিটির পর্দায় সরতেই অভিনেত্রীর চরিত্রটি যেন খোয়া গেল।

View this post on Instagram

A post shared by Star Jalsha (@starjalsha)

চলতি বছর জনপ্রিয় চ্যানেলের মুখ হচ্ছে না অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই চ্যানেলের মহালয়াতে একটি পার্শ্ব চরিত্র দেখা যাবে সন্দীপ্তাকে। অভিনেত্রী নাচে পারদর্শী, তাই চেনা মেজাজেই দেখা যাবে অভিনেত্রীকে।

2 months ago
Sohini-Shovan: স্বস্তিকাকে ছেড়ে এবার সোহিনীতে মজেছেন শোভন! সামাজিক মাধ্যমে তেমনই আভাস

সামাজিক মাধ্যমে এবার নতুন প্রেমের গুঞ্জন। অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) ও গায়ক শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) মধ্যে নাকি জমে উঠেছে রসায়ণ। যদিও তাঁরা নাকি নিজেদের প্রেম গোপনেই রাখতে চাইছেন। কিন্তু গোপন কথা কি সবসময় গোপনে থাকে! তারকাদের সামাজিক মাধ্যমেই দুয়ে দুয়ে চার হয়ে গেল। সোহিনীর জন্মদিন গিয়েছে কিছুদিন আগেই। তিনি অন্যদের থেকে আলাদা, তাই কলকাতায় জাঁকজমক পার্টি নয়। বরং পরিবার ও বন্ধুদের নিয়ে সমুদ্রের কিনারে চলে গিয়েছিলেন সোহিনী।

সোহিনীর কাছের মানুষদের তালিকায় দেখা গিয়েছে গায়ক শোভন গাঙ্গুলিকে। সামাজিক মাধ্যমে সোহিনীর আপলোড করা একটি ছবিতে জানলার বাইরে দেখা গিয়েছে গায়ককে। এমনকি শোভন নিজেও তাঁর সামাজিক মাধ্যমে তাঁর সমুদ্রসফরের ছোট্ট অভ্যাস দিয়েছেন। ভিডিওটি আপলোড করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, 'জলে বিপদ বেশি যার, সেইভাবে জল আমার।' এই ক্যাপশনও ইঙ্গিতবহ মনে করছেন অনেকে।

প্রসঙ্গত একসময় অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক শোভন গাঙ্গুলি। যদিও তাঁরা বিচ্ছেদ করেছেন বেশ কিছুটা সময় আগেই। এবার কী অতীত ভুলে একে অপরের প্রেমে মজলেন সোহিনী-শোভন? প্রশ্ন নেটিজেনদের। এমনকি কমেন্ট সেকশনেও অনেকে নানা কমেন্টে ভরিয়েছেন।

2 months ago


Ritabhari Chakraborty: হালকা শাড়ি-ডার্ক লিপস্টিক-ছোট্ট টিপ আর ঋতাভরী, অভিনেত্রীর এই ছবিগুলো দেখলে মুগ্ধ হবেন

রবিবাসরীয় সকালে নেটিজেনদের যখন ঘুমের ঘোর ভাঙেনি। তখনই সামাজিক মাধ্যমে টলিউড (Tollywood) ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) ছবি দেখে সম্বিত ফিরল অনেকের। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি। কোন পশ্চিমী পোশাক নয়, এবার তিনি 'শাড়িতে নারী'। মিষ্টি ছবিগুলি দেখে ঘোর লেগে যায় নেটিজেনদের চোখে।


অভিনেত্রী নিজের জন্য বেছে নিয়েছেন হালকা রঙের শাড়ি। সঙ্গে সাদা ব্লাউজ। চুলের ঢল নেমেছে পিঠ পর্যন্ত। অভিনেত্রীর চাহনি যেন ঝড় তুলেছে ভক্তদের মনে। সেই ছবি আপাতত ইন্টারনেটে চর্চার প্রসঙ্গ হয়ে উঠেছে।