Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ToToDriver

Midnapore: চালচুরির পর্দাফাঁস! হাতেনাতে পাকড়াও টোটোচালক

কথায় আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা! আর ধরা পড়লে কি হবে? চাল চুরি পর্দাফাঁস, হাতেনাতে ধরে ফেলল স্থানীয়রা। মেদিনীপুর সদর ব্লকের বনপুরা ৭ নম্বর অঞ্চলে অবস্থিত চুয়াশোল শিশু শিক্ষাকেন্দ্র। অভিযোগ,সেই কেন্দ্রের মিড ডে মিলের জন্য বরাদ্দ বস্তা ভর্তি চাল, টোটোতে নিয়ে যাওয়া হচ্ছিল স্কুলের শিক্ষিকার বাড়িতে। নির্দেশ নাকি মিলেছিল এমনটাই।  এলাকাবাসীর সন্দেহ হওয়ায় হাতেনাতে টোটোচালকে পাকড়াও করেন গ্রামবাসীরা। তারপর গ্রামবাসীর জেরা মুখে পড়ে সবটাই স্বীকার করে নেন টোটোচালক। তবে, এই প্রথম নয় এর আগেও দু-একবার শিক্ষিকার বাড়িতে  চাল পৌছে দিয়েছিলেন বলে জানিয়েছেন টোটোচালক। ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবাদে সরব স্থানীয়রা, চলে বিক্ষোভ।

কোনও কোনও স্কুলে ঢালাও চাল চুরি। কোথাও কোথাও খোলা বাজারে চাল বিক্রি। অনেক ক্ষেত্রে আবার ছাত্রছাত্রীদের প্রাপ্য ডিম দেওয়া হয় না। পড়ুয়াদের মুখে গ্রাসটুকু কেড়ে নিচ্ছে খোদ শিক্ষিকাই? তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত শিক্ষিকা।

স্কুলের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবং শিক্ষার্থীদের সুষম খাদ্য দিতেই মিড ডে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কিন্তু এ রাজ্যে দুপুরের খাবার জোগান নিয়ে অভিযোগ উঠেছে বারে বারেই।

রেশন দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন বন্টনে বেনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রাহকরা। এবার প্রকাশ্যে এল মিড ডে মিলের চাল চুরির অভিযোগ। পড়ুয়াদের খাবার নিয়েও এত গড়িমসি কেন?

6 months ago
Death: পাঁচ দিন পর উদ্ধার নিখোঁজ টোটো চালকের মৃতদেহ, ঘটনায় আটক দুইজন

পাঁচ দিন নিখোঁজ থাকার পর টোটো চালকের মৃতদেহ উদ্ধার। ঘটনায় আটক দুইজন অভিযুক্ত। বুধবার সকালে মোহন থানার দুর্গাবাড়ি এলাকার একটি নালা থেকে উদ্ধার হয় ওই টোটো চালকের মৃতদেহটি। পুলিস সূত্রে খবর, মৃত টোটো চালকের নাম, শ্যামল মালিক (৪০)। পুলিসের অনুমান, টোটো বিক্রি করা নিয়ে ঝামেলার জেরেই খুন হয়েছে ওই টোটো চালক। মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

পরিবার সূত্রে খবর, শুক্রবার থেকে নিখোঁজ ছিল ওই টোটো চালক। তারপর থেকেই বিভিন্ন জায়গায় পুলিস এবং পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোন হদিশ পায়নি শ্যামল বাবুর। এরপর এদিন সকালে মোহন থানার দুর্গাবাড়ি এলাকায় একটি নালা থেকে উদ্ধার হয় শ্যামল মালিক নামে ওই টোটো চালকের মৃতদেহ। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে মোহনপুর থানায় খবর দিলে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যারাকপুর পুলিস মর্গে পাঠায়। ইতিমধ্য়ে পুলিস এই পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।

6 months ago
Murshidabad: সাতসকালে টোটো চালক মাধ্যমিক পরীক্ষার্থীর পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য

বুধবার সাতসকালে মাধ্যমিক পরীক্ষার্থী (Student) টোটো চালকের (Toto Driver) ক্ষতবিক্ষত ও পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ (Raghunathganj) থানার অন্তর্গত আলের ওপর এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত (Death) ছাত্রের নাম দীপঙ্কর মণ্ডল। সে এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী, সাগরদিঘী হাইস্কুলের ছাত্র।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার অন্তর্গত কান্তনগর গ্রামের বাসিন্দা দীপঙ্কর মণ্ডল। পরিবারের স্বচ্ছতার জন্য টোটো চালিয়ে সংসার চালান। রবিবার রঘুনাথগঞ্জের আলের ওপর এলাকায় তাকে টোটো নিয়ে আসতে বলা হয়। কারণ, কুমড়ো নিয়ে যাওয়ার জন্য ওই টোটো ভাড়া করা হয়। সেই মতো রঘুনাথগঞ্জে এসে উপস্থিত হয় দীপঙ্কর। রবিবার ভোরেই টোটো নিয়ে বাড়ি থেকে রওনা দেন। কিন্তু তারপরে আর বাড়ি ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা উৎকন্ঠার মধ্যেই ছিল। দীর্ঘ দুই দিন পর অবশেষে নিখোঁজ থাকার পরে বুধবার সাত সকালে রঘুনাথগঞ্জের আলের ওপরের মাঠে ক্ষতবিক্ষত পচাগলা অবস্থায় দেহ উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার পুলিস। তিনদিন ধরে নিখোঁজ থাকার পরে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে টোটো। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

one year ago


Noida: টোটোচালককে ৯০ সেকেন্ডে ১৭ টি চড় কষিয়ে দিলেন মহিলা

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি (Independence day) উদযাপন গোটা দেশ জুড়ে। আমরা আজ স্বাধীন দেশের নাগরিক (citizen)। তাই বলে কি আমরা আইন নিজেদের হাতে তুলে নিতে পারি? আইন কি আমাদের সেই স্বাধীনতা দিয়েছে? বোধহয় না। তবুও কখনও কখনও সাধারণ মানুষ নিজেদের হাতে আইন তুলে নেন। যেমন আইন নিজের হাতে তুলে নিলেন নয়ডার এক মহিলা। 

ঠিক কী হয়েছিল? এক টোটোচালককে (toto driver) দাঁড় করিয়ে টানা ১৭ টি চড় মারলেন অভিযুক্ত ওই মহিলা। এই খবরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই টোটোচালকের জামার কলার ধরে রয়েছেন এক মহিলা। কিন্ত কেন? 

কলার ধরে রীতিমতো মুখে শাসিয়ে যাচ্ছেন টোটোচালককে। একের পর এক চড় মারছেন ওই ব্যক্তির গালে। অভিযোগ, টোটোচালককে ৯০ সেকেন্ডে ১৭টি চড় কষিয়েছেন ওই মহিলা। এই দৃশ্য দেখে মহিলার শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ১১০-এ। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, টোটোচালককে মারধরে অভিযুক্ত মহিলার নাম কিরণ সিং। তিনি নয়ডার বাসিন্দা। তবে তাঁর আদি বাড়ি আগ্রায়। জানা গিয়েছে, নয়ডার সেক্টর ১১০-এর একটি বাজারের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। সে সময় তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ওই ব্যক্তির টোটোর। যদিও পুলিস জানিয়েছে খুব সামান্যই ধাক্কা লাগে গাড়িতে। গাড়ি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এরফলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই মহিলা। ধাক্কার পরই নিজের গাড়ি থেকে নেমে জামার কলার ধরে টোটো থেকে নামান চালককে। তারপরই তাঁকে গালি দেওয়ার পাশাপাশি একের পর এক চড় মারেন বলে অভিযোগ। এমনকি টোটোচালকের পকেট থেকে জোর করে টাকা তুলে নিতেও দেখা গিয়েছে ওই মহিলাকে। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল)

ঘটনার পর ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন টোটোচালক। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে নয়ডার পুলিস।


2 years ago