Breaking News
Mamata: রব্বানীকে সরিয়ে সংখ্যালঘু দফতর খোদ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী      Boxing: মেরিকমের কৃতিত্ব ছুঁয়ে ভারতকে তৃতীয়বারের মত সোনা দিলেন নিখাত জারিন      DA: ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের আন্দোলনকে সমর্থন, নবান্ন থেকে বদলি ১০ কর্মী      Anubrata: 'প্রভাবশালী' বলেই জেলে থেকেও জেলা সভাপতি কেষ্ট !      Rahul: সাংসদ পদ খোয়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজ্ঞপ্তি লোকসভার      Rahul: সুরাতের আদালতে দোষী সাব্যস্ত রাহুল গান্ধী, দু'বছরের জেল সাংসদের      Mamata: ওড়িয়াতে কহন্তি, লেকিন হামারা ভুল-ভাল হো জায়েগা: মমতা      Film: কৌশিক গাঙ্গুলির পরিচালনায় অয়নের ছবিতে ঋত্বিক-সোহিনী, বিতর্কে কী প্রতিক্রিয়া?      ISL: ফাইনাল খেলার ভোরে স্বপ্ন দেখলাম মোহনবাগান জিতেই গিয়েছে: মমতা      Ayan: শান্তনু ঘনিষ্ঠ অয়নের সঙ্গে নিয়মিত যোগাযোগ বহু পুরসভার চেয়ারম্যানের, তবে কি ইডির ডাক পাবেন তাঁরাও?     

Tiljala

Rail: রাষ্ট্রপতির সফরের মধ্যেই তিলজলায় ধুন্ধুমার! পুলিস-ট্রেন লক্ষ্য করে ইট, আগুন

রাষ্ট্রপতির বঙ্গ সফরের মধ্যেই তিলজলায় নাবালিকা খুনে অগ্নিগর্ভ রেল থেকে সড়ক পথ। নাবালিকা (Minor Murder) খুনের বিচারের দাবির পাশাপাশি থানায় হামলার ঘটনায় ধৃতদের মুক্তির দাবিতে ধুন্ধুমার তিলজলা, পিকনিক গার্ডেন, বন্ডেল গেট এলাকা (Tiljala Murder)। পুলিস সূত্রে এমনটাই খবর। তিলজলায় নাবালিকা খুনে রবিবার থেকেই ফুঁসছে এলাকা। সোমবার বেলা গড়াতেই সেই জনরোষ ছড়িয়ে পড়ল রেল লাইন থেকে রাস্তায়। রেল অবরোধের সঙ্গেই চলেছে পথ অবরোধ। পুলিস, দমকলকে লক্ষ্য করে ইটবৃষ্টি। অগ্নিসংযোগ পুলিসের গাড়িতে। বন্ডেল গেট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রেন লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। গোটা এই জনরোষের ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। পুলিস এই অবরোধ তুলতে এলে, পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি নামানো হয় র‍্যাফ। প্রায় ঘণ্টাখানেক শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকার পর এখন স্বাভাবিক পরিষেবা।


এদিকে তিলজলা-কাণ্ডে থানা ভাঙচুরের অভিযোগে রবিবার গ্রেফতার হয়েছেন স্থানীয় ২ ব্যক্তি। পুলিস সূত্রে খবর, নাবালিকা খুনে অভিযুক্তদের শাস্তির পাশাপাশি স্থানীয় দুই ব্যক্তির মুক্তির দাবিতেই নাকি উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা এলাকা। প্রথমে বন্ডেল গেট অবরোধ, পরে সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা তিলজলা, তপসিয়া, পিকনিক গার্ডেন এলাকায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের সঙ্গেই জ্বালিয়ে দেওয়া হয় পুলিসের গাড়ি এবং একটি বাইকও। পাথর বৃষ্টিতে আটকে পড়েন একাধিক সহ-নাগরিক। অনেকের মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। ঘটনাস্থলে আসে বিরাট পুলিস বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সশস্ত্র বাহিনীকে নামাতে হয়। এরপর রেল অবরোধকারীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস ছোড়া হলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়। বন্ডেল গেট ব্রিজে জ্বলতে থাকা গাড়ি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।