Breaking News
Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা     

ThreatCall

Actor: জ্যাঠালালের নাগপুরের বাড়িতে বড় 'দুষ্কৃতী হামলা',

জেঠালাল চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন দিলীপ জোশী (Actor Dilip Joshi)। এবার তাঁর বাড়িতে দুষ্কৃতী হানার 'অভিযোগ'। এমনকি অভিনেতার কাছে হুমকি ফোন (Threat Call)  এসেছে বলেও খবর। তাতে বলা, 'একেবারে ২৫ জন দুষ্কৃতী মিলে নাকি ঘিরে ফেলেছে অভিনেতার বাড়ি।' সেই দুষ্কৃতী (Miscreants Attack) হানার খবর পৌঁছয় নাগপুর পুলিসের (Nagpur Police) কন্ট্রোল রুমেও। কিছুদিন আগেই বোমাতঙ্কের খবর পৌঁছয় অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর বাড়িতে। এবার সেই তালিকায় নতুন নাম অভিনেতা দিলীপ জোশী ওরফে জ্যাঠালালের।

সূত্রের খবর অনুযায়ী, নাগপুর কন্ট্রোল রুমে এক ব্যক্তির ফোন আসে। পুলিসের অনুমান, অভিনেতা দিলীপ যোশীর কাছে যে ব্যক্তি ফোন করেছিলেন, সেই একই ব্যক্তি অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর বাড়ির বোমাতঙ্কের খবর দেন। শুধুমাত্র বোমাতঙ্কের খবর দিয়েই ক্ষান্ত হননি সেই ব্যক্তি। ফোনে তিনি জানান, ২৫ জন আগ্নেয়াস্ত্রধারী মুম্বইয়ের দাদরে এক সন্ত্রাসবাদী হামলা চালাতে চলেছেন। সেই তথ্যের ভিত্তিতে জুহু, ভিলে-পার্লে এলাকাতেও সতর্ক পুলিস। দিলীপ জোশীর বাড়িতে এই দুষ্কৃতী হামলা নিয়ে অভিযোগ খতিয়ে দেখছে পুলিস।

9 months ago
Mumbai: ফের সন্ত্রাসী হামলার আশঙ্কা মুম্বইয়ে? হুমকি ফোনে বাড়লো বিমানবন্দরের নিরাপত্তা

ফের জঙ্গি হুমকির নিশানায় বাণিজ্য নগরী মুম্বই (Mumbai)। এবার সন্ত্রাসী হামলার হুমকি ফোন। সোমবার সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের নামে হুমকি কল (Threatening Call) পাওয়ার পর ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের (Chhatrapati Shivaji Maharaj International Airport) নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকি কলের পর মুম্বই পুলিস এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি শহরের প্রধান বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। মুম্বই পুলিস অজ্ঞাত পরিচয় কলারকে শনাক্ত করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

মুম্বই পুলিসের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হুমকি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে ইরফান আহমেদ শেখ বলে পরিচয় দিয়ে দাবি করে, তিনি সন্ত্রাসী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য। কোড ওয়ার্ডে সে শহরে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দেয়। এরপরেই সন্দেহজনক কার্যকলাপে কড়া নজর রাখতে নিরাপত্তা সংস্থাগুলিকে অবিলম্বে সতর্ক করা হয়েছে। বিমানবন্দরে নিয়োজিত সংস্থাগুলো প্রতিটি যাত্রীর উপর কড়া নজর রাখছে।

এদিকে, মুম্বই পুলিস এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৫০৫(১)-এর অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কিছুদিন আগেই জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (NIA) অফিস ই-মেইলে হুমকি আসে। বিস্ফোরণে মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বই পুলিস জানিয়েছিল, মেইল প্রেরককারী নিজেকে একজন তালিবান সদস্য বলে দাবি করেছিল। সন্ত্রাসী হামলার আশঙ্কায় এই ই-মেইল পাওয়ার পরই মহারাষ্ট্রের বহু শহরে সতর্কতা জারি করেছে সরকার।

10 months ago
Pawar: শরদ পাওয়ারের বাড়িতে হুমকি ফোন! প্রবীণ নেতাকে গুলি করে খুনের হুঁশিয়ারি

ফোনে এনসিপি প্রধান শরদ পওয়ারকে খুনের হুমকি। মুম্বইয়ে তাঁর বাসভবনে ফোন করে তাঁকে গুলি করে খুনের হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা তাঁকে মারার হুমকি দিয়েছে, খতিয়ে দেখছে পুলিস। মুম্বই পুলিস জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বর্ষীয়ান রাজনীতিবিদকে হিন্দিতে হুমকি দিয়েছে। ফোন করেছিলেন যিনি, তাঁকে চিহ্নিত করা গিয়েছে। সে বিহারের বাসিন্দা, ওই ব্যক্তি আগেও পওয়ারকে একইভাবে ফোনে খুনের  হুমকি দিয়েছিলেন। সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর সে মুক্তি পেয়েছে।  পুলিস ফের একই অভিযোগে তাঁকে গ্রেফতার করবে।

এই হুমকি ফোনের অভিযোগ পেয়েই গামদেবী থানা একটি মামলা রুজু করে তদন্তের কাজ শুরু করে দিয়েছে।

12 months ago


Bomb Threat: হুমকি ফোনে ৫ কোটি টাকা দাবি পাঁচতারা হোটেল কর্তৃপক্ষের কাছে, আতঙ্ক

মুম্বইয়ের (Mumbai) একটি পাঁচতারা হোটেলে (Five Star Hotel) বোমাতঙ্ক। সোমবার সকালে বোমা হামলার( Bomb Threat) হুমকি দিয়ে একটি ফোন আসে ওই পাঁচতারা হোটেলে। এবং  অজ্ঞাতপরিচয়ের ওই ফোন ৫ কোটি টাকা দাবি করে হোটেল কর্তৃপক্ষের কাছে। হোটেল কর্তৃপক্ষ টাকা দিতে অস্বীকার করলে হোটেল উড়িয়ে দেওয়ার (Explosion) হুমকি দেওয়া হয়েছে বলেও খবর সূত্রের।

জানা গিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে মুম্বইয়ের একটি হোটেলে এই ফোনটি আসে। অজ্ঞাতপরিচয় ওই ফোনকারী দাবি করেছে যে হোটেলের চারটি স্থানে বোমা রাখা হয়েছিল। সেই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য ৫ কোটি টাকা তাদের দিতে হবে।

উল্লেখ্য, ঘটনার খবর পেয়েই তদন্তে নেমেছে মুম্বই পুলিস। হোটেলের সর্বত্র তল্লাশি চালিয়ে কোথাও কোনও বোমা পাওয়া যায়নি। সাহার পুলিস ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় অজ্ঞাত কলারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এবং কারা এই কল করেছিল তা নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই মুম্বই পুলিসের ট্রাফিক কন্ট্রোলের কাছে একটি হুমকি ম্যাসেজ এসেছিল। তাতে বলা হয়েছিল, ২৬/১১-এর ধাঁচে ফের জঙ্গি হামলা চলবে মুম্বইয়ের বুকে। জানা গিয়েছে, পাকিস্তানের একটি নম্বর থেকে ওই ম্যাসেজ এসেছিল।

one year ago
Mukesh Ambani: মুকেশ আম্বানি ও পরিবারকে হুমকি-ফোন করে পুলিসের জালে অভিযুক্ত

রিলায়েন্স গ্রুপের (Reliance group) প্রধান মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) হুমকি-ফোন (threat calls) করার জন্য গ্রেফতার (Arrested) করা হল ৫৬ বছরের এক অভিযুক্তকে। মঙ্গলবার মুম্বইয়ের ৩৭ তম ম্যাজিস্ট্রেট আদালতে (Magistrate court) হাজির করা হয় অভিযুক্তকে। ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৩০ অগাস্ট পর্যন্ত পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্তের নাম বিষ্ণু ভৌমিক।

উল্লেখ্য, ১৫ অগাস্টই হুমকি পান শিল্পপতি মুকেশ আম্বানি। পাশাপাশি তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিস তদন্তে নেমে অভিযুক্তকে আটক করে। অভিযুক্তকে ওই দিনই দক্ষিণ মুম্বইয়ের দহিসার থেকে ডিবি মার্গ থানায় আনা হয়েছিল।

মুম্বই পুলিস সূত্রে খবর, সোমবার সকালে তিন মিনিটে কমপক্ষে আটবার রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ফোন আসে। ফোনে মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। নম্বরটি অজানা ছিল সকলেরই। তড়িঘড়ি মুম্বইয়ের ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিসও তড়িঘড়ি তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেফতার করে।

যদিও অভিযুক্তের আইনজীবীর দাবি, "মানসিকভাবে অসুস্থ" তাঁর মক্কেল। তার শংসাপত্রও রয়েছে। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসাধীন আছেন।

one year ago


Mukesh Ambanii: মুকেশ আম্বানি ও পরিবারের নামে হুমকি ফোন, তদন্তে মুম্বই পুলিস

স্বাধীনতা দিবসে (Independence Day) হুমকি ফোন (Threat Call) পেলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পরিবার। মুম্বই পুলিস ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা এই সংক্রান্ত আরও তথ্য জোগাড় করার চেষ্টা করছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন তিনটি হুমকি ফোন এসেছিল মুকেশ আম্বানির রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে (Reliance Foundation Hospital)। তাদের পক্ষ থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরই মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ির সামনে একটি গাড়িতে উদ্ধার হয়েছিল ২০ টি বিস্ফোরক জিলেটিন স্টিক এবং একটি হুমকি-চিঠি। সঙ্গে সঙ্গে পুলিস ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করে দিয়েছিল। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তদন্তভার হাতে নিয়েছিল মুম্বইয়ের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট। ইউনিটের প্রধান নিজে ঘটনাস্থলে গিয়ে সবকিছু খতিয়ে দেখেছিলেন। কিছুদিন পরেই থানের এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়, যিনি ঘটনাচক্রে সেই গাড়ির মালিক, যে গাড়িটি উদ্ধার হয়েছিল মুকেশ আম্বানির বাড়ির কাছে। তারপরই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় এনআইএ-র হাতে। ওই ব্যবসায়ী অবশ্য দাবি করেছিলেন, তাঁর গাড়িটি ঘটনার এক সপ্তাহ আগেই চুরি হয়ে গিয়েছিল।

এবার ফের হুমকির ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

one year ago