Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Thane

Rahul Gandhi: ভোটের দিনই এক্স-এ প্রচার! রাহুলের বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির

আজ, শনিবার রাজস্থান বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Election 2023)। কড়া নিরাপত্তা বলয়ে শুরু হয়েছে ভোটগ্রহণ। কিন্তু তার মাঝেই জাতীয় নির্বাচন কমিশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় বিজেপি। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া নিয়ম লঙ্ঘন করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ভোটের দিনই প্রচার করে ভারতের নির্বাচন বিধি ভঙ্গ করার অভিযোগে তাঁর এক্স অ্যাকাউন্টও সাসপেন্ড করারও দাবি বিজেপির।

রাহুল গান্ধীর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, ভোট শুরুর ঠিক আগে এক্স প্ল্য়াটফর্মে একটি পোস্টে রাজস্থানে দলের জনমুখী প্রকল্প ঘোষণার কথা তুলে ধরে রাজস্থানের ভোটারদের সরাসরি কংগ্রেসকে ভোট দেওয়ার কথা লেখেন সাংসদ রাহুল গান্ধী। ভারতের নির্বাচন বিধি ভঙ্গ করে পোস্ট করেছেন বলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।


বিজেপি অভিযোগ করেছে, রাজস্থান নির্বাচনের প্রচারপর্বের জন্য যে সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন, তা লঙ্ঘন করেই আজ তাঁর দলের হয়ে প্রচার করা হয়েছে। তাই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ লঙ্ঘনের অভিযোগে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি।

6 months ago
Thane: ওজন ১৬০ কেজি, বিছানা থেকে পড়ে যেতেই কেলেঙ্কারি কাণ্ড, তুলতে ডাকা হল বিপর্যয় মোকাবিলা বাহিনী!

এক মহিলার (Woman) ওজন ১৬০ কেজি, অবাক হচ্ছেন? তবে এমনটাই সত্যি। সূত্রের খবর, এক ৬২ বছর বয়সী মহিলার ওজন ১৬০ কেজি, ফলে নড়াচড়া করতেই পারেন না বলে জানা গিয়েছে। এই অবস্থায় তিনি শুয়েছিলেন বিছানায়,আর আচমকাই বিছানা থেকে পড়ে যান তিনি। এর পর তাঁর পরিবারের সদস্যরা তাঁকে ওঠাতে না পেরে অবশেষে ডাকেন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। হ্যাঁ, ঠিকই পড়ছেন, সেই মহিলাকে অবশেষে নিচ থেকে উঠিয়ে নিরাপদে বিছানায় শুইয়ে দেন তাঁরা। জানা গিয়েছে, এমন অবাক করা ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) থানের (Thane) ও বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।


সূত্রের খবর, মহারাষ্ট্রের থানের ওয়াঘবিল এলাকার এক বাড়িতে এমন এক ঘটনা ঘটে, যা শুনে হতবাক প্রত্যেকে। জানা গিয়েছে, ৬২ বছর বয়সী এক মহিলা কোনও এক অসুস্থতার কারণেই তাঁর ওজন ১৬০ কেজি হয়েছে। ফলে তাঁর পক্ষে নড়াচড়া করাও খুবই কষ্টকর। কিন্তু হঠাৎই তিনি একদিন বিছানা থেকে পড়ে যান।  এর পর তাঁর পরিবারের কেউই তাঁকে মেঝে থেকে বিছানায় ওঠাতে পারেননি। তার পর তাঁরা বাধ্য হয়ে প্রথমে দমকল বাহিনীকে ফোন করেন। এছাড়াও ফোন করা হয়েছিল থানে পুরনিগমেও। দ্রুত কোনও ব্যবস্থার আর্জি জানান মহিলার পরিবারের সদস্যরা। বিষয়টি জানানো হয় পুরনিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগে। এর পর তাঁরা তড়িঘড়ি মহিলার বাড়িতে পৌঁছন ও মহিলাকে টেনে ফের বিছানায় নিরাপদে তুলে দেন। জানানো হয়েছে, মেঝেতে পড়ে যাওয়ার জন্য তেমন কোনও আঘাত পাননি তিনি। পুরনিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগের এক সদস্য জানিয়েছেন, এর আগে এমন উদ্ধারের কাজ তাঁরা কখনও করেননি।

8 months ago
Thane: প্রেম প্রস্তাব প্রত্যাখান! মায়ের সামনেই কিশোরীকে কুপিয়ে খুন করলেন যুবক

প্রেমের করুণ পরিণতি! প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১২ বছরের কিশোরীকে মায়ের সামনেই ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন অভিযুক্ত যুবক। এই ঘটনাটি ঘটেছে মহারাষ্টের (Maharashtra) থানেতে (Thane)। এরপর ওই যুবক নিজেও ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কপালজোড়ে বেঁচে যান যুবক। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

পুলিস জানিয়েছে, ২০ বছরের অভিযুক্ত যুবকের নাম আদিত্য কাম্বলে। স্থানীয় ও পরিবার সূত্রে পুলিস জানতে পেরেছে, বেশ কিছুদিন আগে কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই প্রস্তাবে অসম্মতি জানায় কিশোরী। তবুও বারবার উত্যক্ত করতো তাকে। এরপর বুধবার সন্ধ্যায় কিশোরীর বাড়ির সামনে অপেক্ষা করছিল যুবক। কোচিং সেন্টার থেকে মায়ের সঙ্গে ফেরার সময় পথ আটকায় সে। কিছু বুঝে ওঠার আগেই ধারালো ছুরি দিয়ে কোপাতে শুরু করে কিশোরীকে।কিশোরীর মা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আদিত্য। তিনি চিৎকার করলে আশপাশের লোকেরা ছুটে আসেন। যদিও অভিযুক্ত যুবককে ধরা যায়নি। পুলিশের দাবি, আটবার কোপানো হয় কিশোরীকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হলেও বাঁচানো যায়নি।

খবর পেয়ে স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আদিত্যকে গ্রেপ্তার করে পুলিস। ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তাঁকে হাসপাতাল ভরতি করা হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানা গিয়েছে। যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিস।

9 months ago


Crane Accident: এক্সপ্রেসওয়ের কাজ চলাকালীন মাথায় ভেঙে পড়ল ক্রেন, মৃত্যু কমপক্ষে ১৭ জনের

মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের (Maharashtra) থানেতে (Thane) ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা (Crane Accident)। এক্সপ্রেসওয়ের কাজ চলছিল। আর সেই সময়ই নির্মাণকর্মীদের উপর ভেঙে পড়ল ক্রেন। এক্সপ্রেসওয়ে তৈরির জন্য এক বিশেষ ধরনের ক্রেন গার্ডার লঞ্চার মেশিন ব্যবহার করা হচ্ছিল। কিন্তু কাজ চলাকালীন হঠাৎ ১০০ ফুট উপর থেকে পড়ে যায় ক্রেনটি। সূত্রের খবর, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জনের, গুরুতর আহত হয়েছেন ৩ জন। ক্রেনের ধ্বংসাবশেষের নীচে এখনও কিছুজন আটকে রয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।

পুলিস সূত্রে খবর, মহারাষ্ট্রের থানের সারলাম্বে গ্রামের সাহাপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের কাজ চলছিল। সেই সময় সেখানে কাজ করছিলেন একাধিক কর্মী। আর তখনই আচমকা ১০০ ফুট থেকে তাঁদের মাথার উপর ভেঙে পড়ে ক্রেন। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে সেখানেই মৃত্যু হয় তাঁদের। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিস এবং দমকল বাহিনী। জোরকদমে তারা উদ্ধারকাজ চালাচ্ছে।

উল্লেখ্য, সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের আর এক নাম মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে। ৭০১ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা মুম্বই এবং নাগপুরকে যুক্ত করে। তাই দুই শহরের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য রাস্তাটি গুরুত্বপূর্ণ।

9 months ago
Fire:দাউদাউ করে জ্বলছে বহুতলের ফ্লোর, মারাত্মক সেই ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়

বহুতলে অগ্নিকান্ড (Fire)। দাউদাউ করে জ্বলছে বহুতলের উপরের তলা। মঙ্গলবার, রাতে ঠাণের (Thane) একটি বহুতলে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সমাজমাধ্যমে অগ্নিকাণ্ডের এই ভয়ানক ঘটনা ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রাতের অন্ধকারে ভয়াবহ আগুন লেগে গিয়েছে একটি বহুতলের উপরের তলায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলছে সেই আগুনের শিখা। উপর থেকে কাচের জানলা নীচে খুলে পড়তেও দেখা গিয়েছে। যেন হাওয়ায় ভাসতে ভাসতে নীচের দিকে নেমেছে জানলাটি। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতলের বিস্তীর্ণ অংশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বহুতলে আগুন লাগার পরে, নীচে দাঁড়িয়ে থাকা একটি চার চাকার গাড়িতে বিস্ফোরণ হয়। প্রবল শব্দে ফেটে যায় গাড়িটি। আগুনের ধোঁয়া এক কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছে। বহুতলটির আশপাশের বাসিন্দারা অগ্নিকাণ্ডের ভিডিয়োটি মোবাইলে রেকর্ড করে সমাজমাধ্যমে শেয়ার করেছেন।

তবে কী থেকে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকলের একাধিক ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

one year ago


Thane: হোমওয়ার্ক না করার অপরাধ! গৃহ শিক্ষকের মারে কিশোরের শ্রবণশক্তি লোপ

হোম ওয়ার্ক না করার অপরাধে শিক্ষকের মারে শ্রবণশক্তি হারাল এক কিশোর। শুক্রবার মহারাষ্ট্রের থানে (Thane Incident) জেলার এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। তবে এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। জানা গিয়েছে, গত ৩১ মার্চ এক গৃহশিক্ষকের কাছে পড়তে যায় বছর ১২-র ওই পড়ুয়া। হোমওয়ার্ক (Home Work Issue) করে না নিয়ে যাওয়ায় শিক্ষক তাকে মারধর করেন। ব্যথা লাগে এক কানে। পড়া শেষ করে বাড়ি ফেরার পর থেকেই সেই কানে প্রচণ্ড ব্যথা শুরু হয়। কিছুই শুনতে পাচ্ছিল না সেই পড়ুয়া। ঘটনার কথা সে তার বাবা-মাকে জানায়। সেই কিশোরকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে, শুরু হয় চিকিৎসা।

ইতিমধ্যে গোটা ঘটনা জেনে পড়ুয়ার মা-বাবা মুম্বই শহরতলির এক থানায় গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করলেও এখনও অধরা অভিযুক্ত শিক্ষক। হাসপাতাল সূত্রে খবর, পড়ুয়া কানে শুনতে না পেলেও তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। 

one year ago
Pigeon: পাখনা থেকে ফুসফুসের রোগ! পায়রাকে দানাশস্য দিলেই ফাইন এই পুরসভায়

পায়রাকে(Pigeon) খাবার দিলেই মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে জানিয়েছে ঠানে(Maharashtra Thane) পুরসভা। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঠানে নগর নিগম জুড়ে যে পোস্টার লাগিয়েছে, সেখানেই জরিমানার বিষয়টি উল্লেখ করা। শহরে বাড়তে থাকা রোগের কারণে এই নির্দেশিকা। তাই পায়রাকে খাবার দিলেই ৫০০ টাকা জরিমানা করা হবে বলে উল্লেখ করা হয়েছে পোস্টারে। 

জানা গিয়েছে, শহরে হাইপার সেন্সিটিভ নিউমোনিয়া এবং ফুসফুসের(Lungs Diseas) রোগের সংক্রমণ ক্রমশ বাড়ছে। আর তা ক্রমশ উদ্বগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। শহরে এই ধরনের রোগের প্রাদুর্ভাবের জন্য পায়রাকেই দায়ী করছে প্রশাসন। অভিযোগ, পায়রার বিষ্ঠা এবং পাখনা থেকেই এই ধরনের রোগ ছড়াচ্ছে শহরজুড়ে। তাই সচেতনতা বাড়াতে শহরজুড়ে মাইকে প্রচার-সহ দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগানো চলছে। 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, পায়রাকে অনেকেই চাল, গম জাতীয় দানাশস্য খেতে দেন। কিন্তু পায়রার বিষ্ঠায় থাকা ব্যাকটেরিয়া বাতাসের মাধ্যমে পায়রার কাছাকাছি থাকা লোকজনের শরীরে প্রবেশ করে। তখনই আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই পায়রার কাছাকাছি থাকা মানুষজনেরই এই ধরনের রোগের আশঙ্কা বেশি থাকে।

one year ago
Maharashtra: মদ কেনার জন্য টাকা ধার না দেওয়ায় পড়শি মহিলাকে কুপিয়ে খুন, থানেতে ধৃত ১

মদের নেশা সর্বনাশা! আর তা আরেকবার প্রমাণ পেল মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলার ডোম্বিভালি এলাকা। মদ কেনার টাকা নেই, তাই প্রতিবেশী মহিলার কাছে টাকা চেয়েছিলেন এক ব্যক্তি। টাকা না দেওয়ায় সেই মহিলাকে কুপিয়ে খুন (Murder) করেন সেই ব্যক্তি। নিহত মহিলার নাম বৈশালী মাসদুদ (৪৪)। পুলিস সূত্রে খবর, ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকালে।

সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি প্রায়ই ওই মহিলা ও তাঁর ছেলের কাছ থেকে মদ কেনার জন্য টাকা নিত। এই নিয়ে বৈশালীর পরিবারে অশান্তিও হয়। ঘটনার দিন পুনরায় টাকা ধার নিতে আসে। কিন্তু বৈশালী ওই ব্যক্তিকে টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ছুরি বার করে বৈশালীর উপর চড়াও হন অভিযুক্ত। তারপর ছুরির কোপে ক্ষতবিক্ষত ওই মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পুলিস অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনার পিছনে শুধুই কি মদ, নাকি অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিস।

one year ago


Birthday: শ্মশানে জন্মদিন পালন ঠানের এক ব্যক্তির! ১০০ আমন্ত্রিতদের সঙ্গেই কাটলেন কেক

'জন্মদিন' (Birthday) প্রত্যেকের জীবনেই কমবেশি স্পেশাল। এই দিনটা বিভিন্ন ভাবে পালন করে থাকেন সকলে। কেউ আবার নিজের প্রিয়জনদের সঙ্গে বাড়িতে, হোটেলে বা রেস্টুরেন্টে আবার কেউ দূরে কোনও জায়গায় ঘুরতে গিয়ে উদযাপন করেন। কিন্তু শ্মশানে জন্মদিন পালন করার কথা কোনওদিন কেউ ভেবেছেন? শুনে অবাক লাগছে তাই না? শ্মশানে কেউ জন্মদিন পালন করে নাকি আবার? হ্যাঁ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) ঠানেতে, যা দেখে হতবাক সকলে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গৌতম রতন মোরে তাঁর জন্মদিন পালনেই ভেনু হিসেবে শ্মশানকেই বেছে নিয়েছিলেন। ১৯ নভেম্বর তিনি ৫৪ তম জন্মদিন পালন করেন মোহনী শ্মশানঘাটে। অন্য দৃষ্টান্ত স্থাপন করা তাঁর মূল লক্ষ্য ছিল না। তিনি সকলের মধ্যে একটা বার্তা প্রদান করতে চেয়েছিলেন। তাই এই পথ অবলম্বন করলেন গৌতম বাবু।

তিনি অতিথি, বন্ধু-বান্ধবদের জন্মদিন পালনের জন্য শ্মশানে আমন্ত্রণ জানান। প্রথমে স্বাভাবিকভাবেই সবাই অবাক হয়ে গিয়েছিলেন তাঁর কথা শুনে। তবে শ্মশানকে কেন বেছে নিলেন গৌতম? সংবাদমাধ্যমকে ‘বার্থডে ম্যান’ জানিয়েছেন, তিনি সমাজের অন্ধবিশ্বাস দূর করতে চান। এ কাজে তিনি অনুপ্রাণিত হয়েছেন প্রখ্যাত সমাজকর্মী সিন্ধুতাই সপকাল এবং যুক্তিবাদী প্রয়াত নরেন্দ্র দাভোলকরের কাজে। এই দুই ব্যক্তি কালা জাদু, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন। আর তাঁদেরই পথ অনুসরণ করে সমাজ থেকে অন্ধবিশ্বাস দূর করতে চান। শ্মশানে ‘ভূত’ আছে বলে যে বিশ্বাস প্রচলিত রয়েছে, সেই বিশ্বাসকে তিনি ভেঙে দিতেই এই আয়োজন করেছেন বলে দাবি গৌতমের।

উল্লেখ্য, তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে মোট ১০০ জন এদিন এসেছিলেন শ্মশানে জন্মদিন পালনে। কেক কেটে, খাওয়া-দাওয়া করে জন্মদিন পালন করেন তিনি।

one year ago
Maharashtra: একদিকে ভজন পাঠ, অন্যদিকে টিভির শব্দ! শাশুড়ি-বৌমার বচসায় রক্তারক্তি থানেতে

বৌমা জোরে আওয়াজ দিয়ে টিভি দেখছিলেন। আর শাশুড়ি (Mother-in-law) টিভি বন্ধ করে দেওয়ায় রেগে আগুন। যার জেরে এমন ঘটনা ঘটিয়ে বসবেন বৌমা, তা ভাবাও যায় না। বৌমার কীর্তি শুনে হতবাক সকলে। জানা গিয়েছে, ওই মহিলা রাগে বৃদ্ধা শাশুড়ির তিনটি আঙুল কামড়ে দেন। পুলিস সূত্রে এমনটাই খবর। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra)  থানে (Thane) জেলার অম্বরনাথে।

শিবাজি নগর থানার এক আধিকারিক জানিয়েছেন, ৬০ বছর বয়সী বৃদ্ধা ব্রুশালি কুলকার্নি বাড়িতে ভজন পাঠ করছিলেন। আর সেসময় পুত্রবধূ বিজয়া কুলকার্নি (৩২) টেলিভিশন দেখছিলেন। আওয়াজ জোরে হওয়ায় শাশুড়ির ভজন পাঠে অসুবিধে হয়। তখন তিনি কমাতে বলেন আওয়াজ। এরপর শুরু হয় ঝগড়া।

ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয় রেগে শাশুড়ি টিভি বন্ধ করে দেন। তখন ঘটে যায় বিপত্তি। শাশুড়ির হাত ধরে তাঁর তিনটি আঙুল কামড়ে দেন। এমনকি বিজয়া তাঁর স্বামীকেও চড় মারেন, দুজনের ঝগড়ার মধ্যে ঢোকার জন্য।

আহত শিবাজিনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে একটি ফৌজদারি অপরাধ নথিভুক্ত করা হয়েছে বলে পুলিস জানিয়েছে।

2 years ago