Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Thalaivi

Kangana: বক্স অফিসে সফল হয়নি ছবি, কঙ্গনাকে ক্ষতিপূরণ দিতে হবে ৬ কোটি!

অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবার বিপাকে। বক্স অফিসে চলল না তাঁর ছবি। এবার ক্ষতিপূরণ বাবদ তাঁর থেকে বিপুল অঙ্কের টাকা দাবি করলেন ডিস্ট্রিবিউটাররা। বলিউড ইন্ডাষ্ট্রির অন্যতম জনপ্রিয়-চর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কারণে অকারণে তিনি সর্বদাই সংবাদের শিরোনামে রয়েছেন। অভিনয়ের জন্য পেয়েছেন পদ্মশ্রী (Padmashree)। কিন্তু তিনি যেন বারবার মুখ থুবড়ে পড়ছেন বক্স অফিসে। তাঁর বিগত বেশ কিছু ছবি কেবলমাত্র আলোচনা-সমালোচনাতেই থেকে গেল। সাফল্যের মুখ দেখতে পেল না। এইবার তারই খেসারত দিতে হতে পারে অভিনেত্রীকে। 

কঙ্গনার শেষ ছবি 'ধাকড়' মুক্তি পেয়েছিল। সেই ছবিটিও বক্স অফিসে ব্যৰ্থ হয়েছিল। অভিনেত্রী অভিযোগ তোলেন, তাঁকে ইচ্ছাকৃত কোণঠাসা করা হচ্ছে। বলিউডের একাংশ প্রভাবশালীদের কাঠগড়ায় তোলেন অভিনেত্রী। প্রসঙ্গত, বলিউডে স্পষ্টবাদী অভিনেত্রী হিসেবেই পরিচিত কঙ্গনা। একসময় বলিউডে নেপোটিজমের অভিযোগও তোলেন তিনি। বংশানুক্রমিকভাবে অভিনয় জগতে আসেননি, তাই তাঁকে এককোণে রাখা হয়, এমন কথা বলেছিলেন তিনি। বলিউডের পরিচালকরা তাঁকে ছবি করতে নেন না, এমন বিস্ফোরক কথাও বলেছেন সমাজমাধ্যমে। এইবার আবারও তিনি চর্চায় উঠে এলেন।

২০২১ সালে জয়ললিতার বায়োপিক 'থালাইভি' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন কঙ্গনা। হিন্দি, তামিল ও তেলেগু তিনটি ভাষায় মুক্তি পেয়েছিল ছবিটি। কঙ্গনার অভিনয় প্রশংসিত হয়, কিন্তু বক্স অফিসে তেমন সংগ্রহ করতে পারেনি ছবিটি। ডিস্ট্রিবিউটারদের দাবি, ছবিটি থেকে তাঁদের বিশেষ লাভ হয়নি। তাই ক্ষতিপূরণবাবদ কঙ্গনার থেকেই ৬ কোটি টাকা দাবি করলেন তাঁরা। যদিও এই বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী।

one year ago