Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

TestCricket

IPL: ক্রিকেট কি এখন কেবলই আইপিএল?

প্রসূন গুপ্তঃ আর কয়েক দিন বা কয়েক ঘণ্টা। তারপরেই শুরু বিশ্বের সবথেকে পেশাদারি ক্লাব ক্রিকেট আইপিএল। আজকের বিশ্বসেরা ক্রিকেটারদের লক্ষ্যই আইপিএল খেলা। এতো টাকা, এতো সুবিধা এর আগে ক্রিকেট দুনিয়ার কেউ দেখেননি। আজকের যুবা মহল শৈল্পিক ক্রিকেটে আগ্রহ রাখে না। অবাক বিষয় এই যে, ৬০/৭০/৮০-র দশকে ভারতীয় ক্রিকেট ডালে বঙ্গ সন্তান পাওয়া যেত না, কিন্তু দেশি বা বিদেশী ক্রিকেটারদের অন্যতম প্রিয় মাঠ ছিল ইডেন গার্ডেন। তাঁরা বলতেন, বাঙালির মতো ক্রিকেট সমঝদার দুনিয়ার কোথাও নেই। এ কারণে টেস্ট ক্রিকেটে এই মাঠে প্রিয় খেলোয়াড় ছিলেন মুস্তাক আলী, পাতৌদি, বিশ্বনাথ, কপিলদেব, আজহারউদ্দিন লক্ষণ ইত্যাদি। এই বাংলার ইডেনে আজ কোনও খেলা থাকলে মাঠ ভরেও যায় অবাঙালিতে। কারণ তাঁদের পয়সা আছে যা আম-বাঙালির নেই। কাজেই ক্রিকেট শিল্প বোঝার লোক কমে গিয়েছে কলকাতায়।

কিন্তু এসব অজুহাত দিয়ে লাভ নেই। আজকের এন্টারটেনমেন্টের মাধ্যম সিনেমার অবস্থান কোথায়। সিনেমা হাউস উঠে গিয়েছে, চলছে শপিং মলগুলিতে। সেরকম টেস্ট ওয়ান ডে রয়েছে ঠিকই, কিন্তু ওসবে মন ভরে না। ২০ ওভারের খেলা অফিসে বা ব্যবসা কেন্দ্র থেকে বেরিয়ে মাঠে যাওয়া এবং ধাঁই ধাঁই করে প্রতি বলে হিট করো, রান বাড়াও। বোলার নামক অসহায় খেলোয়াড়দের কাজ হলো প্রতি বলে রান না দিয়ে ডট বল করো। কিসের সুইং কিসের অর্থডক্স স্পিন যা কিনা করে গিয়েছেন বেদি প্রসন্ন চন্দ্রশেখররা।

 অস্ট্রেলিয়ার মতো দেশের টেস্ট ম্যাচে রান আর ওঠে না ৪০০ বা ৫০০। খেলবেন কাঁরা? ওই তাঁরা, যাঁদের কেউ মুম্বই, কেউ দিল্লির ক্লাবে প্রচুর টাকা নিয়ে খেলছেন। দেশের কথা ভেবে কি হবে? নিশ্চই সব ধরণের ক্রিকেট চলবে, কিন্তু সাবেকি ক্রিকেট স্টাইলের বিদায় মেনে নেওয়া যায় কি আইপিএলের দাপটে? 


one year ago
Cricket: মুখরক্ষা ভারতের! বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে টেস্ট জিতলো ভারত

জয় এলো, জ্বালা জুড়ালো। মিরপুরে বাংলাদেশকে (Bangladesh) ৩ উইকেটে হারিয়ে টেস্ট (Test Cricket) জিতলো ভারত (India)। একদিনের সিরিজ খোয়ানোর যন্ত্রণায় কিছুটা হলেও মলমের কাজ করবে মিরপুর (Mirpur)। বড়দিনে বড়ো জয়। ঠিক যেন হিচককের থ্রিলার। জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৪৫ রান। কিন্তু শনিবার শেষ বেলায় দারুণ কামব্যাক করেছিল বাংলাদেশ। গিল, বিরাট, রাহুল, পূজারা সবাই প্যাভিলিয়নের পথ ধরেছিলেন। রবিবার সুপার সানডে।

টেস্ট ক্রিকেট দেখালো, লাল বল আর সাদা পোশাকের আবেদন এখনও ফুরিয়ে যায়নি। প্রতিটা রানের জন্য লড়াই। রবিচন্দ্রন অশ্বিন নট আউট রইলেন ৪২ রানে। একটা বিশাল ছক্কা হাঁকিয়ে দেখালেন ব্যাট হাতেও অনেক আত্মবিশ্বাসী তিনি। ২৬ রানে অপরাজিত রইলেন শ্রেয়স আইয়ার। ৭ উইকেট পড়ে যাবার পর আশঙ্কা জেগেছিল, মিরপুর ভারতের শেষপুর হবে না তো? বল হাতে বাঁইবাঁই করে টার্ন করাচ্ছেন সাকিব আল হাসান।

মেহেদি হাসান যেন ২২ গজে গজল সম্রাট মেহেদি হাসানের মতো সম্মোহনের জাল বিছিয়ে দিচ্ছেন। ৬৩ রান খরোচকরে ৫ উইকেট তুলে নিয়েছেন মেহেদি। সাকিবের পকেটে ২ উইকেট। ঠিক তখনই রুখে দাঁড়ালেন আইয়ার অশ্বিন। ব্যাট তো নয়, খাপখোলা তলোয়ার। ম্যাচ জিতিয়ে বড়দিনে সান্তার মতো উপহার দিয়ে গেলেন টিম ইন্ডিয়াকে।

one year ago