Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Terrorism

Special story: যারা সন্ত্রাসবাদের মুখোশে

সৌমেন সুর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফগানিস্থান থেকে সোভিয়েত প্রভাব দূর করতে গিয়ে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছিল তার পরিণতি আজকের সন্ত্রাসবাদ। তবে সন্ত্রাসের প্রথম সাক্ষাৎ পাই ফরাসী বিপ্লবের ইতিহাসে। ফ্রান্সের অভ্যন্তরীণ অরাজকতা ও প্রতিবিপ্লবীদের দমন এবং বিদেশী শক্তির আক্রমণ প্রতিহত করার জন্য যে শাসনব্যবস্থা রচিত হয়েছিল, তা ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত। তবে সেই সন্ত্রাস আন্তর্জাতিক রূপ পায়নি। যাই হোক আমেরিকা সোভিয়েতের বিরুদ্ধে তালিবান গোষ্ঠীর ওসামা বিন লাদেনকে লেলিয়ে দেয় এবং অস্ত্র, অর্থ, সামরিক শিক্ষা দিয়ে। আমেরিকা সেদিন কল্পনা করতে পারেনি যে, তারা একজন ফ্রাঙ্কেনস্টাইনকে জন্ম দিলো। যে ভয়ংকর সন্ত্রাসবাদী সংগঠনের কার্যকলাপ আমেরিকা সহ বিশ্বের উন্নতশীল দেশগুলোর ঘুম কেড়ে নিয়েছে সেই সংগঠনের নাম 'আলকায়দা।' ওসামা বিন লাদেন হল প্রধান। লাদেন মেলিবাদীদের কাছে সন্ত, বিশ্ববাসীর কাছে বিভীষিকা। তাঁরই নির্দেশে আমেরিকার সম্মানীয় ট্রেড সেন্টার ধূলোয় মিশে যায়। 

বস্তুত, পরে ওসামা বিন লাদেনকে আমেরিকা খঁজে বের করে তাঁকে হত্যা করে। তবে বিশেষ করে এশিয়ার দেশগুলো সন্ত্রাসবাদের শিকার। সিরিয়া, লেবানন, আফগানিস্থান, পাকিস্তান, ভারতে সর্বত্র সন্ত্রাসবাদীরা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসবাদীদের কার্যকালপে আজ সারা বিশ্ব ভীত ও ত্রস্ত। সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। এর বিরুদ্ধে সকলকে সংঘবদ্ধ হয়ে লড়তে হবে। মৌলবাদীরা যতই ধর্মের জিগির দিয়ে সন্ত্রাসের জাল ছড়াক না কেন, বিশ্বের সমস্ত ধর্মের মানুষ মনে করে, কোনও ধর্মই মানবতা বিরোধী নয়। মুষ্টিমেয় কিছু সন্ত্রাসবাদী শত চেষ্টা করেও বিশ্বজনমতকে তাদের পক্ষে আনতে সক্ষম হবে না। মানুষ চায় শান্তি, স্বস্তি। হিংসা কখনো জয়লাভ করতে পারে না। আপামর বিশ্বজনমত সন্ত্রাসের বিরুদ্ধে ধ্বনিত হলে একদিন না একদিন সন্ত্রাসের অবসান ঘটবেই। তারা শুভবুদ্ধির কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হবে। তাহলে চুপ করে বসে থাকলে সমস্যার সমাধান হবে না। বিশ্বজনমতকে দৃঢ় করতে হবে অশুভশক্তির বিরুদ্ধে। তবেই একদিন সন্ত্রাসবাদ নিপাত হবে। নচেৎ নয়।  

10 months ago
Kashmir: কাশ্মীরি পণ্ডিত হত্যায় অভিযুক্ত জঙ্গি নিকেশ সেনা অভিযানে

উপত্যকায় ফের বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে (Encounter) খতম এক জঙ্গি। কাশ্মীরি পণ্ডিত হত্যায় যুক্ত ছিল মৃত সন্ত্রাসবাদী। এমনটাই সেনা সূত্রে খবর। মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) অবন্তিপোরা এলাকার এই ঘটনায় গোপন সূত্রে খবর পায় সেনাবাহিনী। একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এরপরই তল্লাশি অভিযান চালায় বাহিনী। জওয়ানদের দেখে জঙ্গিরা গুলি ছুড়তে থাকে অভিযুক্ত সন্ত্রাসবাদী। পালটা জবাব দেন জওয়ানরাও।

টানা গোলাগুলির লড়াইয়ের শেষে নিরাপত্তা বাহিনীর হাতেই নিকেশ হয় ওই জঙ্গি। পাল্টা আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান। তাঁদের ভর্তি করা হয়েছে একটি হাসপাতালে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিস।

পুলিস জানিয়েছে যে, রবিবার কাশ্মীরি পন্ডিত সঞ্জয় শর্মাকে হত্যার জন্য দায়ী সন্ত্রাসীকে মঙ্গলবার সকালে আওয়ান্তিপোরা এনকাউন্টারে নিকেশ করা হয়েছে। নিহত সন্ত্রাসীকে পুলওয়ামার আকিব মুস্তাক ভাট হিসাবে চিহ্নিত করা হয়েছে। সে প্রথমে একটি সন্ত্রাসী সংগঠনের হয়ে কাজ করত। কিন্তু বর্তমানে সে TRF-এর সঙ্গে ছিল।

উল্লেখ্য, গত বছর সন্ত্রাসীরা সাধারণ মানুষের উপর প্রায় ৩০টি হামলা চালিয়েছিল। তিনজন কাশ্মীরি পন্ডিত, রাজস্থানের একজন ব্যাঙ্ক ম্যানেজার, জম্মুর একজন মহিলা শিক্ষক এবং আটজন পরিযায়ী শ্রমিক-সহ ১৮ জন নিহত হয়েছিল বলে খবর।

one year ago
STF: জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ, হাওড়ায় ধৃত ২! একজন এম টেক পড়ুয়া

জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত সন্দেহে হাওড়া থেকে দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিসের এসটিএফ। ধৃতদের একজন মহম্মদ সাদ্দাম টিকিয়াপাড়ার আফতাবুদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। অন্যজন সৈয়দ আহমেদ শিবপুর গোলাম হোসেন লেনের বাসিন্দা। ধৃতদের একজন এম টেক-এর পড়ুয়া। দু জায়গা থেকে ল্যাপটপ মোবাইল ও বেশকিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম ও সৈয়দ আহমেদ। ১৯ তারিখ পর্যন্ত দুজনকেই পুলিস হেফাতে পাঠানো হয়েছে। ধৃতদের জেরা করে জঙ্গি কার্যকলাপ বিষয়ে আরও তথ্য জানতে চায় এসটিএফ। পাশাপাশি দুটো মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত হয়েছে ধৃতদের থেকে। এঁরা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে ধৃতদের মোবাইল-ল্যাপটপে জিহাদি কনটেন্ট পাওয়া গিয়েছে, এমনটাই এসটিএফ সূত্রে খবর। যদিও এক ধৃতের পরিবার জানায়, 'ভাইয়ের উপর থাকা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো। ও এই মুহূর্তে চাকরির জন্য মরিয়া ছিল। বি টেক পাস করে এম টেক পড়ছে ভাই। ও কোথায় আছে, কী করছে সব আমাকে বলতো।'   


one year ago


Pakistan: তীব্র অর্থ সংকটে পাকিস্তান! ঘুরে দাঁড়াতে সন্ত্রাসবাদে নিয়ন্ত্রণ চায় পড়শি সেনা প্রধান

পাকিস্তানের (Pakistan) রাজকোষে ভাঁড়ে মা ভবানী। ধুঁকছে অর্থনীতি (Economy), বেকারত্ব, খাদ্যাভাবে উদ্বিগ্ন শরিফ প্রশাসন। এই পরিস্থিতিতে ঠিক কী করা উচিত, কূলকিনারা পারছে না সে দেশের সরকার (Shahbaz Sharif Government)? এবার প্রশাসনের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন পড়শি দেশের নবনিযুক্ত সেনাপ্রধান (Pak Army general) জেনারেল সৈয়দ আসিম মুনির। যা শুনে খানিকটা বিস্মিত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ঠিক কী বলেছেন মুনির?

জানা গিয়েছে, করাচিতে পাকি নৌসেনা অকাডেমিতে একটি কর্মসূচিতে গিয়েছিলেন সেনা প্রধান। সেখানে মুনির জানান, 'দেশ অদ্ভুত এক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে। পরিস্থিতি সামাল দিতে অর্থনীতির পাশাপাশি সন্ত্রাসবাদকেও নিয়ন্ত্রণ করতে হবে!' 

মুনিরের মুখে এই কথা শুনে চমকে গিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে উল্লেখ্য, মুনির ছিলেন পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান। ২০১৯ ফেব্রুয়ারির পুলওয়ামা-কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড বলা হয় মুনিরকে। সেদিন সিআরপিএফ কনভয়ে হামলায় শহিদ হয়েছিলেন অন্তত ৪০ জন জওয়ান। ভারতীয় গোয়েন্দাদের দাবি, সেসময় পাকিস্তানে বসে সেই হামলার উপর নজর রেখেছিলেন বর্তমান সেনা প্রধান।

এদিকে আশঙ্কা, শ্রীলঙ্কার মতো তীব্র অর্থকষ্টে পড়তে পাকিস্তান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, ২০২২-র জুনের শেষে পাকিস্তানের ঋণের পরিমাণ ছিল ৪৯ হাজার ২০০ কোটি পাকিস্তানি টাকা। এই আবহে নির্বাচিত ইমরান খান সরকারকে আস্থা ভোটের মাধ্যমে সরিয়ে সেদেশে ক্ষমতা দখল করেছে শাহবাজ শরিফ জোট। রাজনৈতিক এই অস্থিরতাও পাকিস্তানকে সংকটের দিকে আরও ঠেলে দিয়েছে বলে খবর।

one year ago
India: 'গোটা বিশ্ব জানে কারা সন্ত্রাসবাদে মদত দেয়', পরোক্ষে পড়শিকে আক্রমণ জয়শঙ্করের

গোটা বিশ্ব জানে কারা সন্ত্রাসবাদে মদত দেয়। রাষ্ট্রপুঞ্জে (United Nation) নাম না করে এভাবেই পাকিস্তানকে (Pakistan) বিঁধলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এক আলোচনাসভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেশের বিদেশমন্ত্রী। চলতি সপ্তাহে সেখানেই তিনি সন্ত্রাসবাদে (Terrorism) মদত প্রসঙ্গে পরোক্ষে পাকিস্তানকে কাঠগড়ায় তোলেন।

দিন কয়েক আগে পড়শি দেশের বিদেশ রাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন। তাঁর অভিযোগ, 'সন্ত্রাসবাদকে ভারতের মতো কেউই ব্যবহার করতে পারেনি।' হিনা রব্বানিকে জবাব দিতেই গর্জে ওঠেন জয়শঙ্কর। তিনি বলেন, 'আমি জানি যে গত আড়াই বছর অতিমারি চলার কারণে অনেকে অনেক কিছু ভুলেছে। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে চাই, গোটা বিশ্ব ভোলেনি কোন দেশ থেকে সন্ত্রাসবাদ ছড়ায় অন্য কারও দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকানো উচিত।'

সাংবাদিক বৈঠকে এক পাক সাংবাদিক জয়শঙ্করের উদ্দেশে প্রশ্ন করেন, 'কাবুল, নয়াদিল্লি এবং পাকিস্তান থেকে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ ছড়ানোর ঘটনা কত দিন চলবে?' জবাবে ভারতের বিদেশমন্ত্রী জানান, 'আপনি ভুল মন্ত্রীকে প্রশ্নটা করেছেন। বরং আপনার দেশের সংশ্লিষ্ট মন্ত্রীকে এই প্রশ্নটা করুন। তিনিই ভালো বলতে পারবেন, পাকিস্তান আর কত দিন ধরে সন্ত্রাসবাদের অনুশীলন চালাবে।' 

one year ago


Jammu: স্বরাষ্ট্র মন্ত্রীর সফরের আগে খুন জম্মুর ডিজি (কারা), দায় স্বীকার জঙ্গি সংগঠনের

মহাঅষ্টমীর দিন বড়সড় নাশকতা জম্মুতে? সোমবার বন্ধুর বাড়ি থেকে উদ্ধার কারা বিভাগের ডিজি (DG Prison) হেমন্ত লোহিয়ার নলিকাটা দেহ। পলাতক সন্দেহভাজন পরিচারক। তিন দিনের জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir সফরে মঙ্গলবার বৈষ্ণোদেবী যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরের এই ধরনের হাই প্রোফাইল খুনের ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার শাখা সংগঠন 'পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স'(পিএএফএফ)।

জানা গিয়েছে, সোমবার বন্ধুর বাড়ি থেকে ডিজিপির দেহ উদ্ধার করা হয়। তাঁর গলার নলি কাটা ছাড়াও শরীরে পোড়ার দাগ মিলেছে। পুলিস সূত্রে খবর, পুলিসকর্তার সরকারি বাসভবনে সংস্কারের কাজ চলছিল, তাই এক বন্ধুর বাড়িতে সপরিবারে থাকছিলেন লোহিয়া। 

কিন্তু কারা বিভাগের ডিজিপি খুনের ঘটনায় শোরগোল জম্মু-কাশ্মীরে। খুনের অভিযোগে সন্দেহের তালিকায় পরিবারের পরিচারক। ইয়াসির নামে সেই পরিচারক পলাতক থাকলেও দিনভর তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে খুন জানার চেষ্টা করছে পুলিস। এদিকে, লস্কর-ই-তইবার শাখা সংগঠনের তরফে ডিজিপি হত্যার দায় স্বীকার করে এক প্রেস বিবৃতিতে বলা, ‘আমাদের বিশেষ বাহিনী উদাইওয়ালা, জম্মুতে অভিযান চালিয়ে পুলিসের ডিজি লোহিয়াকে খতম করেছে। আগামীদিনে এরকম আরও হামলা চালানো হবে। এত নিরাপত্তাবেষ্টনীর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরে এটা একটা ছোট উপহার।'

১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার লোহিয়া গত অগস্টে কারা বিভাগের ডিজি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। জম্মুর এডিজিপি মুকেশ সিং জানান, লোহিয়াকে খুন করা হয়েছে বলে অনুমান।

2 years ago
PFI: বেআইনি কাজে লিপ্ত থাকার অভিযোগে নিষিদ্ধ পিএফআই: স্বরাষ্ট্র মন্ত্রক

সন্ত্রাসবাদে (Terrorism) মদতের অভিযোগে পাঁচ বছরের জন্য দেশে নিষিদ্ধ (Ban) ঘোষিত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)। বেশ কয়েকদিন ধরেই দেশব্যাপী পিএফআই-র একাধিক দফতরে তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। জানা গিয়েছে। শুধু পিএফআই নয়, সহযোগী সংগঠনগুলোকেও নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। জানা গিয়েছে, বেআইনি কাজ প্রতিরোধী আইন বা ইউএপিএ-র আওতায় এই সিদ্ধান্ত। 

ইতিমধ্যে দেশব্যাপী চলা অপারেশন অক্টোপাসের আওতায় এই সংগঠনের ২৪০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তল্লাশিতে উদ্ধার একাধিক নথি খতিয়ে দেখে এই সিদ্ধান্ত। পিএফআই ছাড়াও অল ইন্ডিয়া ইমামস্‌ কাউন্সিল, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া, রিহাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল ওমেনস ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, ন্যাশনাল কনফারেন্স অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশনও নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করেছে।

জানা গিয়েছে, পিএফআই-র অনেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির সদস্য ছিলেন। পাশাপাশি এই সংগঠনের বাংলাদেশের জেএমবি এবং মধ্য প্রাচ্যের আইএস-র সঙ্গেও যোগাযোগের অভিযোগ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানায়, পিএফআই এবং সহযোগী দলগুলি যে বেআইনি কার্যকলাপে যুক্ত, তা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর। এই দলগুলি সক্রিয় থাকলে দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

2 years ago
Kashmir: উপত্যকায় বাংলার পরিযায়ী শ্রমিক খুনে অভিযুক্ত দুই জঙ্গিকে খতম করল সেনাবাহিনী

উপত্যকায় (Kashmir) কাজ করতে গিয়ে জঙ্গিদের নিশানায় পড়েছেন বাংলার শ্রমিক। ঘটনার দু’সপ্তাহের মধ্যে হামলাকারী দুই জেহাদিকে নিকেশ করল ভারতীয় সেনা  (Indian Army)। জানা গিয়েছে, বুধবার রাতে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে নওগাম এলাকায় ঘটনাটি ঘটেছে।  ভূস্বর্গের নওগাঁয় সেনা এবং কাশ্মীর পুলিসের যৌথ অভিযানে খতম হয়েছে দুই জঙ্গি (Terrorist)।

এই দুই জঙ্গি চলতি মাসের শুরুতে পুলওয়ামায় বাংলার পরিযায়ী শ্রমিকের উপর হামলা চালিয়েছে। কাশ্মীর পুলিস সূত্রে খবর, নওগাঁ এলাকায় লুকিয়ে থাকা ওই জঙ্গিরা আচমকাই টহলদারি বাহিনীর উপর হামলা করে। আর সেই সময় ওই এলাকায় সেনা এবং পুলিস যৌথ অভিযান চালায়। তারপরই সেনা ও জঙ্গির গুলির লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর খতম হয়েছে দু’জন। উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। তথ্য অনুযায়ী, একটি একে রাইফেল, দু’টি পিস্তল, কিছু গুলি-বোমা উদ্ধার করা গিয়েছে।

জানা গিয়েছে, দুই জঙ্গির মধ্যে একজনের নাম আইয়াজ রসুল নজর এবং আরেকজন শাহিদ আহমেদ ওরফে আবু হামজা। দুই জেহাদিই আনসার গাজওয়াত উল হিন্দ নামের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এটি আল কায়দারই একটি শাখা সংগঠন।

কাশ্মীর পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই জঙ্গি একাধিক হামলার সঙ্গে যুক্ত রয়েছে। যার মধ্যে গত ২ সেপ্টেম্বরে বাংলার পরিযায়ী শ্রমিকের উপর হামলাও রয়েছে। মূলত সেই জঙ্গি হামলায় আহত শ্রমিকের নাম মনিরুল ইসলাম। উনি উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দীঘলগাঁওয়ের বাসিন্দা। উপত্যকায় কাজ করতে গিয়ে জেহাদিদের গুলির শিকার হন তিনি।

2 years ago