Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Telangana

Modi: প্রধানমন্ত্রীকে দেখতে লাইট টাওয়ারে চড়লেন তরুণী! বক্তৃতা থামিয়ে যা করলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা শীর্ষে, এই কথা প্রায় প্রত্যেকেরই জানা। কিন্তু এবারে মোদীকে দেখতে এক মহিলা এমন এক কাণ্ড করে বসলেন যে সকলের মাথায় হাত। মোদীর ভাষণের সময় লাইট টাওয়ারে উঠে গেলেন এক তরুণী। এর পর তাঁকে সেখানে দেখতে পান প্রধানমন্ত্রী। তাঁকে লাইট টাওয়ারে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন মোদী। শনিবার সন্ধ্যার দিকে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে সেই ঘটনাটি ঘটেছে।

বিধানসভা নির্বাচনের প্রচারে তেলেঙ্গানায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে তাঁর সভার আয়োজন করেছিল মাদিগা রিজার্ভেশন পোরাতা সমিতি। সেই জনসভায় এমনই ভিড় ছিল যে মোদীকে দেখতেই পারছিলেন না সেই তরুণী। তাই কোনও উপায় না পেয়ে একেবারে উঠে পড়েন লাইট টাওয়ারে। আর সেসময় মঞ্চে তখন বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর নজরে পড়ে যায় তরুণীর কাণ্ড। সঙ্গে সঙ্গে বক্তৃতা থামিয়ে তাঁকে নেমে আসতে বলেন তিনি।

ওই তরুণীকে প্রধানমন্ত্রী বুঝিয়ে বলেন, বিদ্যুতের পোলে উঠে বসলে দুর্ঘটনা হতে পারে। চোট লাগতে পারে। শর্ট সার্কিট হতে পারে। মোদীকে বলতে শোনা যায়, তিনি ওই তরুণীর সঙ্গে আছেন৷ তাঁর সব কথা শুনবেন৷ কিন্তু আগে তাঁকে নেমে আসতে হবে। এর পর প্রধানমন্ত্রীর কথা শুনে আস্তে আস্তে বিদ্যুতের পোল থেকে নেমে আসেন ওই তরুণী।

6 months ago
Assembly Election: ৪০০ টাকায় পাওয়া যাবে রান্নার গ্যাস, ভোটের মুখে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর!

এবারে রান্নার গ্যাস পাওয়া যাবে মাত্র ৪০০ টাকায়! এমনটাই ঘোষণা করা হল দেশেরই এক রাজ্যে। সূত্রের খবর, তেলেঙ্গানায় (Telangana) এমনটা ঘোষণা করেছেন খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। চলতি বছরের নভেম্বরেই তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন (Assembly Election 2023), তার আগেই রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা করা হবে বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, ৯৩ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়ার ঘোষণাও করলেন তিনি।

আগামী মাসেই বিধানসভা নির্বাচন। ফলে জোরকদমে শাসক ও বিরোধী দল প্রচার শুরু হয়েছে। একদিকে বিরোধী দল বিজেপি যেমন দুর্নীতির অভিযোগ তুলে প্রচার শুরু করেছে, তেমনই মসনদ ধরে রাখতে জনদরদী প্রকল্পকেই হাতিয়ার করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

সূত্রের খবর, রবিবার বিকালে হাসনাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন কেসিআর। সেখান থেকেই কে চন্দ্রশেখর রাও ঘোষণা করেন, বিআরএস পুনরায় সরকার গঠন করলে রাজ্যবাসীকে ৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার থেকে ৯৩ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়া হবে। আবার রাজ্যের বিপিএল-ভুক্ত ৯৩ লক্ষ পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করার প্রতিশ্রুতি দিয়েছেন কেসিআর। এছাড়াও তেলেঙ্গানার দলিত পরিবারদের ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।

7 months ago
Modi: ভোটমুখী তেলেঙ্গানায় ১৩,৫০০ কোটি প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী মোদী

২০২৪ লোকসভা ভোটের আগেই চলতি বছরের বিধানসভা নির্বাচন রয়েছে তেলেঙ্গানায় (Telangana)। আর তার আগেই সেই রাজ্যে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী রাজ্যে প্রচারে গিয়েছেন তিনি। তবে প্রচারের পাশাপাশি একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। সূত্রের খবর, রবিবার দুপুরে তেলেঙ্গানায় গিয়ে সাড়ে ১৩ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

রবিবার নির্বাচনী প্রচারে তেলেঙ্গানা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক জনসভা করার পাশাপাশি মেহবুবনগরে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকেই ১৩,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই প্রকল্পগুলির মধ্যে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন, রেলওয়ে পরিকাঠামো-সহ একাধিক ক্ষেত্র রয়েছে। 

প্রধানমন্ত্রী দফতরের দেওয়া বিবৃতি থেকে জানা গিয়েছে, বিজয়ওয়াড়া ইকোনমিক করিডোর, ১৬৩জি জাতীয় সড়ক শাখার ওয়ারাঙ্গাল থেকে খাম্মাম পর্যন্ত ১০৮ কিলোমিটার দীর্ঘ চার লেনের গ্রিনফিল্ড হাইওয়ে এবং খাম্মাম থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ৯০ কিলোমিটার দীর্ঘ গ্রিনফিল্ড হাইওয়ে রয়েছে। এছাড়াও হায়দরাবাদ থেকে রায়চূড় পর্যন্ত ট্রেন পরিষেবার সূচনা করেছেন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে। আবার হায়দরাবাদে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন তিনি।

7 months ago


Raksha Bandhan: রাখি পরার আগেই মৃ্ত্যুর কোলে ঢলে পড়লেন যুবক, এরপর তাঁর দিদি যা করলেন...

বুধবার ছিল রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan)। সারা দেশজুড়ে যখন ভাই-বোন সহ প্রত্যেকেই রাখি বন্ধনের উৎসবে মেতে উঠেছিলেন, তখনই এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেল তেলঙ্গনায় (Telengana)। জানা গিয়েছে, রাখি উৎসবের আগেই এক দিদি তাঁর ভাইকে একেবারের জন্য হারিয়ে ফেলেছেন। সবচেয়ে দুঃখের বিষয় এই যে, রাখি পূর্ণিমার কিছু মুহূর্ত আগেই এমনটা ঘটে। কিন্তু তিনি সেই পরিস্থিতিতেও তিনি তাঁর দুঃখ সরিয়ে রেখে তাঁর মৃত ভাইয়ের হাতেই পরিয়ে দেন রাখি। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা। যদিও এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল।

সূত্রের খবর, ঘটনাটি তেলঙ্গনার পেড্ডাপল্লির ধুলিকাট্টা গ্রামের। জানা গিয়েছে, রাখি পূর্ণিমার কিছু আগেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় যুবকের। কানাকাইয়া চৌধুরী ও তাঁর দিদি গৌরাম্মা রাখি উৎসবে মেতে উঠেছিলেন। তাঁর দিদি বাড়িতে এসেছেন তাঁকে রাখি পরাতে, এই দেখে খুশি ছিলেন কানাকাইয়া। কিন্তু তাঁর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জানা গিয়েছে, রাখি পূর্ণিমার তিথি শুরু হওয়ার পর যখনই গৌরাম্মা তাঁকে রাখি পরাতে শুরু করেন, সেসময় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর জানা যায়, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে ও সেখানেই মৃত্যু হয়। এমনটা শোনার পরই তাঁর দিদিও শোক-দুঃখে ভেঙে পড়েন। কিন্তু তিনি তাঁর মৃত ভাইয়ের হাতে রাখি পরিয়েই রাখি বন্ধন উৎসব চোখের জলে উদযাপন করেন।

ভাই-বোনের এমন সম্পর্ক ক্যামেরাবন্দি করা হয়েছে ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা বর্তমানে ভাইরাল। এই ভিডিও দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন নেটিজেনরাও। কানাকাইয়ার মৃত্যুতে শোকস্তব্ধ গ্রামবাসীরাও।

8 months ago
Manhole: বিশেষভাবে সক্ষম দাদাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ৯ বছরের খুদের, ম্যানহোলে পড়ে মৃত্যু

প্রতিবন্ধী দাদাকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুর (Death) কোলে ঢলে পড়লেন এক খুদে। বাজার থেকে বাড়ি ফিরছিল ৯ বছরের ওই খুদে। নিজের অজান্তে খোলা ম্যানহোলে (Manhole) পড়ে গিয়ে মৃত্যু হয় ওই খুদের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার (Telangana) সেকেন্দরাবাদে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মৌনিকা, চতুর্থ শ্রেণির ছাত্রীর মৌনিকা।

জানা গিয়েছে, মৌনিকার দাদা প্রতিবন্ধী। পুলিস জানাচ্ছে শনিবার সকালে মৌনিকার দাদা ম্যানহোলের ভিতরে পড়ে গিয়েছিল না কি পা পিছলে পড়ে যায়, সেটা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে মৌনিকার দাদা ম্যানহোলে পড়ে যায়। তাকে তোলার জন্য এগিয়ে যায় ওই সে। কিন্তু পা ফসকে সে-ও ম্যানহোলে পড়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় এই ঘটনা। ঘটনাস্থলে ছুটে আসে সাবাই। কিছুক্ষণ ধরে তাকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। বেশ কিছুক্ষণের চেষ্টায় মৌনিকাকে ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। কিন্তু মৃত্যু হয় ওই বালিকার। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দাদাকে বাঁচাতে পারলেও কিন্তু মৌনিকা ম্যানহোলের ভিতরে তলিয়ে গিয়েছিল। সেই কারণে প্রশাসনের তরফে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

12 months ago


Murder: স্ত্রী, শাশুড়ি, শ্বশুরকে ছুরির কোপ জামাইয়ের , তেলেঙ্গানায় মৃত ২

স্ত্রী-শাশুড়িকে খুন (Double Murder) এবং শ্বশুরকে খুনের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ছেলেকে খুনে সহায়তা করেছেন বাবা। তেলঙ্গানার (Telangana) কুর্নুলের এই ঘটনার তদন্তে ফোর্থ টাউন থানার (Police) পুলিস। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিস। দুটি দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তর নাম শ্রবণ, তিনি সুব্বালক্ষ্মী নগরের বাসিন্দা। শ্রবণ পেশায় একজন ব্যাঙ্ককর্মী। দু’সপ্তাহ আগেই তিনি কৃষ্ণবেনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু বিয়ের পরই শুরু গোলমাল। অভিযোগ, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে আর তা নিয়েই ঝামেলা। মঙ্গলবার এই ঝামেলা মেটাতে মেয়ের শ্বশুরবাড়িতে উপস্থিত হন কৃষ্ণবেনীর মা-বাবাও।

পুলিস সূত্রে খবর, গোলমাল মেটাতে মঙ্গলবার পরিবারের সকলে মিলে আলোচনায় বসেন। সেই সময় মেজাজ হারিয়ে শ্রবণ ছুরি বসিয়ে দেন স্ত্রীর শরীরে। তা দেখে ছুটে আসেন কৃষ্ণবেণীর মা রমা দেবী। অভিযোগ, তাঁকেও ছুরি মারেন শ্রবণ। সেই কাজে শ্রবণকে সহায়তা করেন তাঁর বাবা সুব্বাইয়া। তাঁরা দু’জনে মিলে কৃষ্ণবেণীর বাবাকেও আক্রমণ করেন।

ঘটনাস্থল থেকে তিন জন আহতকেই পাঠানো হয় হাসপাতালে। চিকিৎসকরা কৃষ্ণবেণী এবং তাঁর মাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কৃষ্ণবেনীর বাবা।

one year ago
Telangana: চকলেট খেতে গিয়ে মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার, শোকের ছায়া পরিবারে

চকলেট (chocolate) খেতে গিয়ে মৃত্যু (Death) হল ৯ বছরের এক ছেলের। নাবালকের নাম সন্দীপ সিং। ঘটনাটি ঘটেছে শনিবার তেলেঙ্গানার (Telangana) ওয়ারাঙ্গলে। সন্দীপের গলায় চকলেট আটকে যায়। এরপর তাকে ওয়ারঙ্গলের এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানায়, সন্দীপ এক বেসরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিস সূত্রে খবর, নাবালকের বাবা অস্ট্রেলিয়া থেকে চকোলেট এনেছিলেন। ছেলেটি স্কুলে চকোলেট নিয়ে যাওয়ার অভ্যাস ছিল। শনিবারও স্কুলে যাওয়ার সময় চকোলেট নিয়ে যায়। ছেলেটি চকোলেট খেতে গিয়ে আচমকা আটকে যায় শ্বাসনালীতে। এরপর দম বন্ধ হয়ে মৃত্যু হয় সন্দীপের, ঘটনাটি সকাল ১০টায় ঘটে।

পুলিস আরও জানায়, এরপর তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষ তাকে ওয়ারঙ্গলের এমজিএম হাসপাতালে নিয়ে যায় এবং অভিভাবকদের খবর দেয়। কিন্তু শেষরক্ষা হল না। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

one year ago
Telangana: বড় সিদ্ধান্ত! সিবিআইকে দেওয়া আগাম সম্মতি প্রত্যাহার করল রাজ্য সরকার

রাজ্যের কোনও বিষয়ে তদন্তের ক্ষেত্রে সিবিআইকে (CBI) দেওয়া ‘জেনারেল কনসেন্ট’ বা আগাম সম্মতি প্রত্যাহার করে নিল তেলঙ্গানা (Telangana) রাজ্য সরকার। এই মর্মে তা তেলঙ্গানা হাইকোর্টকে (Telangana Highcourt) জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল।

তেলঙ্গানায় টিআরএস বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এই অভিযোগে সিবিআই তদন্ত দাবি করে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে আদালতকে এ কথা জানান অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। প্রসঙ্গত, চার টিআরএস বিধায়ককে কিনতে চেয়ে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে হায়দরাবাদে। শনিবার, ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

প্রসঙ্গত, রাজ্য সরকারের সুপারিশ বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া রাজ্যে সিবিআই তদন্ত করতে পারে না। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সিবিআই সরাসরি তদন্ত করতে পারে। তবে সে ক্ষেত্রেও তল্লাশির ক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন।

তাই রাজ্যগুলি সিবিআইকে ‘জেনারেল কনসেন্ট’ বা আগাম সম্মতি দিয়ে রাখে। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে কয়েকটি রাজ্যের সম্পর্কে টানাপড়েনেরে প্রেক্ষিতে পঞ্জাব, ঝাড়খণ্ড, কেরল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তীসগঢ় ও মিজোরাম জেনারেল কনসেন্ট প্রত্যাহার করে নিয়েছে। এ বার সেই তালিকায় নাম তুলে ফেলল তেলঙ্গানার চন্দ্রশেখর রাওয়ের টিআরএস সরকারও।

2 years ago


Telangana: সেকান্দ্রাবাদ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আহত বেশ কয়েকজন

ফের তেলেঙ্গানায় (Telangana) বিধ্বংসী আগুন। জানা গিয়েছে, সোমবার রাতে সেকেন্দ্রাবাদের একটি হোটেলে আগুন (fire broke out) লাগে। এই দুর্ঘটনায় মৃত্যু (Death) হয়েছে অন্তত ৬ জনের। আহত বেশ কয়েকজন। প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ দেন অনেকে। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যান। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছেন দমকল কর্মীরা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

হায়দারাবাদের পুলিস কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, হোটেলটির এক তলায় ই-স্কুটার রিচার্জিং ইউনিট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় দ্রুত তা দু’তলা ও তিনতলায়ও ছড়িয়ে যায়। প্রাণে বাঁচতে হোটেলের বিভিন্ন তলা থেকে বোর্ডাররা ঝাঁপ দিতে শুরু করেন নিচে। অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৬ জন। আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকল বাহিনী।

এই অগ্নিকাণ্ডকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তেলেঙ্গানার স্বরাষ্ট্র মন্ত্রী মহম্মদ মাহমুদ আলি। তিনি বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। দমকলকর্মীরা লজ থেকে লোকজনকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে কিছু লোকের মৃত্যু হয়েছে। লজ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা আমরা পরীক্ষা করে দেখছি।”

উল্লেখ্য, গত মার্চ মাসেও এমনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তেলেঙ্গানায়। সেবার সেকেন্দ্রাবাদের একটি গোদামে আগুন লেগে মৃত্যু হয়ে বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের।

2 years ago