Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Tarakeshwar

Tarakeshwar: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ, ঘটনায় আটক অভিযুক্ত স্বামী

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় তারকেশ্বরের নস্কর পুর এলাকায়। অভিযোগ, স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে অভিযুক্ত স্বামী। জানা গিয়েছে, মৃত মহিলার নাম নমিতা দাস (২৬)। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে তারকেশ্বর থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় এবং অভিযুক্ত স্বামী সৌমেন দাসকে আটক করে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, বছর সাতেক আগে অভিযুক্ত সৌমেন দাসের সঙ্গে বিয়ে হয় নমিতা দাসের। তাঁদের একটি সাড়ে তিন বছরের কন্যা সন্তানও আছে। মৃতার পরিবারের অভিযোগ, অভিযুক্ত সৌমেন দাস অন্য এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। যা নিয়ে প্রায়ই অশান্তি হত স্বামী-স্ত্রীর মধ্যে। এরপর এদিন সকালে অভিযুক্ত সৌমেন দাস তাঁর শ্বশুর বাড়িতে ফোন করে জানায় তাঁর স্ত্রী অসুস্থ। এরপর তাঁরা এসে দেখেন নমিতা দাস মৃত অবস্থায় পড়ে আছেন ঘরের মেঝেতে এবং গলায় ছিল ওড়নার ফাঁস। 

খবর দেওয়া হয় তারকেশ্বর থানার পুলিসকে। এরপর পুলিস এসে মৃতদেহ উদ্ধার করতে গেলে, পুলিসের গাড়ি আটক করে অভিযুক্তের শাস্তির দাবি জানান মৃতার পরিবারের লোকজন ও স্থানীয়রা। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিস। 

5 months ago
Girl: মানসিক অবসাদের জেরে আত্মঘাতী ১২ বছরের নাবালিকা! চাঞ্চল্য তারকেশ্বরে

বারো বছরের এক নাবালিকার (Minor) অস্বাভাবিক মৃত্যু (Death) ঘিরে চাঞ্চল্য তারকেশ্বরে (Tarakeshwar)। ঘর থেকে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে নাবালিকার পরিবারের লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় তারকেশ্বর থানার অন্তর্গত তারকেশ্বর ব্লকের নাইটা জগন্নাথপুর এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান মানসিক অবসাদের জেরে আত্মঘাতী ওই নাবালিকা। যদিও এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস।

ওই নাবালিকার পরিবারের তরফে জানা গিয়েছে, ওই নাবালিকা পঞ্চম শ্রেনীর ছাত্রী। মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরে পড়তে বসেছিল সে, কিছুক্ষন পর কোনও সাড়া-শব্দ না পাওয়ায়, পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের তরফে ময়নাতদন্তের জন্য ওই নাবালিকার মৃতদেহ শ্রীরামপুর হাসপাতালে পাঠানো হয়। আজ অর্থাৎ বুধবার ময়নতদন্তের পর নাবালিকার পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হয়। 

এ ঘটনায় তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজ জানিয়েছেন, 'ওই নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মানসিক অবসাদের বিষয়টা পাওয়া গেছে, কিন্তু ঠিক কোন কারনে মানসিক অবসাদে ভুগছিল সে সেটা খতিয়ে দেখা হচ্ছে।'

10 months ago
Deadbody: সাত সকালেই উদ্ধার রক্তাক্ত মৃতদেহ, চাঞ্চল্য তারকেশ্বরে

সাত সকালেই উদ্ধার রক্তাক্ত মৃতদেহ (deadbody)। ঘটনাটি তারকেশ্বর (Tarakeshwar) থানার পূর্বতেঘরী গ্রামের। সকালের এমন দৃশ্যে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিসের (police) অনুমান খুন (murder) করা হয়েছে ওই ব্যক্তিকে। তবে কী কারণে এই খুন তার তদন্তে নেমেছে পুলিস। বুধবার সকালে স্থানীয় ব্যক্তিরা রাস্তার উপর মৃতদেহ দেখতে পেয়েই হতবাক হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতের আসল পরিচয় খতিয়ে দেখছে পুলিস।

স্থানীয় ও পুলিস সূত্রে খবর, মৃতদের পাশ থেকে বাঁশ, কডলেস মাইক্রোফোন উদ্ধার হয়েছে। পাশাপাশি জমিতে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গিয়েছে। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যা প্রথমিকভাবে ইঙ্গিত করছে খুনের।

স্থানীয়রা জানান, এদিন ঘটনাস্থলের বেশ কিছু দূরে একটি আধার কার্ডের ফটোকপি পাওয়া গিয়েছে। তাতে নাম লেখা রয়েছে শেখ ইব্রাহিম আলী। কিন্তু এই আধার কার্ডের ফটোকপি ওই ব্যক্তির কিনা নিশ্চিত নয়। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় ও ঠিকানা জানা যায়নি। মৃত ব্যক্তির গায়ে লাল জামা ও জিন্সের প্যান্ট ছিল বলে খবর। এছাড়াও, তাঁর আনুমানিক বয়স ৫০ বছর। 

2 years ago