Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Tamim

Tamim: এখনও পিঠের চোট! বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব থেকে ইস্তফা তামিমের

বাংলাদেশের একদিনের দলের নেতৃত্ব থেকে ইস্তফা দিলেন তামিম ইকবাল। পিঠের চোট এখনও ঠিক হয়নি। তাই আসন্ন এশিয়া কাপ থেকেও সরে দাঁড়িয়েছেন। আশা করা হচ্ছে, অবসর ভেঙে ফিরে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন।

লন্ডনে চিকিৎসকের পরামর্শ নেন তামিম। দেশে ফিরে বোর্ড সভাপতি ও ক্রিকেট অপারেশন চেয়ারম্যানের সঙ্গে নেতৃত্ব ছাড়ার ইচ্ছেপ্রকাশ করেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলাকালীন হঠাৎ করে সিরিজের মাঝপথে অবসর নেন তামিম ইকবাল। চোট নিয়ে এবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তামিম ইকবালের।

9 months ago
Tamim: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে দলে তামিম

বাংলাদেশ (Bangladesh) ক্রিকেটে ফের নাটক। অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট (Cricket) থেকে অবসরের কথা জানিয়েছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। ২৪ ঘণ্টার মধ্যেই তামিমকে মত বদলাতে অনুরোধ করলেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অনুরোধ ফেলতে পারেননি তামিম। আবার প্যাড-আপ করছেন তিনি। এদিকে আফগানিস্তান সফরে এদিনই তামিমের পরিবর্তে লিটন দাসকে অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার চট্টগ্রামে হঠাৎ করেই নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন তামিম। তিনি জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ দিন। বিশ্বকাপের ঠিক তিনমাস আগে অধিনায়কের হঠাৎ অবসরের সিদ্ধান্তে অবাক হয়ে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। ১৬ বছরের কেরিয়ার এ ভাবে হঠাৎ করে শেষ করে দেওয়ার কারণ খুঁজতেই তাঁরা ব্যস্ত হয়ে ওঠেন। চট্টগ্রামে অবসর ঘোষণার সময় কেঁদেও ফেলেছিলেন তামিম ইকবাল।

বিষয়টির গুরুত্ব বুঝে ময়দানে নামেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, তিনি নিজে একজন ক্রিকেট ভক্ত। তামিমকে ডেকে পাঠান নিজের বাসভবনে। বাংলাদেশ প্রধানমন্ত্রীর দফতর থেকে জানা গিয়েছে, প্রাক্তন অধিনায়ককে দেড় মাসের ছুটি মঞ্জুর করেছেন প্রধানমন্ত্রী। ফুরফুরে মেজাজ নিয়ে এশিয়া কাপে ফিরে আসার অনুরোধ করেছেন। অবসর ভেঙে এশিয়া কাপের ফেরার কথা দিয়েছেন তামিমও।

10 months ago
Tamim: বিশ্বকাপের ৩ মাস বাকি থাকতেই একদিনের ক্রিকেট থেকে অবসর তামিমের

আর মাত্র ৩ মাস বাকি ওয়ানডে বিশ্বকাপের (World Cup)। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। বৃহস্পতিবার চট্টগ্রামে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন তামিম।

সাংবাদিক বৈঠকে হঠাৎ অবসর ঘোষণা করবেন, তা ভাবতে পারেননি কেউই তিনি বলেন. "এটাই আমার শেষ। নিজের সেরাটা দিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ১৬ বছরের যাত্রাপথে পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পরিবারকে ধন্যবাদ।" বাংলাদেশেক সমর্থকদেরও ধন্যবাদ জানান তামিম। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চলছে। এভাবে সিরিজের মাঝপথে অবসর নেওয়ার বিষয় মুখ খোলেননি তামিম।

এই সিরিজে তামিমের পরিবর্তে শাকিব আল হাসান ও লিটন দাসের হাতেই দায়িত্ব তুলে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় ভাল ফলের আশা করছে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা।

10 months ago