Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SwatantraVeerSavarkar

Savarkar: সাভারকারের চরিত্রে অভিনয় করতে ২৬ কেজি ওজন কমিয়েছিলেন রণদীপ!

২৮ মে বীর সাভারকারের ১৪০ তম জন্মজয়ন্তীতে মুক্তি পেয়েছে 'স্বতন্ত্র বীর সাভারকার' (Swatantra Veer Savarkar) সিনেমার টিজার (teaser)। মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে নজর কেড়েছেন তিনি। সাদা পাঞ্জাবি এবং কালো টুপিতে তাঁকে সাভারকারের চরিত্রে যথার্থ মানিয়েছে। কিন্তু অভিনেতাকে বরাবর এর থেকে ভারী চেহারায় একেবারে 'মাসলম্যানের' মতো দেখাত। তবে এই সিনেমায় অভিনয় করার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে অভিনেতাকে।

বীর সাভারকারের চরিত্রে অভিনয় করার জন্য রণদীপ নাকি ২৬ কেজি ওজন কমিয়েছেন। এই কাজ এত সহজ ছিল না। অভিনেতা নাকি দিনের পর দিন কেবলমাত্র একটি খেঁজুর এবং এক গ্লাস দুধ খেয়ে কাটিয়েছে। একটি সাক্ষাৎকারে সিনেমার অন্যতম পরিচালক আনন্দ পাণ্ডে জানিয়েছেন, 'আজ পর্যন্ত রণবীর এই চরিত্রের সঙ্গে এতটাই জড়িয়ে পড়েছিল, যে সে বলেছিল পর্দায় সাভারকারকে চরিত্রায়ণ করতে সে কোনও ফাঁক রাখবে না। রণদীপ ৪ মাস শ্যুটিং শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন কেবল এক গ্লাস দুধ এবং একটি খেঁজুর খেয়ে কাটিয়েছিল।'

View this post on Instagram

A post shared by Randeep Hooda (@randeephooda)

বলিউডের অন্যতম দক্ষ অভিনেতা রণদীপ হুডা। সিনেমার টিজার থেকেই স্পষ্ট যে অভিনয়ে সত্যিই কোনও ফাঁক রাখবেন না তিনি। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ছবিটি। যদিও এখনও পর্যন্ত মুক্তির কোনও চূড়ান্ত তারিখ জানানো হয়নি।

11 months ago
Teaser: বীর সাভারকারের চরিত্রে রণদীপ হুডা, প্রকাশ্যে টিজার

২৮ মে বীর সাভারকারের ১৪০ তম জন্মজয়ন্তীতে মুক্তি পেল 'স্বতন্ত্র বীর সাভারকার' (Swatantra Veer Savarkar) ছবির টিজার। মূল চরিত্রাভিনেতা হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডাকে (Randeep Hooda)। টিজার দেখে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বেড়ে গিয়েছে। ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারে সাভারকারকে 'ব্রিটিশদের মোস্ট ওয়ান্টেড ভারতীয়' এবং 'নির্ভিক সংগ্রামী' হিসেবে দেখানো হয়েছে।

কানে বেজেছে সাভারকারের চরিত্রে রণদীপের সংলাপ, 'মূল্যবান তো সোনার লঙ্কাও ছিল। কিন্তু প্রসঙ্গ যদি স্বতন্ত্রতার হয় তাহলে রাবনের রাজ হোক বা ব্রিটিশ রাজ, আগুন তো জ্বলবেই।' টিজারে স্পষ্ট রণদীপ হুডা সাভারকারের চরিত্র হয়ে ওঠার চেষ্টায় কসুর রাখেননি। বাহ্যিক চেহারায় তাঁর সঙ্গে সাভারকারের মিল পাওয়া যায়। অভিনয়ও নজর কেড়েছে। অভিনেতা নিজের সামাজিক মাধ্যমেও এই টিজার শেয়ার করেছেন।

ক্যাপশনে লিখেছেন, 'ব্রিটিশদের মোস্ট ওয়ান্টেড ভারতীয়। নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং এবং ক্ষুদিরাম বোসের মতো সংগ্রামীদের অনুপ্রেরণা। বীর সাভারকার কে ছিলেন? সত্যি উন্মোচন হতে দেখুন।' সিনেমাটি প্রযোজনা করছেন খোদ রণদীপ হুডা। সিনেমার গল্প, স্ক্রিনপ্লে এবং ডায়ালগ যৌথভাবে লিখেছেন অভিনেতা। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে ছবিটি। যদিও এখনও ছবি মুক্তির নির্ধারিত তারিখ জানা যায়নি।

11 months ago