
রাজনীতিক ফাহাদ আহমেদকে (Fahad Ahmed) বিয়ে করার পর অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে মা হয়েছেন তিনি। গত ২৩ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সদ্যজাতের নাম দিয়েছেন রাবিয়া রমা আহমেদ (Rabiyaa Rama Ahmed)। দেখতে দেখতে পৃথিবীতে ৬ দিন কাটিয়ে ফেলেছে সে। তাই স্বামী ও পরিবারকে নিয়ে মেয়ের 'ষঠি' উদযাপন করলেন তিনি। শুধু উৎসব নয় পরিবারে ধর্মীয় মেলবন্ধন বজায় রাখতে তৎপর তিনি। নিজের সামাজিক মাধ্যমেই তুলে ধরলেন মেয়ের ষষ্ঠী উদযাপনের তাৎপর্য।
অভিনেত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, বিয়ের পর থেকেই আমরা হিন্দু ও ইসলাম ধমের সাধারণ রীতি-রেওয়াজগুলো উদযাপন করছি। যাতে আমি আরও বেশি করে বিশ্বাস করেছি মানুষের মধ্যে যেকোনোওরকম বৈচিত্র থাকতে পারে, কিন্তু ভালোবাসার ভাষা সাধারণ। উত্তরপ্রদেশ ও বিহারে সন্তানের জন্মের ষষ্ঠ দিনটিকে উদযাপন করা হয়। যেখানে মা এবং সন্তান হলুদ রঙের পোশাক পরে এবং পিসি সন্তানের মা বাবার চোখে কাজল দেয় সন্তানকে কুনজর থেকে বাঁচাতে।'
অভিনেত্রী এই অনুষ্ঠানে নিজেই গান গেয়েছেন। বিশেষ করে পুত্রসন্তানের আগমন উদযাপন করার জন্য 'সোহার' নাম একটি বিশেষ গান গাওয়া হয়। নিজের কন্যাসন্তানের জন্য সেই গান গেয়েছেন অভিনেত্রী। ভিডিওতে মেয়ে রাবিয়াকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে ফাহাদকে। পরিবার পরিজনেরও উপস্থিতি ছিল সেইসঙ্গে।
জীবনের এক নতুন অধ্যায়ে পা দিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সকলকে অবাক করে দিয়ে রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করেছিলেন। তারপর অনুষ্ঠান করে বিয়ে সেরেছিলেন। তার ঠিক দু'মাস পরেই জানা যায়, স্বরা অন্তঃসত্ত্বা। দীর্ঘ সময় সবুরের ফল অবশেষে মিষ্টি হল। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে নিজেই সুখবর দিয়েছেন। একরত্তির সঙ্গে সঙ্গে বেশ কিছু ছবিও দিয়েছেন।
সোমবার সন্ধ্যে নাগাদ হঠাতই সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি আপলোড করেন অভিনেত্রী। ছবিতে পাশে ছিলেন স্বামী ফাহাদ আহমেদ। আর স্বরার কোলজুড়ে ছিল বাড়ির ছোট্ট সদস্য। এই ছবিগুলি পোস্ট করে, অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'আমাদের প্রার্থনা শোনা হয়েছে, আশীর্বাদ মঞ্জুর হয়েছে। গানের গুঞ্জন এবং রহস্যময় সত্যি।' ওই পোস্টেই স্বরা জানিয়েছেন মেয়ের নাম কী রেখেছেন। অভিনেত্রী লিখেছেন, 'আমাদের ছোট্ট মেয়ে রাবিয়া ২৩ সেপ্টেম্বর ২০২৩-এ জন্মেছে।'
বলিউড তারকারা এই পোস্টের নিচে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাকে। নেটিজেনরাও ভালোবাসা উজাড় করে দিয়েছেন। নতুন মা ও একরত্তি ভালো থাকুক, এই প্রার্থনাই করছেন সকলে।
সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করে সকলকে একেবারে চমকে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। একইভাবে তাঁর অন্তঃসত্বা হওয়ার খবরও 'সারপ্রাইজ' হয়ে আসে নেটিজেনদের কাছে। স্বরার মধ্যেই ধীরে ধীরে বেড়ে উঠছে বাড়ির নতুন সদস্য। আর কিছুদিনেই পৃথিবীর আলো দেখতে চলেছে আসন্ন সন্তান। বর্তমানে একেবারে সপ্তম স্বর্গে স্বরা। তাই ইতিমধ্যেই হবু মা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজেই সেই ঝলক দিয়েছেন।
স্বরা তাঁর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে দুটি ছবি আপলোড করেছেন। একটি ছবিতে তাঁর বেবিবাম্প দেখিয়েছেন অভিনেত্রী। পিছনে দেখা যাচ্ছে সদ্যজাতের ক্রিব অর্থাৎ বিছানা। ক্যাপশনে স্বরা লিখেছেন, 'বাড়িতে নতুন সদস্যের আগমনে ক্রিব এনেছি।' যদিও অভিনেত্রী সেই পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর স্বামী অর্থাৎ ফাহাদ আহমেদের প্রথম সন্তান আপাতত সেই বিছানা দখল করে রয়েছেন।
ভাবছেন তো ফাহাদের প্রথম সন্তান কে? স্বরা এবং ফাহাদের আরও একটি সন্তান রয়েছে। যদিও সে চারপেয়ে। ছবিতে দেখা গিয়েছে, নতুন বচনাটি আপাতত তারই দখলে। স্বরা সেই পোস্টে লিখেছেন, চারপেয়েটি বিছানা থেকে কিছুতেই নড়ছে না।
সব জল্পনার অবসান। সামাজিক মাধ্যমে নিজের সন্তানসম্ভবা হওয়ার খবর দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের (Fahad Ahmed) সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের চার মাসের মধ্যেই সুখবর দিলেন। বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে স্বরার অন্তঃসত্বা (Pregnant) হওয়ার খবর ছড়িয়েছিল। যদিও এই নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। এবার একেবারে সামাজিক মাধ্যমে নিজের ছবি দিয়ে মা হওয়ার খবর ভাগ করে নিলেন।
অনেক তারকা অন্তঃসত্বা হওয়ার পর জাঁকজমকভাবে ছবি শ্যুট করে থাকেন। পরবর্তীতে সেই ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সুখবর ভাগ করে নেন তাঁরা। যদিও বিয়ের মতোই, জীবনের নতুন সদস্যের আগমনের খবর ছিমছামভাবে দিয়েছেন স্বরা। পড়ন্ত বিকেলে, ছাদে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। গোলাপি পোশাকে স্পষ্ট স্বরার স্ফীতোদর। পিছন থেকে তাঁকে জড়িয়ে রয়েছেন ফাহাদ।
সামাজিক মাধ্যমে ছবিগুলি আপলোড করে অভিনেত্রী লিখেছেন, 'কিছু সময় সব প্রার্থনার উত্তর একসঙ্গে পাওয়া যায়। আশীর্বাদধন্য, গর্বিত, উচ্ছসিত একইসঙ্গে দিশেহারা। আমরা নতুন এক দুনিয়ায় পা দিয়েছি।' স্বরা এবং ফাহাদের সন্তান আসতে চলেছে অক্টোবরে।
বি-টাউনে কানাঘুষো, বলি অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar) নাকি মা হতে চলেছেন। আর এই খবরে সম্মতি জানিয়েছেন তাঁর স্বামী ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। বিয়ের পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা (Pregnant) নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এবারে এই জল্পনা আরও উস্কে দিলেন এক টুইটার ব্যবহারকারী। তিনি টুইট করে জানিয়েছেন, স্বরা কিনা মা হতে চলেছেন। বিয়ের চারমাসের মাথায় তাঁর অন্তঃসত্ত্বার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে স্বরাকে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা। প্রথমে কোর্ট ম্যারেজ করেই সবার তাক লাগিয়ে দেন তাঁরা। প্রথমে তাঁরা ছিমছাম বিয়ের অনুষ্ঠানেরই আয়োজন করে আইনি পদ্ধতিতে বিয়ে সারেন। পরে তাঁরা ধুমধাম আয়োজন করে নিজেদের ধর্ম অনুসারে বিয়ে করেন। আর সেই বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাঁর অন্তঃসত্ত্বার খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। ফলে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। তবে এই খবরের বিশেষ কোনও সত্যতা নেই বলেই জানা যাচ্ছে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের তরফে। আবার এই খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি স্বরা ও তাঁর স্বামী ফাহাদ।