
প্রয়াত অভিনেতা ইরফান খান (Irrfan Khan) এবং সুতপা শিকদারের (Sutapa Sikdar) পুত্র বাবিল খান (Babil Khan)। বাবার দেখানো পথেই অভিনয় জগতে পা রেখেছেন বাবিল। ডেবিউ করেছেন 'কালা' ওয়েব সিরিজে। প্রথম ডেবিউ নিয়ে বাবিল খানিক ভীত ছিলেন। মা তাঁর অভিনয় দেখে কী প্রতিক্রিয়া দেবেন, তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল নবাগত অভিনেতার। সম্প্রতি বাবিল তাঁর অভিনয় ডেবিউ নিয়ে কথা বলেছেন।
বাবিল বলেন, 'আমার মা রীতিমতো বাবার অভিনয়ের তীব্র সমালোচক ছিলেন। আমার বাবা যখনই নিজের অভিনয়ের প্রশংসা করতেন, মা তখনই বাবাকে বেশ কিছু ভুল ধরিয়ে দিতেন। বাবা কীভাবে অভিনয় করলে দৃশ্যগুলি আরও ভালো হতে পারত, মা তা দেখিয়ে দিতেন। ফলে স্বাভাবিকভাবেই আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম নিজের ডেবিউ নিয়ে।'
তবে ডেবিউ অভিনয় দেখার পর সুতপা শিকদার কী প্রতিক্রিয়া দিয়েছিলেন? বাবিল বলেন, 'মা বলেছিলেন, তুমি কোনও প্রশিক্ষণ ছাড়াই প্রথম সিরিজে যা অভিনয় করেছি তা প্রশংসনীয়।' মায়ের এই কথা নাকি বাবিলের কাছে অবিশ্বাস্য প্রাপ্তি ছিল।
সুতপা শিকদার ইরফানের জীবনে নিয়ে 'ইরফান আ লাইফ ইন এ মুভিস' শীর্ষক একটি বই লিখেছেন। সেই বইটিতে তিনি উল্লেখ করেছিলেন, ইরফান অভিনীত 'পান সিং তোমার' সিনেমাটির খুব প্রশংসা করেছিলেন সুতপা। অভিনেতা নাকি সেই প্রশংসা শুনে কেঁদে ফেলেছিলেন। কারণ সুতপা নাকি সহজে তাঁর প্রশংসা করেন না।