
২৩ অগাস্ট ২০২৩, বুধবার ভারতবাসীর জন্য গর্বের দিন হয়ে থাকল। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান থ্রি (Chandrayan 3)। এমন ঐতিহাসিক মুহূর্তে গর্বে বুক ফুলে উঠেছে ভারতবাসীর। বলিউড (Bollywood) তারকারাও এই তালিকা থেকে বাদ যাননি। সকাল থেকেই নানারকম পোস্ট করেছিলেন তাঁরা। ভারতের সাফল্যের পর সামাজিক মাধ্যমে আবারও নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন তাঁরা।
অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, 'লক্ষ লক্ষ হৃদয় ধন্যবাদ জানাচ্ছে ইসরো। আপনারা আমাদের গর্বিত করেছেন। ভারত ইতিহাস তৈরী করছে, এমন মুহূর্তের সাক্ষী থেকে গর্বিত। ভারত চাঁদে, আমরা চাঁদে।'
অভিনেতা অজয় দেবগণ লিখেছেন, 'গর্বিত, অভিভূত, উচ্ছ্বাসিত, সম্মানিত, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে। ভারত মায়ের জয়।'
অভিনেতা শাহরুখ খান লিখেছেন, 'আজ ভারত এবং ইসরো সারা বিশ্বে ছেয়ে গিয়েছে। সমস্ত বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের এবং পুরো টিম যারা আমাদের গর্বিত করেছেন তাঁদের শুভেচ্ছা। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান তিন।'তাঁর টুইট শেয়ার করেছেন,প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন।
পদ্মশ্রী সম্মান প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত একটু ভিন্নভাবে দেখছেন এই বিষয়টি। তিনি লিখেছেন, 'কি অদ্ভুত। যে বিজ্ঞানী এই মিশনে নেতৃত্ব দিয়েছেন, তাঁর নাম সোমনাথ। সোম মানে চাঁদ, নাথ মানে ঈশ্বর। সোমনাথ মানে চাঁদের ভগবান। কি সুন্দর।'
অভিনেত্রী সুস্মিতা সেনের (Sushmita Sen) জোরালো কামব্যাক হতে পারে, তাঁর অভিনীত ছবি 'তালি' (Taali)। ১৫ অগাস্ট ওটিটি মাধ্যমে মুক্তি পেতে চলেছে। ভারতের তৃতীয় লিঙ্গ সংগ্রামী শ্রীগৌরী সাওয়ান্তের লড়াই তুলে ধরতেই প্রস্তুত অভিনেত্রী। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। তবে সেখানে যে কী 'সারপ্রাইজ' লুকিয়ে ছিল, সেই রহস্যই সামাজিক মাধ্যমে উন্মোচন করলেন সুস্মিতা।
যে পোস্টটির কথা বলছি, তা যে 'অভিনেত্রী' সুস্মিতা পোস্ট করেছেন তা ঠিক নয়। এই পোস্টটি করেছেন 'মা' সুস্মিতা। তাঁর জ্যেষ্ঠ কন্যা সন্তান রেনে। সে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। সংগীতশিল্পী হিসেবে ডেবিউ করে ফেলেছেন সিনেমার পর্দায়। ট্রেলারের অনেকটা জুড়ে শোনা গিয়েছে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। সেই স্তোত্রর কণ্ঠ আর কারও নয়, রেনের। মেয়ের জন্য আজ গর্বিত সুস্মিতা। সামাজিক মাধ্যমে সেই অনুভুতিই জানিয়েছেন।
সুস্মিতা সামাজিক মাধ্যমে রেনের স্তোত্র পাঠের অংশটুকু আপলোড করে লিখেছেন, 'জীবনের বৃত্ত সম্পূর্ণ হল। আমার ছোট্ট মেয়ে রেনে সেন এই শক্তিশালী মন্ত্রে তার কণ্ঠ দিয়েছে। ওর কণ্ঠ, আমার চেহারা ট্রেলারে একসঙ্গে রয়েছে।যতবার আমি এই মন্ত্র শুনছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ধন্যবাদ সোনা এই বিশেষ শ্রদ্ধাঞ্জলির অংশ হওয়ার জন্য এবং কাজটি এত ভালোবাসা দিয়ে করার জন্য। তুমি আমাকে গর্বিত করেছ।'
প্রাক্তন বিশ্ব সুন্দরী এবং অভিনেত্রী সুস্মিতা সেনের (Sushmita Sen) সম্পর্কের অবস্থান জানতে সকলেই আগ্রহী। মডেল রোহমান শলের সঙ্গে তাঁর প্রেমের কথা সামাজিক মাধ্যমে সকলেই জানতেন। তবে গত বছর সুস্মিতা রোহমানের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। এরপর একদিন হঠাতই সামাজিক মাধ্যমে সুস্মিতার সঙ্গে শিল্পপতি ললিত মোদীর একটি ছবি ভাইরাল হয়। সমুদ্রের মাঝে মুহূর্ত যাপনে দেখা গিয়েছিল তাঁদের।
এই ছবি ভাইরাল হওয়ার পরই সুস্মিতা সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। স্পষ্ট করে কিছু না বললেও, ঠারে ঠোরে বুঝিয়ে দেন তাঁর জীবনে মেয়েরা এবং কাজ ছাড়া আর কিছুই নেই। অন্যদিকে রোহমানকে সুস্মিতার পাশে পাশেই দেখা গিয়েছে সব রকম সামাজিক অনুষ্ঠানে। সেই থেকে গুঞ্জন শুরু হয়, তাহলে কী প্রাক্তন রোহমানেই আটকে রয়েছে অভিনেত্রীর মন? এইবার নিজের সম্পর্কের অবস্থান জানালেন সুস্মিতা।
ললিত মোদীর সঙ্গে ছবি ভাইরাল হওয়ার পর, নেটিজেনরা বেশ কিছু খারাপ মন্তব্য ছুড়ে দিয়েছিলেন সুস্মিতার দিকে। সেই প্রসঙ্গেই অভিনেত্রী বলেন, 'আমার মনে হয়, ওই মন্তব্যগুলো আমার কানে এসেছে ভালোই হয়েছে। অপমান তখনই অপমান হয়, যখন তা গ্রহণ করা হয়। আমি সেই অপমান গ্রহণ করিনি। এমন কিছু বিষয় রয়েছে যা কারও দেখার বিষয় নয়। তথ্য দেওয়ার জন্য জানাচ্ছি, আমি সিঙ্গেল এবং তাও অন্য কারও মাথা ঘামানোর বিষয় নয়।'
প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)। এতগুলি বছর ধরে তিনি অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। কাজ করেছেন কয়েকটি সিরিজেও। সামাজিক মাধ্যমে সক্রিয় তিনি। মেদহীন-সবল চেহারার জন্য তাঁর শরীরচর্চার ভিডিও মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে আপলোড করতেন তিনি। তাঁর ফিট চেহারা দেখে উৎসাহ পেতেন অনেকে। তবে একদিন অবাক হয়ে যান সকলে। সুস্মিতা সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তিনি হৃদরোগে আক্রান্ত।
হৃদয়ে সার্জারি করিয়ে আবারও তিনি ফিরেছেন স্বাভাবিক জীবনে। কেমন কেটেছিল সেই দিনগুলি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে নিজের মন্তব্য করেছেন অভিনেত্রী। সুস্মিতা বলেছেন, 'সেটি একটি সময় ছিল যা আমি পেরিয়ে এসেছি। আমি ভাগ্যবতী যে জীবনের এই পাড়ে রয়েছি। এখন আর এই ঘটনায় ভয় পায় না। পরিবর্তে আমার মধ্যে এখন নতুন অনুভূতি নতুন প্রতিশ্রুতি তৈরী হয়েছে, যেদিকে আমি এগিয়ে চলেছি। তুমি যখন জীবন নতুন চুক্তিতে পাও তখন সম্মান করতে শেখো এবং আরও সতর্ক হয়ে যাও।'
অভিনেত্রীর আসন্ন সিনেমা 'তালি' মুক্তির অপেক্ষায়। অভিনেত্রীকে এই প্রথম একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে। রূপান্তরিত আন্দোলনকারী শ্রীগৌরী সাওয়ান্তের লড়াই অভিনেত্রী ফুটিয়ে তুলবেন সিনেমার পর্দায়। ইতিমধ্যেই সিনেমার টিজার মুক্তি পেয়েছে। দর্শকদের প্রতীক্ষা বেড়েছে পর্দায় 'তালি' দেখতে।
সুস্মিতা সেনের (Sushmita Sen) আগামী ছবি মুক্তির অপেক্ষায়। প্রাক্তন বিশ্বসুন্দরী অনেক ছবিতেই অভিনয় করেছেন। তবে আসন্ন ছবি 'তালি' একেবারে অন্যরকম। সুস্মিতাকে এই সিনেমায় দেখা যাবে বৃহন্নলার চরিত্রে। তৃতীয় লিঙ্গের অধিকারের জন্য শ্রীগুড়ি সাওয়ান্তের লড়াই তিনি তুলে ধরবেন ওটিটির পর্দায়। শনিবার মুক্তি পেয়েছে সিনেমার টিজার। বেশ জোরালো ভাবেই বলা হয়েছে, 'এই কাহানি গালি থেকে তালি'র (Taali) সফরের।
এর আগেই সুস্মিতা তাঁর চরিত্রের ঝলক সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন। তবে টিজারে আরও একটু বেশি বোঝা গিয়েছে অভিনেত্রীকে। এই চরিত্রে সুস্মিতা যে যথার্থ নির্বাচন তা নিয়ে সন্দেহ নেই। আগামী ১৫ অগাস্ট থেকেই ওটিটিতে, বিনামূল্যে দেখা যাবে তালি। অভিনেত্রী বেশ কিছুদিন পর আবারও ওটিটির পর্দায় ফিরছেন। তাই এই সিনেমা নিয়ে আগ্রহী দর্শকেরা।
সুস্মিতা চিত্রনাট্য বাছাই করার ক্ষেত্রে বেশ সচেতন। বিশেষ করে নারীকেন্দ্রিক ছবিই তিনি বেছে নেন। মাঝে বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। হৃদয়ে সার্জারি করিয়ে আবারও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন সুস্মিতা। বর্তমানে নিজের পছন্দ মতো কাজ করছেন সুস্মিতা।
সুস্মিতা সেন (Sushmita Sen)। একসময় বিশ্বসুন্দরীর মুকুট উঠেছিল তাঁর মাথায়। অভিনয় জগতেও সুনাম অর্জন করেছেন তিনি। ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিয়েছেন নিজের মতো। মাতৃত্বের স্বাদ পেতে চেয়েছিলেন সুস্মিতা। মাদার টেরিজার দেখানো পথে দত্তক নিয়েছিলেন দুই কন্যাকে। বড় কন্যার নাম রেখেছিলেন রেনে। ছোট কন্যাটির নাম রেখেছেন আলিসা। সেই ছোট্ট মেয়েটির এখন বড় হওয়ার পালা।কিন্তু তার আগেই আলিসাকে দুনিয়া দেখতে নিয়ে গেলেন মা সুস্মিতা।
মেয়ে আলিসাকে নিয়ে প্যারিস গিয়েছেন সুস্মিতা। আইফেল টাওয়ার দেখে ছোট কন্যাটি তো খুব খুশি। মেয়ের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন সুস্মিতা। সামাজিক মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার আগে আমার সোনার প্রথম ফ্রান্সের প্যারিস সফর।সময় কত তাড়াতাড়ি উড়ে যায়। আমি আমাদের এই নাচ সবসময় মনে রাখব।'
দুই মেয়েকেই মাতৃস্নেহে বড় করে তুলেছেন সুস্মিতা। তাঁদের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে ঘুরতে যাওয়া এমন অনেক মুহূর্তের সাক্ষী থেকেছেন নেটিজেনরা। মেয়ে আলিসার বিদেশ যাওয়ায় সুস্মিতার জীবনের আরও একটি অধ্যায়ের শুরু। নেটিজেনরাও অভিনেত্রীর বক্তব্যের সম্মতিতে বলছেন, 'সত্যিই সময় পেরিয়ে গিয়েছে কত তাড়াতাড়ি।'
১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব জিতেছিলেন বাঙালি কন্যা সুস্মিতা সেন (Sushmita Sen)। এরপর বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা। যদিও তাঁর অভিনীত চরিত্ররা যতটা ছাপ ফেলেছে দর্শকদের মনে, তার থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর ব্যক্তিত্ব। দুই কন্যা রেনে ও আলিসাকে দত্তক নিয়েছেন তিনি। তাঁদের বড় করে তুলছেন পরম যত্নে। বয়স ৪৭, তবে এখনও বিয়ে করেননি তিনি।
মডেল রোহমান শলের সঙ্গে প্রেম করেছেন তিনি। যদিও আচমকাই সামাজিক মাধ্যমে তাঁর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন অভিনেত্রী। মাঝখানে অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল শিল্পপতি ললিত মোদীর। শিল্পপতির দেওয়া একটি পোস্ট থেকে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। যদিও অভিনেত্রী সামাজিক মাধ্যমে পোস্ট করে ইঙ্গিত দেন, যে তিনি কারও সঙ্গে সম্পর্কে জড়াননি।
তবে বিচ্ছেদ হলেও জনসমক্ষে অধিকাংশ সময় সুস্মিতার পাশে দেখা গিয়েছিল রোহমানকে। তাহলে দুই হৃদয় কী আজও অভিন্ন? এই প্রশ্নে ছয়লাপ হয়েছিল নেট দুনিয়া। সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন রোহমান। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমাদের একসঙ্গে ভালো দেখায়। আর কিছু যায় আসে না, কারণ আমরা অন্যের জন্য বাঁচি না। মানুষ কি বলছে, তা তাঁদের বিষয়। আমরা তো আর সব বিষয়ে উত্তর দিতে পারব না।'
রোহমান আরও বলেন, 'আমরা বন্ধু হিসেবে সম্পর্ক শুরু করেছিলাম। বন্ধুই থাকব। লম্বা সম্পর্ক ছিল, ভালোবাসা থেকে যাবে।' তবে সুস্মিতার প্রাক্তন আরও বলেন, তিনি সুস্মিতার আশেপাশে থাকলে অনেক কিছু শিখতে পারেন।'
সুস্মিতা সেন (Sushmita Sen) বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর বলিউডে (Bollywood) পদার্পণ করেছিলেন। তিনি যেমন মডেলিং করতেন, তেমনই একাধারে অভিনয়ে, নাচে পারদর্শী ছিলেন সুস্মিতা। বহু হিট সিনেমায় অভিনয় করেছিলেন। তাঁর সহকর্মীরা বলেন, তিনি যে কেবল মডেলিংয়ের মঞ্চে ব্যক্তিত্বময়ী ছিলেন তা নয়। ব্যক্তিগত জীবনেও তাঁর ব্যক্তিত্ব দেখার মতো। সুস্মিতার নীতি ছিল, 'যতক্ষণ না তাঁর মন সায় দেয়, ততক্ষণ তিনি কিছু করবেন না।' তাঁর এই নীতিতেই একবার পরিচালকের মাথায় হাত পড়েছিল।
সুস্মিতা সেন অভিনীত 'বিবি নম্বর ওয়ান' সিনেমার কথা নিশ্চয় অনেকের মনে রয়েছে। সেই সিনেমার 'চুনরি চুনরি' গানটি সুস্মিতা সেনের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়েছিল। সিনেমাটি হলে মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসে সাফল্যও পেয়েছিল। কিন্তু সিনেমার শ্যুটিং এবং মুক্তির মাঝে সুস্মিতা সেনকে নিয়ে ঘটে গিয়েছিল একটি বিরাট বড় একটি কাণ্ড। শোনা গিয়েছে, সিনেমার পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে একটি দৃশ্য নিয়ে মতবিরোধ তৈরী হয়েছিল সুস্মিতার। ডেভিডের ব্যবহার নাকি ভালো লাগেনি অভিনেত্রীর, তিনি শ্যুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে যান।
এরপর সুস্মিতা নাকি বেশ কিছুদিন আর যাননি শ্যুটিং ফ্লোরে। অবশেষে এগিয়ে আসেন সলমান খান। তিনি নাকি ডেভিডের হয়ে সুস্মিতার কাছে ক্ষমা চান। এমনকি তাঁকে ফ্লোরে ফিরিয়ে আনেন। অভিমানের বরফ ভেঙে সুস্মিতা আবারও সিনেমার শ্যুটিংয়ে মন দেন এবং সফলভাবে তৈরী হয় বিবি নম্বর ওয়ান।
ভারতের গর্ব সুস্মিতা সেন (Sushmita Sen)। বিশ্ব সুন্দরীর লড়াইতে তিনিই ভারতের হয়ে প্রথম খেতাব জিতেছিলেন। তাঁর বয়স তখন মাত্র ১৮ বছর। ওই অল্প বয়সে সাহসী মেয়ে সুস্মিতা সারা বিশ্বের তাবড় সুন্দরীদের সঙ্গে রূপ ও মেধার লড়াইতে বাজিমাত করেছিলেন। 'রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী' এই শব্দবন্ধ তাঁর জন্যই প্রযোজ্য। মিস ইউনিভার্স (MissUniverse) খেতাব জিতে সুস্মিতা বলিউডেও পদার্পণ করেন। সেখানেও নিজেকে প্রতিষ্ঠা করেন। তবে এত সাফল্যের মাঝে সুস্মিতার মন আজ ভারাক্রান্ত। নিজের সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন সুন্দরী।
সুস্মিতা ইনস্টাগ্রামে নিজের একটি ছবি আপলোড করেছেন। সেই পোস্টে দেখা গিয়েছে, কম বয়সী সুস্মিতাকে। ক্যাপশনে লিখেছেন, 'এই ছবিটি ঠিক ২৯ বছর পুরোনো। ছবিটি তুলেছেন প্রবুদ্ধ দাশগুপ্ত। এই নির্মল ছবিতে তিনি ১৮ বছরের আমাকে তুলে ধরেছিলেন। হাসিমুখে তিনি বলেছিলেন, তুমি প্রথম বিশ্ব সুন্দরী যার ছবি তুললাম আমি। তাঁকে শুধরে আমি বলেছিলাম, আসলে ভারতের প্রথম বিশ্ব সুন্দরী।'
সুস্মিতা আরও বলেছেন, মাতৃভূমির জন্য প্রতিনিধিত্ব করা এবং খেতাব জেতা সম্মানের। ২৯ বছর পরও আমার চোখে জল আসে। আমি এই দিনটিকে গর্ব এবং সম্মানের সঙ্গে মনে রেখেছি। ২১ মে ১৯৯৪ সালে ভারত ম্যানিলায় প্রথম মিস ইউনিভার্স জিতেছিল।' পোস্টের শেষে, সুস্মিতাচিত সংলাপে লেখা, 'সকলকে ভালোবাসি। দুগ্গা দুগ্গা।'
সম্পর্কে ইতি টেনেছেন ২০২১ সালেই, তবুও রয়ে গেছে সেই ভালোবাসার টান! বলিউড অভিনেত্রী তথা বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। প্রাক্তন প্রেমিক রহমান শলের (Rohman Shawl) পর ললিত মোদীর (Lalit Modi) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু এবারে ফের সুস্মিতাকে দেখা গেল প্রাক্তন প্রেমিক রহমানের সঙ্গেই। ফলে তাঁর অনুরাগীদের কৌতুহলী মনে প্রশ্ন উঠছে, 'তবে কি নতুন করে প্রাক্তনের প্রেমে পড়লেন সুস্মিতা?'
সম্প্রতি রহমান ও সুস্মিতার এক মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, যা এখন আলোচনার কেন্দ্রে। সেই ছবিতে দেখা গিয়েছে, সুস্মিতা ও রহমান একে অপরের দিকে তাকিয়ে। দেখে মনে হচ্ছে, চোখে চোখে ইশারাতে কথা হচ্ছে তাঁদের মধ্যে। এই ছবি রহমান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে দিয়েছেন, সঙ্গে সুস্মিতাকে ট্যাগ করে ক্য়াপশনেও লিখেছেন, 'রাইট ব্যাক টু ইউ'। সুস্মিতাও সেই ছবি তাঁর স্টোরিতে দিয়ে সঙ্গে এক চুম্বনের ইমোজি দিয়েছেন। আর এই দেখেই অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে।
জানা গিয়েছে, এক অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে গিয়েছিলেন। আর সেখানেই তাঁদের এই ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। এই অনুষ্ঠানে সুস্মিতাকে এক ডার্ক নীল রংয়ের ব্লেজারে দেখা গিয়েছে ও রহমানের পরনে ছিল কালো রংয়ের পোশাক। তাঁদের এই ছবি প্রকাশ্যে এলেও এখনও সম্পর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি তাঁরা। তবে তাঁদের ফের একসঙ্গে দেখে বেজায় খুশি তাঁদের অনুরাগীরা।
প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen) সবসময় চর্চায়। তাঁর ব্যক্তিগত সম্পর্ক চর্চায় উঠে এসেছে বারংবার। প্রাক্তন বিশ্বসুন্দরীর ম্যারিটাল স্টেটাস এখনও 'আনম্যারিড'। তবে প্রেমের স্টেটাস মন্দ নয়। তাঁর সঙ্গে সম্প্রতি নাম জড়িয়েছিল শিল্পপতি ললিত মোদীর (Lalit Modi)। তবে সরাসরি না হোক, পরোক্ষভাবে সুস্মিতা বুঝিয়ে দিয়েছেন ললিতে মন মজেনি তাঁর। তাহলে এই মন কাকে দিয়েছেন সুস্মিতা? আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও সুস্মিতার সামাজিক মাধ্যম বলছে, তাঁর 'প্রাক্তন' এখনও 'বর্তমান'। তাঁকে চুম্বন দিয়ে সেই জল্পনায় আরও ধোঁয়া দিলেন সুন্দরী।
একসময় মডেল রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। সেকথা জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল, সেই কথাও সুস্মিতা নিজেই জানিয়েছিলেন সকলকে। মুখ দেখাদেখি বন্ধ হয়নি দু'জনের। বরং বিচ্ছেদের পরেও প্রকাশ্যে বহুবার রোহমানকে দেখা গিয়েছে সুস্মিতার সঙ্গে। 'ভালোবাসা কি বাকি থেকে গিয়েছে?' প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। ভালোবাসা বাকি না থাকলেও কিছু যে রয়ে গিয়েছে, তা স্পষ্ট সুস্মিতার পোস্টে।
কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। এঞ্জিওপ্লাস্টি হয় তাঁর। হৃদয়ের চোট সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন সুস্মিতা। হেঁটেছেন মার্জার সরণিতে, শুরু করেছেন নিয়মিত এক্সারসাইজ। এবার সেই এক্সারসাইজের পরিমাণ ধীরে ধীরে বাড়াচ্ছেন তিনি। তাঁর সঙ্গে তাল মিলিয়েছেন রোহমানও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক্সারসাইজের ভিডিও পোস্ট করেছেন সুস্মিতা। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক্সারসাইজ করছেন তিনি। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে শরীরচর্চা করছেন প্রাক্তনও।
তবে আসল চমক রয়েছে ক্যাপশনে। সুস্মিতা কাজে ফেরার খবর দিয়েছেন নেটিজেনদের। তিনি লিখেছেন, ' ইচ্ছেই একমাত্র পথ। আরও শরীরচর্চা করতে পারব। খুব তাড়াতাড়ি জয়পুরে যাচ্ছি আরিয়ার শুটিংয়ের জন্য। আর এই আমার ভালোবাসার মানুষেরা, আমায় সঙ্গ দিচ্ছে এবং আগের জায়গায় ফিরে যেতে সাহায্য করছে। 'এখানেই শেষ করেননি লেখা। মেয়ে আলিজে এবং প্রাক্তন প্রেমিকের উদ্দেশে চুম্বন ও ভালোবাসা দিয়েছেন। এই পোস্টটি দেখে নেটিজেনরা ভীষণ খুশি। জল্পনা শুরু হয়েছে, তাহলে কি আরও কাছাকাছি সুস্মিতা ও রোহমান ?
আজ আন্তর্জাতিক রূপান্তরকামী দিবস (International Transgender Day Of Visibility)। এই বিশেষ দিনে বৃহন্নলাদের পাশে দাঁড়াতে, তাঁদের সমাজে জায়গা করে দিতে, তাঁদের বিষয়ে সমাজকে এক বিশেষ বার্তা দিতে ভিডিও শেয়ার করেছেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)। ২০২২ সালের অক্টোবরে সুস্মিতা সেন তাঁর নতুন সিরিজ 'তালি'-এর প্রথম লুক শেয়ার করেছিলেন। সেখানেই তাঁকে এক ভিন্ন অবতারে এক বৃহন্নলার চরিত্রে দেখা যায়। গৌরী সাওয়ান্তের জীবনকাহিনী তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। সেই অবতার শেয়ার করার পর এবারে সুস্মিতা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে কিছু প্রশ্ন করা হচ্ছে, যা সমাজের মানুষদের ভাবাতে সাহায্য করবে। কী এমন বলা হয়েছে ভিডিওতে?
ভিডিওতে দেখা যাচ্ছে বৃহন্নলা গৌরী প্রশ্ন করেছেন যে, 'তালি কেন বাজানো হয়? কিছু টাকার জন্য? আপনাদের মনোযোগ নেওয়ার জন্য? রাগ দেখানোর জন্য়? তবে কী এর জন্যই তালি বাজবে?' এরপরেই ভিডিওতে সুস্মিতা সেন এর উত্তরে বলেন, 'না, এবারে তালি বাজবে সাহস বাড়ানোর জন্য। এক নতুন পরিচয় বানানোর জন্য।' অর্থাৎ সুস্মিতা বৃহন্নলাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তাঁরা যে পুরো জীবন ধরে অস্তিত্বের লড়াই করে আসছেন, সেই লড়াইয়ে তাঁদের সঙ্গে থাকার কথা বলতে চেয়েছেন সুস্মিতা। তাই সুস্মিতা গৌরী সাওয়ান্তের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
সুস্মিতা খুব শীঘ্রই ওয়েব সিরিজে গৌরীর জীবনকাহিনী তুলে ধরতে চলেছেন। তিনি ২৯ মার্চ জানিয়ে দিয়েছেন, তাঁর ডাবিং ও শ্যুটিং দুই-ই শেষ হয়েছে। এবার শুধু মুক্তির অপেক্ষা। 'তালি' নামক ওয়েব সিরিজটি গৌরী সাওয়ান্তের বায়োপিক।
হৃদরোগে আক্রান্ত (Heart Attack) প্রাক্তন বিশ্বসুন্দরী। আর সে কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান সকলকে। অভিনেত্রী সুস্মিতা সেন (Sushmita Sen) এও জানিয়েছেন, বেশ কিছুদিন আগে তাঁর হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিওপ্লাস্টিও (Angioplasty) হয়েছে। হার্টে স্টেন্ট বসানো হয়েছে। অভিনেত্রীর অবস্থা আগের থেকে ভালো রয়েছে বলে ভক্তদের নিজের ইনস্টাগ্রামে (Instagram) জানান।
বাবার সুবীর সেনের সঙ্গে ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, “তোমার হৃদয় সাহসে ভরে রাখ। আর যখনই দরকার হবে আমি তোমার পাশে দাঁড়াব সোনা– এই কথাগুলো বাবাকে বলতে শুনেছি সব সময়, কিছু দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছে, আমার হৃদয় নাকি খুব বড়।” তিনি আরও যোগ করেন, “এই পোস্টটা দেওয়ার একটাই কারণ, সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিতে যাই যে, আমি ভাল আছি। আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। তোমাদের সবাইকে খুব ভালবাসি।”
'ফিট অ্যান্ড ফাইন' স্টার হিসেবে সকলের কাছে বিশেষভাবে পরিচিত বিবি নম্বর ওয়ান খ্যাত সুস্মিতা সেন। সুস্মিতা সেনের পোস্ট দেখে সকলে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। পরে ভক্তরা একটু নিশ্চিন্ত হন। কমেন্ট বক্সে তাঁর অনুগামীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভক্তদের মধ্যে অনেকেই অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
আরিয়ার পর ফের এক নতুন ভূমিকায় দেখা সুস্মিতা সেন (Sushmita Sen)। এবার রূপান্তরকামীর চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীকে। বড় পর্দায় খুব একটা দেখা মেলে না প্রাক্তন মিস ইউনিভার্সের। তবে ইদানীং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ চর্চায় ছিলেন তিনি।
কিছু বছর ধরে ওটিটির (OTT) পর্দায় দেখা গিয়েছে তাঁকে। আরিয়া ওয়েব সিরিজের মাধ্যমে দর্শক প্রশংসাও কুড়িয়েছেন সুস্মিতা। এবার লম্বা বিরতির পর ফের পর্দায় দেখা যাবে তাঁকে। খুব শীঘ্রই নাকি মুক্তি পেটে চলেছে আরিয়া ওয়েব সিরিজের তৃতীয় সিজন।
ইন্ডাস্ট্রির অলিগলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল, আরিয়া ওয়েব সিরিজের পাশাপাশি বড় প্রযোজনা সংস্থার ব্যানারে আরও একটি ওয়েব সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আত্মজীবনীমূলক সেই সিরিজ়ে তাঁকে মহারাষ্ট্রের রূপান্তরকামী আন্দোলনের অন্যতম মুখ গৌরী সবন্তের (Shree Gauri Shawant) ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আর এই সিরিজ়ের পরিচালক মারাঠি পরিচালক রবি যাদব।
এই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করে দিলেন সুস্মিতা সেন । সোশ্যাল মিডিয়ায় (Social Media)-তে নিজেই শেয়ার করে নিলেন নতুন ওয়েব সিরিজ 'তালি' (Taali)-র প্রথম লুক। দেখা যাচ্ছে, সবুজ মেরুন শাড়িতে সেজে উঠেছেন। আর কপালে বড় লাল টিপ। পাশাপাশি এই লুক শেয়ার করে লিখেছেন, শ্রী গৌরী সবন্ত হিসেবে আমার প্রথম লুক।
কেবল তা নয়, সুস্মিতা আরও লিখেছেন, 'এত সুন্দর একটা মানুষের চরিত্রকে ফুটিয়ে তোলা, আর তাঁর গল্প পৃথিবীর সামনে নিয়ে আসার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না আমার কাছে। শ্রী গৌরী সবন্ত-এর চরিত্রে অভিনয় আমার কাছে গর্বের ও আমি ধন্য। জীবন প্রত্যেকের আর প্রত্যেকের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে।'
ফের চর্চায় ললিত-সুস্মিতা (Lalit-Sushmita) জুটি। তবে এবার আলোচনা তাঁদের সম্পর্কের বিচ্ছেদ (Relation Breakup) নিয়ে। বলে রাখা ভাল, সম্প্রতি কিছুদিন আগে জল্পনার মধ্যেই একসঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন বিশ্বসুন্দরী এবং তাঁর প্রাক্তন রোহমান (Rohman Shawl)। তবে কি ফের নতুন করে শুরু হচ্ছে তাঁদের সম্পর্ক (Relation)? ললিত মোদীর সঙ্গে কাটানো সময় বা সম্পর্কের খবর সবটাই গুজব? যদিও এসব উত্তর অধরাই ছিল। তার মধ্যে নয়া খবর।
টুইটারে পরস্পরকে ‘আনফলো’ করে দিয়েছেন সুস্মিতা এবং ললিত। শুধু তাই নয়, প্রাক্তন আইপিএল কর্তা তার আগে সুস্মিতা এবং তাঁর একসঙ্গে দেওয়া সব ছবি সরিয়ে অন্য প্রোফাইল পিকচার আপলোড করেছেন। টুইটার এবং ইনস্টাগ্রাম বায়ো থেকে মুছে দিয়েছেন সুস্মিতার নাম।
সুস্মিতা এবং রোহমান ২০২১ সালে তাঁদের সম্পর্ক নেই বলে ঘোষণা করেন। তবে বন্ধুত্বটা থাকবে বলে জানিয়েছিলেন। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের শুরু হয়েছিল। সম্প্রতি যখন আইপিএলের প্রাক্তন কর্তা ললিত মোদী টুইট করে তাঁর সঙ্গে সুস্মিতার সম্পর্ক ঘোষণা করেন। এবং সুস্মিতা সেনকে 'বেটার হাফ' বলে সম্বোধনও করেন। তখন ট্রোলড হন নায়িকা। সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন রোহমান। যদিও নায়িকা নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে লন্ডনে রয়েছেন ললিত মোদী। কর ফাঁকি এবং আর্থিক তছরূপের অভিযোগ তাঁর বিরুদ্ধে নিয়ে আসা হয়েছিল। সেইসময় তিনি ভারত ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন।]