
৩ বছর হল প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অভিনেতা চলে গিয়েছেন, কিন্তু থেমে নেই সময়। দেখতে দেখতে তাঁর অভিনীত সিনেমা 'এমএস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি'-এর (MS Dhoni The Untold Story) সাত বছর হয়ে গিয়েছে। 'কাই পো চে' সিনেমা দিয়ে বড় পর্দায় সুশান্তের অভিষেক হলেও, অভিনেতা হিসেবে তাঁকে মাইলস্টোন দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির বায়োপিক। এখনও দর্শকদের ভীষণ পছন্দের হয়ে রয়েছে সিনেমাটি।
সিনেমায় সুশান্তের বিপরীতে দেখা গিয়েছিল দিশা পাটানিকে। প্রসঙ্গত, এই ছবিটি দিয়েই হিন্দি ছবিতে ডেবিউ করেছিলেন দিশা। তাই ছবি এবং প্রথম হিরো, দুইয়ের জন্য রয়ে গিয়েছে ভালোবাসা। 'এমএস ধোনি দ্যা আনটোল্ড স্টোরি'-এর সম্পটোম বর্ষপূর্তিতে ভীষণ খুশি দিশা। একইসঙ্গে আবেগপ্রবণও। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বুঝিয়ে দিয়েছেন নিজের মনের কথা।
অভিনেত্রী সামাজিক মাধ্যমে সিনেমায় তাঁর ও সুশান্তের একটি ছোট্ট অংশের ফুটেজ আপলোড করেছেন। একইসঙ্গে লিখেছেন, ' আমার প্রথম হিন্দি সিনেমায় এই সুন্দর যাত্রার জন্য আমি কৃতজ্ঞ। পূর্হৃদয় দিয়ে তাঁদের ভালোবাসো যারা তোমাকে আনন্দে রাখে, নিরাপদ রাখে এবং তোমার কথা শোনে। অনুশোচনা করার জন্য জীবন খুবই ছোট। আমরা একে অপরকে বিদায় জানাতে পারিনি কিন্তু আশা করি তুমি আনন্দে ও শান্তিতে আছ।'
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত একসময় যে বাড়িতে মৃত্যু পর্যন্ত ছিলেন, এখন সেই বাড়িই অন্য এক বলিউড অভিনেত্রীর দখলে। 'দ্যা কেরালা স্টোরি' খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা (Adah Sharma) নাকি 'মন্ট ব্ল্যাঙ্ক'-এ সুশান্ত (Sushant Singh Rajput) ঠিক যে ফ্ল্যাটে থাকতেন, সেই ফ্ল্যাটটিই কিনে নিয়েছেন। কিছুদিন আগেই অভিনেত্রীকে দেখা যায়, সেই ফ্ল্যাটে গিয়ে সরেজমিনে সবকিছু দেখে আসতে। এবার খবর, আইনি ভাবেই সেই ফ্ল্যাটের মালিকানা পেয়েছেন তিনি। যদিও এই বিষয়ে মুখ খোলেননি আদাহ।
প্রসঙ্গত, বলিউড অভিনয় জগতে প্রতিষ্ঠিত হওয়ার পর সুশান্ত এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। দ্বিতল এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ৪.৫ লক্ষ টাকা করে ভাড়া দিতেন অভিনেতা। এই ফ্ল্যাটেই প্রেমিকা রিয়ার সঙ্গে একত্রযাপন করতেন। নিজের মতো সাজিয়ে নিয়েছিলেন বাড়িটি। অভিনেতার পছন্দের বই থেকে শুরু করে দূরের তারা দেখার টেলিস্কোপ, সব ছিল এই ফ্ল্যাটেই। অভিনেতা মারা যাওয়ার পর থেকে সেই ফ্ল্যাট ফাঁকা। যত্রতত্র ছড়িয়ে থাকা সুশান্তের স্মৃতিজড়িত এই বাড়ি এবার হয়তো নতুনভাবে সাজিয়ে তুলবেন আদাহ।
২০২০ সালের ১৪ জুন এই দ্বিতল ফ্ল্যাটেই উদ্ধার করা হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীকে বেশ কিছু মাস জেলে থাকতে হয়েছিল পুলিশি জেরার জন্য। অন্যদিকে মাদক প্রসঙ্গ উঠে এলে, বলিউডের তাবড় অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদও করা হয়. তবে এতগুলো বছর পরেও সুশান্তের মৃত্যুর কারণ উদ্ধার করতে পারেননি তদন্তকারী অফিসাররা।
২০২০ সালের ১৪ জুন একটি খবরে স্তব্ধ হয়ে যায় সারা দেশের নেটিজেনরা। অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আর নেই। নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল অভিনেতাকে। সেই মৃত্যু ঘিরে ক্রমশ ধোঁয়াশা তৈরী হয়েছিল। ছোট পর্দায় অভিনয় করে তখন বড় পর্দায় পা রেখে ফেলেছেন সুশান্ত। একের পর এক সিনেমা করে দর্শকদের পছন্দের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন ততদিনে। প্রিয় অভিনেতার এই মৃত্যু স্বাভাবিকভাবে নেননি নেটিজেনরা। বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সঙ্গে সম্পর্কে ছিলেন সুশান্ত। একসঙ্গেই থাকতেন অভিনেতার ফ্ল্যাটে।
২০২০ সালের ৮ জুন রিয়া নাকি রাগারাগি করে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান। আর কয়েকটি দিন পরেই মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছিল তাঁর। জানা গিয়েছিল, অভিনেতাকে বিষাদ ঘিরে ধরেছে। আরও অনুসন্ধান করলে সামনে আসে মাদক যোগ। রিয়া চক্রবর্তীর সামাজিক মাধ্যমে চ্যাট থেকে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিনেত্রীকে এই নিয়ে জেরা করা শুরু করেন।
অভিনেত্রীকে এরপর গ্রেফতার করা হয়। দীর্ঘ জেরার পর রিয়া জামিনে ছাড়া পান। তবে ২০২০ সালে সেই জামিনের বিরোধিতা করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই মামলাতেই এবার জামিনের বিরোধিতা প্রত্যাহার করলেন। তাঁদের আইনজীবী আজ আদালতে বলেছেন,২৭-এ ধারা অনুসারে, একটি নির্দিষ্ট সময়ের জন্য এই বিরোধিতা প্রত্যাহার করলেন তাঁরা।
সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়া কতটা জড়িত সেই প্রশ্নের উত্তর সকলেরই অজানা। অভিনেতার মৃত্যু কাণ্ডে জড়িয়ে বেশ কিছুটা সময় তিনি ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন। সম্প্রতি এক জনপ্রিয় রিয়েলিটি শোয়ের হাত ধরে মূল স্রোতে ফিরছেন অভিনেত্রী। তবে আজও ভোলেননি প্রাক্তন প্রেমিককে। সুশান্তের জন্মদিনেও তাঁর স্মৃতিচারণ করেছিলেন রিয়া।
সুশান্ত সিং রাজপুতের বায়োপিক 'ন্যায়: দ্য জাস্টিস' (Nyay: The Justice) প্রদর্শন বন্ধের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। ২০২০ সালে প্রয়াত হন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এরপর তাঁর জীবনের উপর ভিত্তি করেই ২০২১ সালে এই সিনেমা তৈরি করা হয়। সেটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম 'লাপালাপ'-এ। কিন্তু এই ছবি প্রদর্শন বন্ধ করার জন্য কোর্টের দ্বারস্থ হন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং। তবে তাঁর সেই আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দিল্লি হাইকোর্ট এই ছবির প্রদর্শন বন্ধের আবেদনে 'না' জানিয়ে বলেছে, সুশান্ত প্রয়াত, তাই এই ছবি তাঁর গোপনীয়তার অধিকারকে লঙ্ঘন করে না।
২০২১ সালে লাপালাপ-এ মুক্তি পায় 'ন্যায়: দ্য জাস্টিস'। কিন্তু সুশান্তের বাবা অভিযোগ করেছিলেন, এই ছবিতে মানহানিকর বিবৃতি ও সংবাদ দেখানে হয়েছে। গোপনীয়তা রক্ষা করা হয়নি। ফলে এই ছবির প্রদর্শন বন্ধের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে যান। তবে সেখানে তাঁর আবেদন খারিজ করা হয়। এরপর ডিভিশন বেঞ্চে আবেদন নিয়ে গেলেও সেখানেও খারিজ করা হয়।
দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি শ্রী হরিশঙ্কর বুধবার কেকে সিং-এর আবেদন খারিজ করেছেন। তিনি জানিয়েছেন, সুশান্ত নেই, তাই তাঁর গোপনীয়তার প্রয়োজন নেই। তিনি বলেন, 'জনপ্রিয় তারকাদের আইনের জালে বেঁধে রাখা পরস্পরবিরোধী। আইন তাঁদের প্রচারের মাধ্যম নয়।'
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তিনবছর পার। ২০২০ সালের জুন মাসেই তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন, প্রাথমিকভাবে বলা হলেও তাঁর পরিবার মানতে নারাজ। তাঁরা অভিযোগ করেন, তাঁকে খুন করা হয়েছে। এই মামলার তদন্তভার পরে সিবিআইকে দেওয়া হলেও এখনও কোনও চার্জশিট পেশ করতে পারেনি তারা। ফলে সুশান্তের অনুরাগীদের মনে ক্ষোভ রয়েছে। তবে এবারে তাঁর মৃত্যুর মামলা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Deputy CM Devendra Fadnavis)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, 'প্রথমে যে খবর পাওয়া যাচ্ছিল, সেটা পুরোটাই কানাঘুষো ছিল। তবে এখন বেশ কয়েক জন ব্যক্তি সাক্ষ্যপ্রমাণ সমেত এগিয়ে এসেছেন। তার ভিত্তিতে আমরা তাঁদের জানিয়ছি, তাঁরা যেন পুলিসের কাছে সেই সব তথ্যপ্রমাণ জমা দেন।' তিনি আরও বলেন, 'আমরা এখন হাতে আসা প্রমাণ যাচাই করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তদন্ত এখনও চলছে এবং এই পর্যায়ে মামলার চূড়ান্ত পরিণতি সম্পর্কে কোনও মন্তব্য করা আমার পক্ষে ঠিক হবে না।'
২০২০ সালে প্রয়াত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। টেলিভিশনে অভিনয় দিয়ে যাত্রা শুরু হয়েছিল। এরপর বড় পর্দাতেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। চারিদিকে এত ভক্ত যে জনপ্রিয়তা ঘিরে ধরেছিল সুশান্তকে। অভিনেতার মৃত্যুকে কেন্দ্র করে সামনে এসেছিল নেপোটিজম তত্ব।বলিউডে অভিনেতার কোনও গড ফাদার নেই, তাই নাকি তাঁকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। এত বছর পর আবারও সেই বিতর্ক উসকে দিলেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, 'সুশান্তের হাসি তো ফাসি ছবিতেও অভিনয় করার কথা ছিল। আমরা অভিনেত্রী হিসেবে পরিনীতিকে বেছে নিয়েছিলাম। তবে পরিণীতি জানিয়েছিলেন, তিনি টেলিভিশন অভিনেতার সঙ্গে সিনেমা করতে চান না। আমরা পরিনীতিকে সুশান্ত কে সেই অসম্পর্কে বিশদে জানিয়েছিলাম। অভিনেত্রী তাও রাজি হননি। এরপর প্রযোজনা সংস্থা থেকে সুশান্তকে ওই সিনেমা থেকে বাদ দেওয়া হয়।'
যদিও অভিনেত্রী পরিণীতি চোপড়া 'শুদ্ধ দেশি রোমান্স সিনেমায় সুশান্তের সঙ্গে অভিনয় করেছিলেন। তবে 'হাসি তো ফাসি' সিনেমাটিও নাকি তালিকায় ছিল। অবশেষে তাঁর জায়গায় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে নেওয়া হয়েছিল। তবে অনুরাগের মন্তব্য দেখে নেট দুনিয়ায় সুশান্ত ভক্তরা আবারও নিজেদের রাগ উগড়ে দিচ্ছেন।
২০২০ সালের ১৪ জুনের দুপুর অভিঘাত হয়ে নেমে এসেছিল নেটিজেনদের দৈনন্দিনে। সামাজিক মাধ্যমে খবর ছড়ায় অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আর নেই। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। সাফল্যের সিঁড়িতে দাঁড়িয়েও তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন সেই প্রশ্নে ছয়লাপ হয়েছিল নেট দুনিয়া। অভিনেতার পরিবার অভিযোগ তুলেছিল, সুশান্তের মৃত্যু স্বাভাবিক নয়। তাঁর মৃত্যুর পিছনে প্ররোচনা দিয়েছিলেন কেউ। নেট মাধ্যমে সুশান্তের মৃত্যুর সুবিচার চেয়ে লম্বা ট্রায়াল চলেছিল।
অভিনেতার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত হয়েছিল। তবে কোনও প্ররোচনার প্রমান না পেয়ে তদন্তকারী সংস্থা সেই মামলায় ইতি টানে। তবে সুশান্তের পরিবার এবং নেটিজেনরা আজও সেই দিন ভুলতে পারেনি। প্রয়াত অভিনেতার তিন বছরের মৃত্যুবার্ষিকীতেও দিনের আলোয় আঁধার নেমেছে নেটিজেনদের মনে। এক নেটিজেন লিখেছেন, 'সুশান্তের প্রতি অবিচারের তিন বছর। ১৪ জুন কালো দিবস। প্রকৃত হিরো সুশান্ত তোমাকে মনে পড়ছে।'
অন্যদিকে সুশান্তের দিদি শ্বেতা সিং রাজপুত আজকের দিনে ভাইকে মনে করছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, 'ভালোবাসি ভাই এবং তোমার মেধাকে আমার স্যালুট। তোমাকে প্রতি মুহূর্তে মনে পড়ে। তবে আমি জানি তুমি এখন আমারই অংশ।'
জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিশতা', এই নামটা বললেই প্রথমেই মনে আসে সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ও অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) নামটি। এই দুটি নাম যেন একে অপরের সঙ্গে যুক্ত! তাঁর পর্দার প্রেম যেমন দর্শকদের মন ছুঁয়েছিল, তেমনি বাস্তব জীবনেও তাঁদের জুটিকে অনেক ভালোবাসা দিয়েছিলেন তাঁদের অনুরাগীরা। কিন্তু তাঁদের বিচ্ছেদও অনেকেই মেনে নিতে পারেননি। আর এবারে সেই অঙ্কিতাই এমন এক কাণ্ড করে বসলেন যার জন্য কটাক্ষের শিকার হলেন তিনি। তাঁকে নেটিজেনদের প্রশ্নের মুখে পড়তে হল যে, 'সুশান্ত মারা যেতেই এত সহজেই ভুলে গেলেন তাঁকে?' কিন্তু কী এমন করেছেন 'মানব'-এর 'অর্চনা'?
জানা গিয়েছে, আজ, ১ জুন 'পবিত্র রিশতা'-এর ১৪ বছর পূর্ণ হয়েছে। ফলে অঙ্কিতা লোখান্ডে নস্ট্যালজিক হয়ে দুটি কোলাজ ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাতে নেই সুশান্তের একটি ছবিও। তাঁর শেয়ার করা দুটি ভিডিওতেই শুধুমাত্র 'অর্চনা'-এর ছবি। নেই একটিও 'মানব'-এর ছবি। আবার ক্যাপশনেও তিনি একতা কাপুরকে ধন্যবাদ জানিয়েছেন এই সিরিয়ালে কাজ করার সুযোগ করে দিতে। কিন্তু কোথাও সুশান্তের কোনও উল্লেখ নেই। আর এই দেখতেই ক্ষোভপ্রকাশ করেছেন সুশান্তের অনুরাগীরা। তাঁর সেই ভিডিওগুলোতে ধেয়ে এসেছে কটূক্তি।
সুশান্তের অনুরাগীরা প্রশ্ন করছেন, 'তিনি নেই, তাই এত সহজেই ভুলে গেলেন?' কেউ আবার সুশান্তের কথা মনে করে লিখেছেন, 'সুশান্ত আপনাকে সবসময় মিস করা হয়।' অন্য একজন লিখেছেন, 'সুশান্ত ছাড়া এই ধারাবাহিক একেবারেই জিরো।'
পতৌদি পরিবারের রাজকন্যা সারা আলি খান (Sara Ali Khan) বেশ ঝলমলে স্বভাবের। একাধারে খাদ্যরসিক, ভ্রমণ রসিক তিনি। শ্যুটিংয়ের মাঝে সুযোগ পেলেই বেরিয়ে পড়েন এখানে সেখানে। কখনও বিদেশে তো কখনও পাহাড়ে। যেকোনও শীতল স্থান যে সারার পছন্দের তা জেনে গিয়েছে তাঁর ভক্তরা। অভিনেত্রী যে আধ্যাত্মিক, সেই প্রমাণও পেয়েছেন সকলে। প্রসঙ্গত 'কেদারনাথ' সিনেমা দিয়ে বলিউডে হাতেখড়ি সারার। সেই থেকেই শিবের ভক্ত হয়েছেন তিনি। সুযোগ পেলেই ঘুরে আসেন কেদারনাথ (Kedarnath) থেকে। আবারও একই জায়গায় গেলেন সারা।
সারা সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন কেদরনাথেই। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সেই যাত্রার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মন্দিরে পুজো দিয়েছেন। বরফের কোলে নিজের ছবিও দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ধন্যবাদ কেদারনাথ আমাকে তৈরী করার জন্য। আমাকে সব কিছু দেওয়ার জন্য। খুব কম ভাগ্যবান মানুষ তোমার কাছে পৌঁছানোর মতো ভাগ্যবান হয়। আমি যেন বারবার ধন্যবাদ জানাতে এখানে ফিরে আসতে পারি।'
তবে সারাকে কেদারনাথে দেখে দর্শকদের সুশান্ত সিং রাজপুতের কথা মনে পড়ছে। সারার প্রথম সিনেমার সহ অভিনেতা ছিলেন সুশান্ত। পুরো সিনেমার প্রেক্ষাপট ছিল এই কেদারনাথ। সারার আপলোড করা একটি ছবিতে দেখা গিয়েছে, চায়ের গ্লাস হাতে বসে রয়েছেন অভিনেত্রী। দর্শকদের মনে পড়ে যায় কেদারনাথ সিনেমার সেই দৃশ্য, যেখানে সুশান্ত এবং সারার এক গ্লাস থেকে চা খাওয়া তৈরী করেছিল এক নতুন প্রেম কাহানির। সিনেমার শেষ দৃশ্যে বন্যার জলে বিলীন হয়ে যেতে দেখা যায় সুশান্তের চরিত্রটিকে। সেই দৃশ্যই যেন বারবার মনে পড়ছে নেটিজেনদের। সারার আবার কেদারনাথ যাত্রা যেন সেই সিনেমার দ্বিতীয় অংশ।
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) স্মৃতি ও তাঁর অভিনীত প্রত্যেকটি ছবি এখনও সবার মনে অক্ষত। সুশান্তের প্রায় প্রতিটি ছবিই বড় পর্দায় চুটিয়ে ব্যবসা করেছে। তবে একটি বিশেষ ছবি ছিল যা মানুষের মন ছুঁয়ে গিয়েছে। সেই ছবি হলো এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (MS Dhoni: The Untold Story)। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল এই ছবি। একেতেই ধোনির বায়োপিক, তার উপর সুশান্তের দারুণ পারফরম্যান্স। ফলে ধোনি ও সুশান্তের অনুরাগীদের জন্য সুখবর। ফের একবার বড় পর্দায় অর্থাৎ প্রেক্ষাগৃহে দেখা যাবে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। আগামী ১২ মে ফের একবার বড় পর্দায় সুশান্তকে দেখতে পারবেন। এই খবর স্টার স্টুডিওস থেকে শেয়ার করা হয়েছে।
দিনটা ছিল ২০২০ সালের ১৪ জুন। সকলকে কাঁদিয়ে চিরদিনের জন্য সবাইকে ছেড়ে চলে যান সুশান্ত সিং রাজপুত। তিনি যে আত্মহত্যা করেছেন, এটা কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। তাঁর মৃত্যুতে পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। তবে তিনি সবার মনে এখনও রয়ে গিয়েছেন ও ভবিষ্যতেও থাকবেন। মাহির জীবনের উপর তৈরি করা ছবিতে অভিনয় করে সবার তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। মন ছুঁয়ে গিয়েছিল তাঁর অভিনয়। ফলে তাঁর চলে যাওয়ার পরও যে আবার তাঁকে মাহি রূপে বড় পর্দায় দেখা যাবে তা নিয়ে বেজায় খুশি তাঁর ভক্তরা।
উল্লেখ্য, দেশের অন্যতম বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ২০১৬ সালে প্রথম মুক্তি পেয়েছিল। এবারে চলতি মাসের ১২ তারিখ ভারতীয় প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় আবারও মুক্তি পেতে চলেছে।
রিয়াকে 'বেশ্যা' বলে সম্বোধন করেননি সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং। রিয়ার ভিডিও প্রকাশ্যে আসার পরই প্রিয়াঙ্কা সিং কারোর নাম না করে যে ট্যুইটটি করেছিলেন, সেটি নাকি বিশেষ কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে ছিল না। তবে এখন নেটিজেনদের প্রশ্ন, 'কেন প্রিয়াঙ্কা তাঁর ট্যুইটের বিশ্লেষণ করতে যাচ্ছেন?'
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক-কাণ্ডে হাজতবাসে থাকতে হয়েছে অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। যদিও পরে তিনি জামিন পেয়ে যান। সুশান্তের মৃত্যুর পর প্রায় দীর্ঘদিন রিয়াকে বড় পর্দায় বা টিভি পর্দায় দেখা যায়নি। তবে এবারে তিনি টিভি পর্দায় ফিরতে চলেছেন রিয়ালিটি শো 'রোডিজ-১৩'-এর মাধ্যমে। এই শো-এর প্রচারের জন্য রিয়া একটি ভিডিও প্রকাশ্যে এনেছিলেন, যেখানে বলা হয়েছিল,'কী ভেবেছিলেন আমি ফিরে আসব না? ভয় পেয়ে যাব? এবার ভয় পাবে অন্য কেউ।' এর কিছুক্ষণ পরেই প্রিয়াঙ্কা সিং নাম না করেই রিয়াকে 'বেশ্যা' বলে কটাক্ষ করেন।
তবে তাঁর ট্যুইট যে কাউকে উদ্দেশ্য করে লেখেননি, তা নিয়ে বুধবার বিস্তারিত জানান প্রিয়াঙ্কা সিং। তিনি লেখেন,'আমার ওই ট্যুইটটি কোনও মানুষকে উদ্দেশ্য করে বলা হয়নি, যেমনটা সংবাদমাধ্যমে বলছে। চারিদিকে যা কিছু ঘটছে তা নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করেছি।' অন্যদিকে প্রিয়াঙ্কার সমর্থনে নেটিজেনরা জানিয়েছেন, তাঁর বিশ্লেষণের কোনও প্রয়োজন নেই। অনেকে তাঁকে সমর্থন করে বলেন, তিনি যা বলেছেন সেটিই ঠিক। তবে প্রিয়াঙ্কার ট্যুইট নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিয়ার থেকে।
দীর্ঘ বিরতির পর ফের টিভির পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর তাঁকে ১ বছরের মত জেলেও থাকতে হয়। এবারে 'রোডিজ'-এর মাধ্যমে ফিরে আসতে চলেছেন তিনি। তাঁকে এখানে গ্য়াং লিডার হতে দেখা যাবে। ফলে রোডিজ-এর মাধ্যমে তাঁর রি-এন্ট্রি হতেই তিনি এক ভিডিও প্রকাশ্যে এনেছেন। যেখানে তাঁকে বলতে শোনা যায়, 'কী ভেবেছিলেন আমি ফিরে আসব না? ভয় পেয়ে যাব? এবার ভয় পাবে অন্য কেউ।' রিয়ার এই ভিডিও ভাইরাল হতেই অন্যদিক থেকে ধেয়ে এসেছে সুশান্তের বোন প্রিয়াঙ্কার কটূক্তি। এমনকি তাঁকে 'বেশ্যা' বলে কটাক্ষ করতে ছাড়েননি প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)।
तुम क्यूँ डरोगी? तुम तो व्यश्या थी, हो, और रहोगी!
— Priyanka Singh (@withoutthemind) April 10, 2023
प्रशन् ये है कि तुम्हारे उपभोगता कौन है?
कोई सत्ताधारी ही ये हिम्मत दे सकता है।
WhoResponsible 4Delay InSSRCs is obvious
রিয়ার হুঁশিয়ারি ভিডিও-র পাল্টা জবাব দিতে প্রিয়াঙ্কা সিং ট্যুইটে লিখেছেন, 'তুমি কেন ভয় পাবে? তুমি তো পতিতা ছিলে ও তাই থাকবে। প্রশ্ন হচ্ছে, তোমার গ্রাহক কে? কোনও প্রভাবশালী ব্যক্তিই হবে, যিনি তোমাকে সাহস দিচ্ছে।' ফলে রিয়ার ভিডিও-র পর প্রিয়াঙ্কার এই ট্যুইট দেখে বিতর্ক ফের তুঙ্গে। উল্লেখ্য, যদিও রিয়ার ভিডিওটি রোডিজ ১৩-এর প্রমোশনের জন্যই ছিল। অর্থাৎ এই কথাগুলো স্ক্রিপটেড ছিল।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (SSR Death) রহস্যজনক মৃত্যু আজও বেশকিছু প্রশ্ন জাগিয়ে রেখেছে মানুষের মনে। একের পর এক নক্ষত্র পতনের শোকেও সুশান্ত সিংয়ের মর্মান্তিক দুর্ঘটনা একেবারে মুছে যায়নি। এরই মধ্যে মঙ্গলবার সকালে খবর আসে সুশান্ত সিংয়ের পোষ্য কুকুর (Pet Dog) ফাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রয়াত অভিনেতার বোন প্রিয়াংকা সিং এদিন সকালে খবরটি জানান ট্যুইটারে (Twitter)।
প্রয়াত অভিনেতার সঙ্গে পোষ্য ফাজের একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। পাশাপাশি নিজের একটি পোস্ট করে তিনি জানান, "এত দীর্ঘ ফাজ। তুমি তোমার বন্ধুর জগতে পাড়ি দিয়েছো... শীঘ্রই অনুসরণ করবে! ততক্ষণ পর্যন্ত... তাই হৃদয় ভেঙে রয়েছে।"
So long Fudge! You joined your friend’s Heavenly territory… will follow soon! Till then… so heart broken 💔 pic.twitter.com/gtwqLoELYV
— Priyanka Singh (@withoutthemind) January 16, 2023
ছিঁছোড়ে তারকার বেশ কিছু ভক্ত শোকাহত হয়েছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এক নেটিজেন জানান, 'আমি খুবই দুঃখিত, আপনার জন্য ভালোবাসা রইল। এটা আমাদের জন্য একেবারে হৃদয়বিদারক। তারা এখন স্বর্গে পুনরায় মিলিত হয়েছে। আমি জানতাম, কুকুরের প্রাণ প্রিয় মানুষ চলে যাওয়ার পরে চিরকাল স্থায়ী হয় না।'
খুব কম সময়ে সকলের মন জয় করে না ফেরার দেশে চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। মৃত্যুর দু'বছর পরও তাঁর স্মৃতি এখনও সকলের মনে দগদগে। সম্প্রতি এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কুপার হাসপাতালের মর্গের কর্মী রূপকুমার শাহ দাবি করেছিলেন, সুশান্তের দেহে এবং গলায় একাধিক ক্ষতের দাগ ছিল। সুশান্ত আত্মহত্যা (Suicide) করেননি। তাঁকে খুন (Murder) করা হয়েছে। একথা বলার কারণে রূপকুমার শাহের প্রাণসংশয় হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি। সে কারণে ওই মর্গকর্মীর নিরাপত্তার দাবি জানিয়ে আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে।
ওদিন সাক্ষাৎকারে মর্গ কর্মী আরও দাবি করেছেন, তিনি ঘটনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তবে কর্তৃপক্ষ তাঁকে ‘নীতি’ মেনে কাজের নির্দেশ দেন। তবে তিনি সত্য সকলের সামনে আনতে চান বলেও জানান। এ প্রসঙ্গে উল্লেখ্য, কুপার হাসপাতালেই ময়নাতদন্ত করা হয়েছিল অভিনেতার।
১৪ জুন, ২০২০, সেদিন একটা খবরে থমকে গিয়েছিল গোটা দেশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। ওই দিন মুম্বইয়ে বান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মুম্বই পুলিস প্রাথমিক তদন্তে জানিয়েছিল মানসিক অবসাদ থেকে'আত্মহত্যা' করেছেন অভিনেতা। কিন্তু এমন প্রাণোচ্ছ্বল ছেলে আত্মহত্যা করতে পারে, মানতে পারেনি তাঁর পরিবার, অনুরাগীরা।
সুশান্তর মৃত্যুর পর তদন্তে নামে এনসিবি, ইডি-সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় নাম জড়ায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপ, মাদক পাচার থেকে শুরু এরকম নানা অভিযোগ ওঠে। এমনকী জেলবন্দিও করা হয় রিয়া (Rhea Chakraborty) ও তাঁর ভাইকে। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত।
খুব কম সময়ে সকলের মন জয় করে না ফেরার দেশে চলে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। মৃত্যুর দু'বছর পরও তাঁর স্মৃতি এখনও সকলের মনে ঘোরাঘুরি করছে। আর সেই স্মৃতিকেই আরও একবার ফিরিয়ে আনল একটি ডান্স রিয়ালিটি শো (Dance Reality Show)। যেখানে উপস্থিত ছিলেন সুশান্তের প্রাক্তন কো-অ্যাক্টর তথা প্রেমিকা অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)। এছাড়াও তাঁদের ধারাবাহিক 'পবিত্র রিস্তা'র অন্য এক সহ-অভিনেত্রী ঊষা নন্দকর্ণীও।
এদিন সুশান্তের উদ্দেশ্যে একটি নৃত্য পরিবেশন করেন দু'জন প্রতিযোগী। আর তা দেখে আরও একবার ভক্তদের মন আবার কেঁদে উঠবে তা বলাবাহুল্য। এদিন মঞ্চে কেঁদে ফেললেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতাও। নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি। তবে শুধু অঙ্কিতা নয়, চোখ জল দেখা গিয়েছে ঊষা তাই-এরও।
আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও তে দেখা যাচ্ছে, হৃতিক রোশন ও প্রীতি জিন্টা অভিনীত ‘লক্ষ্য’ ছবির গান ‘কিতনি বাতেঁ ইয়াদ আতি হ্যায় / তসবির সি বন জাতি হ্যায়... ’-এর সঙ্গে পারফর্ম করছেন দু'জন প্রতিযোগী। আর তা দেখেই নিজেকে ধরে রাখতে পারেননি অঙ্কিতা। কাঁদতে কাঁদতে তিনি বলতে থাকেন, “ওহ বড় কাছের বন্ধু ছিল। সব কিছু ছিল। আর ও যেখানে আছে আনন্দে আছে এ আমি নিশ্চিত।”
যদিও ভিডিও ভাইরাল হতেই নেটাগরিকদের একাধিক মন্তব্য উঠে আসে। কেউ কেউ বলেন, এ সবই শো-এর টিআরপি বাড়ানোর ফন্দি। সবই স্ক্রিপ্টেড। একজন নেটিজেন, ‘উফ্, দয়া করে এ সব নাটক বন্ধ করুন। আমাদের কষ্ট হয়, বুঝলেন! দু’মিনিটের নাম কামানোর জন্য বা টিআরপি কাড়তে এক জনকে ব্যবহার করবেন না। ওঁর (সুশান্তের) জন্য বিচার তো চাইবেন না আপনারা। সেটাই আসল শ্রদ্ধার্ঘ্য হবে। বুঝলেন!’
১৪ জুন, ২০২০। সেদিন একটা খবরে থমকে গিয়েছিল গোটা দেশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। ওইদিন মুম্বইয়ে বান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। মুম্বই পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছিল মানসিক অবসাদ থেকে'আত্মহত্যা' করেছেন অভিনেতা। কিন্তু এমন প্রাণোচ্ছ্বল ছেলে যে আত্মহত্যা করতে পারে, মানতে পারেনি তাঁর পরিবার, তাঁর অনুরাগীরা।