
ধুলিসাৎ নয়ডার (Noida) ৪০ তলা উঁচু ‘টুইন টাওয়ার’ (Twin Tower)। দুপুর ২.৩১ মিনিটে কয়েক সেকেন্ডের মধ্যেই ধুলোয় মিশল টাওয়ার। তাসের ঘরের মতো ভেঙে পড়ল জোড়া টাওয়ার। UNESCO’র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত এখন ইতিহাস। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ডিনামাইট’।
#WATCH | 'Controlled implosion' turns Noida's #SupertechTwinTowers to dust pic.twitter.com/zDksI6lfIF
— ANI (@ANI) August 28, 2022
দুটি টাওয়ারের মধ্যে একটি টাওয়ারের নাম ‘অ্যাপেক্স’ এবং অপরটির নাম ‘সিয়ান’। দুর্নীতির ভিতের ওপর দাঁড়িয়ে থাকা এই বিশাল জোড়া আবাসন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক ভেঙে ফেলা হল আকাশচুম্বী এই টাওয়ার।
উল্লেখ্য, বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী সোজাসুজি ভেঙে পড়েছে টুইন টাওয়ার। স্থানীয়দের যে বিপদের আশঙ্কা করছিল তা ঘটেনি।