Breaking News
Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা      Parineeti-Raghav:শনিবার সকাল ১০টা বাজতেই শুরু হল পরিণীতি-রাঘবের বিয়ের অনুষ্ঠান      Manish: শর্ত সাপেক্ষে জামিন পেলেন অনুব্রতর হিসেব রক্ষক মনীশ কোঠারি      Summon: পুর-নিয়োগ দুর্নীতিতে আরও ৩৪ পুর-কর্মীকে তলব, চাপে মদনের পুরসভা কামারহাটি      Anubrata: পিছল ইডির করা মামলা, মেয়ের মত অনুব্রতরও পুজো কাটতে চলেছে তিহারে      Court: আদালতে কিছুটা স্বস্তি রাজ্যের, সমবায় দুর্নীতির তদন্ত সিবিআইয়ে আস্থা সার্কিট বেঞ্চের      Nipah virus: নিপা আতঙ্ক এবার বাংলাতেও, বেলেঘাটা আইডিতে ভর্তি কেরল ফেরত পরিযায়ী শ্রমিক      Abhishek: ফের আদালতে ধাক্কা অভিষেকের, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মিলল না বাড়তি সময়     

SunnyLeone

Sunny: বিয়ের নিমন্ত্রনে গিয়ে বিপাকে বলি তারকা টাইগার শ্রফ, সানি লিওনিরা

কলকাতা-সহ তিন শহরে হানা। নগদ-সহ ৪১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এই ঘটনার তদন্ত করতে গিয়ে কার্যত চোখ কপালে কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের। এই ঘটনার তদন্তের সূত্র ধরেই এবার উঠে এলে বলিউডের একঝাঁক তারকার নাম। যে তালিকায় রয়েছেন সানি লিওনি থেকে টাইগার শ্রফের মতো বলি সেলেবরা।

ইডি সূত্রে খবর, একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্মের নাম মহাদেব বুক অ্যাপ। যার মালিক সৌরভ চন্দ্রাকরের বিয়েতে দুবাই গিয়েছিল বলিউড। গত ফেব্রুয়ারি মাসে এই বিয়ে হয়েছিল। নাগপুর থেক ফ্লাইটে দুবাই গিয়েছিলেন বলিউড সেলেবরা। এই ঘটনায় এবার তাঁদেরই সমন পাঠানো হবে। অনলাইন বেটিং চক্রের সঙ্গে তাঁদের কী যোগ, তা খতিয়ে দেখতেই বলিউড তারকাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ওই সূত্রে আরও দাবি করা হয়েছে, এর আগে অ্যাপের সাকসেস পার্টিতেও সৌরভের নিমন্ত্রণে একাধিক বলিউড তারকা উপস্থিত হয়েছিলেন। জানা গিয়েছে বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছিল মাত্র ২৭ কোটি টাকা। দুবাইয়ে হোটেল বুকিংয়ের জন্য নগদ ৪২ কোটি টাকা দেওয়া হয়েছিল।

7 days ago
Celeb: বিয়েতে অতিথি হয়ে বিপত্তি, ইডির নজরে সানি লিওনি, আতিফ আসলাম-সহ এই তারকারা

মহা বিপাকে পড়লেন বলিউডের অভিনয় ও সঙ্গীত জগতের তারকারা। একটি বিয়েতে অতিথি হয়ে গিয়েছিলেন সানি লিওনি (Sunny Leone), আতিফ আসলামের (Atif Aslam) মতো ব্যক্তিত্বরা। সেই আমন্ত্রণ রক্ষা কাল হল। একেবারে ভারতের তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির (ED) নজরে পড়লেন তাঁরা। তারকারা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২০০ কোটি টাকা বাজেটের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। দুবাইতে বিলাসবহুল আয়োজনে বিয়ে করেছিলেন সৌরভ চন্দ্রকর।

এই সৌরভ চন্দ্রকর একেবারেই ভারতের সাধারণ শিল্পপতি নয়। তিনি অনলাইনে একটি বেটিং অ্যাপ চালাতেন। সেই অ্যাপের নাম 'মহাদেব বেটিং অ্যাপ'। ভোপাল-মুম্বই ও কলকাতায় তল্লাশি চালিয়ে এই বেটিং অ্যাপ থেকে আদায় করা ৪১৭ কোটি টাকার সম্পত্তি উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে ইডি। কিন্তু ইডি তাকে খুঁজছে তা জানতে পেরেই বিদেশে পালান সৌরভ চন্দ্রশেখর। এমনকি দুবাইতে বিয়েও সারেন সবার অলক্ষ্যে। তবে সেই বিয়েতে জাঁকজমকের কোনও কমতি ছিল না।

ভারতের এমনকি পাকিস্তানের নানা জনপ্রিয় তারকাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে। এই তালিকায় ছিলেন, সানি লিওনি, টাইগার শ্রফ, ভাগ্যশ্রী, কৃতি খরবান্দা, নুসরাত বারুচার মতো অভিনেতা-অভিনেত্রী। এছাড়াও কমেডি তারকাদের মধ্যে ক্রুষ্ণা অভিষেক, ভারতী সিং-কে আমন্ত্রণ জানানো হয়েছিল। সঙ্গীত জগৎ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান। জানা গিয়েছে, মোটা অংকের টাকার চুক্তির বিনিময়ে দুবাইতে গিয়েছিলেন এই তারকারা। তাই এই মুহূর্তে ইডির নজরে রয়েছেন এই তারকারা।

a week ago
Sunny Leone: 'কেনেডি' নিয়ে কান-এ সানি লিওনি, দেখুন তাঁর মোহময়ী ছবি

পেশাগত জীবনের দ্বিতীয় অধ্যায়ে বলিউডে পদার্পণ করেছিলেন সানি লিওনি (Sunny Leone)। একদা 'পর্ণস্টার'-এর তকমা ঘুচিয়ে আজও নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করার লড়াই করে চলেছেন সানি। তিনি যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, প্রত্যেকটিই বলিউডে (Bollywood)। তবে এবার বলিউড পরিচিতি তাঁকে নিয়ে গেল বিশ্ব দরবারে। সানি অভিনয় করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপের সিনেমা 'কেনেডি'তে (Kennedy)। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ছবিটি। সেই চলচ্চিত্র উৎসবেই ভারতের অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন সানি।

কান চলচ্চিত্র উৎসবে গিয়ে সিনেমার প্রিমিয়ারে এবং তার আগে বেশ কিছুটা সময় কাটিয়েছেন সানি। প্রত্যেকদিন আলাদা আলাদা লুকে ছবি দিয়েছেন তিনি। এমনিই সানির সৌন্দর্যে মূর্ছা যায় তাঁর ভক্তরা। চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর গ্ল্যামার যেন আরও অনেকটা বেড়ে গিয়েছে। কান চলচ্চিত্র উৎসবের ডেবিউতে সানি বেছে নিয়েছিলেন সবুজ রঙের একটি গাউন।


'কেনেডি' ছবির সাংবাদিক বৈঠকে সানি পরেছিলেন একটি প্রিন্টেড বডি হাগিং ড্রেস। সঙ্গে বেইজ রঙের ফ্রেঞ্চ কোট তাঁর শোভা বাড়িয়েছে। ছবি দিয়ে সানি বলেছেন, 'এই পোশাকটি ভালোবেসে ফেলেছি।' 


'কেনেডি' ছবির প্রিমিয়ারের দিন রেড কার্পেটে সকলের নজর কেড়েছেন সানি। গোলাপি রঙের একটি  'থাই হাই' স্লিট গাউন বেছে নিয়েছিলেন অভিনেত্রী। একাধিক ছবি আপলোড করেছেন সানি। ক্যাপশনে লিখেছেন, 'কেনেডির ওয়ার্ল্ড প্রিমিয়ার। ভারতীয় সিনেমার প্রতিনিধি হওয়ার চেয়ে আনন্দের কিছু নেই। আমার জন্য এবং পুরো টিমের জন্য সুন্দর মুহূর্ত।' 


4 months ago


Sunny: 'তিন সন্তানের মা হওয়ার কথা ভাবিনি', সাক্ষাৎকারে অকপট সানি লিওনি

কাজের পাশাপাশি মা হওয়ার দায়িত্বও ভালোভাবে পালন করে চলেছেন 'বেবি গার্ল' সানি লিওনি (Sunny Leone)। জীবনের একটা ভাগ খুব ভালো না কাটলেও বর্তমানে স্বামী ও তিন ছেলে-মেয়েকে নিয়ে সুখে সংসার করেছেন সানি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একসময় তিনি নাকি তিন ছেলে-মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। উল্লেখ্য, ৭ বছর বয়সি কন্যা নিশা এবং ৫ বছরের যমজ পুত্র নোয়া এবং অ্যাশেরকে নিয়ে তাঁদের সানি ও ড্যানিয়েলের ভরা সংসার, তবুও তাঁর মুখে এমন কেন মন্তব্য?

একজন অভিনেত্রী হয়ে নয়, একজন মা হয়ে তিনি সাক্ষাৎাকারে জানিয়েছেন, 'আমি কখনও তিন সন্তানের মা হওয়ার কথা ভাবিনি। এক সময়ে এক সন্তান নেওয়ার মতোই পরিকল্পনা ছিল আমাদের। তবে আমি মনে করি, এটা ভগবানেরই ইচ্ছা ছিল, আর ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন। আমিও এখন এটাই চাই ও এটাকেই পছন্দ করছি। আশা করছি, আমি তাঁদের ভালো মানুষ হিসেবে বড় করে তুলতে পারব।'

এখানেই শেষ নয় সানি তাঁর সন্তানদের শুধুমাত্র ভালো মানুষ নয়, তাঁদের কীভাবে বিভিন্ন ধরণের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন, সেই নিয়েও জানিয়েছেন রাগিণী এমএমএস-র অভিনেত্রী। তিনি আরও জানিয়েছেন, তিনি তাঁর যথাসাধ্য মতো চেষ্টা করে চলেছেন যাতে তিনি বিশ্বের সমস্ত সংস্কৃতি, উৎসবের কী অর্থ তা তাঁর ছেলে-মেয়েদের বোঝাতে পারেন।

উল্লেখ্য, ২০১১ সালে সানি ও ড্যানিয়েল ওয়েবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর ২০১৭ সালে নিশাকে দত্তর নিয়েছিলেন তাঁরা। আবার ২০১৮ সালে দ্বিতীয়বার সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা-বাবা হয়েছেন তাঁরা।

5 months ago
Urfi: অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাস্যময়ী সানির সঙ্গে স্বল্পবসনা উরফি! নেট দুনিয়ায় চর্চা

উষ্ণতা ছড়ান এমন দুই অভিনেত্রী এক জায়গায় থাকলে কী হয় বলুন তো? সকলের নজর তাঁদের দিকেই চলে যায়। ঠিক যেমন হয়েছে রবিবার। একদা পর্নস্টার ও অভিনেত্রী সানি লিওনির (Sunny Leone) ভক্তসংখ্যা অনেক। যেখানে সানি সেখানেই গ্ল্যামার। অন্যদিকে সদ্য খ্যাতি পাওয়া উরফি জাভেদ (urfi Javed)। বর্তমানে পোশাক নির্বাচনের জন্য তিনি চর্চিত সামাজিক মাধ্যমে। এই দু'জন এবার একত্রিত হলেন। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন তাঁরা। সেখানেই মুখোমুখি হলেন পাপারাৎজিদের। একসঙ্গে অনুষ্ঠানের রেড কার্পেটেও হাঁটলেন তাঁরা।


সানিকে দেখে আগে এগিয়ে আসেন উরফি। হাসিমুখে সানির সঙ্গে বাক্যালাপ করেন উরফি।  তারপরেই ক্যামেরার সামনে পোজ দেন। সানি পরেছিলেন ছাই রঙের একটি পোশাক। বরাবরের মতোই নিজস্ব জৌলুসে ছিলেন তিনি। অন্যদিকে উরফি পাঁজরের মতো বেগুনি রঙের একটি পোশাক পরেছিলেন। স্বল্পবসনা উরফির প্রবল সমালোচনা করেন নেটিজেনরা।

6 months ago


Sunny: 'মামলা ঠুকে সানিকে হেনস্থা করা হচ্ছে', অভিযোগ খারিজের পক্ষে হাইকোর্ট

সানি লিওনের (Sunny Leone) বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ খারিজ করতে চায় খোদ আদালত (Kerala High Court)। ২০২২ সালে সানি, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং এই দম্পতির এক সহকারীর বিরুদ্ধে উঠেছিল প্রতারণার অভিযোগ। এই অভিযোগে কেরল হাইকোর্টে মামলা দায়ের করেন এক ইভেন্ট ম্যানেজার। 

সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি কে থমাস জানিয়েছেন, 'সানি লিওনকে অযথা হেনস্থা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। তাই অভিযোগ খারিজের পরামর্শ দেন বিচারপতি। কিন্তু তদন্তের স্বার্থে মামলা চলার পক্ষপাতী আদালত। ৩১ শে মার্চ এই মামলার পরবর্তী শুনানি। সানি লিওনের বিরুদ্ধে জনৈক ইভেন্ট ম্যানেজারের অভিযোগ, 'তিনি নাকি লক্ষাধিক টাকা নেওয়ার পরেও অনুষ্ঠানে এসে কোনও পারফর্ম করেননি।' 

যদিও অভিযোগ দায়েরের পর তদন্তে দেখা গিয়েছে, সানি পারফর্ম না করায় সেই অনুষ্ঠানের কোনওরকম আর্থিক লোকসান হয়নি। তাই সানির বিরুদ্ধে প্রমাণ না থাকায় এই মামলা খারিজ করে নিম্ন আদালত। তারপরে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারী।

7 months ago
Sunny: নাড়তে পারছেন না ঘাড়-মাথা! দুবাই থেকে বড় অসুখের খবর দিলেন সানি লিওন

একদিকে টলি থেকে বলি সকলে মেতে উঠেছেন ভালোবাসা দিবস (Valentine's Day) উদযাপন করতে। আর সেদিনই প্রকাশ্যে এল সানি লিওনির (Sunny Leone) একটি ভিডিও। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের কোনও ভিডিও নয়। ভিডিওতে দেখা যাচ্ছে অসুস্থ বলি অভিনেত্রী। আর বর্তমানে তিনি রয়েছেন দুবাই-এ (Dubai)।  ভিডিওতে দেখা যাচ্ছে, ঘাড়, মাথা কিছুই নাড়তে পারছেন না সানি। ব্যথা নিয়েই ফেসবুকে ভিডিও পোস্ট করলেন ‘রাগিণী এমএমএস ২’ তারকা। তিনি ভিডিও করে শো করতে পারবেন বলে বার্তা দিলেন। ভিডিওতে বুড়ো আঙুল তুলে বোঝালেন, তিনি একদম ঠিক আছেন, সব করতে পারবেন।

জানা গিয়েছে, সানির মেরুদণ্ডে তিনটি ডিস্ক ক্ষতিগ্রস্ত। সেকথা ভিডিও পোস্ট করে নিজেই লিখেছেন সানি। তবে শেষে বললেন, ‘বাট দ্য শো মাস্ট গো অন।'ভিডিও যিনি করছিলেন, তার প্রশ্ন ছিল সানিকে, ‘ঘাড়ে ওটা কী যন্ত্র বসিয়েছেন?’ সানির জবাব, ‘এটা একটা ট্র্যাকশন মেশিন। মাথা সোজা রাখে। ঘাড়ের ওপর মাথার চাপটা এর উপর চলে যায়।’

যদিও ঘাড়ে কীভাবে আঘাত লাগল তা স্পষ্টভাবে জানাননি। দ্রুত তাঁর অনুষ্ঠান সেরে পরিবারের কাছে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন সানি। ভিডিওতে জানালেন সে কথাও।

7 months ago
Sunny Leone: নিজের জন্য শিক্ষক খুঁজছেন সানি লিওন! রীতিমতো ট্যুইটার পোস্টে বিজ্ঞাপন

শুধুমাত্র শাঁখ বাজানোটাই দুর্বিসহ কাজ হয়ে উঠল। এছাড়া প্রায় সব কাজেই পারদর্শী বলিউডে অভিনেত্রী সানি লিওন (Actress Sunny Leone)। সোমবার দুপুরে মজাদার ভিডিও পোস্ট(Twitter Post) করে সানি তাঁর এই ব্যর্থতার কথা নেটিজেনদের জানান। ভিডিওয় দেখা গিয়েছে, সমুদ্রপাড়ের একটি রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে বিশাল এক শাঁখ ফুঁ দিয়ে বাজানোর চেষ্টা করছেন অভিনেত্রী। তবে কিছুতেই বাজিয়ে উঠতে পারছেন না। শাঁখে ফুঁ (Conch play) দিতেই অদ্ভুত শব্দ শুনে হেসে কুপকাৎ আশেপাশের লোক। নিজেও হাসি থামাতে পারছেন না সানি। পরক্ষণেই বলে উঠছেন, 'হাসছ কেন তোমরা? এত হাসির কী আছে! আমি চেষ্টা করছি তো, দাঁড়াও। ঠিক পারব।' বেশ কয়েকবার চেষ্টার পর হার মানলেন অভিনেত্রী। সানির স্ববিকারোক্তি, 'নাহ্, আমার দ্বারা হল না। শিখতে হবে ব্যাপারটা।' 

সানি যে সমুদ্রপাড়ে দাঁড়িয়ে রয়েছেন তা ভিডিওতেই স্পষ্ট। তাঁর এই শাঁখ বাজানোর মুহূর্ত ভাগ করে নিলেন সবার সঙ্গে। আবার নিজের ব্যর্থতার কথা প্রকাশ করলেন অনুরাগীদের কাছেও। ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে সানি শিক্ষক হিসেবে কাউকে পাওয়ার জন্য প্রস্তাব রেখেছেন,'যেমনটা ভেবেছিলাম হল না। কেউ আমায় শিখিয়ে দিন প্লিজ! আমি এক দিন না এক দিন ঠিক পারব।' সদুত্তরও পেয়েছেন বহু স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে। যদিও সানি একজন হাতেকলমে শেখানোর শিক্ষক চান, তা বোঝা যাচ্ছে তাঁর প্রস্তাবেই।


9 months ago