Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SumitRoy

Court: গ্রেফতার হলেই দৃষ্টি আকর্ষণ, আদালতের নির্দেশে সব মিলিয়ে বিপাকে অভিষেকের পিএ

সোমবার সকালে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। অন্যদিকে তিনি হাজিরা দিতে যাওয়ার আগে ECIR-এর এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী জিষ্ণু সাহা, আবেদন করেন দ্রুত শুনানিরও। তবে হাইকোর্ট সূত্রের খবর, মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হলেও এই মুহূর্তে সুমিত রায়কে কোনও রক্ষাকবচ দিলেন না তিনি। তবে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে কোনও কড়া পদক্ষেপ করা হলে অবশ্যই আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন সুমিত রায়। ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত হলফনামা আদানপ্রদান সম্পূর্ণ করতে হবে। ৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ফলে সব মিলিয়ে ইডি জেরার মুখে অস্বস্তি বহাল রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের।

এদিন মামলার শুনানিতে আবেদনকারী আইনজীবী জিষ্ণু সাহা বলেন, সুমিত রায়কে ইডি ডেকে পাঠালে তিনি সিজিওতে গিয়ে হাজিরা দিয়েছেন। কিন্তু আমি চাইছি তার বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিক তদন্তকারী সংস্থা। ৩ অক্টোবর সুমিত রায়কে প্রথমবার সমন দিয়ে ব্যাঙ্ক ডিটেলস দিতে বলা হয়। ১২ অক্টোবর দ্বিতীয়বার সমন করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতই ওনাকেও রক্ষাকবচ দেওয়া হোক। বিচারপতি বলেন, কুন্তল ঘোষের চিঠি বিষয়ক এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ডেকে পাঠাচ্ছে ইডি। তদন্তকারী সংস্থা ডাকলে যেতে অসুবিধা কোথায়? ইডি আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, ইডির অফিস রবিবার বন্ধ থাকে জানা সত্ত্বেও আবেদনকারী ইডিকে নোটিস পাঠিয়েছে রবিবার বিকেল পাঁচটায়।রবিবার চিঠি পাঠিয়ে জানানো হয় আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে।এটা ফোরাম শপিং, এর আগে একাধিকবার আদালতে এই ধরনের আবেদন করা হয়েছে।

এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের ইডি ECIR চ্যালেঞ্জ  এবং রক্ষাকবচের আবেদন খারিজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তবে বলা হয়, যদি ইডি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে অর্থাৎ গ্রেফতার বা অন্য কিছু হয় তাহলে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। সব মিলিয়ে হাইকোর্ট থেকে রক্ষাকবচ না মেলায় ইডি জেরার মুখে কিছুটা হলেও যেন আশঙ্কা এবং অস্বস্তি রয়েই গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের।

7 months ago
PA: হাতে হলদে এনভেলাপ, ইডির তলবকে চ্যালেঞ্জ করেও সিজিওতে এলেন অভিষেকের পিএ

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হয়েছিল অভিষেক বন্দোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে। সোমবার সাড়ে বারোটার মধ্যে ইডির কলকতার দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মত কিছুক্ষন আগেই ইডি দফতর সিজিও কমপ্লেসে এসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্ম সহায়ক সুমিত রায়। হাতে একটি হলদে ইনভেলাপ নিয়ে সিজিও কমপ্লেক্সের ভিতরে ঢুকলেন তিনি।

গত সপ্তাহেইরাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হয়েছিল অভিষেক বন্দোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে। ইডির তরফে এই তলব হলেও তা চ্যালেঞ্জ করে সুমিত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেককেও। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলায় অভিষেক সহ অন্যান্য ডিরেক্টরদের সম্পত্তির নথি চেয়েছে ইডি। যা ইতিমধ্যেই জমা দিয়েছেন অভিষেক। পাশাপাশি সূত্রের খবর, দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। আজ অর্থাৎ সোমবার সেই মামলারও শুনানি হবে বলে সূত্রের খবর।

7 months ago