Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Sumggler

Wood: বড় সাফল্য এসটিএফের, কনটেনার ভর্তি বার্মাটিক কাঠ আটক! গ্রেফতার দুই অভিযুক্ত

কনটেনার ভর্তি বার্মাটিক (Barmatic Wood) কাঠ আটক। তবে এবার বন দফতর নয় এস‌টিএফ-র (STF) জালে এবার কনটেনার বোঝাই বার্মাটিক কাঠ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) মহানন্দা ক্যানেল রোডে। ঘটনায় কনটেনারের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।‌‌ 

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের অসম থেকে কনার্টকে পাচারের ছক করা হচ্ছিল। তবে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিককেরা শিলিগুড়ির মহানন্দা ক্যানেল রোডে কাঠ ভর্তি কনটেনার আটক করে। তারপরে কনটেনারে তল্লাশি করতেই বোঝাই করা অবস্থাতে বার্মাটিক কাঠগুলিকে দেখতে পায় তারা। এরপরেই এসটিএফ-র পক্ষ থেকে কাঠগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বার্মাটিক কাঠের আনুমানিক বাজারমূল্য় প্রায় ৬০ লক্ষ টাকা। ইতিমধ্যেই উদ্ধার হওযা কাঠগুলি বাগডোগরা বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 

সম্প্রতি, ২ দিন আগেই বনবিভাগের ব্যারিকেড ভেঙে কনটেনার বোঝাই বার্মাটিক কাঠ পাচার আটকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল বাগডোগরা রেঞ্জে বনকর্মীরা। তারপরে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

9 months ago
Gold: প্রায় ১৪ লক্ষ টাকার সোনা পাচার করতে গিয়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশী

সোনা পাচার (Gold Sumggler) করতে গিয়ে বিএসএফের (BSF) হাতে আটক এক বাংলাদেশী। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশের বনগাঁ (Bangaon) পেট্রাপোল সীমান্তে। উদ্ধার হওয়া সোনাগুলি পেট্রাপোল শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফ। আটক ওই বাংলাদেশীকে কাস্টমস অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ সূত্রে খবর, আটক ওই বাংলাদেশীর নাম রত্নদীপ রায়। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ২৩০.৭০ গ্রাম ওজনের সোনার চেইন ও একটি ব্রেসলেট। যার মূল্য ১৩ লক্ষ ৫৬ হাজার ৫১৬ টাকা। 

বিএসএফ সূত্রে খবর, আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে যাত্রীদের ভারত-বাংলাদেশ চলাচলের রুটিন চেকিংয়ের সময়, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী এক সন্দেহভাজন বাংলাদেশী যাত্রীকে আটক করা হয়। ওই যাত্রীর গলায় একটি ভারী চেইন দেখতে পান বিএসএফের জওয়ানরা। যা ৯৯.৯৯ ক্যারেট সোনা দিয়ে তৈরি। এরপরে, জওয়ানরা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করলে তার টি-শার্ট থেকে একটি সোনার মোটা ব্রেসলেট উদ্ধার হয়। বিএসএফের দাবি, এই সোনার বিষয়ে ওই যাত্রীকে জিজ্ঞাসা করলে সে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তাই অবিলম্বে তাকে আটক করা হয়। 

বিএসএফের আরও দাবি, বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রী বলেন, সে একজন স্বর্ণকার এবং বাংলাদেশে তার নিজস্ব সোনার দোকান আছে। সে তার দোকানে এই চেইন ও ব্রেসলেট তৈরি করে। সে আরও জানায়, কলকাতার অ্যাপোলো হাসপাতালে চোখ ও ডায়াবেটিসের চিকিৎসা করাতে ভারতে আসছিল। তবে টাকার অভাব থাকায় সে এই সোনা সঙ্গে নিয়েছিল এবং ভারতে এসে বিক্রি করতে চেয়েছিল, এমনটাই জানা গিয়েছে। 

তবে বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন জনসংযোগ আধিকারিক, ডিআইজি শ্রী এ কে আর্য। তিনি বলেন, বিএসএফ চোরাকারবারিদের প্রতিটি ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে ফাঁদ শক্ত করেছে। চোরাচালানকারীরা বারবার সোনা পাচারের চেষ্টা করে কিন্তু বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলেই তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়।

9 months ago
Nadia: ২ কোটি টাকার মাদক সহ বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার ২ হেরোইন ব্যবসায়ী

ফের বেঙ্গল এসটিএফ-এর (STF) হাতে গ্রেফতার (Arrest) ২ মাদক (Drug) ব্যবসায়ী। শনিবার ঘটনাটি ঘটেছে নদীয়ার (Nadia) কালিগঞ্জ থানার পলাশী অঞ্চলে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে দুই কোটি মূল্যেরও বেশি নিষিদ্ধ হেরোইন। এই বিষয়ে শনিবারই নদিয়ার কালিগঞ্জ থানায় এসটিএফ-র পক্ষ থেকে একটি নির্দিষ্ট এফআইআর দায়ের করা হয়েছে। এমনকি এনডিপিএস আইনে কালিগঞ্জ থানায় একটি সুনির্দিষ্ট মামলাও রুজু করা হয়েছে। রবিবার অভিযুক্তদের কৃষ্ণনগরের এনডিপিএস আদালতে পেশ করা হয়েছে। 

পুলিস সূত্রে খবর, ওই দুই অভিযুক্তর নাম গৌতম সরকার (৩৫), নারায়ণ রায় (২২)। অভিযু্ক্ত নারায়ণ রায়ের বাড়ি নদীয়ার কালিগঞ্জেই তবে অভিযুক্ত গৌতম সরকারের বাড়ি মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত। বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বেঙ্গল এসটিএফের একটি দল কালীগঞ্জ থানার অন্তর্গত পলাশী-করিমপুর রোডে অভিযান চালায়। সেই অভিযোনেই ধৃতদের কাছ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার করে এসটিএফ। তারপরেই অভিযুক্তদের গ্রেফতার করে এসটিএফ।

এসটিএফ সূত্রে আরও জানা গিয়েছে, দুই সপ্তাহ আগেই বহরমপুর বাসস্ট্যান্ডে পাঁচ কোটি টাকার মাদকসহ ঝাড়খন্ডের দুই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারপর থেকে তাদের জিজ্ঞাসাবাদ করতেই এই তথ্য বাইরে আসে। সম্প্রতি, বেঙ্গল এসটিএফের একটি দল মুর্শিদাবাদের বহরমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছিল এবং তাদের কাছ থেকে ৪.৮ কেজি পরিমাণ হেরোইন উদ্ধার করে। এনডিপিএস আইনের অধীনে বহরমপুর থানায় একটি নির্দিষ্ট মামলা শুরু হয়েছিল এবং মামলাটি বেঙ্গল এসটিএফের দ্বারা তদন্তও করা হচ্ছে।  

10 months ago


Snake: সাপের তেল, হরিণের শিং, চামড়া সহ গ্রেফতার দুই পাচারকারী

সাপের বিষের পর এবার পাচারকারীদের (Sumgglers) নজরে সাপের তেল (Snske oil)। এই ঘটনায় বন দফতরের হাতে ধরা পড়ল দুই ব্যক্তি। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) জংশন সংলগ্ন এলাকায়। এই গোটা ঘটনায় জোর তদন্ত শুরু করেছে বন দফতরের (Forest Dipertment) র‍্যাপিড রেসপন্স ফোর্স, দার্জিলিং ওয়াইল্ড লাইফের ১ নম্বর শাখা। ধৃতদের গ্রেফতার করে তাদের কাছ থেকে উদ্ধার করে স্পেকট্যাকল কোবরার তেল। এমনকি ধৃতদের কাছ থেকে আরও উদ্ধার করা হয়েছে হরিণের চামড়া এবং শিং।

বন দফতর সূত্রে খবর, ধৃত ওই দুই পাচারকারীর নাম সিকান্দার কুমার এবং সঞ্জু বৈধ। তারা দুজনেই ভিন্ন ভিন্ন রাজ্যের বাসিন্দা। ধৃতদের মধ্যে সিকান্দার উত্তরপ্রদেশের খলিলাবাদ এলাকা এবং সঞ্জু বিহারের কাটিহারের বাসিন্দা বলেই খবর। এই ঘটনা প্রসঙ্গে র‍্যাপিড রেসপন্স ফোর্স এর রেঞ্জ অফিসার দীপক রসাইলি বলেন, 'ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।'

বন দফতর সূত্রে আরও খবর, ধৃত দুই ব্যক্তির ওপর দীর্ঘদিন ধরেই বন দফতরের নজর ছিল। শেষ অবধি সোমবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন এলাকা থেকে তাদের পাকড়াও করা হয়। প্রাথমিকভাবে খবর মিলেছে বন্যপ্রাণের দেহাংশ সহ সাপের তেল পাচারের ছক ছিল ধৃতদের। তবে সেই সবকিছুই তাদের হেফাজতে নিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সাপের তেলের ওজন আনুমানিক ৩৫০ মিলিলিটার। এছাড়াও ছিল ৪ টুকরো হরিণের চামড়া এবং তিন টুকরো হরিণের শিং উদ্ধার হয়েছে।

10 months ago
Arrest: ফের বড় সাফল্য বিএসএফের, সীমান্তে ৪ কেজি রুপোর গয়না ও বাইক সহ গ্রেফতার পাচারকারী

ফের বড় সাফল্য বিএসএফের (BSF)। সীমান্তে ৪ কেজি রুপোর (Silver) গয়না ও বাইক সহ গ্রেফতার (Arrest) পাচারকারী। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। ঘটনায় পাচারকারী সহ উদ্ধার হওয়া রুপোর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এমনকি পাচারকারীর (Sumggler) বাইকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ-র প্রাথমিক অনুমান, এই রুপোর গয়নাগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল।   

বিএসএফ সূত্রে খবর, ধৃত পাচারকারীর নাম শরিফ গাজী। তিনি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি এলাকার বাসিন্দা। অভিযুক্ত বাইকে করে রুপোর গয়না বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল। সেইসময় হাকিমপুর চেকপোস্টে কর্তব্যরত ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তারা তল্লাশি চালাতেই মোটর বাইকের ভিতর থেকে বেরিয়ে আসে ৪ কেজির রুপোর গয়না। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এই ঘটনার পরেই বিএসএফ-এর সীমান্তরক্ষীরা পাচারকারীকে আটক করে।

12 months ago


Tripura: মাস ঘুরলেই বিধানসভা ভোট, শান্তি বজায়ে ত্রিপুরায় ব্যাপক ধরপাকড়! সক্রিয় পুলিস-কেন্দ্রীয় বাহিনী

আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় (Tripura) বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্যে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। রাজ্যের আটটি জেলার বিভিন্ন প্রান্তে ত্রিপুরা পুলিস টিএসআর এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর চিরুনি তল্লাশি চলছে। এরই ফলস্বরূপ ২৩শে জানুয়ারি সোমবার রাজ্যব্যাপী একযোগে চলা অভিযানে মোট ৩৪৯ জনকে গ্রেফতার (Arrested) করেছে পুলিস (Police)। আপরাধ, এঁদের মধ্যে কেউ নেশা দ্রব্য পাচারকারী, কেউবা ফেনসিডিল ব্যবসায়ী, কেউ গাঁজার কারবারি অথবা ড্রাগস, হেরোইন বিক্রেতা। আবার চুরি-ছিনতাই-র মতো অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে।

গ্রেফতার হওয়া প্রত্যেকেই আসন্ন নির্বাচনে রাজ্যব্যাপী বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে বলে পুলিসের ধারণা। আর তাই তাদের আগে থেকেই চিহ্নিত করে আটক করেছে পুলিস। ত্রিপুরা পুলিসের সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় রাজ্যের পুলিস ৩৩ কেজি গাঁজা, ১০.৫ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। মোট ৩৪৯ জন অভিযুক্তকে একাধিক ধারায় গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন যত ঘনিয়ে আসছে ত্রিপুরা পুলিসের নজরদারি এবং তৎপরতা ততটাই বৃদ্ধি পাচ্ছে। তিনদিন আগেই এমনই একটি অভিযানে ২৪ ঘণ্টায় ২১৯ জনকে গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিস। যেখানে মোট ২৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিস। নির্বাচনের আগ মুহূর্তে এই অভিযানে খুশি ত্রিপুরাবাসী।

one year ago