Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SukhpalSinghKhaira

Congress MLA: মাদক মামলায় গ্রেফতার কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খইরা

মাদক মামলায় (Drug Case) গ্রেফতার কংগ্রেস বিধায়ক (Congress MLA) সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)। বৃহস্পতিবার সকালে চণ্ডিগড়ের সেক্টর ৫-এর বাংলোতে তল্লাশি অভিযান চালানোর পর তাঁকে আজ গ্রেফতার করে পঞ্জাব পুলিস। জানা গিয়েছে, পুরনো এক মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে আগেই নারকোটিক্স অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনে মামলা ছিল। ওই পুরনো মামলার সূত্র ধরেই এ দিন সকালে জালালাবাদ পুলিস তাঁর বাংলোতে তল্লাশি অভিযান চালায়। তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়।

এদিন সুখপাল সিং খইরার বাড়িতে অভিযান চালানোর সময় ফেসবুকে লাইভ করেন তিনি। সেই ভিডিও-তে দেখা যায়, তিনি পুলিস আধিকারিকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গ্রেফতারির কারণ জিজ্ঞাসা করেন। তখন জালালাবাদের ডিএসপিকে বলতে শোনা যায়, মাদক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সুখপাল দাবি করেন, এই মামলা অনেকদিন আগেই সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তাহলে গ্রেফতারি কীভাবে সম্ভব? এর পর তাঁকে প্রিজন ভ্যানে তোলার সময় তিনি আরও জানান, তাঁর এই গ্রেফতারির পিছনে 'রাজনৈতিক স্বার্থ' জড়িয়ে রয়েছে।

8 months ago
Raghav Chadha: 'এরা আম আদমি, তবে খাস কারা?', বিয়ের খরচ নিয়ে রাঘবকে বিঁধলেন কংগ্রেস নেতা

দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) হাইপ্রোফাইল বিয়ে। বিবাহ সুসম্পন্ন করে ইতিমধ্যেই তাঁরা বিয়ের মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। কিন্তু বিয়ে শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না রাঘবের। সাংসদ হয়ে কীভাবে এমন 'গ্র্যান্ড ওয়েডিং'-এর আয়োজন করেছেন তা নিয়েই শুরু বিতর্ক। রাঘবের বিয়ে নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যেই অস্বস্তিতে পড়তে হল আম আদমি পার্টিকে। বিয়ের বিপুল খরচ ঘিরে রাঘবকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেসের বিধায়ক সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)। রাঘবকে কটাক্ষ করে তিনি বলেছেন, 'এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (ভিভিআইপি) কারা?'

রাঘব-পরিণীতির বিয়ে ঘিরে শুক্রবার থেকেই সাজ সাজ রব রাজস্থানে। সেখানকার সাত তারা হোটেল লীলা প্যালেসে তাঁদের বিয়ের আসর বসে। জানা গিয়েছে, সেই হোটেলের যে স্যুটে থাকার কথা ছিল, তার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা।  সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরেন ও কোথা থেকে এই বিপুল অর্থ খরচ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পঞ্জাবের কংগ্রেস নেতা। সেই তথ্য অনুসারে ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময়, তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। ফলে তিনি প্রশ্ন করেছেন, রাঘব কীভাবে একরাতের জন্য ১০ লক্ষ টাকার স্যুটের আয়োজন করেছেন। এমনকী তাঁর 'বস' অরবিন্দ কেজিরওয়াল এবং ভগবন্ত মানের কাছেও জবাবদিহি চেয়েছেন তিনি। এর পর সুখপাল বলেছেন, 'এরা যদি আম আদমি পার্টি হয়, তবে খাস কারা?'

মোদী সরকারের বিরোধী ইন্ডিয়া জোটে হাতে-হাত দিয়ে রয়েছেন রাহুল-কেজরিওয়ালরা। কিন্তু তাঁদের মধ্যের বিরোধিতাই এবারে এল প্রকাশ্যে। বিবাহের খরচ নিয়ে পঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগের ফলে ইন্ডিয়া জোটে কোনও আঁচ আসে কিনা, বা কতটা কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।

8 months ago