Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Sukesh

Sukesh: সরকারি আধিকারিক সেজে ২ কোটি প্রতারণা, সুকেশের বিরুদ্ধে নতুন মামলা

প্রতারণা-তোলাবাজির অভিযোগে তিহারে জেল খাটছেন সুকেশ চন্দ্রশেখর। এবার তাঁর বিরুদ্ধে আরও এক প্রতারণা মামলার চার্জশিট জমা আদালতে। ইডি ৩ কোটি টাকা প্রতারণার অভিযোগে সুকেশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। শনিবার অভিযুক্ত কনম্যানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, সুকেশের প্রতারণার শিকার হয়েছেন এক আর্থিক সংস্থার প্রাক্তন প্রোমোটারের স্ত্রী জাপনা সিং। তাঁর অভিযোগ, সরকারি আধিকারিকের পরিচয়ে ফোন করে সাড়ে ৩ কোটি টাকা হাতিয়েছেন সুকেশ। পাটিয়ালা হাউস কোর্টে এই মামলা রুজু করেছে ইডি।

ইডির দাবি, আর্থিক দুর্নীতি দমন আইনের ৩ এবং ৪ নম্বর ধারায় সুকেশের বিরুদ্ধে ওই বিপুল অর্থ প্রতারণার প্রমাণ রয়েছে। তদন্তকারীদের কাছে ইচ্ছা করেই তথ্যপ্রমাণ গোপন করন সুকেশ। এমনকি, প্রতারণার মামলার তদন্তে সহযোগিতা করছেন না তিনি। ফলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি।

one year ago
Jacqueline:'নিজের অতীতের ভুলকে ক্ষমা...', সুকেশকে কি ইঙ্গিত দিলেন জ্যাকলিন?

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) প্রসঙ্গ উঠলেই, প্রাসঙ্গিক হয়ে উঠছে আরও একটি নাম সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। বর্তমানে আর্থিক তছরুপের মামলায় যে কারাবন্দি। সুকেশ কেলেঙ্কারিতে অভিযুক্ত হতেই উঠে আসে জ্যাকলিনের নাম। শুধুমাত্র তাই নয়, প্রকাশ্যে আসে দুজনের বেশ কয়েকটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। জেলবন্দি সুকেশ জ্যাকলিনের প্রেমেই মত্ত। জ্যাকলিনকে কখনও সাংবাদিকদের সামনে 'ভ্যালেন্টাইন্স' দিবসের শুভেচ্ছা জানিয়েছেন আবার কখনও কারাগার থেকে প্রেমপত্র পাঠিয়েছেন তাঁর উদ্দেশে। কিন্তু জ্যাকলিনের অনুভূতি ঠিক কী? 

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ একসময় এই প্রসঙ্গে বলেছিলেন, 'সুকেশ আমার জীবন নরক বানিয়ে দিয়েছে।' বর্তমানে আবারও তাঁর বক্তব্যে সুকেশের জড়িয়ে থাকার জল্পনা শুরু হল। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের জন্যই বেশ কিছু কথা লিখেছিলেন জ্যাকলিন। সেই পোস্টেই তিনি লিখেছেন, 'ফরগিভ ইউর পাস্ট মিসটেকস' অর্থাৎ তোমার অতীতের ভুলগুলি ভুলে যাও। এরপরেই জল্পনা এই কথাগুলি কী জ্যাকলিন সুকেশকে নিয়ে লিখেছেন।

one year ago
Jacqueline: জন্মদিনে জেলবন্দি সুকেশ প্রেমপত্রে কী লিখলেন 'বোট্টা বোম্মা' জ্যাকলিনকে!

'বোট্টা বোম্মা।' গানের কথা নয়, এই নামেই জ্যাকলিনকে (Jacqueline Fernandez) ডাকেন সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandasekhar)। ২০০ কোটি টাকার আর্থিক তছরূপি মামলায়, সুকেশ অভিযুক্ত হতেই সামনে আসে মডেল ও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। প্রকাশ্যে আসে তাঁদের একাধিক ছবি। সুকেশ সংবাদমাধ্যমের সামনে বলেন, তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক। ছবি থেকে সেই রসায়ন স্পষ্টও হয়। নাম জড়িয়েছিল অভিনেত্রী নোরা ফতেহির। তবে সুকেশ স্পষ্টতই জানান, নোরা তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তবে এগিয়ে রেখেছেন জ্যাকলিনকে। সুকেশের মতে, জ্যাকলিন তাঁকে এখনও ভালোবাসে। তাই বিশেষ দিনে জ্যাকিকে চিঠি লিখলেন জেলবন্দী প্রেমিক। 

সুকেশ তাঁর জন্মদিনে প্রেমপত্র পাঠান জ্যাকলিনকে। চিঠির শুরুতেই জ্যাকলিনকে তিনি 'মাই বেবি জ্যাকলিন' বলে সম্বোধিত করেন। কারাগারে বন্দি অবস্থায় তাঁর জ্যাকির কথা খুব মনে পড়ছে, একথাও জানান। সুকেশ লেখেন,' আমার বোম্মা (পুতুল), আমার জন্মদিনে তোমাকে খুব মনে পড়ছে। আমাকে ঘিরে তোমার উপস্থিতি মনে পড়ছে। আমার কাছে আর শব্দ নেই, কিন্তু আমি জানি আমার উপর তোমার অশেষ ভালোবাসার আবেশ রয়েছে।' 

প্রসঙ্গত সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরূপি মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও। সুকেশের কাছ থেকে তিনি একাধিক সম্পত্তি নিয়েছে সেই প্রমাণও পেয়েছে তদন্তকারী সংস্থা। ইডির চার্জশিট অনুযায়ী জ্যাকলিন সুকেশের থেকে 'গুচি' ও 'চ্যানেল'এর ৩টি ব্যাগ, গুচির জিমের কাপড়, লুই ভিতোঁর ব্যাগ, দুটি হিরের কানের, বিভিন্ন রঙের পাথরের একটি ব্রেসলেট, দুটি হার্মিজ ব্রেসলেট ও একটি মিনি কুপার গাড়ি নিয়েছেন। ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিস এবং ইডি।     


one year ago


Jacqueline: 'লাভ ইউ মাই বেবি', জেলে বসেই হোলিতে জ্যাকলিনকে হোলির শুভেচ্ছা সুকেশের

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত হিসাবে নাম জড়িয়েছে রাম সেতুর নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacueline Fernandez)। দু'লাখ টাকার বিনিময়ে দিল্লির আদালত থেকে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছিলেন শ্রীলঙ্কান সুন্দরী। তাঁর জীবনে অশান্তির জন্য বারবার সুকেশকে (Sukesh Chandrasekhar) দায়ী করেছেন। তবে জ্যাকলিন সুকেশের বিরুদ্ধে যতই আঙুল তুলুক না কেন, তাঁর প্রতি বারবার ভালোবাসা জাহির করছেন সুকেশ। ভ্যালেনটাইনস ডে-এর পর এবার হোলিতেও জ্যাকলিনের জন্য প্রেমপত্র লিখলেন কনম্যান।

জ্যাকলিনের থেকে দূরে থাকলেও বসন্তের প্রেমের রং লেগেছে সুকেশের মনেও। হ্যাপি হোলির শুভেচ্ছা জানিয়েছে জ্যাকলিনকে লাভ ইউ মাই বেবি গার্ল বলে চিঠি লিখলেন সুকেশ চন্দ্রশেখর। নেটপাড়ায় ভাইরাল সুকেশের সেই চিঠি। সুকেশ লিখেছেন, "এই দুনিয়ার সবচেয়ে সুন্দর, বিউটিফুল জ্যাকলিনকে হোলির শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে ফেস্টিভ অফ কালারস, তোমার জীবন থেকে যে রং হারিয়ে গিয়েছে আমি তা ফিরিয়ে আনব। এটাই আমার প্রতিজ্ঞা। আমি আমার মতো করে এই বছরটা রঙিন করে তুলব। এটা আমি নিশ্চিত করলাম। কারণ এটি আমার দায়িত্ব। আমার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। আমার রাজকন্যাকে অনেক ভালোবাসা। তোমাকে খুব মিস করছি। আমার বোম্মা। আমার ভালোবাসা। আমার জ্যাকি।"

এর আগে জেরার মুখে পড়ে অভিনেত্রী অকপটে স্বীকার করেছিলেন, সুকেশ  তাঁর জীবন নরকে পরিণত করেছেন। প্রায় দেড় বছর হল জেলবন্দি সুকেশ।

one year ago
Jacqueline: জ্যাকলিনকে রক্ষার জন্য তিনি আছেন, আদালতে দাবি সুকেশের

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত হিসাবে নাম জড়িয়েছে রাম সেতুর নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacueline Fernandez)। দু'লাখ টাকার বিনিময়ে দিল্লির আদালত থেকে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছিলেন শ্রীলঙ্কান সুন্দরী। শুক্রবার সুকেশকে (Sukesh Chandrasekhar) ফের দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজির করা হয়েছিল। জ্যাকলিনের প্রসঙ্গ উঠতেই পাশে দাঁড়ালেন কনম্যান। ‘প্রেমিকা’ জ্যাকলিনকে কাঠগড়ায় দাঁড় করাতে একেবারেই নারাজ সুকেশ। সুকেশ দাবি করেন, আর্থিক তছরূপে জ্যাকলিনের কোনও হাত নেই। তিনি বলেন, “ওকে চিন্তা করতে হবে না। আমি আছি ওকে রক্ষা করার জন্য।”

তবে এর আগে জেরার মুখে পড়ে অভিনেত্রী অকপটে স্বীকার করেছিলেন, সুকেশ  তাঁর জীবন নরকে পরিণত করেছেন। প্রায় দেড় বছর হল জেলবন্দি সুকেশ। ভালোবাসা দিবসের দিন প্রেমিকাকে বিশেষ বার্তাও পাঠিয়েছিলেন সুকেশ।  সাংবাদিকদের ছোড়া প্রশ্নের ভিত্তিতে পুলিসদের সামনেই বলেন, 'জ্যাকলিনকে তাঁর তরফ থেকে ভ্যালেনটাইন্‌স ডে-র শুভেচ্ছা। যাঁকে ভালোবাসেন তাঁকে রক্ষা করার চেষ্টা করবেন।'

পাশপাশি নোরা নোরা ফতেহিকে নিয়ে প্রশ্ন করা হলে সুকেশের স্পষ্ট জবাব, 'লোভীদের নিয়ে কোনও কথা বলতে চাই না।' এর আগেও নোরাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুকেশ।

one year ago


Sukesh: ছোট পর্দার পরিচিত মুখ চাহাত খান্নাকে আইনি নোটিস সুকেশের, 'ভাবমূর্তি নষ্টের' অভিযোগ

২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত প্রতারক সুকেশ বর্তমানে তিহার জেলে বন্দি। সুকেশের সঙ্গে জ্যাকলিনের ফার্নান্ডেজের (Jacueline Fernandez) নাম জড়িয়েছে এই মামলায়। আদালতে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী বলেন, 'সুকেশের (sukesh Chandrasekhar) জন্য তাঁর জীবন নরক হয়ে গিয়েছে।' যদিও সুকেশ বলেছিলেন, জ্যাকলিনের কোনও দোষ নেই। তিনি কোনওভাবেই এ ঘটনায় জড়িত নয়। এছাড়াও সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে নোরা ফতেহি, টেলি অভিনেত্রী চাহাত খান্নার (Chahat Khanna)।

কয়েকদিন আগে চাহাত দাবি করেছিলেন, তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। এই কথা একেবারে মিথ্যে বলে দাবি করেন সুকেশ। উপরন্তু চাহাতের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নিয়েছেন সুকেশ। ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে চাহাতকে আইনি নোটিস পাঠালেন সুকেশ।

সুকেশ বলেন, 'তিনি এতটা বেপরোয়া নয়। বিবাহিত বা সন্তানের মা, এমন মহিলার প্রতি তাঁর কোনও উৎসাহ বা আকর্ষণ নেই। তিনি কোনও গোল্ড ডিগার নয়। চাহাতের সঙ্গে কেবল কাজের সূত্রেই আলাপ হয়েছিল।' আর এই ঘটনার প্রেক্ষিতে সুকেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন বলে জানান সুকেশের আইনজীবী। চাহাতের কাছে নোটিশ পাঠিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে তাঁর বলা কথা প্রত্যাহার না করলে, আইনি পদক্ষেপ নেওয়া হবে।

one year ago
Jacqueline Fernandez: নজরে সুকেশ মামলা, পাটিয়ালা হাউজ কোর্টে জবানবন্দী জ্যাকলিন ফার্নান্ডেজের

২০০ কোটি টাকার আর্থিক তছরুপ, আর তার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। বর্তমানে তিহার জেলে বন্দি অবস্থায় রয়েছেন সুকেশ। কিন্তু শুধুমাত্র যে জোচ্চুরিতেই মাহির ছিলেন তিনি তাই নয়, সুকেশের নারী সঙ্গতও ছিল যথেষ্ট হিংসা ধরানোর মত। নোরা ফতেহি (Nora Fatehi) থেকে নিকি তাম্বোলি, কে না নেই সেই তালিকায়। তবে এঁদের মধ্যে সবথেকে চর্চিত নাম হল জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ডেটিং করতেন বলিউড (Bollywood) অভিনেত্রী, এই তথ্য প্রকাশ্যে আসার পো থেকেই সুকেশের সঙ্গে একাধিকবার তাঁর নাম জড়ায়। এমনকি, জেলেও নাকি সুকেশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রেমিকা জ্যাকলিন! সামনে আসে এরকম চাঞ্চল্যকর তথ্যও। তবে দুই পক্ষ থেকেই এইসব কথা অনেকাংশে অস্বীকার করা হয়েছে। কিন্তু ফের শিরোনামে সুকেশ জোচ্চুরি মামলা।

২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় শনিবার পটিয়ালা হাউস কোর্টে বিচারকের সামনে জবানবন্দী দিলেন বলিউডের এই নায়িকা। উল্লেখ্য, এই আর্থিক প্রতারণার মামলায় ইতিমধ্যেই একাধিকবার ইডি সহ তদন্তকারী অফিসারদের প্রশ্নবাণের মুখোমুখি হয়েছেন জ্যাকলিন। তবে দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখার আধিকারিকদের তিনি সরাসরি জানিয়েছিলেন, তিনি যা বলবেন তা আদালতে। সেই মতোই এইদিন জবানবন্দী দেন অভিনেত্রী। কিন্তু তিনি সুকেশের এই আর্থিক প্রতারণা সম্পর্কে কিছুই জানতেন না বলেই দাবি করেছেন বিচারকের সামনে। প্রসঙ্গত, কোটি কোটি টাকার উপহার দিয়ে সুন্দরী অভিনেত্রীদের সঙ্গে অন্তরঙ্গতা বাড়াতেন সুকেশ। জ্যাকলিনকে তিনি প্রায় ১১ কোটি টাকার উপহার দিয়েছিলেন বলে খবর সামনে আসে। এমনকি জ্যাকলিন নাকি সুকেশকে বিয়ে করতে পাগল হয়েছিলেন বলেও দাবি বলিউডের একাংশের। তবে এই দামী উপহার নেওয়ার কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী।

one year ago
Jacqueline: আর্থিক তছরূপ মামলায় জ্যাকলিনের কোনও ভূমিকা নেই: আইনজীবীকে চিঠিতে জানালেন সুকেশ

২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় জ্যাকলিনের (Jacqueline Fernandez) পাশে দাঁড়ালেন মূল অভিযুক্ত প্রতারক সুকেশ। অবশেষে সুকেশের কথা প্রকাশ্যে এল। তিনি বললেন, জ্যাকলিনের কোনও দোষ নেই। তিনি কোনও ভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নন। সুকেশ (sukesh Chandrasekhar)  বর্তমানে জেলবন্দি। সেকারণে  তাঁর আইনজীবীকে দিয়ে চিঠি (Letter) পাঠিয়ে সকলের সামনে এ কথা প্রকাশ্যে আনতে চেয়েছিলেন। এবং সেই চিঠিতে আরও অনেক তথ্য ফাঁস করলেন সুকেশ। রবিবারই সকলের সামনে এল দীর্র্ঘ চিঠিটি।

সুকেশের দাবি, জ্যাকলিন ও সে সম্পর্কে ছিলেন। দু'জন দুজনকে ভালোবাসতেন। আর ভালোবাসার সম্পর্কে উপহার দেবেন এটা স্বাভাবিক বিষয়। বহুমূল্য গাড়ি হোক কিংবা যাই দামী উপহার হোক না কেন, সবটাই ভালোবেসে জ্যাকলিনকে দিয়েছেন বলে দাবি করেন। সুকেশ এও বলেন, জ্যাকলিনকে ও তার পরিবারকে যা উপহার দিয়েছেন তা সবটাই তাঁর বৈধ যায় থেকে।

তিনি এও বলেন, জ্যাকলিনের এই মামলার সঙ্গে জড়িয়ে পড়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। নায়িকা এই বিষয়ে কিছুই জানতেন না. জ্যাকলিন কেবল তাঁর কাছ থেকে ভালোবাসা চেয়েছিলেন। আর সর্বদা পাশে থাকার কথা বলতেন। কোনও উপহার নিতে চাইতেন না বলে জানান সুকেশ। ভালোবাসার মানুষকে ও তাঁর পরিবারকে উপহার সকলেই দিতে চান। তিনিও এর ব্যতিক্রম নন। আর সুকেশ উপহারগুলো বৈধ উপার্জন থেকে দিয়েছেন, সেই তথ্য আদালতে আগেও পেশ করেছেন বলে জানিয়েছেন চিঠিতে।

চিঠিতে কনম্যান আরও জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় তাঁর একটি কয়লা খনির ব্যবসা রয়েছে। একাধিক হোটেলের স্বত্ব এবং খবরের চ্যানেলও ছিল। সেগুলি বর্তমানে   তিনি বিক্রি করে দিয়েছেন। সুকেশের দাবি, তাঁকে অস্ত্র এবং সুরক্ষার চুক্তিতে ফাঁসানো হয়েছিল।আরও দাবি, প্রাক্তন র‍্যানব‍্যাক্সি মালিককে জেল থেকে ছাড়ানোর জন্য তাঁকে ২০০ কোটি টাকা নিতে বাধ্য করা হয়েছিল।

উল্লেখ্য, দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট (Delhi Court) সূত্রে শনিবার জানানো হয়েছে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত ২০০ কোটি টাকা তছরুপ-কাণ্ডে জ্যাকলিন ফার্নান্ডেজের অন্তর্বর্তী সুরক্ষা বাড়ল। এই সময়ের মধ্যে নতুন চার্জশিট এবং আনুষঙ্গিক নথি সবপক্ষের আইনজীবীদের কাছে পেশ করবে ইডি (ED)। গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী জামিনে (Interim Bail) ছাড়া পান জ্যাকলিন।

2 years ago


Jacqueline: ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ

২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় (200 crore extortion case) প্রতারক সুকেশের (Sukesh Chandrashekhar) সঙ্গে নাম জড়ানোর পর থেকে জ্যাকলিন ফার্নান্ডেজকে একাধিকবার ইডি তলব করেছিল(Jacqueline Fernandez)। ঘণ্টার পর ঘণ্টা জেরার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। এর মধ্যে কিছুটা স্বস্তি জ্যাকলিনের। শেষমেশ তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হল।

গত মাসে ইডি-র চার্জশিটে উঠে এসছিল চাঞ্চল্যকর তথ্য। সুকেশের থেকে বেশ কিছু দামি উপহার পেয়েছেন জ্যাকলিন। গুচ্চি, শ্যানেলের ব্যাগ থেকে শুরু করে জিমের পোশাক, একজোড়া ‘লুই ভিতোঁ’র জুতো, দুটি হীরের আংটি, এছাড়াও একাধিক ব্রেসলেট। যার আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। ইডি অফিসাররা আগেই জানিয়েছেন, সুকেশের কুকর্মের বিষয়ে সবটা জ্যাকলিন জানতেন। তাঁর এই কাজের লাভও পেতেন। এই তথ্য আগেই প্রকাশ্যে এনেছিল ইডি। তবে এবার ইডির চার্জশিটে উঠে এল আরও এক চঞ্চল্যকর তথ্য।

এমনকি মুম্বইয়ের জুহুতে জ্যাকলিনের জন্য সুকেশ বাংলো কিনে অ্যাডভান্সও করে দিয়েছেন। আর এই আর্থিক তোলাবাজির মামলায় সুকেশের ডান হাত পিঙ্কি ইরানি জানতেন সবটাই। পিঙ্কির সঙ্গে আলোচনা করেই বাড়ি কিনেছিলেন সুকেশ। এমনকি জ্যাকলিনের সঙ্গে সুকেশকে পিঙ্কিই আলাপ করিয়ে দিয়েছিলেন। পিঙ্কি ইরানিকেও জিজ্ঞাসাবাদ করে ইডি।

উল্লেখ্য, ইডি জানিয়েছিল প্রতারক সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরূপের মামলায় সরকারের সাক্ষী হতে চলেছেন নোরা ফাতেহি। তাই এই মামলায় সাক্ষী হিসেবে নোরাকে কিছুদিন আগে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিসের আর্থিক অপরাধ দমন শাখা।

2 years ago
Jacqueline: 'মনের মানুষ সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন', অর্থ তছরূপ তদন্তে চাঞ্চল্য

২০০ কোটি টাকার অর্থ তছরূপ (Money laundering) মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরে মন মজেছিল অভিনেত্রী জ্যাকলিনের (Jacqueline Fernandez)। তাঁর 'ড্রিম বয়' ছিলেন ইডির হাতে ধৃত অভিযুক্ত। এমনকি, সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar) বিয়েও করতেও চেয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এই অর্থ তছরূপ মামলার তদন্তে নেমে এই বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ইতিমধ্যে জ্যাকলিন-সহ বলিউডের অপর এক লাস্যময়ী নোরা ফাতেহিকে (Nora Fatehi) জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। তদন্তকারী সংস্থার সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে জ্যাকলিনের।

ইডি সূত্রে খবর, এই তছরূপ মামলার সবটাই জানতেন এই বলিউড অভিনেত্রী। এদিকে, দিল্লি পুলিশের আর্থিক দমন শাখার স্পেশাল কমিশনার রবীন্দ্র যাদব জানান, প্রচুর ধনদৌলত থাকায় বলিউডের অভিনেত্রীদের প্রভাবিত করার চেষ্টা করতেন সুকেশ। এই ফাঁদে জড়িয়ে পড়েন জ্যাকলিনও। সুকেশের কথায় নায়িকা এতটাই প্রভাবিত হন যে, তাঁকে বিশ্বাসও করতে শুরু করেন। এমনকি তাঁকে বিয়ে কথাও ভাবেন।

রবীন্দ্রের কথায়, 'জ্যাকলিন আরও বিপাকে পড়েন, কারণ সুকেশের অপরাধের কথা জেনেও তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি।' তবে বুদ্ধিমত্তার জেরে বেঁচে গিয়েছেন বলিপাড়ার আরও এক অভিনেত্রী নোরা ফতেহি। রহস্যের গন্ধ পাওয়া মাত্রই সুকেশের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন তিনি। সুকেশের সঙ্গে নোরার কখনও সামনাসামনি দেখাও হয়নি বলে জানান তদন্তকারীরা। সূত্রের খবর, শুধু হোয়াটসঅ্যাপে দু'বার সুকেশের ঙ্গে কথা হয়েছিল নোরার।

2 years ago


Jacqueline: ২০০ কোটির অর্থ তছরুপ মামলায় সুকেশের 'দোসর' জ্যাকলিনকে ম্যারাথন জেরা ইডির

২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় (200 crore extortion case) ইতিমধ্যেই প্রতারক সুকেশের (Sukesh Chandrashekhar) সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। নাম উঠে এসেছিল বলিউড (Bollywood) বেলি ডান্সিং কুইন নোরা ফাতেহিরও (Nora Fatehi)। জানা গিয়েছিল, সুকেশের থেকে বিএমডব্লিউ গাড়ি উপহার পেয়েছিলেন নোরা। ওই প্রতারণা মামলায় নোরাকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই়ডি)। আর এ নিয়ে তৃতীয় বার জেরার মুখে পড়লেন জ্যাকলিন। টানা আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর ছাড়া পান তিনি।

ইডি-র সেই চার্জশিটে উঠে এসছিল চাঞ্চল্যকর তথ্য। সুকেশের থেকে বেশ কিছু দামি উপহার পেয়েছেন জ্যাকলিন। গুচ্চি, শ্যানেলের ব্যাগ থেকে শুরু করে জিমের পোশাক, একজোড়া ‘লুই ভিতোঁ’র জুতো, দুটি হীরের আংটি, এছাড়াও একাধিক ব্রেসলেট। যার আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। ইডি অফিসাররা আগেই জানিয়েছেন, সুকেশের কুকর্মের বিষয়ে সবটা জ্যাকলিন জানতেন। তাঁর এই কাজের লাভও পেতেন। এই তথ্য আগেই প্রকাশ্যে এনেছিল ইডি। তবে এবার ইডির চার্জশিটে উঠে এল আরও এক চঞ্চল্যকর তথ্য।

এমনকি মুম্বইয়ের জুহুতে জ্যাকলিনের জন্য সুকেশ বাংলো কিনে অ্যাডভান্সও করে দিয়েছেন। আর এই আর্থিক তোলাবাজির মামলায় সুকেশের ডান হাত পিঙ্কি ইরানি জানতেন সবটাই। পিঙ্কির সঙ্গে আলোচনা করেই বাড়ি কিনেছিলেন সুকেশ। এমনকি জ্যাকলিনের সঙ্গে সুকেশকে পিঙ্কিই আলাপ করিয়ে দিয়েছিলেন।

বুধবার পিঙ্কি ইরানিকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাঁকেও ছেড়ে দেয় পুলিস। আগে দুজনের বয়ানে মিলেছিল অসঙ্গতি। তাই এদিন পিঙ্কি এবং জ্যাকলিনকে একসঙ্গে তলব করেছিল। এবং একসঙ্গে জেরা করা হয়।

উল্লেখ্য, ইডি জানিয়েছিল প্রতারক সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরূপের মামলায় সরকারের সাক্ষী হতে চলেছেন নোরা ফাতেহি। তাই এই মামলায় সাক্ষী হিসেবে নোরাকে কিছুদিন আগে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিসের আর্থিক অপরাধ দমন শাখা।

2 years ago
Jacqueline: তোলাবাজি মামলার সবটা জানতেন জ্যাকলিন, অভিযুক্ত সুকেশ নায়িকাকে তিনটি বাংলো উপহার দিয়েছিলেন

২১৫ কোটি টাকা তোলাবাজির মামলায় সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar)  সঙ্গে নাম জড়ানোয় জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez) তলব করেছিল ইডি (Enforcement Directorate) । তাঁর ফিক্সড ডিপোজিট-সহ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে বিদেশযাত্রার অধিকারও।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিট ইতিমধ্যেই জমা পড়েছে দিল্লি পাটিয়ালা আদালতে। ইডি-র সেই চার্জশিটে উঠে এসছে চাঞ্চল্যকর তথ্য। সুকেশের থেকে বেশ কিছু দামি উপহার পেয়েছেন জ্যাকলিন। গুচ্চি, শ্যানেলের ব্যাগ থেকে শুরু করে জিমের পোশাক, একজোড়া ‘লুই ভিতোঁ’র জুতো, দুটি হীরের আংটি, এছাড়াও একাধিক ব্রেসলেট। যার আনুমানিক মূল্য ৭ কোটি টাকা। ইডি অফিসাররা আগেই জানিয়েছেন, সুকেশের কুকর্মের বিষয়ে সবটা জ্যাকলিন জানতেন। তাঁর এই কাজের লাভও পেতেন। এই তথ্য আগেই প্রকাশ্যে এনেছিল ইডি। তবে এবার ইডির চার্জশিটে উঠে এল আরও এক চঞ্চল্যকর তথ্য।

ইডি বলছে সুকেশ, জ্যাকলিনের জন্য তিন দেশে বাড়ি কিনেছিলেন। এর মধ্যে রয়েছে শ্রীলঙ্কা, বাহরিন এবং মুম্বই। মুম্বইয়ের জুহুতে জ্যাকলিনের জন্য সুকেশ বাংলো কিনে অ্যাডভান্সও করে দিয়েছেন। আর এই আর্থিক তোলাবাজির মামলায় সুকেশের ডান হাত পিঙ্কি ইরানি জানতেন সবটাই। পিঙ্কির সঙ্গে আলোচনা করেই বাড়ি কিনেছিলেন সুকেশ। এমনকি জ্যাকলিনের সঙ্গে সুকেশকে পিঙ্কিই আলাপ করিয়ে দিয়েছিলেন।

ইডির রিপোর্টে বলা হয়েছে, শ্রীলঙ্কায় নায়িকার জন্য কোটি টাকার বাড়ি কিনেছিলেন সুকেশ। শুধু তাই নয়, মুম্বইয়ের জুহু অঞ্চলে একটি দামি বাংলোও অগ্রিম টাকা দিয়ে কিনেছিলেন তিনি। শুধু মাত্র জ্যাকলিনের জন্য। এছাড়া জ্যাকলিনের বাড়ির লোকেদের জন্যও দামি দামি উপহার কিনেছেন সুকেশ।

2 years ago