Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Subhenduadhikari

Subhendu Adhikari: 'মমতা শেষ' হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালি ঢুকে হুঁশিয়ারি শুভেন্দুর

অবশেষে হাইকোর্টের অনুমতি নিয়ে সন্দেশখালিতে প্রবেশ করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ধামাখালিতে আটকানো হয়েছিল শুভন্দুকেও তাঁর সঙ্গীদের। তারপর কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে ও শঙ্কর ঘোষকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেন। 

প্রথমে ধামাখালিতে বাধা পেলেও পরে ফের রওনা দেন তিনি। সমস্ত বাধা পেরিয়ে সন্দেশখালিতে ঢুকতেই বিরোধী দলনেতাকে ফুল ছড়িয়ে বরণ করা হয় তাঁকে। সন্দেশখালিতে পা দিতেই গর্জে উঠেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালির বোনেরা হাতে রাখি পরিয়েছেন। 'তাঁদের জন্য আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল, সন্দেশখালির ঘরে ঘরে নিয়ে আমি থাকব... মমতা শেষ' বলে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। 

এরপর টোটোয় চেপে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পৌঁছলেন গ্রামবাসীদের কাছে। সন্দেশখালিতে গ্রামবাসীদের বার্তা শুনবেন শুভেন্দু। 


3 months ago
Sandeshkhali: হাইকোর্টের নির্দেশ অমান্য়! সন্দেশখালি ঢুকতে ফের পুলিসি বাধার মুখে শুভেন্দু

সন্দেশখালিতে ফের নতুন করে জারি করা হল ১৪৪ ধারা। গোটা এলাকায় চলছে পুলিসের টহল এবং মাইকিং। মাঝে মধ্য়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে প্রশাসন। মঙ্গলবার সন্দেশখালি এলাকার মানুষদের সঙ্গে কথা বলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বামনেত্রী বৃন্দা করাত। কিন্তু আজও সন্দেশখালিতে বাধার মুখে পড়তে হয়েছে বিরোধী দলনেতাকে। যেখানে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। আজ, মঙ্গলবার ধামাখালিতে আটকানো হল তাঁকে। বাধা দেওয়া হয়েছে বামনেত্রী বৃন্দা করাতকেও। পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু। 

পুলিসকে শুভেন্দু জানিয়েছেন, 'আমার কাছে আদালতের অনুমতি আছে, তারপরেও কেন আমাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না?'হাইকোর্টের নির্দেশ মানছে না মমতা সরকার, কটাক্ষ বিরোধী দলনেতার। ধামাখালিতে শুভেন্দুকে আটকে দেওয়ার পর সন্দেশখালিতে প্রবেশ করতে পারছেন না তিনি। তাই এই অবস্থায় শুভেন্দুর সঙ্গে দেখা করতে সন্দেশখালি থেকে ধামাখালি যাচ্ছেন বিকাশ সিংহ-এর স্ত্রী স্বপ্না সিংহ।

3 months ago
Suvendu: সুকান্ত অসুস্থ থাকলেও, সন্দেশখালি কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে মাঠে শুভেন্দু

সুকান্ত অসুস্থ থাকলেও সন্দেশখালি কাণ্ডে ঝাঁঝ বাড়াতে মরিয়া বিজেপি। বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে পুলিসি বাধার মুখে পড়ে অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অসুস্থ সুকান্তকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সল্টলেক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওদিকে এরপর আজ বৃহস্পতিবার সন্দেশখালি কাণ্ডে বসিরহাটএসপি অফিস ঘেরাওয়ের জন্য রওনা দিয়েছে শুভেন্দু। সূত্রের খবর আজও তাঁকে পথেই আটকে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। যেমনটা গত মঙ্গলবার হয়েছিল। পুলিশি বাধার মুখে পড়ে রীতিমত বসিরহাট এসপি অফিস ঘেরাও বাতিল করতে হয় শুভেন্দুকে।

ওদিকে সুকান্তর মাথায় ও কোমরে চোট রয়েছে বলে সূত্রের খবর। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড। অসুস্থ সুকান্তকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। সেখানে তিনি সুকান্তর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে হাসপাতাল থেকে বেরনোর সময় তিনি জানান, আমি এখনও কোনও রিপোর্ট পেশ করিনি। রাজ্য সরকারের থেকে রিপোর্ট চেয়েছি, সেটি দেখে কেন্দ্রকে পাঠাব। পরে হাসপাতালে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


3 months ago