Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Storm

Jalpaiguri: কয়েক মিনিটে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত জলপাইগুড়ি, মৃত্যু ৫ জনের, আহত বহু

মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই লণ্ডভণ্ড হয়ে গেল জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। তছনছ হয়ে গেল বহু মানুষের সাজানো ঘর-বাড়ি। প্রাণ হারিয়েছেন পাঁচ জন। প্রিয়জনকে হারিয়ে সর্বহারা হয়েছেন জলাপাইগুড়ির এক অংশের মানুষ। ঝড়ে উড়েছে চাল, ভেঙেছে বহু ঘর। এখনও চোখে-মুখে আতঙ্কের ছাপ। 

রবিবার রাতে খবর পেয়ে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাতেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে ঘুরে দেখেন তিনি। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে ঝড়ে পরিস্থিতি দেখতে জলপাইগুড়ি যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

সূত্রের খবর, রবিবার ঝড়ের পর ১৬৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও অনেককেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্য়ে দুজন শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে প্রায় ৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

2 months ago
Weather: ঘৃর্ণিঝড়ে পরিণত 'মিগজাইম', কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস...

সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ। নেই কোনও ঠান্ডার আভাস। ভোরের দিকে হালকা ঠান্ডা আমেজ। আবার বেলা বাড়তেই গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপটি ইতিমধ্য়ে তৈরী হয়েছে মিগজাইমে। সোমবার বিকেলে সেই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল আছড়ে পড়বে। যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে বাংলায় সরাসরি সেই ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হতে পারে হালকা বৃষ্টি। ঘৃর্ণিঝড়ের কারণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

অন্যদিকে, মনোরম আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গে। যদিও ডিসেম্বর মাসের এই মরশুমে ব্যাপক ঠান্ডা থাকার কথা। তাই ঠান্ডার আমেজ কম থাকার জন্য সমুদ্র উপকূল ও পর্যটন কেন্দ্র গুলিতে নেই তেমন ভিড়।

5 months ago
Birbhum: কালবৈশাখী ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক শিশুকন্যার, জখম একাধিক

কালবৈশাখী ঝড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু (Death) এক শিশুকন্যার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বীরভূমের (Birbhum) মুরারইয়ে। ঝড়-বৃষ্টির (Rain) সময় আচমকাই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় শিশুকন্যাটির।

গ্রামবাসীরা জানিয়েছেন, ঘটনার সময় সকলেই ঘুমোচ্ছিলেন। আচমকা শুরু হয় ঝড় ও বৃষ্টি। ঝড়ের দাপট এতটাই তীব্র ছিল যে, ভেঙ্গে পড়ে মাটির বাড়িটি। ভেঙ্গে পড়া মাটির বাড়িটির দেওয়াল চাপা পড়েই মৃত্যু হয় শিশুকন্যাটির। মৃত শিশুটির নাম সঙ্গীতা কোনাই। এই ঘটনায় জখম আরও এক শিশু সহ তিনজন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মুরারই ব্লক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছয় মুরারই বিধানসভার বিধায়ক। মৃতের পরিবারকে সমস্ত রকম সাহায্যর আশ্বাস দেন তিনি। বীরভূমের কনকপুর, মুরারই সহ রাজগ্রাম বিভিন্ন প্রান্তে বুধবার রাতে ঝড়-বৃষ্টি হয়।

12 months ago


Storm: গোসাবায় ৩ মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড ঘরবাড়ি, ফাঁসিদেওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাম

তিন মিনিটের ঘূর্ণিঝড়ে (Kalbaisakhi Storm) লণ্ডভণ্ড গোসাবার (Gosaba) দয়াপুর গ্রাম। কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর, ক্ষতিগ্রস্ত ২০টির বেশি বাড়ি। কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। উড়ে গিয়েছে খড়ের ছাউনি, অ্যাসবেস্টর। নষ্ট পড়ুয়াদের পাঠ্যবই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার্থী। পাঠ্যবই নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে পরীক্ষায় বসবে তারা, সেই উদ্বেগ স্থানীয়দের মনে। ব্লক প্রশাসনের (Block Administration) আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন।

একইভাবে নববর্ষের প্রথম কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ফাঁসিদেওয়ার চটহাট গ্রাম পঞ্চায়েতের হেলাগছ এলাকা। বৃষ্টি-ঝড়ের কবলে উপড়ে পড়ল গাছ। বিদ্যুৎ-বিচ্ছিন্ন গোটা এলাকা। সঙ্গে গাছ পড়ে বিপদজনক অবস্থায় এক বাড়ি। বাড়ির উপর গাছ পড়ায় আটকে পড়েন ঘরের বাসিন্দারা। কার্যত প্রাণের ঝুঁকিতে রাত কাটাতে হয় পরিবারের সদস্যদের। এক স্থানীয় বলেন, 'ভোররাতে গাছ ভেঙে একজন আহত হয়েছেন। পঞ্চায়েত প্রতিনিধিরা এসে সাহায্যের আশ্বাস দিয়েছেন।' 

one year ago
Sun: প্রবল সৌর ঝড়ের সতর্কতা, প্রভাবিত হতে পারে নেট-মোবাইল সংযোগ

সৌরঝড়ের (solar storm) সতর্কতা জারি করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা (American space agency)। বুধবার থেকেই সূর্যে নতুন করে ঝড়ের সতর্কতা জারি (Warning issued) করা হয়েছে। সৌরঝড়ের ফলে গরম তাপের হলকা লাগবে পৃথিবীর বুকে। যার ফলে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছেন বিজ্ঞানীরা। বৃহস্পতিবার পর্যন্ত পৃথিবীর উপর এর প্রভাব দেখা যাবে, জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানান, সৌরঝড়ে সূর্যের কেন্দ্র থেকে প্লাজমা এবং চৌম্বকীয় তরঙ্গের বিরাট বিস্ফোরণ সংঘটিত হয়। আর এর ফলেই কোটি কোটি সৌরপদার্থ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে যেতে পারে। 

নাসার (NASA) বিজ্ঞানীদের মতে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। এর ফলে বেতার যোগাযোগও সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতে পারে। সৌরঝড়ের প্রভাব ইন্টারনেট সংযোগ এবং মোবাইলের নেটওয়ার্কের উপরেও পড়তে পারে। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কোথাও কোথাও। সপ্তাহখানেক আগেই সৌরঝড়ের সাক্ষী থেকেছিল সৌরজগৎ। কিন্তু এ বারের সৌরঝড় আরও বড় এবং আরও প্রভাবশালী, দাবি বিজ্ঞানীদের।

one year ago


Storm: ক্ষণিকের ঝড়ে লণ্ডভণ্ড ভূটান লাগোয়া কুমারগ্রাম, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

কয়েক মিনিটের ঝড়ে (Storm) লন্ডভন্ড কুমারগ্রামের (Kumargram) বিস্তীর্ণ এলাকা। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১২টি বাড়ি। এমনকি বেশ কিছু বাড়িঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। বহু জায়গায় সুপারি বাগান, গামারি গাছের বাগান মাটিতে মিশে গিয়েছে। এমনকি এই ঝড়ের ফলে ক্ষতি হয় ভুট্টা ও পাট চাষেরও। তবে ব্লক প্ৰশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের ১২ কেজি করে চাল ও ত্রিপল দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, রবিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ এই ঝড় শুরু হয়। মাত্র কয়েক মিনিটেই বেশ কিছু এলাকা লণ্ডভণ্ড করে দেয় দুর্যোগ। ভুটান সীমান্ত সংলগ্ন বিত্তিবাড়ি, হলদিবাড়ি, কুমারগ্রামের কিছু অংশ ও বলাপাড়ায় বেশ প্রভাব ফেলেছে এই ঝড়। স্থানীয় সূত্রে খবর, ঝড়ের ঘটনার পর সকালে প্রধান এলাকায় এসেছিলেন। কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা সবটাই নিজে দেখেছেন।   

এই বিষয়ে কুমারগ্রামের প্রধান তিমির দাস বলেন, 'রবিবারের ঝাড়ে প্রায় ১৫০ জনের ক্ষয়ক্ষতি হয়েছে। বেশিরভাগ লোকের ঘরেই গাছ ভেঙেছে। কারও কারও আবার ঘরের চালও উড়ে গিয়েছে এই ঝড়ে।' তিনি আরও বলেন, 'সোমবার সকালে বিডিও অফিসারকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করতে গিয়েছিলাম। এমনকি প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের ১২ কেজি করে চাল ও ত্রিপল দেওয়া হয়েছে।' 

one year ago
Weather: বঙ্গে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় দুর্যোগ

সকাল থেকেই শহর কলকাতা (Kolkata) জুড়ে রোদের দাপট। গরমে একেবারে নাজেহাল দশা কলকাতাবাসীর। এই আবহে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৩১ মার্চ শুক্রবারের পাশাপাশি ১লা এপ্রিল শনিবার এই আবহাওয়া (Weather) থাকার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। যদিও রবিবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ মার্চ শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্যও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও আশেপাশে এলাকার আকাশ পরিষ্কার রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

one year ago
Winter: বরফঝড়ের পূর্বাভাস! তাপমাত্রার রেকর্ড পতন আমেরিকায়, বিপাকে ফেলবে ফ্রস্টবাইট

বড়দিনের (Christmas Day) আনন্দে মেতে উঠেছিল গোটা আমেরিকাবাসী (America)। প্রায় সকলের ঘরে ঘরে বেজে উঠেছিল ক্রিসমাসের গান। তার মধ্যেই সতর্কবার্তা দিল ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NSW)। তাপমাত্রা ক্রমশ কমছে আমেরিকায়। সপ্তাহ শেষে আরও নামতে চলেছে তাপমাত্রার পারদ। এমনকি বরফঝড়ের সম্ভাবনার কথাও বলেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

উল্লেখ্য, দেশের কিছু অংশে তাপমাত্রা -৪৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে। তাপমাত্রার রেকর্ড পতন হবে আমেরিকা-মেক্সিকো সীমান্ত, ফ্লোরিডায়। ইতিমধ্যে দুর্যোগ পরিস্থিতির কারণে কয়েক হাজার বিমান বাতিল করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, সপ্তাহান্তে আমেরিকাবাসীকে সব থেকে বিপাকে ফেলবে ফ্রস্টবাইট।

ডেস মোয়ানস, আইওয়া শহরে একপ্রকার অসম্ভব হয়ে পড়বে বাড়ির বাইরে বেরোনো। এতটা তাপমাত্রার পতনের কারণে রক্ত চলাচল কমে যেতে পারে। বিশেষত নাক, গাল, পা এবং হাতের আঙুলে। এরফলে ক্ষতের সৃষ্টি হয়। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার আমেরিকায় শৈত্যঝড় ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে তীব্র বেগে ঠান্ডা হাওয়া বইবে। ইতিমধ্যে মিনিয়াপোলিস, শিকাগো, কানসাস সিটি, সেন্ট লুই, ইন্ডিয়ানাপোলিস, ক্লিভল্যান্ড, ডেট্রয়েটে সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে মিনিয়াপোলিস, শিকাগো এবং উত্তর ও পশ্চিম মিশিগানে তুষারঝড়ের পূর্বাভাসও রয়েছে। ঘণ্টায় ঝড়ের গতি হতে পারে প্রায় ৫৭ কিলোমিটার।

one year ago


Weather: ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আভাস দক্ষিণে

সবেই কেটেছিল নিম্নচাপের (low pressure) ঘনঘটা। তবে মঙ্গলবার থেকে ফের আকাশের মুখ ভার। সঙ্গেই বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবারও সারাদিন একই পরিস্থিতি চলবে। তবে এদিন আবহাওয়া (weather) দফতরের তরফে দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum) এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার সারাদিনে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৪ শে অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৫ শে অগাস্ট বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ ২৪ অগাস্ট বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২৫ অগাস্ট বৃগস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। 

পাশাপাশি কলকাতা ও আশপাশের এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 

2 years ago