Breaking News
ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA     

Srilanka

Srilanka: ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ সরকারের, আইসিসি থেকে সাসপেন্ড শ্রীলঙ্কা

বিশ্বকাপের (World Cup 2023) মাঝে নজিরবিহীন ঘটনা। ক্রিকেটীয় কাজকর্মে সরকারের পদক্ষেপের জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল আইসিসি। ওই দেশের ক্রিকেট বোর্ডে অতিরিক্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলায় এই সিদ্ধান্ত সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার। আইসিসি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, একটি বৈঠকে শ্রীলঙ্কাকে নিয়ে আলোচনা হয়েছে। সদস্য হিসেবে শ্রীলঙ্কা গুরুতর অপরাধ করেছে।

আগামী ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিং হবে হায়দরাবাদে। সেই বোর্ড মিটিংয়েই শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করবেষ ২০২৪ সালের শুরুতে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের কথা তাঁদের। নির্বাসন না উঠলে সেই দায়িত্ব পাবে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

শুক্রবারই বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজরা। দেশে ফিরতেই বোর্ডের প্রধান নির্বাচন উইকরামাসিঙ্ঘে জানান, শ্রীলঙ্কার এই খারাপ ফলের জন্য যড়যন্ত্র দায়ী। তিনি জানান, তাঁকে ২ দিন সময় দিতে। সব ষড়যন্ত্র ফাঁস করবেন তিনি।

5 months ago
Bangladesh: দিল্লিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের ভবিষ্যৎ কি! বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে আইসিসি

দিল্লিতে দূষণ পরিস্থিতি ভয়াবহ। অবস্থা এতটাই খারাপ যে, আদৌ বিশ্বকাপের শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ হবে কি না তাই নিয়েই সংশয় তৈরি হয়েছে। ম্যাচ আয়োজনের বিষয়ে বিখ্যা পালমোনোলজিস্ট রণদীপ গুলেরিয়ায় পরামর্শ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

মঙ্গলবার পর্যন্ত দিল্লির দূষণ পরিস্থিতি মারাত্মক অবস্থায় থাকার সম্ভাবনা৷ আদৌ ম্যাচ করা যাবে কিনা, মঙ্গলবার সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি ও আম্পায়াররা৷ স্টেডিয়ামের আশেপাশে জল ছিটিয়ে এবং ড্রেসিংরুমে এয়ার পিউরিফায়ার বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আইসিসি জানিয়েছে, বিশিষ্ট চিকিৎসক গুলেরিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটার ও সাপের্ট স্টাফদের রাখা হয়েছে। স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাতাসের গুণমাণ পরীক্ষা করা হচ্ছে।

5 months ago
WC2023: ভারতের পেসের আগুনে ৫৫ রানে জ্বলে ছাই শ্রীলঙ্কা, ৩০০-র বেশি রানে জয় ভারতের

ভারতীয় পেস অ্যাটাকের দাপটে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। একের পর এক পেস অ্যাটাক। শামি, বুমরা, সিরাজ এর দাপটে রীতিমতো দিশেহারা হয়ে পড়ল শ্রীলঙ্কা। ভারতের পাহাড় সমান রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম দিকেই ছন্দপতন হয় শ্রীলংকান ব্যাটসম্যানদের। পরপর উইকেট পড়তে থাকে। ভারতীয় পেস অ্যাটাকের সামনে ওপেনার, মিডিল অর্ডার, কেউই টিকতে পারে নি। রীতিমত এই বিশ্বকাপের সর্বনিন্ম স্কোর করল শ্রীলঙ্কা। ভারতের ৩৫৮ রানের স্কোরের সামনে শ্রীলঙ্কা মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়।

টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। প্রথম ওভারেই রোহিতের উইকেট পায় শ্রীলঙ্কা। এরপর গিল ও বিরাটের ১৮৯ রানের জুটিতে ভারত কিছুটা ধাক্কা সামলে নেয়, এরপর শ্রেয়স এর ব্যাটে আসে ৮২ রান। এরপর জাদেজা কিছুটা রান জুড়লে ভারত ৩৫৭ রান করে। ৩৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে রীতিমত দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। সিরাজ ৩ উইকেট, শামি ৫ উইকেট বুমরা ১ উইকেট ও জাদেজা ১ টি উইকেট পায়। সব মিলিয়ে ৫৫ রানে শ্রীলঙ্কা ১০ উইকেট হারায়।

শ্রীলঙ্কার এরকম ছন্দপতনে রীতিমত এ বিশ্বকাপের সর্বনিন্ম স্কোরের রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। ভারতের পেস অ্যাটাক ইংল্যান্ডের বিরুদ্ধেও জ্বলে ওঠে। মুম্বাইয়ের মাঠে শ্রীলঙ্কার এই লজ্জার হারে রেকর্ড হয়ে রইল এ বছরের বিশ্বকাপে। পাশাপাশি আগামী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল সেটা বলাই বাহুল্য। এই নিয়ে চলতি বিশ্বকাপে পরপর ৭টি ম্যাচ জিতল ভারত।

6 months ago


India: বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চান রোহিত

২০১১ সালের ২ এপ্রিল। ওয়াংখেড়েতে বিশ্বকাপের ফাইনাল। ওই ম্যাচে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-শ্রীলঙ্কা। বৃহস্পতিবার ফের বিশ্বকাপে নামছে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচ থেকেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চান এবারের অধিনায়ক রোহিত শর্মা।

ক্রিকেট বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত আছে টিম ইন্ডিয়া। টানা ৬টি ম্যাচ জিতেছে টিম। টিমে বৃহস্পতিবার বড় বদল হওয়ার সম্ভাবনা কম। তবে এই ম্যাচে গিলের সঙ্গে ওপেন করতে পারেন সূর্যকুমার যাদব। রোহিত, বিরাট, শ্রেয়স, কে এল রাহুল প্রথম একাদশে থাকবেন। টিমে হার্দিক ফিরবেন না। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সঙ্গে থাকবেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।

এখনও পর্যন্ত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছে মেন ইন ব্লু। গত ম্যাচে পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতেছে রোহিত ব্রিগেড। এবার লক্ষ্য শ্রীলঙ্কা বধ।

6 months ago
Afghanisthan: বিশ্বকাপে আফগানদের জয়জয়কার, শ্রীলঙ্কাকে হারিয়ে হ্যাট্রিক আফগানিস্তানের

এই বিশ্বকাপে আফগানদের জয়জয়কার। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দিয়ে এবার তাদের বিজয়রথ শুরু হয়েছিল। হ্যাটট্রিক হল শ্রীলঙ্কাকে দিয়ে। মাঝে তাদের হাতে হেরেছে পাকিস্তান। সোমবার পুণের স্টেডিয়ামেও তারা জিতল। মূলত রহমত শাহ, অধিনায়ক হাসমাতুল্লা এবং আমাতুল্লার ব্যাটে বিশ্বকাপে শ্রীলঙ্কাকেও হারিয়ে দিলেন আফগানরা।

এদিনের ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। ৪৯.৩ ওভারে ২৪১ রান করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। আফগানদের হয়ে চার উইকেট নেন ফারুকি। ৩৪ রানে চার উইকেট নেন তিনি। ম্যাচের শুরুতে লঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস দাবি করেছিলেন, ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় রান করতে চান তাঁরা।

এই জয়ের ফলে ছয় পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান। ফলে তাঁদের সামনেও এখন হাতছানি থাকছে সেমিফাইনালে ওঠার। 

6 months ago


Srilanka: শ্রীলঙ্কার কাছেও লজ্জার হার ইংল্যান্ডের

চিন্নাস্বামীতে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কার দুর্দান্ত বোলিংয়ের সামনে ৩৩.২ ওভার খেলে ১৫৬ মাত্র রান তুলে আউট হয়ে যায় জস বাটলারের দল। এরপর ব্যাট  করতে নেমে মাত্র ২৫ ওভার ৪ বলে ১৬০ রান তুলে নেয় শ্রীলঙ্কা।

চলতি বিশ্বকাপে খুব একটা ভালো ফল করতে পারেনি ইংল্যান্ড। এখনও পর্যন্ত মোট ৫টি ম্যাচ খেলে ১টি তে জিতেছে বাটলারের দল। নিউজিল্যান্ডের কাছে হেরেই বিশ্বকাপের টুর্নামেন্ট শুরু করেছিল তারা। এছাড়াও আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল তাদের। শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে জিতেছিল ইংল্যান্ড।

6 months ago
Australia: শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে অবশেষে পয়েন্ট পেল অস্ট্রেলিয়া

বিশ্বকাপে অবশেষে পয়েন্ট পেল পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সোমবার কার্যত দর্শকশূন্য লখনউয়ে শ্রীলঙ্কা পাঁচ উইকেটে হারিয়ে এই বিশ্বকাপে প্রথম জয় পেল তারা। প্রথমে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে ম্যাচ বার করে নেয় অজিরা। ৫৯ বলে ৫৮ রান জশ ইঙ্গলিসের। শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন মধুশঙ্কা।

তবে শ্রীলঙ্কার ২০৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। খুব দ্রুত ওয়ার্নার এবং স্মিথকে হারিয়ে হঠাৎ করেই চাপে পরে যায় অস্ট্রেলিয়া। এখান থেকে অস্ট্রেলিয়াকে টেনে তোলেন মিচেল মার্শ এবং মানাস লাবুশেন। ৫১ রান করে আউট হন মার্শ। লাবুশেনের অবদান ৪০।

এরআগে প্রথমে ব্যাট করতে নেমে ভালই শুরু করেছিল শ্রীলঙ্কা। প্রথম উইকেটে ১২৫ রান তোলের দলের দুই ওপেনার। কিন্তু চার উইকেট হারানোর পরেই ধস নামে লঙ্কার ইনিংসে। অস্ট্রেলিয়ার হয়ে ৪৭ রানে চার উইকেট নেন অ্যাডাম জাম্পা।

6 months ago
Australia: বিশ্বকাপে প্রথম পয়েন্টের খোঁজে ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, প্রতিপক্ষ শ্রীলঙ্কা

বিশ্বকাপে সবার নীচে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। সেই ধাক্কায় পয়েন্ট তালিকায় একবারে শেষে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতি ভারতের মাটিতে প্রথম পয়েন্টের খোঁজে আজ অজিরা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারাও এই বিশ্বকাপে শূন্যতেই দাঁড়িয়ে।

এই ম্যাচ খেলতে নামার আগে বিশ্বকাপের বাকি সবকটি ম্যাচকেই ফাইনাল বলে মনে করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এদিকে, দাসুন শানুকা ছিটকে যাওয়ার পর এই ম্যাচ থেকে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। তাঁদের ক্রিকেটের শেষ কবে এমন হতশ্রী চেহারা হয়েছিল, তা পরিসংখ্যান ঘেঁটেও বার করতে পারছেন না অ্যালান বর্ডার থেকে রিকি পন্টিংরা। মার্ক ও বলছেন, এবার মনে হচ্ছে শূন্য হাতেই ফিরতে হবে।

বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে সাতটি ক্যাচ ফেলার পর মার্ক টেলরের মতো প্রাক্তন রীতিমত আতঙ্কিত প্যাট কামিন্সদের নিয়ে। অথচ ৩৬ বছর আগে ভারতের মাটি থেকেই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

সুস্থ ট্র্যাভিস হেড। যদিও শ্রীলঙ্কা ম্যাচে তাঁকে পাওয়া যাচ্ছে না। যা খবর তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরিবর্তিত প্যাট কামিন্সের দল। উল্টোদিকে শ্রীলঙ্কা দলে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে অস্ট্রেলিয়ার ভাঁড়ার শূন্য। বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেই হেরেছে শ্রীলঙ্কা। তারমধ্যে একটি পাকিস্তান। 

6 months ago


South Africa: ১০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ১০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে অভিযান শুরু দক্ষিণ আফ্রিকার। কোটলায় তৈরি হল একগুচ্ছ রেকর্ড। ৪২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২৬ রান তুলল শ্রীলঙ্কা। ৪৪.৫ বলে অলআউট হয়ে গেল টিম।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কোটলার উইকেটে তার খেসারত দিতে হল আসালাঙ্কাদের। দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করেন কুইন্টন ডি কক, রসি ভ্যানদার ডাসেন ও আইডেন মাক্রাম। বিশ্বকাপে একই টিমে তিন সেঞ্চুরির রেকর্ড এর আগে নেই। তিন সেঞ্চুরির সৌজন্যে স্কোর বোর্ডে ৪২৮ রান ওঠে।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি ফিরলেও খেলা ধরে নেন কুশল মেন্ডিস। ৪২ বলে ৭৬ রান করেন। ৬৫ বলে ৭৯ রান আসে আসালাঙ্কার ব্যাট থেকে। ৬২ বলে ৬৮ রান করেন অধিনায়ক শনাকা। তবু এই পাহাড় প্রমাণ রান তাড়া করা সম্ভব হয়নি তাঁদের।

এদিন একাধিক রেকর্ড তৈরি হয়েছে। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি করলেন আইডেন মারক্রম। ৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি। বিশ্বকাপে ও ওয়ানডে ক্রিকেটে কোনও টিমের সর্বাধিক রানও উঠল এদিন। দুই ইনিংস মিলিয়ে উঠল ৭৫০-এর বেশি রান। যা বিশ্বকাপের ম্যাচে নজির।

6 months ago
Srilanka: বিশ্বকাপের আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার, চোটের জেরে দল থেকে বাদ পড়লেন হাসারাঙ্গা

বিশ্বকাপের আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার। বিশ্বকাপের দলথেকে বাদ পড়লেন দলের অলরাউন্ডার ওয়ানিদু হাসারাঙ্গা। উরুতে চোট আছে তাঁর। লঙ্কা প্রিমিয়ার লিগে এই চোট পান হাসারাঙ্গা। এশিয়া কাপেও দলের সঙ্গে খেলেননি তিনি। মনে করা হয়েছিল, বিশ্বকাপের দলে ফিরবেন তিনি।

২৬ বছরের লঙ্কার অলরাউন্ডার এবার টিমে থাকলে, বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষ হত শ্রীলঙ্কা। ভারতের মাটিতে হাসারাঙ্গার উপর অনেকটাই নির্ভর করে ছিল টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর এবার দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরে।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

দাসুন শনাকা (অধিনায়ক), পাথুম নিশাকা, দামুথ করুণারত্নে, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, সাদিরা সামারাউইকিরামা, দুনিথ ওয়েলালাগে, মাথিসা পাথিরানা, কাসুন রাজিথা, প্রমোদ মাদুশান, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা

7 months ago


Srilanka: কোনও ফাইনালের সর্বনিম্ন স্কোর, ভারতের থেকে রেকর্ড ছিনিয়ে নিল শ্রীলঙ্কা

ভারতের পেস আক্রমণ কতটা শক্তিশালী। এশিয়া কাপের ফাইনাল যেন তারই উদাহরণ। ঘরের মাঠে বিশ্বকাপে নামার আগে, সিরাজের এই পারফরম্যান্স চিন্তা বাড়িয়ে দিল অন্য দলের। মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে বাক্সবন্দি করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এই ম্যাচেই তৈরি হল একাধিক রেকর্ড।

ওয়ানডে ক্রিকেটে কোনও প্রতিযোগিতার ফাইনালে এটাই সবথেকে কম রানের ইনিংস। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল ভারতেরই দখলে। ২০০০ সালে শারজায় এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এবার এশিয়া কাপের ফাইনালে সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার নামে।

২০১২ সালে ওয়ানডে ক্রিকেটে এর থেকেও কম রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সেবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৪৩ রানে শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। এবার ৫০ রান তুলতে পেরেছিলেন শনাকারা।

7 months ago
Siraj: সি...রাজই রাজা

সি...রাজই রাজা


বৃষ্টির জন্য দেরি হলেও খেলার শুরুতেই সিরাজের কাছে হার মেনে নেয় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।


এশিয়া কাপের ফাইনালে রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ। প্রথম ভারতীয় বোলার হিসেবে ১ ওভারে নিলেন ৪ উইকেট।


ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে এই সাফল্য পান সিরাজ।


শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের প্রথম স্পেলেই ৫ উইকেট তুলে নিয়েছেন সিরাজ। মোট ৭ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি।


সিরাজই যেন কলম্বোয় রাজত্ব করলেন।


এশিয়া সেরা যেমন ভারত, তেমনই বিশ্ব সেরা যেন মহম্মদ সিরাজ।


7 months ago
India: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা ভারত

খুব সহজেই এশিয়া কাপ জয় ভারতের। ১৩ বছর পর এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের হারানো প্রাথমিক ভাবে কঠিন মনে হয়ে থাকলেও সেটা শেষ পর্যন্ত মনেই হল না। শ্রীলঙ্কার ৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এক লহমায় যেন শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত। কোনো উইকেট না খুইয়ে ৬ ওভার ১ বলেই নিজের প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সে সঙ্গেই এশিয়ার সেরা হিসেবে নির্বাচিত হয় ভারত।

টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং ভরাডুবি হয় শ্রীলঙ্কার। ১৫ ওভার ২ বলে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। শ্রীলঙ্কা দলের অর্ধেক শূন্য রান করেই সাজঘরে ফিরে যায়। দুই অংকের রান করে মাত্র ২ জন। কুশল মেন্ডিস ৩৪ বলে ১৭ রান করে, এছাড়া হেমন্ত ১৩ রান করে। আগুন ঝরানো বল করে সিরাজ। প্রথমে বল করতে নেমেই মাত্র ৩৪ রানে ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। সিরাজ নেয় শ্রীলঙ্কার ক্যাপ্টেনের উইকেট সহ মোট ৬ উইকেট, পাণ্ড্য নেয় ৩ উইকেট। ১ টি উইকেট পায় বুমরা।

৫০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রথমেই মার শুরু করে ঈশান কিষান ও শুভমন গিল। কোনও উইকেট না হারিয়ে মাত্র ৬.১ ওভারেই রান তুলে দেয় এই ওপেনিং জুটি। ভারতের পক্ষে ঈশান করে ২৩ রান। এবং গিল করে ২৭ রান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই বড় জয়ে ভারত কেবল এশিয়ার সেরা হল না, বিশ্বকাপের আগে এই এশিয়া কাপ জয় যে ভারতীয় দলে অনেক আত্মবিশ্বাস জোগাবে সেটা বলাই বাহুল্য।


7 months ago


Final: পাড়ার ম্যাচ নয়, এশিয়া কাপের ফাইনালে ৫০ রানে অল আউট শ্রীলঙ্কা

ফাইনালে এমন ম্যাচ হয়তো আগে দেখা যায়নি এবার তাই দেখল গোটা ক্রিকেট দুনিয়া। কথা বলছি ভারত বনাম শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনাল খেলা নিয়ে। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে বড় ধাক্কা পায়। শ্রীলঙ্কা ৫০ রানে সকল উইকেট হারায়। কুশল মেন্ডিস ও দূষণ হেমন্ত ছাড়া কেউই রানে দুই অংক বেরোতে পারেনি।

প্রথমে ব্যাট করতে নামে কুশল মেন্ডেস ৩৪ বলে ১৭ রান ও দূষণ হেমন্ত পনেরো বলে ১৩ রান করে। এছাড়া আশালঙ্কা, পাথিরানা, দলের অধিনায়ক দশুন শঙ্কা, সাদিরা, কুশল পেরেরা দলের ৫ টি খেলোয়াড় শূন্য রানে ঘরে ফেরে। ভারতের পক্ষে সিরাজ ৬ উইকেট, পান্ডিয়া ৩ উইকেট, ও বুমরা ১ টি উইকেট পায়। ভারতকে এখন জিততে হলে ৫০ ওভারে ৫১ রান করতে হবে।

তবে শ্রীলঙ্কার এর আগেও এমন ভরাডুবি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা ২০১২ সালে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল।

7 months ago
Srilanka: এশিয়া কাপের ফাইনালে ভারত-শ্রীলঙ্কা, কেমন থাকবে আবহাওয়া!

রবিবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। মুখোমুখি হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা। কিন্তু, ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভিলেন সেই বৃষ্টি। রবিবারের ম্যাচে আবহাওয়া কেমন থাকবে ? কী বলছে আবহাওয়া দফতর ? জেনে নিন

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলম্বোয় দুপুর ১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বৃষ্টি হবে। রাতের দিকে বৃষ্টির প্রকোপ কমবে। এদিকে, দুপুর তিনটে থেকে ম্যাচ। বৃষ্টির মধ্যে ম্যাচ করা সম্ভবই নয়। সেক্ষেত্রে কি ফের সোমবার রিজার্ভ ডে-তে খেলতে হবে ভারত-শ্রীলঙ্কাকে? কিন্তু, দু'দিনই খেলা না হলে কী হবে ?

জানা গিয়েছে, রবিবার যদি দুই দল অন্তত ২০ ওভার না খেলতে পারে, তা হলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। আর দু'দিনই যদি বৃষ্টি হয়, ম্যাচ ভেস্তে যায়, তাহলে দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হবে।

এবার এশিয়া কাপের ম্যাচগুলিতে বেশিরভাগ দিনই বাদ সেধেছে বৃষ্টি। দু'বার ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেছে। শেষ ম্যাচটি খেলতে হয় রিজার্ভ ডে-তে। সেক্ষেত্রে ফাইনালেও যে আবহাওয়ার পরিস্থিতি আশানরূপ থাকবে না, তা বলাই বাহুল্য।

7 months ago