Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Speak

Mahua: 'ক্যাশ ফর কোয়ারি' বিতর্কে মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ, স্পিকারকে চিঠি এথিক্স কমিটির

টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রকে  লোকসভা থেকে বহিস্কারের সুপারিশ করল এথিক্স কমিটি। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এই সংক্রান্ত রিপোর্টও পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মহুয়াকে বহিস্কারের পক্ষে ভোট দিয়েছেন ৬ জন সদস্য এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৪ জন।  ডিসেম্বরের বসবে লোকসভার শীতকালীন অধিবেশন। সেখানেই ওই রিপোর্ট পেশ করা হবে।

হীরানন্দানি গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এথিক্স কমিটির বৈঠক হয়। সেখানে হাজির হয়েছিলেন মহুয়া মৈত্র। মহুয়ার অভিযোগ, ওই প্যানেলে তাঁকে ব্যক্তিগত একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। যদিও বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার ওই কমিটি সরকারিভাবে তাদের রিপোর্ট পেশ করতে চলেছে।

এদিকে এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকরের বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করেন মহুয়া। তিন পাতার একটি চিঠি লিখে তাঁর অভিযোগ, বৈঠকের সময় তাঁকে মৌখিকভাবে তাঁর 'বস্ত্রহরণ' করা হয়েছে । তাঁর সঙ্গে অনৈতিক, নোংরা আচরণ করা হয় বলে অভিযোগ করেছেন সাংসদ ।

6 months ago
Punishment: ইংরেজিতে কথা না বলার 'শাস্তি', ছাত্রকে জুতোর মালা পরিয়ে পুরো স্কুল ঘোরালেন শিক্ষক!

ইংরেজিতে (English) কথা বলতে না পারায় স্কুলের ছাত্রীকে এমন শাস্তি দিলেন এক স্কুল শিক্ষক, যা নিয়ে তোলপাড় রাজ্য। সূত্রের খবর, এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র ক্লাসে ইংরেজিতে কথা বলতে না পারায় তাকে জুতোর মালা পরিয়ে 'শাস্তি' দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাটি মেঘালয়ের (Meghalaya) এক স্কুলের।

সূত্রের খবর, মেঘালয়ের এক স্কুলে ক্লাস চলাকালীন ইংরেজিতে কথা বলতে বলেন শিক্ষক। কিন্তু সেই ছাত্র ইংরেজিতে কথা বলতে পারেনি। আর এরপরেই শাস্তি দেন শিক্ষক। শাস্তি দিতে সেই ছাত্রের গলায় পরিয়ে দেয় জুতোর মালা। শুধু তাই নয়, সেই মালা পরিয়ে প্রথমে প্রধান শিক্ষকের ঘরে নিয়ে যান ও পরে পুরো স্কুল চত্বর ঘোরানো হয় তাকে। আর এমন 'ঘৃণ্য অপরাধ'-এর কথা ছাত্রের পরিবারের কানে যেতেই তাঁরা ক্ষোভপ্রকাশ করেছেন। এমনকি স্কুলের বাকি ছাত্রদের অভিভাবকরাও এই ঘটনায় ক্ষুব্ধ। ফলে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ছাত্রের অভিভাবকরা। তাঁরা জানিয়েছেন, এটি অত্যন্ত 'নিন্দনীয়' ঘটনা ও 'বেআইনি'।

মেঘালয়ের শিক্ষামন্ত্রী রাক্কাম এ সাংমা পরে এই বিষয়ে জানতে পারলে তিনি জানান, ডেপুটি কমিশনার ও জেলা শিক্ষা দফতরের কাছে এর রিপোর্ট চাওয়া হয়েছে। এই অভিযোগ সত্য হলে সেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

9 months ago
Special: ভাবিয়া বলিও কথা, বলিয়া ভাবিও না

সৌমেন সুর: আমরা যে কখন কি বলি, তা কখনই আগাম বুঝে বলি না। বলতে হয় তাই বলি। এখন বলার মধ্যে যদি লাগাম টেনে না ধরি তাহলে একসময় না একসময় আমাদের হোঁচট খেতেই হবে। তাই যে কথাটা পেশ করবো তার মাথা আর লেজ কেমন হবে! তার একটা খসড়া আগে থেকেই তৈরি করে রাখার শ্রেয়।

হুটহাট করে যদি সব বাঁধন ছিড়ে বেরিয়ে পড়ি তাহলে গন্ডগোল বেধে যাবে। বেরিয়ে পড়ার আগে এক কদম চিন্তা করে নেওয়া- আমার বক্তব্যর মধ্যে শালীনতা থাকবে, মর্যাদা থাকবে। ধরুন এগুলো তর্কের খাতিরে থাকলো। তাহলে দেখা যাবে ধৈর্য ধরে মানুষ শুনছে। আর যদি কথায় লাগাম ছাড়া থাকে, তাহলে সে কথা হৈ হট্টগোলে শেষ হবে। কিছু মানুষ দাঁত বার করে হাসবে, বুঝলো কি বুঝলো না- সে কথা পরে। হাততালি দিয়ে আগে উৎসাহ তো দিই। আরেক শ্রেণীর মানুষ বিরক্ত হয়ে শুধু এদিক-ওদিক বিক্ষিপ্ত দেখবে। আর মনে মনে গালাগাল দেবে।

তাহলে রেজাল্টা কি দাঁড়ালো? রেজাল্ট হল, কথার মাপ ঠিক করো। অধ্যাবসায়ী হও। পরিষ্কার মোদ্দা কথা ব্যক্ত করো। মানুষকে কাছে পাবার জন্য তুমি মননশীল হও। দেখবে - পথ একদিন না একদিন খুলে যাবে, যে পথে মানুষ এক নতুন দিগন্তের পথ খুঁজে পাবে।

10 months ago


Assembly: 'সিবিআই-ইডির অতিসক্রিয়তায় রাজ্যে ভয়ের পরিবেশ', মন্তব্য অধ্যক্ষর, বিধানসভায় আসছে নিন্দা প্রস্তাব

কেন্দ্রীয় সংস্থাগুলোর (CBI-ED) অতি সক্রিয়তার বিরুদ্ধে প্রস্তাব পাশ করতে তৎপর রাজ্য বিধানসভা (Bengal Assembly)। মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Assembly Speaker)। তিনি বলেন, 'বিধানসভায় কেন্দ্রীয় সংস্থাগুলোর অতিসক্রিয়তার বিরোধিতায় একটা প্রস্তাব (Resolution) এসেছে। আমি সেই প্রস্তাব গ্রহণ করেছি। এবার আমরা বিধানসভায় আলোচনা করব।  বিরোধীদের জন্য সময় বরাদ্দ থাকবে, সরকারপক্ষও আলোচনায় অংশ নেবে। আমার মনে হয় এই বিষয়ে আলোচনা দরকার। কারণ রাজ্যজুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। সরকারি দলে যারা রয়েছে, তাঁদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। আমরা আতঙ্কিত।'

এই প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ১৯ তারিখ কেন্দ্রীয় সরকারি এজেন্সিগুলোর অতিসক্রিয়তার বিরোধিতায় প্রস্তাব আনা হচ্ছে। সিবিআই, ইডি, আয়কর দফতরকে ব্যবহার করা হচ্ছে একাধিক রাজ্যের বিজেপি বিরোধী সরকারগুলোর বিরুদ্ধে। তার নিন্দা করে বাংলার সরকার প্রথম এই ধরনের প্রস্তাব আনছে।

এই গৃহীত প্রস্তাব প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানান, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থেকে এই ধরনের প্রস্তাব আনা যায় না। তৃণমূলকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বুঝতে হবে। এই সিদ্ধান্ত কার্যত ভারতীয় সংবিধান বিরোধী। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'অতি সক্রিয়তা কোন প্যারামিটারে ঠিক হয়েছে। যেহেতু ওদের থেকে টাকা বেরোচ্ছে? আমরা বিরোধী দল হিসেবে এই প্রস্তাবের বিরোধিতা করব। তৃণমূল সরকার তো এভাবে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

2 years ago