Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Spa

SPA: আয়ুর্বেদিক স্পা-তে মহিলা কর্মীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগে গ্রেফতার স্পা মালিক

আয়ুর্বেদিক স্পা-তে মহিলা কর্মীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার বিধাননগর উত্তর থানার অন্তর্গত সল্টলেক এডি ব্লক এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, এদিন খবর পেয়ে ওই স্পা-তে গিয়ে ওই মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে  বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত ওই মহিলার নাম মাধবী মন্ডল। এ ঘটনায় ওই মহিলার স্বামীর তরফে ওই স্পা মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই স্পা-এর  মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর অঞ্চলের বাসিন্দা মাধবী মন্ডল, সল্টলেকের এ ডি ব্লকের একটি আয়ুর্বেদিক স্পাতে কাজ করতেন। বৃহস্পতিবার সকালেও নিজের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকের স্পা তে কাজে যোগ দেন ওই মহিলা। অভিযোগ দুপুরবেলায় ওই মহিলার স্বামীকে স্পা-এর মালিক ফোন করে জানায়, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাড়াতাড়ি তাকে বিধান নগর মহকুমা হাসপাতালে আসতে বলেন। খবর পেয়ে বিধান নগর মহকুমা হাসপাতালে আসেন মাধবী মন্ডলের স্বামী মুরারী মন্ডল। হাসপাতাল থেকে তিনি জানতে পারেন স্ত্রী মারা গেছেন।

এরপর পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়,  আয়ুর্বেদিক ওই পায়ের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রীর দেহ উদ্ধার হয়েছে। এরপরই তার স্বামী বিধান নগর উত্তর থানায় স্পায়ের মালিক হালদারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। মৃতার স্বামী মুরারি মন্ডলের অভিযোগ,  রজত হালদার তা স্ত্রীকে নানা ভাবে মানসিক নির্যাতন করত। মৃতের স্বামীর অভিযোগের ভিত্তিতে রজত হালদার কে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ।

6 months ago
World Cup 2023: ভারত-পাক মহারণের আগেই বড় চমক! পারফর্ম করতে চলেছেন অরিজিৎ-শঙ্কর-সুখবিন্দর

অবশেষে অপেক্ষার অবসান। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ (INDvsPAK World Cup 2023)। শনিবার দুপুর ২ টো থেকেই শুরু হবে মহারণ। ভারত-পাকের বহু প্রতীক্ষিত ম্যাচকেই দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। বাঙালিদের জন্য এই দিনটি আরও বিশেষ। একে আজ মহালয়া, তার মধ্যে ভারত-পাক বিশ্বকাপ ম্যাচ। এককথায় জমজমাট শনিবার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। তবে এই মহারণ শুরু হওয়ার আগেই রয়েছে এক বড় চমক। মহাযুদ্ধ শুরু হওয়ার আগেই প্রি-ম্যাচ অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন ও সুখবিন্দর সিং। ইতিমধ্যেই আহমেদাবাদে এসে পৌঁছেছেন অরিজিত। তাঁকে বলতে শোনাও গিয়েছে, তাঁর খিদে পেয়েছে। কিন্তু কোন গান গাইবেন তিনি, তা নিয়ে তিনি কিছু জানাননি সংবাদমাধ্যমে।

View this post on Instagram

A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, শনিবার বেলা সাড়ে ১২টায় অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স শুরু হবে। তবে অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানা গিয়েছে। শুধুমাত্র অরিজিৎ সিং নয়, এই অনুষ্ঠানে গান গাইবেন সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবনও। ফলে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অরিজিত, সুখবিন্দর ও শঙ্করের পারফরম্যান্স। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপচে পড়েছে ভিড়। উৎসবের মরশুমের মাঝেই ভারত-পাক ম্যাচ নিয়ে মাতোয়ারা ক্রিকেটপ্রেমীরা। আবার তার আগেই অরিজিত-শঙ্করের পারফরম্যান্সের জন্যও উন্মাদনা তুঙ্গে। ভারত-পাক বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠান লাইভ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আবার ডিজনি হটস্টারেও লাইভ সম্প্রচার করা হবে ম্যাচটি।

7 months ago
Sourav: 'যা ইচ্ছে করব, কারোর কাছে জবাব দিহি নয়,' স্পেন সফর শেষে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

রাজ্যে লগ্নি টানতে স্পেন (Spain) সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তা নিয়েই শুরু হয় সমালোচনা। এবার সেই সমালোচনার জবাব দিলেন সৌরভ। জানিয়ে দিলেন, তাঁর কোনও রাজনৈতিক আনুগত্য নেই। যেখানে ইচ্ছে, সেখানে যেতে পারেন। কাউকে জবাব দেবেন না।

সৌরভ জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের অনুগত নয়। কিন্তু দেশ-বিদেশ থেকে একাধিক আমন্ত্রণ আসে। কিন্তু তিনি কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নন। স্পেনে মুখ্যমন্ত্রীর সফরে কারখানার নাম ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এবার দেশে ফিরেই সমালোচক ও নিন্দুকদের কড়া জবাব দিলেন মহারাজ।

বৃহস্পতিবার নিজের বায়োপিক রিলিজ করতে কলকাতায় আসেন মুথাইয়া মুরলিধরন। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ। বিশ্বকাপ কেমন হবে, তা নিয়েও কথা বলেন তিনি।

8 months ago


Mamata: 'অনেক কাজ করতে পেরেছি...' স্পেন থেকে কলকাতায় ফিরে জানালেন মমতা

স্পেন ও দুবাই সফর শেষ করে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৭টা ১৫ নাগাদ কলকাতায় নামেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলার জন্য অনেক কাজ করতে পেরেছি।

১২ সেপ্টেম্বর সকালে কলকাতা থেকে স্পেন ও দুবাই সফরের জন্য উড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে গিয়েছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহমেডান স্পোর্টিংয়ের কর্তারা। এছাড়া একাধিক শিল্পপতি তাঁর সফর সঙ্গী হয়েছিলেন। অন্যদিকে লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকরা তাঁকে এবিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে। খুব ভালো মিটিং হয়েছে। FICCI এবং ICC মিটিংগুলি আয়োজন করেছিল। এত সাকসেসফুল প্রোগ্রাম খুব কম দেখেছি। যাঁরা প্রবাসী ভারতীয় বা বাঙালিরা আছেন তাঁরা খুব খুশি।'

8 months ago
Theme song: ‘মা তোমার এত রূপ, দেখিনি তো আগে’ স্পেনে বসেই থিম সং লিখলেন মমতা

গত কয়েকবছর ধরেই দুর্গাপুজোয় থিম সং-য়ের চল শুরু হয়েছে। তবে প্রতিবছরই ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজোর দিকে নজর থাকে সকলের, কেননা এই পুজোর থিম সং লিখে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবারেও তার অন্যথা হল না। সুদূর স্পেনে বসেই সুরুচি সংঘের থিম সং লিখলেন মুখ্যমন্ত্রী।

গানের প্রথম লাইন ‘মা তোমার এত রূপ, দেখিনি তো আগে’ । গানের প্রাথমিক সুরও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত প্রায় ৭-৮ বছর ধরে তিনিই লিখে আসছেন সুরুচির থিম সং। পুজোর সময় প্যান্ডেলের লাইনে দাঁড়ালেই লুপে চলতে থাকে সেই থিম সং। একাধিক নামজাদা শিল্পীরা যেমন শ্রেয়া ঘোষাল, শান , কুমার শানুরা এই গান গেয়েছেন। ‘পৃথিবীকে সুস্থ করতে প্লাস্টিক বর্জন করতে হবে’, এই বার্তাও দেবে সুরুচি সংঘের থিম।

8 months ago


Mamata: রোনাল্ডোর মাঠ পরিদর্শন, স্পেনে গিয়ে সৌরভকে ফুটবল উপহার মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পেনে গিয়েছেন তা নয়, কখনও রাস্তায় দাঁড়িয়ে থাকা সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র বাজালেন, কিংবা কখনও মর্নিং ওয়ার্ক। ইতিমধ্যেই বইমেলা, খেলাধুলা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে 'মউ' চুক্তি স্বাক্ষর হয়েছে। এরই মধ্যে মাদ্রিদে রোনাল্ডোর ক্লাব ঘুরে দেখলেন তিনি। সঙ্গী সৌরভকে উপহার দিলেন ফুটবল। ভাইরাল হল সেসব কীর্তিও।

সফরসূচিতে ছিল না তবুও শনিবার স্পেন সফরে 'হলিডে মুডে' মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে বেড়ালেন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে। ছুঁয়ে দেখলেন ১২১ বছরের ইতিহাস। সঙ্গী প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু যে ঘুরে দেখলেন তাই-ই নয়, নবনির্মিত গ্যালারিতে বসেও থাকলেন বেশ কিছুক্ষণ।

এক স্পেনীয় তরুণী মিউজিয়াম ঘুরিয়ে দেখাতে গাইডের ভূমিকায় ছিলেন। দেওয়ালে ঝোলানো রিয়াল দলের নানা বছরের ছবি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা ক্লাব চ্যাম্পিয়নশিপের থরে থরে ট্রফি সাজানো। রিয়ালের বিপণি থেকে সৌরভকে একটি ফুটবল কিনে উপহার দেন মমতা।

8 months ago
Mamata: ছুটির মুডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরে দেখবেন রোনাল্ডোর মাঠ

হলি ডে-র দিনও ওয়ার্কিং মোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সান্তিয়াগো বার্নাবিউতেচতে যাচ্ছেন তিনি। সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ও। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ ও ফুটবল পরিকাঠামো দেখতেই সেখানে যাচ্ছন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শনিবার স্পেনে সেরকম কোনও কর্মসূচি নেই মুখ্যমন্ত্রীর। আর সেই সুযোগে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ পরিদর্শন করবেন তিনি।

শুক্রবার স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন প্রবাসী বাঙালিরা। তাঁদের সঙ্গে ঘরোযা আড্ডায় মাতেন মুখ্যমন্ত্রী। রাজ্যে স্টার্ট আপের আবেদন জানান। সম্প্রতি বাংলা দিবস এবং রাজ্য সঙ্গীত নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। পয়লা বৈশাখের দিন পালন করা হবে বাংলা দিবস। আর ‘বাংলার মাটি, বাংলার জল’ রাজ্য সঙ্গীত। সেই বিষয়টিই প্রবাসী বাঙালিদের কাছে তুলে ধরলেন মমতা। তাঁরাও যাতে সেখানে ওই দিনে বাংলা দিবস পালন করেন, সেই অনুরোধ করেছেন তিনি।

এদিকে, স্পেন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যে নিজের দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেন। তাঁর কথায়, শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, রাজ্য সরকার বাংলার সার্বিক উন্নতি কল্পে সদাসচেষ্ট’। ক্রীড়া জগতের পাশাপাশি, বাণিজ্য ক্ষেত্রেও তাঁর কৌতূহলের কথা জানান তিনি

8 months ago
Spain: স্পেনের বইমেলায় এবার বাংলার বই, 'মউ' চুক্তি স্বাক্ষর দুই দেশের

স্পেনের বইমেলায় থাকবে এবার বাংলার বুকস্টল। বাংলার লেখক-প্রকাশকদের জন্য আলাদা স্টল দেবে স্পেনের বইমেলা কর্তপক্ষ। বৃহস্পতিবার মাদ্রিদে ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’ (কলকাতা বইমেলার আয়োজক) এবং মাদ্রিদ বইমেলার মধ্যে ‘মউ’ স্বাক্ষরিত হল। এর ফলে বাংলা-স্পেনের সাংস্কৃতিক সম্পর্ক আরও প্রশস্ত হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, প্রকাশনাকে বাণিজ্যের আওতায় নিয়ে আসতে চাইছেন মুখ্যমন্ত্রী।

এদিন, দুই বইমেলার আয়োজকদের বৈঠক ছিল স্পেনে। কলকাতা বইমেলা অর্থাৎ ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’-এর তরফে সেখানে উপস্থিত ছিলেন ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশু দে। তাঁদের কথায়, বইজগৎকে এই সম্মান কেউ দেননি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। তাঁদের কথায়, প্রকাশনাকে যে বাণিজ্যের মধ্যে আনা যায়, সেই ধারণা আগে কারও হয়নি  দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ এই বিষয়ে আলোচনা হয়, তারপর মউ চুক্তি সাক্ষরিত হয়।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বইয়ের প্রচার, প্রসার, বিপণনের ক্ষেত্রে যৌথ কমিটিও গঠন করা হবে। উল্লেখ্য, গত বছরই কলকাতা বইমেলার থ্রিম কান্ট্রি ছিল স্পেন। বৃহস্পতিবার মাদ্রিদেই লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ছিল মমতার। ওই বৈঠকে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তার আগে গায়ে শাল জড়িয়ে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

8 months ago


Mamata: স্পেন সফরে মাদ্রিদের রাস্তায় মুখ্যমন্ত্রী বাজালেন পিয়ানো, করলেন মর্নিং ওয়াকও

স্পেন সফরে মাদ্রিদের রাস্তায় মর্নিং ওয়াক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরেও পোশাক একই। নীল পাড়, সাদা শাড়ি পরে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতিবার মাদ্রিদেই লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক আছে মমতার। ওই বৈঠকে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তার আগে গায়ে শাল জড়িয়ে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

মাদ্রিদের রাস্তায় স্থানীয় এক সঙ্গীতশিল্পীকে দেখে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। শিল্পীর হাতে অ্যাকোর্ডিয়ন বাদ্যযন্ত্র চেয়ে তা নিজেই বাজান। দক্ষ হাতে উঠে আসে 'আমরা করব জয়' গানের সুর। তাতে ওই শিল্পীও আপ্লুত হয়ে পড়েন।

সময়ের নিরিখে কলকাতা থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পিছিয়ে মাদ্রিদ। এদিন দুপুরে বাংলার বইমেলা কমিটির সঙ্গে স্পেনের প্রকাশনা সংস্থার কর্তাদের বৈঠক আছে। সন্ধ্যায় লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

8 months ago
Mamata: মেট্রোয় চেপে দুবাই বিমানবন্দরে পৌঁছলেন 'দিদি', 'হঠাৎ দেখা' শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে

দীর্ঘ ৫ বছর পর বিদেশ সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুবাই হয়ে স্পেনে (Spain) যাবেন তিনি। কিন্তু স্পেন যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে হঠাৎ সাক্ষাৎ হল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির এই 'হঠাৎ দেখা'-এর মুহূর্তই ক্যামেরাবন্দি করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। এছাড়াও স্পেনে যাওয়ার আগেই দুবাই বিমানবন্দরে পৌঁছনোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে মেট্রোতে চড়তে। সেই ছবিও বুধবার সকাল থেকেই ট্রেন্ডিং-এ।


সূত্রের খবর, বুধবার দুবাই বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দু’জনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। এরপরেই মুখ্যমন্ত্রী ফেসবুকে লেখেন, 'বিমানবন্দরের লাউঞ্জে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হঠাৎ আমাকে দেখতে পেয়ে ডাকেন। কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। আমি ওঁর সৌজন্যে আপ্লুত।' তিনি আরও জানান, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের জন্য তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে মাদ্রিদ উড়ে যাওয়ার আগে তিনি শ্রীলঙ্কাতেও আমন্ত্রণ পেলেন বলে জানিয়েছেন।

বুধবার ভারতীয় সময় সকাল পৌনে দশটা নাগাদ দুবাই থেকে মাদ্রিদ উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিল তাঁর প্রতিনিধি দলও। মূলত ১২ দিনের শিল্প সফরে মুখ্য়মন্ত্রী স্পেনে যাচ্ছেন। মঙ্গলবারই কলকাতা থেকে রওনা দিয়েছেন তিনি। দুবাই হয়ে মাদ্রিদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যদিও দুবাইগামী বিমানটি নির্দিষ্ট সময়ে ছাড়েনি। দু’ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয় তাঁকে।

দুবাই পৌঁছে আবার মুখ্য়মন্ত্রী নিজের পছন্দের ছবিও আঁকেন। সেই ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। লাল, নীল-সবজে রঙা একটি ফুল, তাতে বাহার আনতে সাদা রঙের টান। ওপরে নীলচে আভাস। বাহারি ফুলের অবয়বের সেই ছবি নীচে নিজের নাম লিখে তারিখও লিখে রাখেন মুখ্যমন্ত্রী। নিজের হাতে আঁকা ছবি তিনি আবার উপহারও দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও। এছাড়াও এদিন 'দিদি'-র আরও এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বাংলার মুখ্যমন্ত্রী চড়েছেন দুবাইয়ের মেট্রোতে। দুবাইয়ের বিমানবন্দরে পৌঁছনোর জন্যই তিনি মেট্রোতে চেপেছিলেন বলে সূত্রের খবর।


8 months ago


Mamata: রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা দিয়ে বিদেশ সফর শুরু মমতার

ওরা বারবার আসে, আমরা কেউ যাই না, রাজ্যবাসীকে ভালো থাকার বার্তা দিয়ে বিদেশ সফর শুরু মমতার। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন মমতা। সঙ্গে ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মমতার সঙ্গেই এদিন গাড়ি থেকে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্পেনের ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য ইন্ডাস্ট্রি বেশ ভাল। তাদের আমন্ত্রণেই এই সফরে যাচ্ছেন। বলেন, “দেখা যাক কী কী হতে পারে। আমাদের এখানে বিজনেস সম্মেলন আছে ২১ থেকে ২৩। ওরা বারবার আসে। কিন্তু আমরা কেউ যাই না। সেই জন্যই এই ছোট্ট দেশটাকে বেছে নেওয়া। দুবাইয়েও একটা বিজনেস সামিট আছে। সঙ্গে প্রবাসীদের মিটিং। সবটাই সময় মতো আপনাদের জানিয়ে দেবো।”

তাহলে কি এই সফর ঘিরে নতুন চমক আসতে চলেছে?  মমতার অবশ্য জবাব, চমক কনফারেন্সে থাকে। কনফারেন্সে এসে ঘোষণা করে। তিনি বলেন, “প্রদীপ জ্বালার আগে তোমাকে তো প্রদীপে তেলটা ভরতে হবে, সলতেটা ভরতে হবে। সেই জন্যই যাওয়া। দেখো না কী হয়।” মুখ্যমন্ত্রী জানান, মাদ্রিদে তাঁর সঙ্গে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লা লিগার সঙ্গেও বিশেষ বৈঠক আছে মুখ্যমন্ত্রীর। মমতার এই সফরে তাঁর সঙ্গে যাচ্ছেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিংয়ের একজন করে প্রতিনিধি। বিনিয়োগের পাশাপাশি খেলাধূলা জগতেও নতুন কোনও খবর আসতে পারে মুখ্যমন্ত্রীর এই সফর থেকে। আগামী ২৩ তারিখ কলকাতায় ফিরছেন তিনি।

8 months ago
Mamata: স্পেন সফরে লা লিগা কর্তাদের সঙ্গে বৈঠকে মমতা, থাকতে পারেন সৌরভও

স্পেন সফরে গিয়ে সেখানকার লা লিগা ফুটবল লিগ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ সেপ্টেম্বর, লিগ প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। দু-দেশের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

নিজেদের এক্স হ্যান্ডেলে লা লিগা একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই সফরে ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও সদ্যোজাত সন্তানকে ছেড়ে তাঁর পক্ষে যাওয়া সম্ভব হয়নি।

মমতার সফরে স্পেন যাচ্ছেন কলকাতার তিন প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান কর্তারা। এই খবর আগেই জানা গিয়েছিল। লা লিগা কর্তৃপক্ষের টুইটে বিষয়টি স্পষ্ট হল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকছেন, মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল কর্তা প্রণব দাশগুপ্ত এবং মহমেডানের ইশতিয়াক আহমেদ।

8 months ago
Asia Cup: প্রথমে ব্যাট করে শুরু ভালো হলেও উইকেট হারিয়ে হালকা চাপে ভারত

এশিয়া কাপের (Asia Cup 2023) ম্যাচে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন পাক অধিনায়ক বাবর আজম। শুরুটা ভালো হলেও রোহিত, গিলের উইকেট হারিয়ে কিছুটা বিপাকে ভারত (India)। ২২ ওভারে 2 উইকেটে ভারতের স্কোর ১৩৭। যদিও বিনা উইকেটে ভারতের স্কোর ১০০ ছিল। এরপরেই ছন্দপতন।

রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি দু'দেশ। এদিনের ম্যাচে লোকেশ রাহুল এবং ইশান কিষান দু'জনকে নিয়েই মাঠে নেমেছে ভারত। দলে ফিরেছেন জসপ্রীত বুমরা। পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, উইকেট দেখেই তিনি ভারতে ব্যাট করতে পাঠিয়েছেন।

সকাল থেকে এদিন বৃষ্টি হলেও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই কলম্বোর আকাশে রোদ দেখা যায়। হোটেল থেকে সময়ই প্রেমাদাসায় পৌঁচ্ছে যায় দুই দল। শনিবারই ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের প্রথম একাদশ নিয়ে ছিল টানটান উত্তেজনা।

বাবা হয়ে দলে ফিরেছেন বুমরা। লোকেশ রাহুল সুস্থ হয়েছেন। প্রেমাদাসায় ম্যাচের আগে ভারতীয় দল অনুশীলনের সময়ও এই ধোঁয়াশা চলতে থাকে। কারণ, ইশান কিষান এবং লোকেশ রাহুল একই ধরণের অনুশীলনে ব্যস্ত থাকেন। ফলে বোঝার উপায় ছিল না, কে দলে আছেন, আর বাদ পড়ছেন।

এর আগে আইসিসি-র নতুন ক্রমতালিকায় একদিনের ক্রিকেটের তাজ হারিয়েছে পাকিস্তান। এক পয়েন্টের ব্যবধানে তাদের পিছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া। ১১৪ পয়েন্ট নিয়ে বর্তমান ক্রমতালিকায় তৃতীয় স্থানে ভারত। বাংলাদেশ পর পর দুটি ম্যাচ হারতে এশিয়া কাপে খানিকটা সুবিধা পেতে পারে টিম ইন্ডিয়া।

8 months ago


Kunal: মুখ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপ যাওয়ার অনুমতি পেল কুনাল ঘোষ, ফিরতে হবে ২৩শের মধ্যে

মুখ্যমন্ত্রীর ইউরোপের সফরসঙ্গী হওয়ার অনুমতি পেল কুনাল ঘোষ। সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার কুনাল ঘোষের আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী তাকে ইউরোপ যাওয়ার জন্য অনুমতি দেয়। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী নির্দেশ দেয় কুনাল ঘোষ ১২ই সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর অবধি ইউরোপে থাকতে পারবেন। সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ও বিচারাধীন আসামি হওয়ায় তাঁর বিদেশ যাত্রায় জট তৈরী হয়। এরপর মমতার সঙ্গে স্পেনে অর্থাৎ ইউরোপ মহাদেশে যেতে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল মুখপাত্র।

সূত্রের খবর, স্পেনে একটি অনুষ্ঠানে মমতা বন্দোপাধ্যায়য়ের সঙ্গে আমন্ত্রণ পান কুনাল ঘোষ। এরপরেই কুনাল ঘোষ স্পেনে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। ওদিকে বিচারাধীন আসামি হওয়ার দরুন নিন্ম আদালতে তাঁর পাসপোর্ট জমা রাখা ছিল। স্পেনে যাওয়ার অনুমতির পাশাপাশি ওই পাসপোর্ট ফেরত পাওয়ার জন্যও আবেদন করেন তিনি। আবেদনে কুনাল ঘোষ জানান, এরপূর্বে তিনি বিচারাধীন আসামি হওয়া সত্ত্বেও সিঙ্গাপুর যাওয়ার আবেদন করেছিল, অনুমতি নিয়ে সেই যাত্রা সম্পূর্ণ করে আবার ফিরেও আসেন, তবে এখন কেন অনুমতি পাবেন না? সূত্রের খবর, তিনি ওই আবেদনে আরও জানান, তিনি একজন সাংবাদিক ছিলেন, তিনি সিঙ্গাপুর ঘুরে আবার ফিরেও এসেছেন। সেসময় বিচারপতি জয়মাল্য বাগচী তাকে সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দেন।

এবারও মমতার ইউরোপের সফরসঙ্গী হওয়ার জন্য কুনাল ঘোষ হাইকোর্টের কাছে আবেদন জানায়, সেই আবেদন মঞ্জুর করা হল। এবং এদিন জয়মাল্য বাগচী নির্দেশ দেয় কুনাল ঘোষকে তাঁর পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে, পাশাপাশি ২৩ তারিখের পর ফিরে ওই পাসপোর্ট কুনাল ঘোষকে ফের জমা দিয়ে দিতে হবে। 

8 months ago
Mamata: স্পেনে মমতার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌরভ-সুনীল!

চলতি মাসেই স্পেন ও দুবাই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বরের ১২ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত বিদেশের মাটিতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এর মধ্যে বার্সালোনা শহরেও একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ওই অনুষ্ঠানে অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। শুধু সৌরভই নন, ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীও থাকবেন ওই অনুষ্ঠানে।

বর্তমানে লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই সরাসরি বার্সালোনা যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে রয়েছেন সুনীল ছেত্রী। সদ্য বাবা হয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সরাসরি বেঙ্গালুরু থেকেই যাবেন বার্সালোনায়। 

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে লগ্নি আনার লক্ষ্যেই বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুবাই ও স্পেনের একাধিক শিল্পপতি ও শিল্প সংস্থার সঙ্গে আলোচনা করবেন তিনি। পাশাপাশি দুই দেশের একাধিক বাঙালি কমিউনিটির সঙ্গেও দেখা করবেন তিনি।

9 months ago