Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SonuSood

Sonu-Shahrukh: 'জওয়ান'-এর প্রশংসায় সোনু, তাঁকে 'ভাই' বলে সম্বোধন করলেন শাহরুখ

শাহরুখ যে আসলেই বলিউডের 'কিং খান' তা প্রমান করেছেন বারবার। সম্প্রতি তাঁর 'জওয়ান' মুক্তি পেতেই তা আরও ভালো করে বুঝতে পেরেছেন ভারতবাসী। সারা ভারতে, এমনকি ভিনদেশের বেশ কিছু সিনেমাহলে ঝড় তুলেছে 'জওয়ান'। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শক-সমালোচকরা। এমনকি বলিউডের তারকারাও খোলা মনে প্রশংসা করছেন শাহরুখের (Shahrukh Khan)। এর আগে অক্ষয় কুমার 'জওয়ান'-এর তারিফ করেছিলেন। এইবার সোনু সুদ (Sonu Sood), জন সমক্ষে কিং খানের প্রশংসায় মগ্ন হলেন।

সামাজিক মাধ্যমে সোনু লিখেছেন, 'ভাগ্য একেবারেই ভালো বিষয় নয়, যেকোনও সময় পাল্টি খেয়ে যায়। কিন্তু জওয়ান নিজের ভাগ্য নিজে লেখে। অভিনন্দন দাদা। রাজত্ব করতে থাকুন।' অভিনেতার সামাজিক মাধ্যমে, লেখা হিন্দিতে পোস্টের বাংলা তর্জমা করলে, তার মানে এমনই দাঁড়ায়। শাহরুখও এই পোস্টের প্রত্যুত্তর দিতে ভোলেননি।

সামাজিক মাধ্যমে সোনুর এই পোস্ট শেয়ার করে শাহরুখ লিখেছেন, 'ধন্যবাদ সোনু। তোমার শুভেচ্ছা আমার কাছে দুনিয়ার মতো। ভাগ্য বদলাক বা না বদলাক, শুনে ভালো লাগল আমি তোমার মত একজন ভাইকে জীবনে গণ্য করতে পারি। ভালোবাসি।' কিং খান' অভিনয়ের পাশাপাশি তাঁর মন্তব্যের জন্য জনপ্রিয়। তাঁর সব লেখার মতো সোনুকে দেওয়া উত্তরও মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।                                                                             

8 months ago
Sonu Sood: ধোসা-ছোলে ভাটুরে বানাতে ব্যস্ত সোনু সুদ, খরিদ্দার রিয়া চক্রবর্তী

অভিনেতা সোনু সুদ (Sonu Sood) এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। প্রায় সকলেই এই দুজনের নাম শুনেছেন। বর্তমানে এই দুই তারকাকে এক ফ্রেমে দেখা যাচ্ছে টেলিভিশনের পর্দায়। জনপ্রিয় একটি চ্যানেলের শোয়ে রিয়া হয়েছেন গ্যাং লিডার। অন্যদিকে সোনু হয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক। সম্প্রতি আউটডোর শ্যুটিংয়ে গিয়েছিলেন সেই অনুষ্ঠানের পুরো টিম। যেখানেই সোনুকে দেখা গেল অন্য মেজাজে।

সোনু হঠাৎ করেই রাঁধুনির টুপি নিজের মাথায় পড়তে চান। বড় ধোসা বানানোর তাবাতে সারি দিয়ে ধোসা বানিয়েছেন। টিমের সকলের পছন্দমতন পুর ভরেছেন ধোসায়। কারও জন্য বানিয়েছেন আলু দিয়ে, আবার কারও জন্য আলু ছাড়া বানিয়েছেন। এই যেমন রিয়া কাপুরের জন্য আলু ছাড়া, মুচমুচে করে ধোসা বানিয়েছেন সোনু। তবে শুধু ধোসা বানিয়ে মন ভরেনি তাঁর। এরপর ছোলে ভাটুরে রান্নাতেও হাত লাগিয়েছেন অভিনেতা।

সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সোনুর কাণ্ড দেখে ভিড় করেছিলেন সহকর্মীরা। তাঁরাও উৎসাহ দিয়েছেন অভিনেতাকে। কোভিডকালীন সময়ে অভিনেতা সোনু সুদ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অভিনেতার কাছ থেকে ভারতীয়রা এত সাহায্য পেয়েছিলেন যে, অভিনেতার নাম হয়েছে 'মসিহা'। তাঁকে এই নতুন চেহারায় দেখে আনন্দিত নেটিজেনরাও।

10 months ago
Sonu Sood: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে সরকারকে বিশেষ বার্তা সোনু সুদের

শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে গোটা দেশ। ওড়িশার কাছে বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস (Coromondel express accident), মালগাড়িতে ধাক্কা মেরে লাইন থেকে ছিটকে যায়। প্রায় ২০টি কামরা দেশলাই বাক্সের মতো এদিক ওদিক উল্টে পড়ে। এখনও পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ২৮৮ জন। জখম হয়েছেন অন্তত ৯০০ জন। এই ঘটনায় মুখে খুললেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। তাঁর বক্তব্য সরকারের উদ্দেশেই।

তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সোনু বলছেন, 'ওড়িশাতে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, পুরো দেশ এই সময় শোকে। আমরা দুঃখপ্রকাশ করছি, টুইট করছি কিন্তু কিছুদিন পরে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ব। কিন্তু তাঁদের পরিবারের কী হবে। অনেকে হয়তো রুটি অর্জন করতে বেরিয়েছিলেন, মজদুর- শ্রমিক, তাঁদের পরিবার তো শেষ হয়ে গেল। আমার মনে হয় না তাঁরা আর উঠে দাঁড়াতে পারবেন। তাঁরা যা ক্ষতিপূরণ পাবেন, হয়তো দু-চার মাসে শেষ হয়ে যাবে। আহতরা ক্ষতিপূরণ পাবেন কিন্তু তাও হয়তো শেষ হয়ে যাবে।'

সোনু বলছেন, 'যার কাঁধ ভেঙে গিয়েছে, পা বাদ চলে গিয়েছে তাঁরা কী আর উঠে দাঁড়াতে পারবে? সরকার খুব ভালো কাজ করছে। কিন্তু আমার মনে হয় সরকারের একটি স্কিম আনা উচিৎ। যাতে এমন দুঘটনায় আহতদের প্রত্যেক মাসে নির্দিষ্ট অর্থ একাউন্টে ঢোকে। যে পরিমাণ অর্থ সরকার দিক না কেন প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পেলে সেই মানুষদের সুবিধা হবে।'


 

11 months ago


Sonu: এ যেন বাস্তবের 'হিরো'! অনাথ শিশুদের জন্য স্কুল গড়ে তোলার দায়িত্ব নিলেন সোনু সুদ

করোনাকালে গরীরদের 'ভগবান' হয়ে উঠেছিলেন বলিউড (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। পরিযায়ী শ্রমিকদের সাহায্য, গরীবদের আর্থিক সাহায্য- এমন একাধিক সমাজকল্যাণমূলক কাজ করে পর্দার হিরো বাস্তব জীবনে 'হিরো' হয়ে উঠেছিলেন তিনি। আর এবারে তিনি ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিহারের (Bihar) কিছু অনাথ শিশুদের প্রতি। এবারে তাঁদের জন্য স্কুল গড়ে তোলার দায়িত্ব নিলেন তিনি। শুধু তাই নয়, তাঁদের খাওয়া-দাওয়ার দায়িত্বও নিয়েছেন তিনি।

জানা গিয়েছে, বিহারের কাটিহারের এক ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কুমার মাহাতো নিজের চাকরি ছেড়ে অনাথ শিশুদের জন্য এক স্কুল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই স্কুলের নাম দিয়েছেন সোনু সুদের নামে। আর এই খবর সোনু সুদের কাছে পৌঁছতেই তিনি তাঁর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। ফেব্রুয়ারি মাসে বীরেন্দ্রর সঙ্গে দেখা করেন সোনু। তাঁর এই উদ্যোগ দেখে সোনুও সিদ্ধান্ত নেন যে, তিনিও সেই স্কুলের একটি বিল্ডিং গড়ে তুলতে সাহায্য করবেন। শুধু তাই নয়, সেই স্কুলের পড়ুয়াদের খাওয়া-দাওয়ার দায়িত্বও নেবেন তিনি। এই স্কুলে বর্তমানে মোট ১১০ জন পড়ুয়া আছে।

সোনু সুদ বলেছেন, 'দারিদ্র কমানোর প্রধান উপায় হল শিক্ষা। আমরা তাই শিশুদের শিক্ষা দেওয়ার কাজ করছি, যাতে ভবিষ্যতে তারাও জীবনে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আমরা মূলত উচ্চ শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বিশেষ জোর দিচ্ছি। এর পাশাপাশি পুষ্টিও দরকার শিশুদের জন্য। আবার এই স্কুলেই শিশুরা নিরাপদে থাকতেও পারবে।' উল্লেখ্য, বর্তমানে দেশজুড়ে মোট ১০ হাজার পড়ুয়াদের শিক্ষিত করার জন্য সাহায্য করছেন সোনু সুদ।

11 months ago
CPR: ফের পর্দার 'ভিলেন' বাস্তবের নায়ক, এয়ারপোর্টে এক যাত্রীর প্রাণ বাঁচালেন সনু! দিলেন সিপিআর

সিনেমার পর্দায় খলনায়ক হলেও বাস্তব জীবনে তিনি ত্রাণকর্তা। তিনি আর কেউ নয়,তিনি হলেন বলিউড অভিনেতা সনু সুদ (Sonu Sood)। মানুষের সাহায্য করতে এগিয়ে যেতে তাঁকে বহুবার দেখা গিয়েছে। এবারও তার অন্যথা হল না। এবার বিমানবন্দরে (UAE Airport) সহযাত্রীর জীবনরক্ষা (Life Save) করতে দেখা গেল তাঁকে।

সনু ফিরছিলেন দুবাই থেকে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য দাঁড়িয়েছিলেন। সে সময় হঠাৎ একজন মধ্যবয়স্ক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। দেরি না করেই ছুটে যান সনু। ওই ব্যক্তি ততক্ষণে জ্ঞান হারান। দ্রুত ওই ব্যক্তিকে সিপিআর (হাত দিয়ে হৃদযন্ত্রে বলপ্রয়োগ) দিতে শুরু করেন সনু। বিমানবন্দরের সিপিআর আধিকারিকরা ছুটে আসেন। ইতিমধ্যে ঘটনাস্থলে লোক জড়ো হয়ে যায়। বেশ কিছুক্ষণ সিপিআর দেওয়ার পর জ্ঞান ফেরে তার। জীবন রক্ষার জন্য সনুকে কৃতজ্ঞতা জানান এই যাত্রী।

মানুষের কল্যাণে এরকম ঝাঁপিয়ে পড়ার মনোভাব সনু সুদকে দর্শকের চোখে দেবদূত করে তুলেছে। তাঁর এই চেতনা ও মানবিকতা তাঁকে আগামী দিনেও যেন জনহিতকারী কাজে প্রেরণা জুগিয়ে যায়।

one year ago


Sonu: সিভিল সার্ভিস প্রত্যাশীদের জন্য বৃত্তি সোনু সুদ ফাউন্ডেশনের, 'জ্ঞানই শক্তি', বলেন অভিনেতা

শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তবেই প্রকৃত হিরো সোনু সুদ (Sonu Sood)। অতিমারি পরবর্তী সময় থেকেই সমাজ সেবা করেই চলেছেন। দুঃস্থদের ‘মসিহা’ বা দেবদূত হয়ে উঠেছেন তিনি। এবার জনদরদী অভিনেতা সিভিল সার্ভিস (IAS exam) পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা করলেন বিশেষ বৃত্তির।

সোনু তাঁর নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা সুদ চ্যারিটি ফাউন্ডেশনের তরফে ডিভাইন ইন্ডিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় গত বছরই সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে (free of cost) অনলাইন কোচিংয়ের (Online coaching) ব্যবস্থা করেছিলেন। আর এবার বিশেষ বৃত্তির বন্দোবস্ত করে ফেললেন তিনি।

সংবাদমাধ্যমকে সোনু জানিয়েছেন, ‘সবরকম অর্থনৈতিক অবস্থান থেকেই ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। আমরা পাশে থাকব। আসলে জ্ঞানই প্রকৃত শক্তি।’

ডিভাইন ইন্ডিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন-এর অন্যতম সদস্য মণীশ কুমার সিং বলেন, “সম্ভবম-এর এই চমৎকার উদ্যোগে সোনু সুদের কাজের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করি অনেক বেশি সংখ্যক সিভিল সার্ভিস পরীক্ষার্থীকে উৎসাহিত করা যাবে।”

উল্লেখ্য, করোনা পরিস্থিতির সময় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে খাবার এমনকি অর্থ উপার্জনের ব্যবস্থাও করে দিয়েছিলেন সোনু। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্থিমিত হলেও, মানুষের সেবা করা ছাড়েননি তিনি। কারোর চিকিৎসার খরচ জোগাড় করা হোক কিংবা কারোর বিপদে পাশে থাকা হোক। সবটাতেই রয়েছেন তিনি এবং তাঁর সংস্থা।

2 years ago