
গত ৯ জুন ৩৮ বছরে পা দিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। মুম্বইতে জন্ম, মুম্বইতেই বেড়ে উঠলেও, আনন্দ আহুজাকে (Anand Ahuja) বিয়ে করে সোনম বর্তমানে লন্ডনবাসী। নতুন ছবির কাজ পেলে কিংবা পারিবারিক অনুষ্ঠান ছাড়া তাঁকে বিশেষ মুম্বইতে দেখা যায় না। তাই এই বছরের জন্মদিন লন্ডনেই কেটেছে সোনমের। জন্মদিন (Birthday) কেটে যাওয়ার কয়েকদিন পরে তিনি সামাজিক মাধ্যমে সেই ছবি আপলোড করেছেন।
সোনম নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা গিয়েছে লন্ডনে নিজের বাড়িতেই জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী। কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন ঘরোয়া পার্টিতে। লাল রঙের গাউন ড্রেস পরেছিলেন অভিনেত্রী। এই জন্মদিনের পার্টির আয়োজক ছিলেন সোনমের স্বামী আনন্দ আহুজা। ইনস্টাগ্রাম থেকে ফটো আপলোড করে সোনম ক্যাপশনে স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন।
রবিবার ছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের (King Charles III) রাজ্যাভিষেক অনুষ্ঠান। সারা দেশ থেকে একাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তবে বলিউড থেকে একমাত্র আমন্ত্রিত ছিলেন বলি অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। শুধুমাত্র তাই নয়, ব্রিটেনের (Britain) রাজার করোনেশন কনসার্টে বক্তব্য রাখতেও দেখা যায় তাঁকে। আর বক্তব্য দিতে গিয়েই প্রথমেই সোনমের মুখে হিন্দিতে শোনা গেল 'নমস্তে'। বিদেশের মাটিতে মঞ্চে উঠে নায়িকা নিজের বক্তব্য শুরু করলেন 'নমস্তে' দিয়ে। মেয়ের সেই ভিডিও শেয়ার করেছেন গর্বিত মা সুনিতা কাপুর। বিদেশের মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ায় নেটিজেনরা যেমন প্রশংসা করেছেন সোনমের। অন্যদিকে এই বক্তব্যের জন্য ধেয়ে এসেছে কটাক্ষও।
গত বছরের মাঝামাঝি সময়ে প্রয়াত হন ব্রিটেনের রানি এলিজাবেথ। তাঁর পরে রাজা হিসাবে সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। ফলে সমস্ত কিছু সামলানোর দায়ভার এখন তাঁর উপর। গতবছর তাঁকে রাজা হিসাবে ঘোষণা করা হলেও ৬ মে আনুষ্ঠানিকভাবে রাজার অভিষেক করা হয়। আর ৭ মে ছিল করোনেশন কনসার্ট। সেখানেই বক্তৃতা রাখেন সোনম কাপুর। তবে তাঁর এই বক্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনা। অনেকে যেমন তাঁর এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া ও এমন বক্তব্য রাখার জন্য তাঁকে কটাক্ষ করেছেন। তেমনি অনেকে ভারতীয়দের কাছে এটি 'গর্বের মুহূর্ত' বলে উল্লেখ করেছেন।
বলিউড অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। অভিনেতা অনিল কাপুরের মেয়ে তিনি। বলিউডে বেশ কিছু ছবি করেছেন। তবে অভিনয়ে তেমন প্রশংসা অর্জন করতে পারেননি তিনি। সোনম অভিনীত ছবিতে ব্যবসায়িক সাফল্য আসে না, তাই তাঁকে নিয়ে খুব একটি অভিনয় করাতেও চান না বলিউডের পরিচালকেরা। সেসবের তোয়াক্কা করতে চান না সোনম। ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খুশি তিনি। বিয়ে করেছেন আনন্দ আহুজাকে। কিছুদিন আগেই তাঁদের জীবনে এসেছে পুত্র সন্তান বায়ু। এবারে রাজকীয় সুযোগ এসেছে সোনমের জীবনে, তাও আবার দিল্লি-লখনউ নয়, সুদূর ব্রিটেন থেকে।
৬ মে লন্ডনে অভিষেক হতে চলেছে কিং চার্লস থ্রি-এর। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত হয়েছেন বলিউডের একমাত্র তারকা সোনম কাপুর। এমনকি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ভার্চুয়াল কয়্যারের সংগীত শিল্পী স্টিভ উইন্ডউডের পরিচয় করাতে একটি কথ্য স্ক্রিপ্টও পড়তে দেখা যাবে তাঁকে। সোনমের পাশাপাশি উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ, গায়িকা কেটি পেরির মতো সম্মাননীয় অতিথিরা।
তাবড় তারকাদের সঙ্গে ব্রিটেনের রাজার অভিষেকে আমন্ত্রণ পেয়ে কেমন অনুভূতি হচ্ছে সোনমের? এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'রাজার জন্য আয়োজিত কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি সম্মানিত। সংগীতের প্রতি রাজার অনুরাগের কথা মাথায় রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজকীয়তা, একতা, শান্তির প্রচার করা হবে।'
২০২২-এ সোনমের (Sonam Kapoor) কোলে এসেছে বায়ু। মাতৃত্ব জীবন পুরোদমে উপভোগ করছেন অনিল-কন্যা। কোনওরকম নতুন প্রজেক্টে দেখা যাবে না তাঁকে। শোনা গিয়েছে, সম্প্রতি কোনও কাজ তাঁর হাতে নেই। তার মধ্যে উঠে এসেছে আরও একটি খবর, সোনম বিক্রি করেছেন তাঁর বিলাসবহুল একটি ফ্ল্যাট। যদিও বলিউড (Bollywood) তারকাদের ফ্ল্যাট কেনা-বেচা এখন আর নতুন কোন খবর নয়। প্রায় সময়ই অনেক তারকা যেমন নতুন ফ্ল্যাট কিনে থাকেন, তেমনি পুরোনো ফ্ল্যাটও বিক্রি করেন। মুম্বইয়ের বান্দ্রায় সিগনেচার আইল্যান্ড নামের বহুতলের ৩ তলায় ছিল সোনমের এই ফ্ল্যাট। বিক্রয়মূল্য ৩২.৫ কোটিতে।
ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক ওয়েবসাইট স্কয়ার ফিট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৩২.৫ কোটিতে সোনমের থেকে ফ্ল্যাটটি কিনেছেন এসএমএফ ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি। গত ২৯ ডিসেম্বর এ ফ্ল্যাটের রেজিস্ট্রি হয়েছে। সম্পত্তিটি কেনার জন্য ১.৯৫ কোটির অগ্রিম দেন ক্রেতা।
মুম্বই শহরে একাধিক সম্পত্তির মালিকানা নিয়ে রাখেন তাঁরা। সুযোগ মতো সেগুলি বিক্রি করেন কিংবা ভাড়া দেন। এ বাড়ির নতুন ক্রেতা এই বিল্ডিংয়ে ৪টি গাড়ি পার্ক করার সুবিধা পাবেন। রয়েছে আরও নানা সুবিধা।
উল্লেখ্য, ২০১৫ সালে সোনম কাপুর ৫৩৩৫ বর্গ ফুটের এই ফ্ল্যাটটি কেনেন প্রায় ১৫ কোটি টাকায়। বিক্রির সময় দ্বিগুণেরও বেশি দামে এই সম্পত্তি বিক্রি করলেন অভিনেত্রী।
অপেক্ষার অবসান। শনিবার লন্ডনে পুত্র সন্তানেরর জন্ম দিলেন সোনম কাপুর (Sonam kapoor)। চলতি বছর মার্চেই নিজেদের সন্তান আগমনের কথা সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন সোনম কাপুর এবং আনন্দ আহুজা (Sonam-Anand)। ফলে মম টু বি সোনমকে বেশ অন্তরালে থাকতে দেখা গিয়েছে। অবশেষে কাপুর (Anil kapoor) পরিবারে খুশির খবর। আর সেই খবর সোনমের মা নেটমাধ্যমে তাঁর নাতিকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেখে অভিনন্দন জানান নীতু কাপুর। তিনিও আগামি কয়েক মাসের মধ্যে ঠাকুমা হবেন।
জুলাইয়ে আনন্দের জন্মদিন ধুমধামের বদলে পারিবারিক ভাবে পালন করেছেন এই তারকা দম্পতি। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সোনম লেখেন, ‘আমি জীবনে নিশ্চয়ই কোনও পুণ্য করেছি, যার গুণেই তোমায় স্বামী হিসেবে পেয়েছি। তোমার সঙ্গে কারও তুলনা হয় না। সেরা বাবা হবে তুমি। কারণ, তুমি চিরদিনই ভাল ছাত্র। অনেক অনেক অনেক ভালবাসা প্রিয়!’
এদিকে, সম্প্রতি কফি উইথ করণে দেখা গিয়েছে সোনম কাপুরকে। সেই শোয়ে সোনমের সঙ্গে ছিলেন তুতো দাদা অর্জুন কাপুর। তার দিন কয়েক বাদে কাপুর খানদানে এলো সুখবর।