Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SonaliPhogat

Sonali: 'খুনের উদ্দেশে গোয়ায় নিয়ে যাওয়া হয়েছিল সোনালিকে', জেরায় কবুল নেত্রীর ব্যক্তিগত সচিবের

বিগ বস (Bigg Boss) খ্যাত অভিনেত্রী তথা হরিয়ানার বিজেপি নেত্রী (BJP Leader) সোনালি ফোগাটের (Sonali Phogat)মৃত্যু ঘিরে প্রতি মুহূর্তে রহস্য দানা বাঁধছিল। তদন্তে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। সূত্রের খবর, সোনালিকে হত্যা (Murder) করেছেন অভিযুক্তরা। আর সে কথা জেরায় স্বীকার করে নিয়েছেন তাঁরই ব্যক্তিগত সহকারী (সিএ) অভিযুক্ত সুধীর সাংওয়ান।

পুলিস সূত্রে খবর, ফোটোশ্যুটের নাম করে গোয়ায় নিয়ে যাওয়া হয়। আদৌ কোনও ফোটোশ্যুট ছিল না। খুন করার পরিকল্পনা করেই সোনালিকে গুরুগ্রাম থেকে গোয়ায় নিয়ে যান তাঁরা। পুলিসি জেরায় সে কথা নিজেই স্বীকার করেছেন সুধীর।

প্রথমে জানা গিয়েছিল, গত ২৩ শে অগাস্ট হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হয়েছিল সোনালি ফোগাটের। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে করা হয় ময়নাতদন্ত। রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপরই গ্রেফতার (Arrested) করা হয় মূল দুই অভিযুক্ত ব্যক্তিগত সহকারী সুধীর ও আরও এক সহযোগী সুখবিন্দর সিংকে। এরপর সোনালির এক রেস্তোরাঁ মালিক এডউইন নুনেজ এবং সেই সঙ্গে দত্তপ্রসাদ গাওঁকর ও রামদাস মান্দ্রেকর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিস।

পুলিস সূত্রে খবর, গোয়ার অঞ্জুনা সমুদ্র সৈকতে বিখ্যাত রেস্তোরাঁ-কাম-নাইটক্লাব কার্লিতে অভিযুক্তরা সোনালিকে মেথামফেটামিন ড্রাগ (মেথ) পান করতে বাধ্য করেছিলেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সেই ছবিও সামনে এসেছে।

2 years ago
Sonali Phogat: সোনালি ফোগটের পিএম রিপোর্টে চাঞ্চল্য, ধৃত আরও এক

প্রথমে জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হয়েছিল বিগ বস (Bigg Boss) খ্যাত অভিনেত্রী তথা হরিয়ানার বিজেপি নেত্রী (BJP Leader)  সোনালি ফোগাটের (Sonali Phogat)। মঙ্গলবার ভোরে প্রয়াত (Death) হন অভিনেত্রী।  পরিবারের অভিযোগের ভিত্তিতে করা হয় ময়নাতদন্ত। রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপরই গ্রেফতার (Arrested) করা হয় দুই অভিযুক্তকে। আর শনিবার সোনালি ফোগাটকে খুনের (Murder) অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। এবং তাঁকে হত্যা ও মাদক মামলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। ওই মাদকব্যবসায়ীর বিরুদ্ধে ফোগাটের সহযোগীদের মাদক সরবরাহ করার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া হরিয়ানা বিজেপি নেতার সহযোগী সুধীর সাংওয়ান এবং সুখবিন্দর সিংকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিস এখনও পর্যন্ত ২৫ জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদ করেছে। যার মধ্যে রেস্তোরাঁর কর্মী, সোনালি যে রিসোর্টে ছিলেন, যে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছিল সেখানকার কর্মীদের এবং তাঁর ড্রাইভারকে। পুলিস সূত্রে খবর, সোমবার অঞ্জুনা সমুদ্র সৈকতে বিখ্যাত রেস্তোরাঁ-কাম-নাইটক্লাব কার্লিতে অভিযুক্তরা সোনালিকে মেথামফেটামিন ড্রাগ (মেথ) পান করতে বাধ্য করেছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ তথ্য সামনে এসেছে।

হরিয়ানা সরকার জানিয়েছে,  বিজেপি নেত্রী সোনালি ফোগাটের হত্যা মামলা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-এর কাছে হস্তান্তর করতে গোয়াকে চিঠি দেবে। ফোগাটের পরিবার চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে দেখা করার পরে এই ঘোষণা করা হয়েছিল।

2 years ago
Sonali Phogat: দেহে একাধিক ভোঁতা অস্ত্রের আঘাত, বিজেপি নেত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার ২

প্রথমে জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মৃত্যু হয়েছিল বিগ বস (Bigg Boss) খ্যাত অভিনেত্রী তথা হরিয়ানার বিজেপি নেত্রী (BJP Leader)  সোনালি ফোগাটের (Sonali Phogat)। মঙ্গলবার ভোরে প্রয়াত (Death) হন অভিনেত্রী। তবে তাঁকে খুন করা হয়েছে বলে মৃত্যুর পর থেকেই দাবি করছিলেন পরিবারের সদস্যরা। এমনকি বৃহস্পতিবার ফোগাটের পরিবারের দাবি মেনে নিয়ে খুনের মামলা রুজু করেছিল গোয়া পুলিস (Goa Police)। এরপরই ময়নাতদন্ত করা হয় সোনালি ফোগটের দেহের। আর তাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, সোনালির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ভোঁতা কোনও অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল তাঁকে, এমনটাই জানানো হয়েছে। এরপরই তদন্তে নেমে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়া থেকে বিজেপি নেত্রীকে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করে পুলিস। বিজেপি নেত্রীর পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে সোনালিকে। এমনকি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন তাঁরা।

উল্লেখ্য, প্রমাণস্বরূপ গোটা ময়নাতদন্তের রেকর্ডিংও করা হয়। যে মহিলা পুলিস কর্মীরা সোনালির পরীক্ষা করছিলেন তাঁরা জানান, কোনও ধারালো অস্ত্রের আঘাত খুঁজে পাননি। ভোঁতা অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়েছে তাঁকে।

এরপরই তড়িঘড়ি সোনালির খুনের ঘটনায় অভিযুক্ত তাঁর ব্যক্তিগত সহকারী সুধীর সঙ্গন ও বন্ধু সুখবিন্দর ওয়াসিকে গ্রেফতার করেছে গোয়া পুলিস। তাঁদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, সোমবার বিকেলে পরিবারের লোকের সঙ্গে শেষবার কথা হয়েছিল। অসুস্থতা বোধ করায় গোয়ার সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোনালির মৃত্যু হয়েছে জানিয়েছিল চিকিৎসকরা। এরপরই এ রিপোর্ট আসতেই উঠছে নানা প্রশ্ন।

উল্লেখ্য, ৪২ বছর বয়সী প্রয়াত অভিনেত্রীর ভাই রিঙ্কুর অভিযোগ করেছিলেন, সুধীর তাঁর দিদিকে ধর্ষণ করে খুন করেছেন। এর সঙ্গে অভিনেত্রীর বন্ধু সুখবিন্দরের দিকেও আঙুল তুলেছিলেন। রিঙ্কুর অভিযোগ, সুখবিন্দর নাকি একটি আপত্তিকর ভিডিও নিয়ে সোনালিকে ব্ল্যাকমেল করতেন।

2 years ago


Sonali Phogat: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি নেত্রী তথা বিগবস প্রতিযোগী সোনালি ফোগাট

সোমবার রাতে গোয়ায় (Goa) হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মারা (Died) যান হরিয়ানার বিজেপি নেত্রী (BJP Leader) সোনালি ফোগাট (Sonali Phogat)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২।

সূত্রের খবর, তিনি তাঁর কয়েকজন কর্মচারীকে নিয়ে গোয়ার সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন। উল্লেখ্য, সোনালি ফোগাট ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে আদমপুর থেকে বিজেপি প্রার্থী হিসাবে তৎকালীন কংগ্রেস নেতা কুলদীপ বিষ্ণোই-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিন নির্বাচনে হেরে যান। কুলদীপ বিষ্ণোই কংগ্রেসের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এখন তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

বিজেপির হরিয়ানা ইউনিটও সোনালী ফোগাটকে মহিলা মোর্চার রাজ্য সহ-সভাপতি হিসাবে নিযুক্ত করেছিল। সোনালি অনেক বিখ্যাত টিভি সিরিয়ালে কাজ করেছেন। তিনি রিয়েলিটি শো বিগ বসের ১৪-এর একজন অংশগ্রহণকারী ছিলেন। সোমবার রাতেই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি।

সোনালি ফোগাট তাঁর টিকটক ভিডিওগুলির মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে ২০০৬ সালে টিভি অ্যাঙ্কর হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। তার ঠিক দুই বছর পর বিজেপিতে যোগদান করেন।

2 years ago