Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SoilErosion

Bhangan: ইছামতি গিলছে মাটি, সুন্দরবনে গোটা গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ার আতঙ্ক

গোটা গ্রাম নদীগর্ভে যাওয়ার আশঙ্কায় রাত জাগছে সুন্দরবনের মানুষ। ইছামতি নদী বাঁধের মাটি ক্ষয় শুরু। বিপন্নতার সম্মুখীনে সুন্দরবনের কয়েক হাজার মানুষ। বড় বড় ফাটল দেখা দিয়েছে বাঁধগুলিতে। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী। জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় দু'কিলোমিটার এলাকাজুড়ে ইছামতি নদী বাঁধের মাটি যত্রতত্র আলগা হয়ে নদীগর্ভে চলে যাচ্ছে। এমনকি বড় বড় ফাটলও দেখা দিয়েছে বাঁধগুলিতে। ফলে গভীর আশঙ্কায় দিন গুনছেন ট‍্যাংরামারি, আংনাড়া, হাসনাবাদ-সহ বেশ কয়েকটি গ্রাম। ইতিমধ্যেই হাসনাবাদ পঞ্চায়েতকে লিখিতভাবে এই আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীরা জানায়, সময় যত যাচ্ছে, ততই বাঁধের মাটিক্ষয় বেড়েই চলেছে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার প্রায় ১৫ হাজার মানুষের বাস। এলাকায় বেশির ভাগ মানুষ মৎস্য জীবিকার উপর নির্ভর করে জীবন নির্বাহ করে। বাঁধের ধস আরও যদি বেশি হতে থাকে সেক্ষেত্রে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার মানুষদের জীবন-জীবিকা সংকটের মুখে পড়তে পারে।

তবে বসিরহাটের সেচ আধিকারিক রানা চ্যাটার্জী জানান, "ইতিমধ্যে বিদ্যাধরী, কালিন্দী ও রায়মঙ্গলের বাঁধে কাজ চলছে। এমনকী ইছামতি নদীতেও বাঁধের কাজ চলছে। পুরো বিষয়টি আমরা নজরে রেখেছি। যত দ্রুত সম্ভব এই বাঁধের কাজ স্থানীয় প্রশাসনকে দিয়ে করানোর চেষ্টা হবে।"

one year ago