Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SnakePanic

Snake: সাপের আতঙ্ক! ফলে বন্ধ হয়ে গিয়েছে সিউড়ির আম্বেদকর উদ্যান

সাপের (Snake Panic) আতঙ্ক! যার ফলে বন্ধ (Closed) হয়ে গিয়েছে সিউড়ির (Birbhum) আম্বেদকর (Ambedkar Park) উদ্যান। কয়েক মাস আগেই সর্বসাধারণের জন্য খোলা হয়েছিল উদ্যানটি। আট থেকে আশি প্রায় সবাই এই উদ্যানে আসত। তবে বর্ষার কারণে এই উদ্যানে উত্পাত বেড়েছে সাপের। যার ফলে সাময়িকভাবে বন্ধ করা হলো এই উদ্যানটি।   

জানা গিয়েছে, বর্ষার মরশুমে উদ্যানে থাকা ঘাস সহ বিভিন্ন গাছপালা খুব দ্রুত বেড়েছে। তাই উদ্যানে একটু ঝোপঝাড় হওয়ায় যেখানে সেখানে সাপ বিচরণ করতে দেখা গিয়েছে। যেহেতু শিশুরাই বেশি আসে খেলতে, তাই সতর্কতা জারি রেখে সাময়িক এই উদ্যানটিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

সূত্রের খবর, তবে এই ঘটনায় ইতিমধ্যেই এই উদ্যানটিকে পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকি উদ্যানে সাপ আছে কিনা বা কোন বিষাক্ত সাপ আছে তা খোঁজাখঁজিও করছে কর্তৃপক্ষ। এমনকি এই ঘটনায় উদ্যান কর্তৃপক্ষের তরফ থেকে সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাসকে খবর দেওয়া হয়েছে। তবে তিনি দীর্ঘক্ষণ তল্লাশি করেও সাপের দেখা পাননি। যদিও উদ্যানে যে বিষাক্ত সাপের বাসা তৈরী হয়েছে তা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি, এমনটাই খবর।

10 months ago