Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Smoking

Amitabh: মদ-ধূমপানের নেশা থেকে মুক্তি পাবেন কীভাবে? পরামর্শ নিন বিগ-বি-র থেকে

বিগ-বি অর্থাৎ অমিতাভ বচ্চনকে (Amitabh Bacchan) নিয়ে বর্তমানে উদ্বেগ তুঙ্গে। কিছুদিন আগেই এক শ্যুটিং চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। ফলে এখন সময় কাটছে বাড়িতে বসেই। তবে তিনি ঘরবন্দি হয়ে থাকলেও এমনিই বসে নেই। ফাঁকা সময়ে তাই হাতে তুলে নিয়েছেন কলম। তাঁর শরীর অসুস্থ, তবুও তিনি তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তাঁর ব্লগ (Blog) পোষ্টের মাধ্যমে। সেই ব্লগগুলোতে কখনও তিনি তাঁর জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন, আবার কখনও শৈশবের নানা গল্প লেখেন ব্লগে। এবারে তাঁর ব্লগে উঠে এসেছে মদ্যপান (Drinking) ও ধূমপান (Smoking)। কীভাবে তিনি এই দুই'য়ের নেশা থেকে বেরিয়ে এসেছেন সেই নিয়ে লিখেছেন। আবার অন্যদের পরামর্শও দিয়েছেন যে, কীভাবে নেশা থেকে মুক্তি পেতে পারেন মানুষ।

অমিতাভ বচ্চন জানিয়েছেন, যখন তিনি কলকাতায় তাঁর কাজ শুরু করেন তখন তিনি কীভাবে মদ ও সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। তিনি ব্লগে লিখেছেন, কর্মজীবনের প্রথমটা কেটেছে কলকাতায়। তখন তিনি সেখানে কোনও সামাজিক অনুষ্ঠানে হলেই মদ খেতেন। তবে কখন যে অনুষ্ঠানগুলোতে মদ খেতে খেতে মদের প্রতি আসক্ত হয়ে পড়লেন, তা তিনি নিজেই জানেন না। তবে তিনি পরে বুঝতে পেরে নিজের ইচ্ছাতেই মদের নেশার থেকে দূরে চলে এসেছেন।

আবার ধূমপানের ক্ষেত্রেও তিনি একই কথা জানিয়েছেন, তাঁর সিগারেটের প্রতিও নেশা ছিল। যদিও তিনি অবশেষে তা ছাড়তে সক্ষম হয়েছেন। তবে তিনি আক্ষেপ করেছেন যে, নেশা আরও আগে ছাড়তে পারলে আরও বেশি ভালো হত। তিনি তাঁর ব্লগের মাধ্যমে কীভাবে নেশা ছাড়বেন সেই পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, 'যখন ঠোঁটের ফাঁকে সিগারেটে টান ধোঁয়া ছাড়ছেন, সেই মুহূর্তেই সিগারেটকে বিদায় জানান। যত বাজে অভ্যাস যত তাড়াতাড়ি সম্ভব, ছেড়ে ফেলা উচিত। বিশেষ করে যা ক্যানসারের দিকে ঠেলে দেয়, তাকে জীবন থেকে সরিয়ে ফেলুন।'

one year ago
Indigo: ফের বিমানের শৌচাগারে ধূমপান! গ্রেফতার ইন্ডিগোর যাত্রী

বিমানের শৌচাগারে গিয়ে সিগারেট ধরানোর (Smoking) অপরাধে গ্রেফতার করা হয় এক বিমান যাত্রীকে (Passenger)। অসম থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের (Indigo Flight) এক ব্যক্তি নেশায় আসক্ত হয়ে পড়েন। যার ফলে বিমানের শৌচাগারে গিয়েই সিগারেট ধরিয়ে ফেলেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই ওই ব্যক্তি আসন ছেড়ে ধীরে ধীরে শৌচাগারের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় পাশের কেবিনের একজন সহযাত্রীর বিষয়টি নজরে পড়ে। ওই ব্যক্তিকে সিগারেট হাতে পাকড়াও করেন ওই সহযাত্রী। রবিবার একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, ইন্ডিগো সিক্স ই সেভেন ওয়ান সিক্স বিমানের যাত্রী ছিলেন ওই অভিযুক্ত।

উল্লেখ্য, কয়েক দিন আগেই একইরকম ঘটনা ঘটে লন্ডনে। তাঁর বিরুদ্ধে বিমানের শৌচাগারে সিগারেট খাওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল। বেঙ্গালুরু বিমানবন্দরে নামতেই বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে।

one year ago
Smoking: 'জামিনের টাকা দেব না, জেলেই যাবো', বিমানে ধুমপান করে ব্যক্তির হাজতবাস

বিমানের(Airplane) শৌচালয়ে দাঁড়িয়ে ধূমপান(Smoking) এবং বিমানকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ। এক যাত্রীকে জেলে পাঠালো মুম্বইয়ের (Mumbai) এক নিম্ন আদালত(Court)। অভিযুক্ত রত্নাকরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারায় অন্যের জীবন বিপদে ফেলার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তর নাম রত্নাকর দ্বিবেদী। গত ১০ মার্চ লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন রত্নাকর। বিমানের শৌচালয়ে দাঁড়িয়ে ধূমপান করেছিলেন তিনি। এমনকি বিমানের কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এই ঘটনার জন্য অভিযুক্তকে সোমবার মুম্বাইয়ের আদালত দোষী সাব্যস্ত করে। আদালত থেকে জানানো হয়, ২৫ হাজার টাকার বিনিময়ে জামিন পেতে পারেন অভিযুক্ত। তবে এই টাকা না দেওয়ার জন্যে আদালতে দাঁড়িয়েই তর্ক জুড়ে দেন রত্নাকর। 

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানা গিয়েছে, বারবার নিষেধ করা সত্ত্বেও রত্নাকর কথা না শুনে রীতিমতো ধূমপান করেছেন। বিমানকর্মীদের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। তাঁর এই আচরণের কারণে বিপদে পড়েছেন অন্য যাত্রীরাও। বিমানচালক মৌখিক এবং লিখিত নির্দেশ দেওয়ার পরেও কথা শোনেননি তিনি।

আদালতে রত্নাকর জানান, 'তিনি অনলাইনে দেখেছেন ৩৩৬ ধারায় দোষী সাব্যস্ত হলে জরিমানা হয় ২৫০ টাকা। তিনি ওই টাকা দেবেন। কিন্তু জামিন বাবদ ২৫ হাজার টাকা দেবেন না। দরকারে জেল যাব, কিন্তু জামিনের টাকা দেব না।' 

এরপরেই আন্ধেরির নগর দায়রা আদালত অভিযুক্তকে জেলে পাঠিয়েছে।

one year ago


Fine: রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেয়ে বিপত্তি, কোর্টের রায়ে ৫৫ হাজার টাকা জরিমানা

ব্রিটেনের রাস্তায় সিগারেট খাওয়ার (Cigaratte Smoking) অভিযোগে গ্রেফতার এক যুবক। এছাড়া তাঁকে ৫৫ হাজার টাকা জরিমানা (Fine) করা হয়েছে বলে খবর। ওই যুবক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিরাত্তারক্ষীদের সামনে সিগারেট ফেলে চলে যান। এই ঘটনায় কোর্ট ওই ব্যক্তিকে বড় শাস্তিতে অভিযুক্ত করেছে। ব্রিটেনের (Britain Incident) সংবাদমাধ্যম মেট্রো নিউজ কর্তৃপক্ষ জানান, থর্নবেরি এলাকায় গ্লস্টারশায়ারের বাসিন্দা অ্যলেক্স ডেভিড রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছিলেন। ব্রিটেনের রাস্তায় এভাবে জনসমক্ষে দাঁড়িয়ে সিগারেট খাওয়া একটি অপরাধমূলক কাজ বলে মনে করা হয়।

এই অপরাধে হিসাবমতো ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু এক্ষেত্রে ওই ব্যক্তি নিরাপত্তারক্ষীদের সামনে সিগারেট ফেলে চলে যায়। এছাড়া ওই ব্যক্তি পুলিসের পাঠানো সমনকেও অগ্রাহ্য করা বলে অভিযোগ। এই কারণে ওই ব্যক্তিকে আদালতের তরফ থেকে ৫৫,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে। এই ঘটনা অগাস্ট মাসের, এরপর থেকেই ব্রিটেনে নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজর দেওয়া হচ্ছে।

সাধারণ মানুষ ভাবছে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা অতি আকস্মিক। তবে ওই বক্তি নিয়মকানুনের কোনও তোয়াক্কা না করায় এই ধরনের শাস্তির মুখে পড়েছে বলে অভিযোগ। এখনও এমন অনেক মানুষ আছেন, যারা শুধু সিগারেটই না অনেক সময় খাবারের প্যাকেটও রাস্তায় ফেলে চলে যেতে দেখা যায়।

one year ago