Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Singapore

ISRO: ফের সাফল্য! ৭টি বিদেশি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট

ফের এক সাফল্যের পালক ইসরোর (ISRO) মুকুটে। ৭ টি বিদেশি স্যাটেলাইট (Foreigh Satellites) বা কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর পিসএসভি-সি৫৬ রকেট (PSLV-C56)। রবিবার ভোর ৬ টা ৩০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ইসরোর পিএসএলভি-সি৫৬ রকেটটি। সূত্রের খবর, সিঙ্গাপুরের (Singapore) কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর রকেট।

সূত্রের খবর, ১৯৯৯ থেকে এখনও পর্যন্ত সফল ভাবে ৪৩১ বিদেশি স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দিয়েছে ইসরো। আর আজ একসঙ্গে ৭টি সিঙ্গাপুরের স্যাটেলাইটকে মহাকাশের ঠিকানায় পৌঁছে দিতে পাড়ি দিল ভারতের রকেট। আজ উৎক্ষেপণ করা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল রকেটে রয়েছে ভেলোক্স-এএম, আর্কেড, নুলিয়ন স্যাটেলাইট, ওআরবি-১২ স্ট্রিডার, স্কুব ২ থ্রি ইউ ন্যানো স্যাটেলাইট, গালাসিয়া ২ এবং ডিএস-সার স্যাটেলাইট। এই স্য়াটেলাইটগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা কাজ রয়েছে।

জানা গিয়েছে, এই কৃত্রিম উপগ্রহগুলো সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার জন্য ছবি সংগ্রহ করবে। আবার কিছু স্যাটেলাইট আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে, আবার কিছু প্রযুক্তি গত কাজের জন্য ব্যবহার করা হবে, আবার কিছু স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে।

10 months ago
Singapore: গাঁজা পাচারের জের! এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের ঘোষণা সিঙ্গাপুর প্রশাসনের

এক ব্যক্তিকে গাঁজা পাচারের অভিযোগে ফাঁসি (Hanging) দিল সিঙ্গাপুর (Singapore) প্রশাসন। বুধবারই ফাঁসির সাজা কার্যকর হয়েছে। যদিও এই ফাঁসির সাজা স্থগিত করার আবেদন এসেছিল সারা বিশ্ব থেকে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ ‘ক্ষমাপ্রার্থনা’র আবেদন করেছিল সিঙ্গাপুর প্রশাসনের কাছে। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনও ফাঁসির বিরোধিতা করেছিলেন। তবে এই সমস্ত আপত্তি উড়িয়ে বুধবারই তা কার্যকর হয়। 

জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ছিল তাঙ্গারাজু সুপ্পিয়া (৪৬)। তাঁকে ২০১৭ সালে ১,০১৭.৯ গ্রাম গাঁজা (weed) পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত। সিঙ্গাপুরে গাঁজা বা অন্যান্য মাদক দ্রব্য নিয়ে ধরা পড়লে মৃত্যুদণ্ডের সংস্থান এখনও বহাল রয়েছে। আর সেই সংস্থান অনুযায়ী ২০১৮ সালে সিঙ্গাপুরের আদালতে গাঁজা পাচারের দোষে তাঙ্গারাজু সুপ্পিয়াকে মৃত্যুদন্ড দেওয়ার ঘোষণা করা হয়। তবে এই সাজা শুনে উচ্চতর আদালতে আবেদন করেন তাঙ্গারাজু। কিন্তু তাঁর আবেদন খারিজ করে মৃত্যুদন্ডই বহাল রাখে আদালত।

one year ago
ISRO: বিদেশি উপগ্রহকে মহাকশে পৌঁছে দিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল

বিদেশি উপগ্রহকে মহাকশে পৌঁছে দিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। রবিবার বেলা ২টো ১৯ মিনিটে সিঙ্গাপুরের (Singapore) দু’টি উপগ্রহ (টেলিয়স-২ এবং লুমেলাইট-৪) নিয়ে রওনা হয় রকেটটি। উপগ্রহ পৌঁছে দেওয়ার পরে রকেটের অংশ বায়ুমণ্ডলে এসে পুড়ে গিয়ে মহাকাশে ভাসতে থাকে। 

এবার বাহকের কাজ শেষের পরেই ৫৭তম পিএসএলভি-র একটি অংশ (পিএসএলভি অরবাইটাল এক্সপেরিমেন্টাল মডিউল-২ বা ‘পোয়েম-২’) অন্য কাজে লেগে পড়েছে। ইসরো (ISRO), ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স এবং দু’টি বেসরকারি সংস্থার সাতটি যন্ত্র নিয়ে মহাকাশ গবেষণার কাজ করছে পোয়েম-২। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান, পোয়েম-২ নিজস্ব সৌরবিদ্যুতের প্যানেল নিয়ে কাজ করবে। এই প্রথম বার কোনও রকেটের চূড়ান্ত পর্যায়ে এমনটা করা গেল। ইংরেজিতে ‘পোয়েম’ কথাটির আক্ষরিক অর্থ ধরে তিনি বলেন, ‘‘পোয়েম আরও কবিতা লিখবে।’’  

ইসরো জানিয়েছে, সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থার জন্য উপগ্রহ চিত্রের প্রয়োজন মেটাবে টেলিয়স-২। আর লুমেলাইট-৪ জাহাজ চলাচলে সিঙ্গাপুর তথা অন্যান্য দেশেরও কাজে আসবে।

one year ago


Bollywood: আলিয়া ভাট অ্যাওয়ার্ড নিতে গিয়ে বলেন, তাঁর সন্তান 'নিরলসভাবে লাথি মেরে' চলেছে

আলিয়া ভাটকে (Alia Bhat) টাইম ১০০ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে (Time100 Impact award) ভূষিত করা হয় রবিবার সিঙ্গাপুরে। গর্ভবতী অভিনেত্রীকে সোনালি পোশাকে অপূর্ব সুন্দর লাগছিল। সেখানে তিনি বক্তৃতার সময় বলেন, তাঁর গর্ভে থাকা শিশুটি(Child) নিরলসভাবে লাথি মেরে চলেছে। আলিয়া তাঁর স্বামী রণবীর কাপুর (Ranbir Kapoor), তাঁর পরিবার এবং তাঁর টিমকে সর্বদা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সাময়িকী, টাইম, বিশ্বব্যাপী নেতাদের স্বীকৃতি দেয় যাঁরা তাদের নিজ নিজ ক্ষেত্রে ব্যতিক্রমী কাজ করেছেন। এর আগে এই সম্মান পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন।

সূত্রের খবর, আগামী বছরের শুরুতে বাবা-মা হবেন দুজনে। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি অভিনেত্রী তাঁর বক্তৃতা শুরু করে বলেছিলেন, "আমার মনে হয় ১০ বছর আগে যখন আমি কাজ শুরু করি, তখন আমি শুধু ভেবেছিলাম যে আমি কীভাবে একদিন বিশ্বকে দখল করব। কীভাবে সবাই, সর্বত্র জানবে আমি কে। আমি নিখুঁত হতে চেয়েছিলাম এবং আমি চেয়েছিলাম যে বিশ্ব এটি জানুক।"

সবশেষে আলিয়া বললেন, শিশুটি পুরো বক্তৃতায় নিরলসভাবে লাথি মেরেছে তাঁকে। তবে এদিনের পুরস্কার যে তাঁর উপর প্রভাব ফেলেছে তা স্পষ্টভাবেই জানিয়েছেন।

2 years ago