Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Siliguri

Siliguri: রাস্তার বেহাল দশা, পথ দুর্ঘটনার শিকার নিত্যযাত্রীরা, পথ অবরোধ-বিক্ষোভ স্থানীয়দের

দুর্ঘটনা! প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা। প্রত্যেকদিন পথ দুর্ঘটনার শিকার হতে হচ্ছে শিলিগুড়ির (Siliguri) ভিআইপি রোডের নিত্যযাত্রীদের। রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়েছে। তার উপর টানা বৃষ্টির জেরে বড় বড় গর্ত তৈরি হয়েছে রাস্তায়। ডোবা বললেও ভুল হবে না। বছর ঘুরলেও সংস্কারের ছোয়া লাগেনি শিলিগুড়ির এই ব্যস্ততম রাস্তায়। দীর্ঘ টালবাহানা, দীর্ঘ প্রতিশ্রুতি। কাজ শুরু হলেও মাঝপথেই থমকে গিয়েছে কাজ। আর তার প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।

স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকদের নিত্য যাতায়াত এই রাস্তা দিয়ে। অথচ বারবার কীভাবে রাস্তার এই বেহাল দশা নজর এড়িয়ে চলেছেন তাঁরা? রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও তা বিঁশ বাও জলে। মাঝপথেই থমকে যায় রাস্তা সংস্কারের কাজ। কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে একাধিক। অভিযোগ তুলছেন খোদ স্থানীয়রাই। এই দুরাবস্থা রাস্তার জেরে এক স্কুল ছাত্রীর মৃত্যু দেখেছে শিলিগুড়িবাসী। কিন্তু তারপরও টনক নড়েনি প্রশাসনের? আর কত মৃত্যু দেখলে রাস্তা মেরামতিতে উদ্যোগী হবে প্রশাসন?

কেবল শাসকদলের আশ্বাস আর আশ্বাস। পুজোর আগেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন হবে। এখন কেবল অপেক্ষার কতটা কাজ হয়।

8 months ago
weed: পাচারের আগেই বিপুল পরিমান গাঁজা সহ গ্রেফতার এক মহিলা পাচারকারী

পাচারের আগেই বিপুল পরিমান গাঁজা সহ গ্রেফতার এক মহিলা। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির ভক্তিনগর থানা সংলগ্ন এলাকার ঘটনা। পুলিস জানিয়েছে, ধৃত ওই মহিলা পাচারকারীর নাম সোনামনি দাস। বুধবার সকালে ওই ধৃত পাচারকারীকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিস অভিযান চালানোর সময়ে ওই মহিলাকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ করে ওই মহিলার থেকে ১৮ কেজি ১০০ গ্রাম গাজা উদ্ধার করে বাজেয়াপ্ত করে পুলিস।

সূত্রের খবর, ওই ধৃতের থেকে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই মহিলা কোচবিহার জেলার বাসিন্দা। এদিন দুপুর নাগাদ একটি বেসরকারি বাসে চেপে শিলিগুড়ি এসে পৌঁছোন তিনি। তার কাছে থাকা পৃথক তিনটি ব্যাগে গাঁজা মজুত ছিল। প্রাথমিক এভাবে পুলিসের সন্দেহ হওয়ায় ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এরপর তাঁর ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হওয়ায় তাঁকে গ্রেফতার করে পুলিস।

পুলিস সূত্রের খবর, সোনামনিকে জিজ্ঞসাবাদ করে কোথা থেকে এই গাঁজা আনা হয়েছিল, এবং কোথায় ওই গাঁজা পাচার করার ছক ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিস সূত্রের খবর।


8 months ago
Siliguri: পুলিসের যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য সন্দেহে গ্রেফতার এক যুবক

জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে শিলিগুড়ি থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিস। পুলিস সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম করিম খান। অসমের দিসপুর এলাকার বাসিন্দা। পুলিসের প্রাথমিক অনুমান নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য করিম খান। আর সেই সন্দেহের ভিত্তিতেই শিলিগুড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করল অরুণাচল প্রদেশের খালাস থানার পুলিস। এই বিষয়ে অরুণাচল প্রদেশের খালাস থানার পুলিসকে সহযোগিতা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস।

অরুণাচল প্রদেশের পুলিসের দাবি, প্রায় এক বছর আগে কাজের খোঁজে শিলিগুড়ি গিয়েছিল ওই ধৃত যুবক। সেই সময়ই সম্ভবত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ন্যাশনাল সোস্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। শুধু তাই নয় এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে অর্থ সংগ্রহ করা হয়েছে বলেও অনুমান পুলিসের। সেক্ষেত্রে ধৃতের খোঁজ শুরু হয়েছিল অনেক আগেই। তবে কখনও অসম, কখনও মণিপুর, শিলিগুড়িতে গা ঢাকা দিয়ে থাকায় ধরা ছোয়ার বাইরে ছিল ধৃত ওই যুবক। 

তবে শেষরক্ষা অবশ্য হয়নি। মোবাইল লোকেশন ট্র্যাক করে অরুণাচল পুলিস ওই ধৃতের খোঁজ বের করে। এরপরই শিলিগুড়ি এসে পৌঁছয় খালাস থানার পুলিস। প্রধাননগর থানার সাহায্যে শহর শিলিগুড়ি লাগোয়া শালবাড়ি এলাকা থেকে ওই যুবককে পাকড়াও করে। এরপর পেশ করা হয় আদালতে। তিন দিনের জন্য় পুলিসি হেফাজতে তাকে নিয়ে যায় অরুণাচল প্রদেশের পুলিস।

8 months ago


Siliguri: স্কুল ইউনিফর্ম পরা ছাত্রীর দেহ উদ্ধার শিলিগুড়িতে, ধর্ষণে বাধা পেয়েই খুন, গ্রেফতার অভিযুক্ত

স্কুল ছাত্রীকে মাথা থেঁতলে খুনের অভিযোগে সোমবার রাতে গ্রেফতার (Arrest) করা হয়েছে মূল অভিযুক্তকে। যৌন নির্যাতনে বাধা পেতেই ইট দিয়ে মাথায় আঘাত করে শিলিগুড়িতে খুন নাবালিকা স্কুল পড়ুয়াকে। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিস। পুলিস জানিয়েছে, মূল অভিযুক্তের নাম মহম্মদ আব্বাস। মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিসি হেফাজতের আর্জি জানিয়েছে পুলিস।

সোমবার সন্ধ্যা নাগাদ মাটিগাড়া থানা অধীন মোটাজোত এলাকায় পরিত্যক্ত একটি জমি থেকে এক নাবালিকা স্কুল পড়ুয়ার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে ১২ ঘণ্টার আগেই সাফল্য পেল পুলিস। মাটিগাড়ার লেলিন কলোনীর বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানা পুলিস। গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত খুনের ঘটনা স্বীকার করে নেয়। তবে মৃতা ওই নাবালিকার সঙ্গে অভিযুক্তের কতদিনের এবং কী সম্পর্ক ছিল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত জারি রেখেছে পুলিস।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার স্কুল ছুটির পর ওই পড়ুয়া হাঁটা পথেই মোটাজোত পৌঁছয়। অন্যদিকে, পেশায় খালাসি ধৃত মহম্মদ আব্বাস সাইকেলে ছিল। ঘটনার পরই ধৃত এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল। তবে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ অবশেষে অভিযুক্তকে ধরিয়ে দিল। একইসঙ্গে স্থানীয়দের বয়ান সহ তথ্য প্রমাণের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয় রাতেই।

ঘটনা প্রসঙ্গে ডিসিপি অভিষেক গুপ্তা জানিয়েছেন, মৃতা ওই ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয়েছিল। বাধা পেতেই ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিস।

8 months ago
Bus terminal: পুজোর আগেই সুসংবাদ যাত্রীদের জন্য, শিলিগুড়িতে নয়া রুট তৈরীর ব্যবস্থা

পুজোর আগেই শহরে নতুন বাস টার্মিলানের (Terminal) উদ্যোগ। শহর শিলিগুড়ির (Siliguri) টাউন স্টেশন সংলগ্ন এলাকা থেকে লোকাল বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষর। শিলিগুড়িতে নতুন বাস টার্মিনাল তৈরী হলে একদিকে সুবিধা হবে পর্যটকদের। সেই মোতাবেক এসজেডিও প্রদত্ত জমিতে রাজ্যের সহযোগিতায় শুরু হয়েছে বাস টার্মিলান তৈরির কাজ। যদিও বেসরকারি মিনি বাস চালকেরা পুরোনো বাস স্ট্যান্ড ছেড়ে নয়া বাস টার্মিনালে যেতে নারাজ। প্রয়োজনে কোর্টের দ্বারস্থও হতে পারেন বলে হুঁশিয়ারি দেন তারা। এই পরিস্থিতিতে এবার শিলিগুড়ি পুরনিগম কর্তৃপক্ষ জেলাপ্রশাসনের উপস্থিতিতে বৈঠক সারল মিনি বাস মালিক সংগঠনের সদস্যদের সঙ্গে। যদিও এদিনের বৈঠকেও জট কাটল। তবে সমস্যা দ্রুত সমাধান হবে, আশাবাদী দু-পক্ষই।

সোমবার সকালে শিলিগুড়িতে পিডাব্লুইউডি ইনস্পেকশন বাংলোতে বসে বৈঠক। প্রায় ৩০ মিনিট ধরে চলে বৈঠক। এদিনের বৈঠকে বাস মালিক সংগঠনের সদস্যদের তরফে একাধিক সমস্যার কথা তুলে ধরা হয়। মেয়র গৌতম দেব এই বিষয়ে মনযোগ সহকারে সমস্ত সমস্যা শোনেন। সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে আগামীতে জেলা প্রশাসনকে বৈঠকে বসার কথার জানান তিনি। অন্যদিকে বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, টাউন স্টেশন সংলগ্ন এলাকা থেকে বাসস্ট্যান্ড তিনবাত্তি মোড়ে স্থানান্তরিত করা হলে বাসগুলির সলিল সমাধি করা ছাড়া কিছুই হবে না।


8 months ago


Wood: বড় সাফল্য এসটিএফের, কনটেনার ভর্তি বার্মাটিক কাঠ আটক! গ্রেফতার দুই অভিযুক্ত

কনটেনার ভর্তি বার্মাটিক (Barmatic Wood) কাঠ আটক। তবে এবার বন দফতর নয় এস‌টিএফ-র (STF) জালে এবার কনটেনার বোঝাই বার্মাটিক কাঠ। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) মহানন্দা ক্যানেল রোডে। ঘটনায় কনটেনারের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।‌‌ 

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের অসম থেকে কনার্টকে পাচারের ছক করা হচ্ছিল। তবে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিককেরা শিলিগুড়ির মহানন্দা ক্যানেল রোডে কাঠ ভর্তি কনটেনার আটক করে। তারপরে কনটেনারে তল্লাশি করতেই বোঝাই করা অবস্থাতে বার্মাটিক কাঠগুলিকে দেখতে পায় তারা। এরপরেই এসটিএফ-র পক্ষ থেকে কাঠগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বার্মাটিক কাঠের আনুমানিক বাজারমূল্য় প্রায় ৬০ লক্ষ টাকা। ইতিমধ্যেই উদ্ধার হওযা কাঠগুলি বাগডোগরা বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। 

সম্প্রতি, ২ দিন আগেই বনবিভাগের ব্যারিকেড ভেঙে কনটেনার বোঝাই বার্মাটিক কাঠ পাচার আটকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল বাগডোগরা রেঞ্জে বনকর্মীরা। তারপরে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

8 months ago
Siliguri: সন্তান হারা হল কিকা, বেঙ্গল সাফারি পার্কে শোকের ছায়া!

আরও একবার সন্তান হারা (Death Child) হল কিকা। বুধবার মৃত্যু হয়েছে কিকার দ্বিতীয় সন্তানের। ঘটনায় শোকের ছায়া নেমেছে  শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারি পার্কের অন্দরমহলে। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, বেঙ্গল সাফারি পার্কের একমাত্র সাদা বাঘ (Tiger) হল কিকা। গত ১২ জুলাই দুটো শাবকের জন্ম দিয়েছিল বেঙ্গল সাফারির সাদা রয়্যাল বেঙ্গল টাইগার কিকা। কিন্তু জন্মের পরের দিনই মৃত্যু হয় কিকার একটি শাবকের। তারপর থেকে সবকিছু ঠিকঠাকই ছিল। তবে চলতি মাসের বুধবার কিকা-র দ্বিতীয় শাবকেরও মৃত্যু হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও অবশেষে ঘটনাটি প্রকাশ্যে আসে।

সাফারি পার্ক সূত্রে খবর, অপুষ্টিজনিত কারণেই দ্বিতীয় শাবকের মৃত্যু হয়েছে। দু তিন ধরে শাবকটি কিকার দুধ পান করা বন্ধ করে দিয়েছিল। যার জেরেই মৃত্যু হয়েছে ওই শাবকটির। এই ঘটনায় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, শাবকটি জন্মের পর থেকেই শারীরিকভাবেই দুর্বল ছিল। সামনের দিকের একটি পা ছিল না জন্ম থেকেই। শুরু হয়েছিল চিকিৎসাও। কিন্তু কোনও সুরাহা হয়নি।


9 months ago
Arrest: মাদক কারবারে যুক্ত কারাগার কর্মীকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন পুলিসের

মাদক কারবারে (Drug dealing) গ্রেফতার (Arrest) হওয়া কারাগার কর্মীর ৯ দিনের পুলিসি রিমান্ড পর্ব শেষ। তাই সোমবার (Siliguri) ধৃতকে ফের একবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হল। এনজেপি থানার তরফ থেকে জানা গিয়েছে, ধৃত কারাগার কর্মী মোবারক আলিকে নতুন করে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। 

পুলিস সূত্রে খবর, চলতি মাসের শুরুতেই বিপুল পরিমাণ মাদক এবং ৫ লক্ষ টাকা সহ এক মাদক পাচারকারীকে ধরে পুলিস। তারপর থেকেই শুরু হয়েছিল তদন্ত। আর সেই তদন্তেই এনজিপি থানার পুলিস কারাগার কর্মী মোবারক আলির জড়িত থাকার কথাটি জানতে পারে। পুলিস আরও জানিয়েছে, যে গাড়িতে করে মাদক পাচার করা হচ্ছিল সেই গাড়িটি ছিল ওই কারাগার কর্মীর। এই তথ্য পাওয়ার পরেই গত সপ্তাহের শুক্রবার মোবারক আলিকে গ্রেফতার করে পুলিস। ওই দিনই অভিযুক্তকে তদন্তের স্বার্থে ৯ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিস। পুলিসের দাবি, অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ পর্বেই ধৃতের থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়।

উল্লেখ্য, আরও জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের একটি কোয়াটারে থাকত অভিযুক্ত কারাগার কর্মী। অভিযুক্তর ওই কোয়াটার থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের ব্রাউন সুগার। আর সেই ঘটনায় মাটিগাড়া থানায় নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে।

9 months ago


Siliguri: মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলাকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি

মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে মহিলাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ (sexual harassment) করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের নরদেবজোত গ্রামে। এই ঘটনায় গ্রামবাসীরা ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস (Police) ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করে। ঘটনাকে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।   

সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম ভবানন্দ সিংহ। অভিযুক্ত তার ঘরে একাই থাকত। স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই ব্যক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় স্থানীয় মহিলারা জানান, বুধবার রাতে ওই ব্যক্তির ঘরের ভিতর থেকে এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। সেই আওয়াজ শুনে স্থানীয় মহিলারা অভিযুক্তের ঘরে ঢুকে দেখেন এক মানসিক ভারসাম্যহীন মহিলা অপ্রস্তুত অবস্থায় খাটের উপর শুয়ে রয়েছে। এই ঘটনার পরেই স্থানীয়রা ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। 

9 months ago
Siliguri: উর্দির আড়ালে মাদকের কারবার! মাদককাণ্ডে গ্রেফতার এক কারাগার কর্মী

উর্দির আড়ালে মাদকের (Drug Case) কারবার! এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই পুলিসের জালে ধরা পড়ল এক কারাগার কর্মী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে (Siliguri)। মাদককাণ্ডের তদন্তে নেমে গত সপ্তাহের শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করে এনজেপি থানার পুলিস (Police)। শনিবার ধৃতকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে ৯ দিনের রিমান্ডে নেয় পুলিস। এমনকি এই ঘটনায় আর কে কে জড়িত আছে তা জানতে তৎপর পুলিস। 

পুলিস সূত্রে খবর, ধৃতের নাম মোবারক আলি। বাড়ি শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায়। অভিযুক্ত মোবারক আলি শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের অধীনস্থ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিজন সেলের দায়িত্ব সামলাচ্ছিলেন।

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, চলতি মাসে ধরা পড়ে এক মাদক কারবারি। বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতের কাছ থেকে আনুমানিক নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিস। সেই ঘটনার তদন্ত শুরু করতেই পুলিসের নজরে আসে কারাগার কর্মী মোবারক আলি। যদিও এবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের এডিসিপি শুভেন্দ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

9 months ago


Drug: মাদক দ্রব্য় সহ গ্রেফতার এক পাচারকারী, উদ্ধার ১০০ গ্রাম ব্রাউন সুগার

মাদক (Drugs) দ্রব্য় সহ পুলিসের হাতে গ্রেফতার হল এক মাদক পাচারকারী। রবিবার, গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত শিলিগুড়ি (Siliguri) মোড়ে। পুলিস সূত্রে খবর, ধৃতের নাম লাড্ডু আলম। বাড়ি বিহারের আরারিয়া এলাকায়। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মোড় এলাকায় নাকা তল্লাশি চালায় পুলিস। সেই সময় একটি বাসে তল্লাশি চালাতেই অভিযুক্ত লাড্ডু আলমের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম ব্রাউন সুগার। এরপরই তাকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিস। রবিবার কালিয়াচক থেকে বাসে চেপে বাড়ি ফেরার সময় মাদক সহ অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে পুলিস। পুলিসের অনুমান, মাদক দ্রব্য়গুলি পাচারের উদ্দেশ্য়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পাচারের আগেই তল্লাশি অভিযান চালিয়ে মাদক সহ মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিস। 

তবে কোথা থেকে এই মাদক নিয়ে আসা হচ্ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। 


9 months ago
Python: চা বাগানের ভিতরে উদ্ধার অজগর, ঘটনাস্থলে বাগডোগরা বনদফতরের কর্মীরা

চা বাগানের ভিতর থেকে উদ্ধার একটি বিশাল আকারের অজগর (Python) সাপ। শিলিগুড়ি (Siliguri) বাগডোগরায় কমলপুর চা বাগানে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা বনদফতরের কর্মীরা এসে বাগানের ভিতর থেকে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। অজগর উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত রয়েছেন চা শ্রমিকরা। 

জানা গিয়েছে, বাগডোগরা কমলপুর চা বাগানে চা শ্রমিকেরা চা পাতা তোলার সময় হঠাৎ চা বাগানের ভিতর থেকে একটি বিশাল আকারের অজগর সাপ দেখতে পায়। অজগর দেখা মাত্রই বাগান জুড়ে হইচই পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাগডোগরা বনদফতরকে। খবর পেয়ে বাগডোগরা বনদফতরের কর্মীরা ছুটে এসে বাগানের ভিতর থেকে অজগরটিকে উদ্ধার করে। তবে জানা গিয়েছে এই এলাকায় এই বর্ষার সময় মাঝেমধ্যেই বেরিয়ে আসে অজগর। 

বনদফতরের কর্মীরা জানিয়েছে, অজগরটিকে উদ্ধারের পর প্রথম অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা করানো হবে। এরপর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 

9 months ago
Body: ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যবসায়ীর দেহ, তদন্তে বাগডোগরা থানার পুলিস

একজন ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধারকে (Rescue) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বাগডোগরায়। বৃহস্পতিবার, সকালে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) মহকুমার বাগডোগরায়। পুলিস সূত্রে খবর, মৃত ওই ব্যবসায়ীর নাম গৌতম বিশ্বাস (৫০)। পেশায় তিনি একজন বাসন ব্যবসায়ী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাগডোগরা থানার পুলিস এসে মৃত দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই মৃত্যুর ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে গৌতম রীতিমত নিজের কাজকর্ম করে নিজের ছোট মেয়েকে টিউশনিতে পৌঁছে দিয়ে আসেন এবং তার ঘন্টাখানেক বাদেই ঘরের ভেতরে গৌতমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ওই ব্যবসায়ীর মা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুবছর আগে ওই ব্যবসায়ীর স্ত্রী মারা গিয়েছেন। কিন্তু তাঁর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই ওই ব্যবসায়ী কিছুটা হলেও ভেঙে পড়েন। তবে বাড়িতে দুই মেয়ে ও তাঁর মাকে নিয়ে থাকতেন। পারিবারিক কোনও কারণ না কি অন্য কোন রহস্য রয়েছে এই মৃত্যুর পিছনে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিস। 

9 months ago


Siliguri: মালদহের ছায়া শিলিগুড়িতেও, সালিশি সভায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ মহিলাকে

হাওড়া, মালদহের পরে এবার শিলিগুড়িতেও একই ঘটনা। সালিশি সভায় আদিবাসী এক গৃহবধূকে (Women) বিবস্ত্র করে মারধরের (Beaten) অভিযোগ। অভিযোগ উঠেছে এলাকারই এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন লোয়ার বাগডোগরার ভুজিয়াপানি গ্রামে। এই ঘটনায় দু'পক্ষই বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস ইতিমধ্যেই এই ঘটনায় দুই পক্ষের চারজনকে গ্রেফতার করেছে। পুলিস সূত্রে খবর, ধৃত ওই চারজনের নাম প্রদীপ সরকার, গৌরী সরকার, শিবা বাল্মিকী ও ললিতা বাল্মিকী। এমনকি ওই ধৃত চারজনকেই মঙ্গলবার শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়েছে। 

সূত্রের খবর, ঘটনার সূত্রপাত ১৯ জুলাই অর্থাৎ বুধবার। ভুজিয়াপানির বাসিন্দা প্রদীপ সরকারের সঙ্গে রোশনি খেরওয়ার নামের এক মহিলার পরকীয়ার সম্পর্ক রয়েছে। যা জানেত পেরে যায় প্রদীপ সরকারের স্ত্রী গৌরি সরকার। এই ঘটনা জানার পর থেকেই শুরু হয় অশান্তি, যা সামাল দিতে বুধবারই ভুজিয়াপানির পান্থাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে একটি সালিশি সভা বসে। তবে সেই সালিশি সভায় প্রদীপ সরকারের স্ত্রীর সঙ্গে ওই মহিলার হাতাহাতি শুরু হয়ে যায়। দুজনকে এভাবে হাতাহাতি করতে দেখে গৌরি সরকারের বান্ধবী তাদের আটকাতে যায়। তখন রোশনি খেরওয়ার তাঁর উপরেও হামলা করে। তাই ওই দিন সালিশি সভা বন্ধ রেখে পরের দিন আবার সালিশি সভা বসানো হয়।  

নির্যাতিতার অভিযোগ, পরের দিন সেই সালিশি সভায় তিনি উপস্থিত হতেই তাঁর উপর চড়াও হয় রোশনি খেরওয়ার ও তার লোকজন। সভার সমস্ত মানুষের সামনেই তাঁকে বিবস্ত্র করে মারধরও করা হয়, বলে অভিযোগ। তিনি আরও দাবি করেন, এই ঘটনার পর তাঁর অবস্থা গুরুতর হওয়ায় নিজের চিকিৎসা করান তিনি। তারপরেই অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করেন, এমনটাই দাবি করেন তিনি। যদিও এই ঘটনায় নির্যাতিতার বাড়িতে পৌঁছন তরাই ডুয়ার্স আদিবাসী সংগঠনের সদস্যরা। তাঁরা ওই নির্যাতিতা মহিলার সঙ্গে কথাবার্তাও বলেন। 

9 months ago
Siliguri: অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ৫ বাংলাদেশী মহিলা সহ তিন ভারতীয় এজেন্ট

অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫ জন বাংলাদেশী (Bangladeshi) মহিলা সহ তিন ভারতীয় এজেন্টকে গ্রেফতার (Arrest) করা হলো। গ্রেফতার করলো শিলিগুড়ি (Siliguri) মেট্রোপলিটন পুলিসের নিউ জলপাইগুড়ি (Jalpaiguri) থানার পুলিস। এনজেপি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে। এই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস (Police)।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিস। প্রাথমিক তদন্ত করে পুলিস জানায়, ধৃত বাংলাদেশী মহিলাদের কাজের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে এদেশে নিয়ে আসা হচ্ছিল। তাই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে উত্তর দিনাজপুর জেলা হয়ে শিলিগুড়ি পৌঁছয় ওই পাঁচ মহিলা। এরপরই পুলিসের জালে ধরা পড়ে ওই পাঁচ মহিলা।

9 months ago