Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SidharthMalhotra

Kiara Advani: বলিপাড়ায় ফের খুশির খবর, বিয়ের চারমাসের মধ্যেই অন্তঃসত্ত্বা কিয়ারা!

বিটাউনে (Bollywood) আসতে চলেছে ফের খুশির খবর! জোর চর্চা শুরু হয়েছে, অভিনেত্রী কিয়ারা আদবানী (Kiara Advani) নাকি অন্তঃসত্ত্বা (Pregnant)। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি দেখে চারিদিকে এই গুঞ্জন রটেছে যে, তিনি মা হতে চলেছেন। ফলে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, 'খুশির খবর নাকি?' তবে এই খবর কতটা সত্যি কতটা মিথ্যা, তা স্পষ্ট নয়।


কিয়ারার যে ছবি দেখে এই গুঞ্জন রটেছে, সেখানে তাঁর পাশে কার্তিককে দেখা গিয়েছে। আসলে খুব শীঘ্রই কিয়ারা ও কার্তিকের ছবি 'সত্য প্রেম কি কথা' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তার জন্যে দু'জনেই ব্যস্ত। সেই ফাঁকে এক ছবি তোলায় সেখানে কিয়ারাকে দেখা গিয়েছে কমলা রংয়ের এক রাজস্থানি ডিজাইনের ব্লেজার পরে থাকতে। সেই দেখেই নেটিজেনদের মনে হয়েছে, ব্লেজারের ফাঁক দিয়ে যেন তাঁর স্ফীতোদর উঁকি দিচ্ছে। আর এই নিয়েই শুরু হয়েছে কানাঘুষো। নেটিজেনরা প্রশ্ন করছে, 'খুশির খবর নাকি?' অন্য একজন বলছেন, 'মনে হচ্ছে, কিয়ারা সন্তানসম্ভনা।' তবে অনেকেই আবার এই জল্পনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, 'কিয়ারা অন্তঃসত্ত্বা নয়'।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হন কিয়ারা। রাজস্থানের জলসলমেরের সূর্যগড় প্রাসাদে ধুমধাম করে বিয়ে করেন দু'জনে। ফলে বিয়ের চারমাসের মধ্যেই তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে শুরু হয়েছে জোর সমালোচনা।

12 months ago
Sid-Kiara: স্বামীর কর্তব্য পালন করছেন সিদ্ধার্থ, বদলে কিয়ারা কী দিলেন

বলিউডের দম্পতিদের মধ্যে নেটিজেনদের বর্তমান প্রিয় সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। সংক্ষেপে সিড-কিয়ারা। 'শেরশাহ' সিনেমার সেট থেকে তাঁদের সম্পর্ক প্রেমে পরিণত হয়েছিল। লম্বা সময় প্রেম করার পর রাজস্থানে রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন দু'জনে। তারকাদের বিয়ের ছবি-ভিডিও আজও দর্শকদের কাছে স্বপ্নের মতো। দাম্পত্য জীবনেও বেশ খুশি সিড-কিয়ারা। মাঝেমধ্যেই তাঁদের দাম্পত্য যাপনের ঝলক দিয়ে থাকেন নেট দুনিয়ায়।

কিছুদিন আগেই নেট মাধ্যমে ব্রেকফাস্ট টেবিলের ছবি দিয়েছিলেন দুই তারকা। একে অপরকে ব্রেকফাস্ট পার্টনার হিসেবে গ্রহন করেছেন, সেকথা বলেছিলেন। এবার তাঁদের যৌথযাপনের আরও ছবি দিলেন সামাজিক মাধ্যমে। কিয়ারা এবং সিড ঘুরতে গিয়েছেন জাপানে। সেখানে যে সিদ্ধার্থ স্বামীর কর্তব্য পালন করছেন, সামাজিক মাধ্যমে সেই ছবি দিয়েছেন।


সিদ্ধার্থের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবিতে দেখা গিয়েছে অভিনেতার কাঁধে বেশ কিছু শপিং ব্যাগ। ক্যাপশনে লিখেছেন, 'স্বামীর কর্তব্য পালন করছি।' অন্যদিকে কিয়ারা সিদ্ধার্থকে এর জন্য কী উপহার দিলেন জানেন? সিদ্ধার্থের পছন্দের খাবার। ছবিতে সিদ্ধার্থকে সাদা টিশার্টে যথারীতি হ্যান্ডসাম দেখাচ্ছিল।


one year ago
Bollywood: ছবির পর্দায় একসঙ্গে দেখা যাবে সিড-কিয়ারাকে, শ্যুটিং শুরু হতে চলেছে

সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) ভক্তদের জন্য সুখবর। বিয়ের পর এই প্রথমবার এক পর্দায় দেখা যেতে চলেছে দুই তারকাকে। করণ জোহারের প্রযোজনায়, শশাঙ্ক খৈতানের পরিচালনায় তাঁরা নাকি অভিনয় করবেন। ইতিমধ্যেই ছবির (Movie) জন্য সই সাবুদও করে ফেলেছেন তাঁরা। প্রসঙ্গত, 'শেরশাহ' সিনেমার সেট থেকেই প্রেম শুরু হয়েছিল সিড-কিয়ারার। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন তাঁরা। বলিউডের জুটিদের মধ্যে তাঁরা এখন দর্শকদের অন্যতম পছন্দের।

নতুন সিনেমার জন্য প্রস্তুতি শুরু করতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের এই ছবিতে যে অবতারে দেখা যাবে, তেমনটা না কি আগে দেখেননি দর্শক। চলতি বছরের আগস্ট মাস থেকেই সিনেমার শ্যুটিং শুরু হতে পারে। চরিত্রের জন্য খুব তাড়াতাড়ি ওয়ার্কশপ শুরু করতে চলেছেন অভিনেতারা। বিয়ের পর একসঙ্গে ছবি করবেন বলে বেশ উচ্ছসিত সিদ্বার্থ কিয়ারা। ইতিমধ্যেই নানা মহলে তাঁরা একসঙ্গে ছবি করার ইঙ্গিত দিচ্ছেন।

ভিন্ন ভাবেও সিদ্ধার্থ এবং কিয়ারার হাতে এখন অনেক কাজ। কিয়ারাকে দেখা যাবে কার্তিক আরিয়ানের বিপরীতে 'সত্য প্রেম কি কথা' সিনেমায়। অন্যদিকে সিদ্ধার্থকে দেখা যাবে রোহিত শেট্টির 'ইন্ডিয়ান পুলিস ফোর্স' সিনেমায়। তবে এই দুই তারকাকে একই পর্দায় দেখে তাঁদের ভক্তরা যে ভীষণ খুশি হবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

one year ago


Couple: ব্রেকফাস্টে সিদ্ধার্থের পাত্রে 'সুপারম্যান'! সাতসকালে খাচ্ছেন কী অভিনেতা?

বর্তমানে বলিউডের (Bollywood) জনপ্রিয় দম্পতি কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। শেরশাহ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই ছবির সেট থেকেই প্রেম শুরু তাঁদের। যদিও শুরুর দিকে বেশ গোপন রেখেছিলেন সম্পর্ক। বলিউডজুড়ে তখন কেবলই তাঁদের প্রেমের গুঞ্জন। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েন যুগলে। এখন নেটিজেনদের কাছে তাঁরা 'কিউট কাপল' বলে চর্চিত। রবিবারের সকাল চুটিয়ে উপভোগ করছেন দু'জনে। সেই ছবিই শেয়ার করলেন দম্পতি।

শেরশাহ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বাইরে থেকে দেখতে যতই রাফ এন্ড টাফ দেখাক, মনে মনে কিন্তু সিদ্ধার্থ এখনও বছর পাঁচেকের শিশু। অভিনেতার ব্রেকফাস্টের টেবিলেই সেই প্রমাণ পাওয়া যায়। কিয়ারা সিদ্ধার্থের ব্রেকফাস্ট টেবিলের ছবিই শেয়ার করেছেন নেট মাধ্যমে।

শেরশাহ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বাইরে থেকে দেখতে যতই রাফ এন্ড টাফ দেখাক, মনে মনে কিন্তু সিদ্ধার্থ এখনও বছর পাঁচেকের শিশু। অভিনেতার ব্রেকফাস্টের টেবিলেই সেই প্রমাণ পাওয়া যায়। কিয়ারা ব্রেকফাস্ট টেবিলের ছবিই শেয়ার করেছেন নেট মাধ্যমে, ফাঁস করেছেন সিদ্ধার্থের সিক্রেট। রবিবারের সকালে ব্রেকফাস্টে স্বাস্থ্যকর খাবার খেয়েছেন সিদ্ধার্থ। কিয়ারার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে দুধ এবং মুসলি। তবে আসল চমক ব্রেকফাস্টের বাটির আস্তরণে।


সুপারম্যানের আদলে তৈরী ওই বাটিতেই ব্রেকফাস্ট করেন সিদ্ধার্থ। ওই বাটির ছবি শেয়ার করেই কিয়ারা লিখেছেন, 'তাঁর ব্রেকফাস্টের বাটি'। সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, 'আমার ব্রেকফাস্টের সঙ্গী'।


one year ago
Movie: পিছিয়ে গেল সিদ্ধার্থ মালহোত্রার আসন্ন ছবি 'যোধা'র মুক্তির দিন

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার (Sidharth Malhotra) আসন্ন সিনেমা মুক্তির দিন আরও পিছিয়ে গেল। আগে ঠিক ছিল, চলতি বছরে ৭ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু দর্শকদের আরও একটু অপেক্ষা করতে হবে। সিনেমা সমালোচক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে 'যোধা'র মুক্তির দিন পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সাগর আম্ব্রে এবং পুষ্কর ওঝা পরিচালিত 'যোধা' (Yodha) সিনেমাটি মুক্তি পাবে ১৫ সেপ্টেম্বর।

আগেই মুক্তি পেয়েছিল 'যোধা' সিনেমার ট্রেলার। একেবারে অন্য চরিত্রে দেখা যাবে 'শেরশাহ' খ্যাত অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। 'যোধা' নাম শুনেই বোঝা গিয়েছে পুরোদমে একশন দেখা যাবে এই সিনেমায়। নাম ভূমিকায় দেখা যাবে সিদ্ধার্থকে। এই গল্প প্লেন হাইজ্যাকের। দুষ্কৃতীদের দখলে যখন হাওয়াই জাহাজ তখন ত্রাতা হয়ে দেখা দেবেন যোধা। সিনেমায় সিদ্ধার্থের পাশাপাশি দেখা যাবে রাশি খান্না এবং দিশা পাটানিকে।

'যোধা' প্রসঙ্গে সিদ্ধার্থ মালহোত্রা এর আগে বলেছিলেন, 'একজন আর্টিস্ট হিসেবে, তুমি এমন স্ক্রিপ্টে কাজ করতে চাইবে, যা তোমার মধ্যের শিল্পসত্বার সেরাটুকু বের করে আনবে। এটা সত্যিই আমার অপ্রকাশিত একটি অংশ, যার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। জনগণের থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা ম্যাজিকাল। যোধা দর্শকদের জন্য কী রেখেছে তা জানাতে আমি অধীর অপেক্ষায়।'

one year ago


Bollywood: গোপন কথাটি এবার কি প্রকাশ্যে আসবে? ভিডিও পোস্টে ইঙ্গিত কিয়ারার

চলতি বছরের প্রথম থেকেই বিয়ের হিড়িক লেগেছে বলিউডে (Bollywood)। প্রথমে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, তারপর রাজকুমার রাও (Rajkumar Rao), এবং সেই সঙ্গে অবশ্যই কাপুর খানদানের 'চিরাগ' রণবীর কাপুর(Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের বিয়ে সংবাদ শিরোনামে থেকেছে। আর এবার সেই সানাইয়ের সুর নাকি ফের বাজতে চলেছে বলিউডের অপর এক কাপলের ক্ষেত্রেও! অবাক করা হলেও সত্যি। এবার নাকি বিয়ের ফুল ফুটতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আদবানীর (Kiara Advani) জীবনে। যদিও একাধিকবার প্রশ্ন করা হলেও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কখনও সরাসরি স্বীকার করেননি সিদ্ধার্থ-কিয়ারা। কিন্তু এবার কি তবে সেই লুকোচুরি খেলার অবসান ঘটাতে চলেছেন জুটি? অন্তত কিয়ারার ইঙ্গিতে তারই কিছুটা আভাস পাচ্ছে বলি-মহল।

হাজার চেষ্টা করেও গোপন কথাটি আর গোপনে রাখতে পারলেন না কিয়ারা আদবানী। সম্প্রতি নিজের সোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে ক্যাপশনে লিখেছেন, 'বেশিদিন লুকিয়ে রাখতে পারছি না। শীঘ্রই আসছে। সঙ্গে থাকুন, ২ ডিসেম্বর।' আর এই পোস্ট দেখেই কমেন্টের বন্যা ফ্যানেদের। কেউ লিখেছেন, 'বিয়ের তারিখ ঘোষণা করবেন নাকি?' আবার কেউ সরাসরি লিখেছেন, 'বিয়ে করছেন?' এরই মধ্যে কানাঘুষো শোনা গিয়েছে, দিন কয়েক আগেই নাকি সিদ্ধার্থ ও কিয়ারা গিয়ে বিয়ের জায়গাও দেখে এসেছেন। চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসর্টে খোঁজ খবর নিতে গিয়েছিলেন দুজন। তবে সেই সব সাসপেন্সের অবসান ঘটার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২ তারিখ পর্যন্ত।

2 years ago