Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Siddaramaiah

Karnataka: শুরু হল মেয়েদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার প্রকল্প, জানুন....

এক নতুন ও অদ্বিতীয় প্রকল্পের সূচনা করেছে কর্নাটক (Karnataka) সরকার। শুরু হল মেয়েদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা (Free Bus Services) দেওয়ার প্রকল্প ‘শক্তি’র। রবিবার কর্নাটকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল বিনামূল্যের বাস পরিষেবা। বেঙ্গালুরুর বিধান সৌধ-র সামনে এই পরিষেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। উদ্বোধন করেন কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও। এমনকি এদিন বাসে উঠে মহিলা যাত্রীদের মধ্যে গোলাপি টিকিট বিলি করেন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, কর্নাটকে নির্বাচনের আগেই কংগ্রেসের তরফ থেকে ৫ টি প্রতিশ্রুতি দেওয়া হয় সাধারণ মানুষকে। তার মধ্যে একটি অর্থাৎ এই বিনামূল্যে মহিলাদের বাস পরিষেবার প্রতিশ্রুতিটি পূরণ করা হল। এই সফলতাকে কেন্দ্র করে সিদ্দারামাইয়া বলেন, “আমি আশা করব, আগের তুলনায় মহিলারা আরও বেশি সংখ্যায় সরকারি বাসে চড়বেন।”

11 months ago
Karnataka: রাহুল গান্ধীর উপস্থিতিতে কর্নাটকে শপথবাক্য পাঠ করলেন সিদ্দারামাইয়া, শপথ ৮ মন্ত্রীরও

অবশেষে দীর্ঘ জল্পনার পর কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা সিদ্দারামাইয়া (Siddaramaiah)। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী হয়ে শপথগ্রহণ করলেন ডিকে শিবকুমার (DK Shivakumar)। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহের মধ্যেই কর্নাটক নতুন মুখ্যমন্ত্রী পেল। এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসলেন সিদ্দারামাইয়া।

শনিবার এই শপথগ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। তাঁদের শপথবাক্য পাঠ করান কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। এদিন শুধুমাত্র মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর শপথগ্রহণ ছিল না, তাঁদের পাশাপাশি একাধিক বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন আজ। সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমার ছাড়াও ক্যাবিনেট মন্ত্রী হিসাবে যাঁরা শপথ নিয়েছেন তাঁরা হলেন- ড. জি পরমেশ্বরা, কেজি জর্জ, কে এইচ মুনিয়াপা, সতিশ জারকিহোলি, জমীর আহমেদ, রামালিঙ্গা রেড্ডি, প্রিয়ঙ্ক খড়গে ও এমপি পাটিল। মোট আট জন বিধায়ক শনিবার কর্নাটকে শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে শপথ নেন। এখনও পর্যন্ত আরও ২৪ জন মন্ত্রীর নাম দেওয়া বাকি রয়েছে কংগ্রেসের তরফে।

এদিন কর্নাটকের নতুন মুখ্য়মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তাঁর বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তবে সোনিয়া গান্ধী এই অনুষ্ঠানে যেতে পারেননি। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রিত করা হলে এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তিনি। তবে তাঁর জায়গায় প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। উল্লেখ্য, গত শনিবার ২২৪ আসনের কর্নাটক বিধানসভার ফল ঘোষণা হয়। অনেক বেশি আসন পেয়ে দক্ষিণী এই রাজ্যে সরকার গঠন করে কংগ্রেস। এবারের ভোটে মোট ১৩৫টি আসন জিতেছে হাত শিবির। বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৬। মাত্র ১৯ টি আসন পেয়েছে জেডি(এস)।

12 months ago