Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ShivaTemple

Tungnath: ৫-৬ ডিগ্রি হেলে গিয়েছে বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির! নেপথ্যে কী কারণ

ধীরে ধীরে হেলে পড়ছে বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির (Shiva Temple)। এএসআই বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey of India) একটি সমীক্ষায় জানা গিয়েছে, উত্তরাখণ্ডের বিখ্যাত শিব মন্দির তুঙ্গনাথ মন্দির ৫-৬ ডিগ্রি হেলে গিয়েছে। আবার তার আশেপাশের ছোট ছোট স্থাপত্যগুলো ১০ ডিগ্রি করে হেলে গিয়েছে। আর এই ঘটনা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে এএসআই।

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার 'তুঙ্গনাথ' বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির হিসেবে পরিচিত। গাড়োওয়াল হিমালয়ের কোলে প্রায় ১২ হাজার ৮০০ ফুট উঁচুতে অবস্থিত এই মন্দির। আর এই স্থাপত্য নিয়ে সম্প্রতি সমীক্ষা চালান এএসআই-এর আধিকারিকরা। তবে এর নেপথ্যে কী কারণ, তা জানতে তৎপর এএসআই-এর আধিকারিকরা। ইতিমধ্যে বিষয়টি কেন্দ্রকেও জানানো হয়েছে।

সংবাদমাধ্যমকে এএসআই কর্তৃপক্ষ জানিয়েছে, তুঙ্গনাথ মন্দিরকে সুরক্ষিত সৌধের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আবেদন করা হয়েছে কেন্দ্রের কাছে। এএসআই সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। এএসআই-এর আধিকারিক মনোজ কুমার সাক্সেনা জানিয়েছেন, মন্দির হেলে পড়ার কারণ খুঁজে দেখা হচ্ছে। তিনি জানিয়েছেন, প্রথমত কেন তুঙ্গনাথ মন্দির হেলে গিয়েছে, তার কারণ খুঁজে বার করতে হবে। এর পর প্রয়োজন মতো মেরামত করা হবে। ভালোভাবে খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এএসআই আধিকারিকরা প্রাথমিক ভাবে অনুমান করেছেন, ওই অঞ্চলের মাটি বসে যাওয়ার কারণে মন্দির হেলে যেতে পারে। মন্দিরের ভিত্তিপ্রস্তর ক্ষতিগ্রস্ত হলে তা বদলানোর ভাবনাও রয়েছে এএসআই-এর। আপাতত বর্তমানে মন্দিরের গায়ে একটি স্কেল বসানো হয়েছে। যা দেখে বোঝা যাবে মন্দির ঠিক কতটা হেলেছে।

11 months ago