Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Shimla

Shimla: প্রবল বর্ষণে ধস, মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল শিবমন্দির, মৃত কমপক্ষে ৯ পুণ্যার্থী

প্রবল বর্ষণের জেরে ভেঙে পড়ল হিমাচলপ্রদেশের (HimachalPradesh) সিমলার (Shimla) শিবমন্দির (Shiv Temple)। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জন পুণ্যার্থীর। সূত্রের খবর, আজ অর্থাৎ সোমবার সকালে মন্দিরে পুজো চলাকালীন ধসে ভেঙে পড়ে মন্দিরটি। মন্দিরের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁদের। আরও অনেকজন এই ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেv বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি জানিয়েছেন, উদ্ধারকার্য চলছে, চাপা পড়ে যাওয়া পুণ্যার্থীদের উদ্ধার করার কাজ চলছে। এখনও পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ থেকেই অনবরত বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত হিমাচলপ্রদেশ। বিশেষ করে গত ২৪ ঘণ্টায় অত্যধিক পরিমাণে বৃষ্টি হয়। এরপরই আজ সকালে সামার হিল এলাকার কাছে অবস্থিত শিব মন্দিরে ধস নামে ও মুহূর্তের মধ্যে চাপা পড়ে যায় একাধিক পুণ্যার্থী। তড়িঘড়ি সেই জায়গায় পৌঁছে গিয়েছে রাজ্য পুলিস ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেখানে উদ্ধার কার্য শুরু হয়েছে।

সূত্রের খবর, সোমবার শ্রাবণ মাসের পুজোর জন্য সিমলার সেই মন্দিরে প্রায় ৫০ জন জমায়েত ছিলেন। আর সেই সময়েই হঠাৎ নামে ধস। ঘটনার পরই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি জানিয়েছেন, মন্দিরের ধ্বংসাবশেষের নীচে প্রায় ২০-২৫ জন পুণ্যার্থী চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

9 months ago
Shimla: ৭৫ হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনতাই বাঁদরের! টাকা ছিঁড়ে, উড়িয়ে বাঁদরামি

টাকা ছিনতাই মানুষের জন্য বড়সড় অপরাধ। কিন্তু এই কাজ যদি বাঁদর করে তাহলে আইপিসির কোন ধারায় মামলা? এই প্রশ্ন এখন ঘুরছে সিমলার (Shimla) আকাশে-বাতাসে। জানা গিয়েছে, ফোন বিলের টাকা জমা দিতে গিয়ে এক বাঁদরের (Monkey) খপ্পরে পড়েন এক ব্যাক্তি। তাঁর হাতের ব্যাগে ছিল ৭৫ হাজার টাকা। যে রাস্তা দিয়ে ওই ব্যক্তি যাচ্ছিলেন, সেই রাস্তার পাশেই বসে ছিল এক দল বাঁদর। সেই দলের মধ্যে থেকে এক বাঁদর আচমকাই ওই ব্যক্তির উপর হামলা করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে (Bag Snatching) নিয়ে। তারপরেই উঁচু জায়গায় উঠে বসে।

ব্যাগভর্তি টাকা হাত থেকে ছিনতাই হতেই চিৎকার জুড়ে দেন ওই ব্যক্তি। সেই চিৎকার শুনে লোকজন ছুটে আসেন। স্থানীয়রা দেখেন, অফিসের ছাদে বসে সেই টাকা নিয়ে খেলছে 'ছিনতাইবাজ' বাঁদর। কিছু টাকা ছাদের উপর থেকে নীচে ফেলছেও। এই বাঁদরামি দেখে ততক্ষণে আরও কয়েকটি কৌতূহলী বাঁদর সেখানে জুটে যায়। নীচে দাঁড়িয়ে অসহায়ের মতো সেই দৃশ্য দেখছিলেন সবাই।

যদিও অফিসের ছাদে কয়েক জন উঠে বাঁদরের হাত থেকে সেই ব্যাগ কে়ড়ে নেওয়ার চেষ্টা করতে, আরও উঁচুতে লাফ মারে সেই বাঁদর। নিচে হৈচৈ জুড়ে যাওয়ায় কিছুটা ভয় পেয়ে ব্যাগটি কার্নিসেই রেখে এলাকা ছাড়ে ওই বাঁদরের দল। এরপর টাকার ব্যাগ উদ্ধারের পর দেখা যায়, ৭৫ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা গায়েব।

one year ago