Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SharukhKhan

World Cup: ভারতে একদিনের বিশ্বকাপের আসর, প্রচারে শাহরুখ ছাড়া আরও কারা!

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ।  ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। শুরু হয়েছে জোড় প্রচার। দেশের বিশ্বকাপে মিলে গেল খেলা আর বিনোদনের দুনিয়া। আইসিসি বিশ্বকাপের প্রচারে দেখা গেল বলিউড বাদশাহ শাহরুখ খানকে।

বিশ্বকাপের ক্যাচলাইন রাখা হয়েছে ‘ইট টেক্‌স ওয়ান ডে’। শাহরুখ ছাড়াও প্রচারে দেখা যাবে শুভমন গিল, প্রাক্তন ক্রিকেটার জেপি ডুমিনি, দীনেশ কার্তিক সহ প্রমুখদের। ইতিমধ্যেই ভিডিয়ো প্রকাশ করে প্রচারের ঝলক শেয়ার করেছে আইসিসি। দশর্কদের আবেগের নয়টি দফাও রাখা হয়েছে বিশ্বকাপের থিমে।

উল্লেখ্য, ২৬ জুন আইসিসি বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয়। পৃথিবী থেকে এক লক্ষ ২০ হাজার ফিট উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে ট্রফিটিকে লঞ্চ করা হয়। সেই ট্রফিটি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে। এখন বিশ্ব সফরে রয়েছে ওয়ার্ল্ড কাপ ট্রফিটি। মোট ১৮ টি দেশ ভ্রমণ করবে ট্রফিটি।

10 months ago
Shahrukh: আম্বানির অনুষ্ঠানে প্রিয়াঙ্কার সঙ্গে নিক!সাক্ষাৎ এড়াতে কি গরহাজির শাহরুখ

শুক্রবার বাণিজ্য নগরী মুম্বইতে বসেছিল চাঁদের হাট। নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড থেকে হলিউডের তাবড় অভিনেতারা উপস্থিত ছিলেন। বিদ্যা বালন থেকে রজনীকান্ত সকলেই ধরা পড়েছিলেন পাপারাৎজিদের ক্যামেরায়। স্বামী নিককে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সন্তানদের নিয়ে উপস্থিত ছিলেন গৌরী খান। তবে দেখা যায়নি শাহরুখকে। পাপারাৎজিরা তাঁকে দেখতে ব্যাকুল হয়ে উঠলেও গরহাজির রইলেন কিং খান। আম্বানি পরিবারের অনুষ্ঠানে শাহরুখের অনুপস্থিতিতে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সাক্ষাৎ এড়াতেই এলেন না শাহরুখ? 

সেও এক সময় ছিল যখন বলিউডে কান পাতলেই শাহরুখ ও প্রিয়াঙ্কার সম্পর্কের গুঞ্জন শোনা যেত। ২০১০ সালে ফারহান আখতারের সিনেমা 'ডন'-এ একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ-প্রিয়াঙ্কাকে। ২০১১ সালে সেই সিনেমার সিক্যুয়েলে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। এই সময় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়।  প্রকাশ্যে বহুবার একসঙ্গে ক্যামেরায় ধরা পড়েছেন তাঁরা। কখনও রেস্তোরাঁর বাইরে আবার কখনও আইপিএল ময়দানে প্রিয়াঙ্কাকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে।


সমাজমাধ্যমে তখন জোর জল্পনা গৌরী খানের সঙ্গে বিবাহ বর্তমান থাকতেও প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ খান? একাধিক ঘটনায় দুয়ে দুয়ে চার করেন ভক্ত থেকে নেটিজেনরা। 'ডার্টি লন্ড্রি' বলে এক অনুষ্ঠানে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে একটি জ্যাকেট পরে যান প্রিয়াঙ্কা এবং বলেন 'এটি আমার এয়ারপোর্ট জ্যাকেট। তবে জ্যাকেটটি আসলে আমার প্রাক্তনের।' ভক্তরা স্মৃতি থেকে ধরে ফেলেন ঠিক সেইরকম একটি জ্যাকেটেই দেখেছেন শাহরুখকে।

গুঞ্জন রটেছে আরও। শোনা যায়, টরোন্টোতে গিয়ে বিয়ে সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া ও শাহরুখ। শোনা যায়, তাঁদের সম্পর্কের গুঞ্জন কানে যায় গৌরী খানের। তিনিই নাকি সাবধান করেন শাহরুখকে। এমনকি শোনা যায়, পরিচালক করণ জোহর, যে কিনা গৌরী খানের ঘনিষ্ঠ, তাঁরা প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে যায়। এই কারণেই বলিউডে আর তেমন সিনেমা করতে পারেননি প্রিয়াঙ্কা। শাহরুখের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি হলিউড চলে যেতে বাধ্য হন প্রিয়াঙ্কা।

                                                                    

one year ago
Priyanka: কমফর্ট জোন থেকে বেরোতে চান প্রিয়াঙ্কা,' প্রাক্তন' শাহরুখকে ঘুরিয়ে ঠেস?

বলিউড থেকে বেড়িয়ে হলিউডে আসর জমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক তারকা হিসাবে ইতিমধ্যে খ্যাতিলাভ করেছেন পিগি চপস। পর্দার সামনে তাঁর দীর্ঘ কর্মজীবনে এই প্রথম একজন পুরুষ শিল্পীর সমান পারিশ্রমিক পেয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। নেপথ্যে হলিউডে অভিনয়। এই খ্যাতি কি অর্জন করতে পারতেন না বলিউড বাদশা শাহরুখ খান? তাঁকে এক সাক্ষাত্কারে এই প্রশ্ন করা হলে, তিনি সোজা বলেন, 'হলিউডে যেতে আমি একদম ইচ্ছুক নই। আমি বলিউডেই খুব ভালো আছি।' 

সিটাডেলের প্রচারে ভারতে আসা প্রিয়াঙ্কা একই প্রসঙ্গে জানান, 'আমি বলিউড থেকে হলিউডে যেতে চাই। স্বস্তির জীবন আমার জন্য নয়। আরাম আমার ভালে লাগে না।' দেশী গার্লের জবাব, 'তাঁকে নিয়ে লোকে যা-ই মনে করুক না কেন, তা নিয়ে তিনি একদম ভাবেন না। যদি কাজ করার ইচ্ছে হয়,তবে সবসময় তিনি অডিশন দিয়ে লড়তে রাজি আছেন।' 

এ প্রসঙ্গে উল্লেখ্য, একসময় বলিউডে কান পাতলেই প্রিয়াঙ্কা-শাহরুখের রোমান্স চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যদিও বিষয়টা এখনও গুঞ্জনের পর্যায়ে। কিন্তু কমফর্ট জোন নিয়ে করা প্রিয়াঙ্কার মন্তব্য কি আদতে শাহরুখকে ঠেস? উত্তর খুঁজছে টিনসেল টাউন।  


one year ago


Gauri: গৌরীকে দেওয়া প্রথম ভ্যালেন্টাইনস গিফট কী? জবাব শুনুন শাহরুখের মুখে

একশো, পাঁচশো পেরিয়ে বক্স অফিস কালেকশনের নিরিখে আপাতত হাজার কোটির ক্লাবের দিকে ছুটছে পাঠান (Pathaan Movie)। অনেকদিন পর মান্নতের অন্দর মহলে দখিনা বাতাস। তাই বলিউডে 'প্রেমের কিং'ভ্যালেন্টাইনস ডে-তে টুইটারে দেখা দিলেন। ঘন ঘন টুইটারে আসতে দেখা গিয়েছে শাহরুখ খানকে (Shahrukh Khan)। ভ্যালন্টাইনস ডে'র (Valentines Day) দিনে শাহরুখের কী পরিকল্পনা? সেই নিয়ে 'আস্ক মি এনিথিং সিজনে' চর্চায় মাতলেন বলিউডের বাদশা।

তাঁর এক অনুরাগী জানতে চান প্রথম ভ্যালেন্টাইনস ডে'র দিনে গৌরীকে প্রেম দিবস কী উপহার দেন শাহরুখ খান? জবাব শাহরুখ বললেন, 'অনেক বছর আগে ভ্যালেন্টাইনস ডে-তে গৌরীকে গোলাপি রঙের প্লাস্টিকের দুল কিনে দিয়েছিলাম।'

এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তাঁর আগামী ছবি ‘জওয়ান’-এর শুটিং নিয়ে। তারপর শুরু হবে পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে শেষ করবেন ‘ডাংকি’ ছবির শুটিং।

one year ago
Pathaan: রিলিজের একদিন! এক বিশেষ সংগঠনের উদ্যোগে পুণের প্রেক্ষাগৃহে সরলো পাঠান পোস্টার

২৫ জানুয়ারি অর্থাৎ বুধবার মুক্তি পাচ্ছে বহু অপেক্ষিত ছবি 'পাঠান' (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত এই ছবির জন্য বহুদিন ধরেই অপেক্ষায় বসে ভক্তমহল। ইতিমধ্যেই প্রথম দিনের আগাম বুকিং-র সংখ্যার কাছে হার মেনেছে বহু বিগ বাজেটের বলিউডি ছবি। দীর্ঘ চার বছর বিরতির পর কিং খানের বড় ধামাকার জন্য প্রহর গুনছেন অনুরাগীরা। তার মধ্যে সিনেমা মুক্তির একদিন আগে মঙ্গলবার পুণেতে এক প্রেক্ষাগৃহের সামনে থেকে খুলে ফেলা হল ছবির পোস্টার। এর পিছনে রয়েছে এক সংগঠন।

ছবির প্রথম গান রিলিজ হওয়া থেকেই সেই সংগঠন প্রতিবাদ দেখাতে শুরু করছিল। ভক্তদের উন্মাদনা বাড়াতে পুণের রাহুল থিয়েটারের বাইরে বাদশার ফ্যান ক্লাবের তরফে টাঙানো হয়েছিল পাঠানের বড় পোস্টার। সেই পোস্টার প্রথমে সরিয়ে ফেলার দাবি জানায় সেই সংগঠন। তারপর নিজেরাই প্রেক্ষাগৃহের সামনে থেকে খুলে দেয় ‘পাঠান’-এর পোস্টার। ক্যামেরায় ধরা পড়ে সেই গোটা ঘটনা।

উল্লেখ্য, দীপিকার গেরুয়া মনোকিনিই নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। গেরুয়া রংয়ের দীপিকার মনোকিনি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বলে অভিযোগ করে কয়েকটি সংগঠন। নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে 'বয়কট পাঠান' ট্রেন্ড। শাহরুখ-দীপিকার কুশপপুতুল দাহ করেও পাঠানের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়ানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে।

অন্যদিকে, রিলিজের দিন যতই এগিয়ে আসছিল ‘পাঠান’ নিয়ে শাহরুখ-ভক্তদের উন্মাদনা তুঙ্গে ছিল। এর আগেও শাহরুখ-দীপিকা জুটি একাধিক সুপাহিট সিনেমা উপহার দিয়েছে। রিপোর্ট বলছে, এটা হয়তো এই জুটির এযাবৎকাল সবথেকে বড় হিট হতে পারে।

one year ago


Pathan: প্রযোজকের ঘরে পাঠান বাণিজ্যে বসতে লক্ষ্মী, প্রাথমিক ব্যবসায় বিশ্ব রেকর্ডের সম্ভাবনা

প্রসূন গুপ্ত: ভারতবর্ষের সিনেমার ইতিহাসে বাণিজ্যিক প্রশ্নে বহু রেকর্ড আছে। ৭০ দশকের গোড়ায় 'তালাশ' নামে একটি হিন্দি ছবিতে ১ কোটি টাকা ঢালা হয়। তখনকার দিনে এই খরচ অভূতপূর্ব। টাকা কোনওমতে প্রযোজক তুলেছিলেন বটে, কিন্তু লাভের মুখ দেখতে পারেনি। এরপর রাজ কাপুর, 'মেরে নাম জোকার'  প্রায় ২ কোটি টাকা খরচ করে তৈরি করে দেউলিয়া হয়ে যান। আজকের দিনে ওসব এক কোটি-দু'কোটিতে সম্ভবত বাংলা ছবিও হয় না। আজকের দিনে প্রযোজক কয়েকশো কোটি ঢালে সিনেমায়। এ বিষয়ে অগ্রগণ্য অবশ্য দক্ষিণ ভারতীয় ছবি। কিন্তু খুব পিছিয়ে নেই হিন্দি সিনেমাও। এখন নাকি অক্ষয় কুমার একটি ছবির জন্য দাবি করেন ১২০ কোটি টাকা! খুব পিছিয়ে নেই শাহরুখ খান। প্রায় ৫ বছর বাদে তাঁর নতুন ছবি 'পাঠান' রিলিজ করতে চলেছে আগামী সপ্তাহে। টিকিট বিক্রির ট্রেন্ডে পরিষ্কার ছবির বাণিজ্যে নাকি লক্ষ্মী বসতে চলেছে।

১৯৭৫-এ হিন্দি ছবির বক্স অফিসে বিপ্লব এনে 'শোলে' রিলিজ করেছিল। প্রায় ৪ ঘন্টার ছবি। সেই সময় সারা ভারতে ৫ দিন আগে থেকে টিকিট বিক্রি হতো এবং ৩টি শো মিলিয়ে প্রেক্ষাগৃহে 'হাউস ফুল' বোর্ড ঝুলতো। এরপর এরকম রেকর্ড ব্রেকিং ওপেনিং করেছে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙে বা ডিডিএলজি।

কিন্তু সেসব ছবির টিকিট বিক্রি আজ পাঠানের কাছে ক্ষুদ্র মাত্র। এই মুহূর্তে খবর ৩টি ভাষায় রিলিজ করছে পাঠান। হিন্দি, তামিল ও তেলেগুতে এবং সারা বিশ্বে সাব টাইটেল করে রিলিজ করছে একইসঙ্গে। বিদেশে বিক্রি সব থেকে বেশি নাকি ব্রিটেন এবং জার্মানিতে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে টিকিট বিক্রি শুরু হয়েছে। মাল্টিপ্লেক্সে মূলত সিঙ্গল স্ক্রিনে ইতিমধ্যে ৯০ হাজার টিকিট বিক্রি হয়। সর্বোচ্চ মূল্য শোনা যাচ্ছে ২ হাজার টাকারও বেশি। প্রথম দিনের শোতে যশরাজ ফিল্মসের ঘরে আসতে পারে ২৫ থেকে ৩০ কোটি টাকা। পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানান, 'পাঠান' এক বাণিজ্যিক বিপ্লব নিয়ে আসছে ভারতের বাজারে।

প্রথম সপ্তাহে বক্স অফিসে ঢুকতে পারে ৩০০ কোটি টাকার বেশি। শাহরুখ কিন্তু চুপচাপ। কী হবে বা হতে পারে, তা নিয়ে রা কাটছেন না। যদি সত্যি এ ঘটনা ঘটে, তবে ভারতীয় সিনেমায় এ এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। যদিও দর্শকদের আগাম একটিই আফসোস যে 'বেশরম রং' গানটি সেন্সর কোপে ছবিতে দেখা যাবে না।

one year ago
Pathan: মুক্ত পাঠানের ট্রেলর! কতটা নজর কাড়লেন বলিউডের বাদশা

প্রসূন গুপ্ত: শাহরুখ খান কি বয়সের কারণে চরিত্র চিত্রন পাল্টিয়ে ফেলছেন, এমনটাই প্রশ্ন শাহরুখ ভক্তদের। বলিউড বাদশা  তো সিনেমায় এসেছিলেন রাজেশ খান্না পরবর্তী রোমান্টিক নায়ক হিসাবে। শাহরুখের কয়েক বছর আগের ছবিগুলি তার প্রমাণ। নায়িকা ছিলেন প্রথম দিকে জুহি চাওলা, কাজল, মাধুরী দীক্ষিত অথবা রানি মুখার্জী। এই নায়িকারা আজ প্রাক্তন, কেউ বা ঘোর সংসারী। নায়িকাদের এটাই সমস্যা, বয়স বাড়ার সঙ্গে নায়িকা চরিত্র থেকে বিদায় নিতে হয়। একসময় রেখা, হেমামালিনী কিংবা শর্মিলা ঠাকুর বা রাখী প্রমুখদের বিশাল বাজার ছিল ওই ৭০-৮০-র দশকে। পরে হেমা বা রাখী মায়ের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আজকাল জুহি, মাধুরীদের প্রযজোকরা নিতে চাইছেন না, যদি না তেমন চরিত্র থাকে।

রাজ কাপুর থেকে আজকের শাহরুখ বা সলমনের বয়স বাড়লেও তাঁদের বয়স অনুযায়ী চরিত্র তৈরি হচ্ছে। তাঁরা অনায়াসেই হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে অভিনয় করছেন।  ইদানিং শাহরুখের নিয়মিত নায়িকা যেমন দীপিকা পাডুকোন।

গত ৩-৪ বছরের বেশি সময়ে শাহরুখ আর রোমান্টিক নায়কের চরিত্রে অভিনয়ে নেই এবং ইচ্ছেটা চলে গিয়েছে নেতিবাচক চরিত্র করার। তবে স্বদেশ, চাক দে ইন্ডিয়া বা দিয়ার জিন্দেগির মতো ছবিতেও প্রশংসনীয় অভিনয় কিং খানের।

সাম্প্রতিক শাহরুখের ছবিগুলো দেখলেই বোঝা যাবে ডন -২, রইস, হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি ছবিতে শাহরুখের চরিত্রগুলো দেখুন। ডনে বিশ্ব অপরাধ জগতের মানুষ। রইসে মাফিয়া, হ্যাপি নিউ ইয়ারে চোর ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্ন থাকতেই পারে এগুলি কি নেতিবাচক চরিত্র? মোটেই কিন্তু তা নয়।

ছবির শেষে দেখা যাচ্ছে শাহরুখ দর্শকের সেন্টিমেন্ট পাচ্ছেন। 'পাঠান' ছবিও প্রায় সেরকম। যতই রাজনৈতিক চাপ আসুক পাঠানের গান ঘিরে। ছবির চিত্রনাট্যে পাঠান কিন্তু দেশপ্রেমী। তাঁকে সম্ভবত কোনও নির্মম কাজের জন্য বনবাসে পাঠানো হয়। পরে আসে জন আব্রাহামের নেতৃত্বে একটি সন্ত্রাসবাদী দল ভারতে বড়সড় নাশকতা ঘটাতে প্রস্তুত। তখন পাঠানকে ফেরায় ভারতীয় গোয়েন্দা বিভাগ। পাঠানরূপী শাহরুখ দেশকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে। এটাই ট্রেলার দেখে বোঝা গিয়েছে পাঠানের মূল চিত্রনাট্য। নিঃসন্দেহে জমজমাট অ্যাকশন ছবি, সঙ্গে অবশ্যই লাস্যময়ী দীপিকার সঙ্গে রোমান্স। এবারে অপেক্ষা বড় পর্দায় পাঠান মুক্তির।

one year ago
Sharukh: কিছুদিন আগে গিয়েছেন মক্কায়! এবার পাঠান মুক্তির আগে বৈষ্ণোদেবী দর্শনে শাহরুখ

জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে কিং খান অভিনীত ছবি পাঠান (Pathaan)। বহু প্রতীক্ষিত এই ছবির প্রচার নিয়ে জল্পনা বেশ তুঙ্গে। শাহরুখ খান (Shah Rukh Khan) নিজে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে তাঁর আপকামিং সিনেমার খুটিনাটি সকলের সামনে তুলে ধরছেন। এককথায় বলিউড বাদশা বেজায় সক্রিয় হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সোমবার সকালে মুক্তি পায় 'পাঠান' ছবির প্রথম গান। সেকারণে গান মুক্তির আগে ভগবানের আশীর্বাদ নিতে বৈষ্ণোদেবীতে (Vaishno Devi Temple) পৌঁছলেন অভিনেতা। কিছুদিন আগে তাঁকে মক্কায় দেখা গিয়েছিল।

একটি ভিডিও নেটপাড়ায় খুব ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কালো রঙের হুডি জ্যাকেটে মুখ ঢেকে বৈষ্ণোদেবী দর্শনে যাচ্ছেন এক ব্যক্তি। আর তাঁর চারপাশে রয়েছে বডিগার্ড। শাহরুখ ভক্তরা মুহূর্তের মধ্যে চিনে ফেলেন ওটা কে? যদিও আগাম কোনও বার্তা দেয়নি বাদশাহ। কেউ যাতে চিনতে না পারে তাই নিজেকে একপ্রকার লুকিয়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে বৈষ্ণোদেবীতে পৌঁছে যান শাহরুখ খান।

উল্লেখ্য, সেই ভিডিও এখন যথারীতি সামাজিক মাধ্যমে ভাইরাল। পাশাপাশি নজরে রয়েছে পাঠান ছবির প্রথম গান। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করছেন কিং খান। তার সঙ্গে এই বৈষ্ণোদেবী দর্শনের ভিডিয়ো সামনে আসতে এক প্রকার ভক্তদের মন্তব্য, তবে কি বড় ইনিংসের আগেই আশীর্বাদ নিয়ে আসলেন শাহরুখ? চার বছর পর পর্দায় ফেরা, তাই উত্তেজনা উদ্বেগ দুই বর্তমান হওয়া খুব স্বাভাবিক বিষয়। ২৫ জানুয়ারি বড় পর্দায় আসছে শাহরুখ খানের ছবি পাঠান।

one year ago


Hasan Minhaj: মান্নত গিয়েও শাহরুখের পাত্তা পেলেন না মার্কিন কমেডিয়ান হাসান মিনহাজ, তারপর

শাহরুখ (Shahrukh Khan) পাত্তা দেননি আমেরিকার কৌতুকশিল্পী (Comedian) হাসান মিনহাজকে (Hasan Minhaj)। এমনই পোস্ট করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন নেটপাড়ায় (Social Media)। ঘটনাটি হচ্ছে হাসান, কিং খানের একজন বড় ভক্ত। আমেরিকা থেকে বেঙ্গালুরুতে পরিবারের কাছে ফিরে, তিনি ঠিক করেছিলেন এবার মুম্বই গিয়ে শাহরুখের সঙ্গে দেখা করবেন। যেমন ভাবনা, তেমন কাজ।

পরিবারের সঙ্গে দেখা করেই পাড়ি দেন মুম্বই। বলিউড বাদশাকে ফোনে না পেয়ে একেবারে হাজির হন মন্নতের সামনে। তখনও শাহরুখের সঙ্গে যোগাযোগ করতে না পেরে মন্নতের গেটের সামনেই বসে পড়েন তিনি। এরপরই ওই ছবি পোস্ট করে একটি মজাদার বাক্য লেখেন। যা নিয়ে শুরু হয় আলোচনা।

View this post on Instagram

A post shared by Hasan Minhaj (@hasanminhaj)

জনপ্রিয় এই কৌতুকশিল্পীকে দেখা গিয়েছে, শাহরুখের বাংলোর বাইরে বসে রয়েছেন। ক্যাপশনে লেখা, ‘শাহরুখ পাত্তা দিলেন না।’ যা দেখে হাসির রোল নেট দুনিয়ায়। কেউ কেউ বলছেন, কিছুদিনের জন্য এসেও মানুষকে আনন্দে রাখার সুযোগ ছাড়লেন না।

2 years ago
Mannat: মান্নতেও উড়ল জাতীয় পতাকা, প্রধানমন্ত্রীর আহ্বানে সপরিবার শাহরুখ খানের সাড়া

মোদী সরকার গৃহীত হর ঘর তেরঙা কর্মসূচির অংশ হলের শাহরুখ খান। রবিবার সপরিবারে মান্নতের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখে গিয়েছে কিং খানকে। সেই উত্তোলিত পতাকার সামনে ছবিও তুলেছেন শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান খান এবং আব্রাম খান। সেই ছবি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। 

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ১৩-১৫ অগাস্ট হর ঘর তেরঙা কর্মসূচি নিয়েছে মোদী সরকার। সেই কর্মসূচির অংশ হতে দেখা গিয়েছে আমির খানকেও। এদিন ট্যুইটারে পোস্ট করা ভিডিওয় দেখা গিয়েছে আকাশের সঙ্গে রং মিলিয়ে সাদা জামা পরে সারি দিয়ে দাঁড়ালেন খান পরিবারের সদস্যরা। স্বাধীনতা দিবসের আগের দিন মন্নত-এর ছাদে উড়ল জাতীয় পতাকা।

বিশাল পতাকার নীচে সেই পারিবারিক উদ্‌যাপনের ছবি ভাগ করেছেন গৌরী খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে দেশপ্রেম অনুভব খান পরিবারের। সোশাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে সকলের উদ্দেশে গৌরী লিখেছেন, ‘শুভ স্বাধীনতা দিবস’। তবে চার জনের মাঝে মেয়ে সুহানা খানের অনুপস্থিতি টের পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ব্যস্ততার জেরেই এই বিশেষ মুহূর্তে তিনি পরিবারকে সময় দিতে পারেননি। জোয়া আখতারের পরিচালনায় তাঁর প্রথম বলিউড ছবি ‘দ্য আর্চিস’ এর শ্যুটিংয়ে রয়েছেন শাহরুখ-কন্যা।

2 years ago