Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Shantanu

High Court: মহাসংঘের দায়িত্ব নিয়ে টানাপোড়েন, হাইকোর্টের দ্বারস্থ শান্তনু ঠাকুর

লোকসভা নির্বাচনের আবহেই মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে টানাপোড়েন। যার কারণে আদালতের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সংশোধিত নাগরিকত্ব আইন চালু হওয়ার পর থেকেই দ্বিধাবিভক্ত হয়েছে সংঘ পরিবার। এবার মহাসংঘের দায়িত্ব নিয়েও পারস্পরিক বিরোধিতা গড়াল আদালত পর্যন্ত।

প্রসঙ্গত, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে মতুয়া সম্প্রদায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিল করে দেয় পুলিস। যার ফলে আদালতের দ্বারস্থ শান্তনু। আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় মামলার করার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে দ্বারস্থ হন। আগামী বুধবার মামলার শুনানির সম্ভবনা।

2 months ago
Rajghat: রাজঘাটে পকেটমারির শিকার সাংসদ শান্তনু সেন, খোয়া গেল মোবাইল

রাজঘাট থেকে চুরি শান্তনু সেনের মোবাইল ফোন। সোমবার এই অভিযোগ জানিয়ে নিজেই তার সোশ্যাল মাধ্যমে পোস্ট করেন তিনি। সূত্রের খবর, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সোমবার এবং মঙ্গলবার দুদিনই দিল্লিতে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হোন তিনি। অভিযোগ, সোমবার রাজঘাটে প্রতিবাদ কর্মসূচিতেই তার মোবাইল ফোনটি পকেটমারি হয়। এরপরেই তিনি তার সোশ্যাল মাধ্যমে অর্থাৎ ফেসবুকে একটি পোস্ট করে এ ঘটনা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাজঘাট থেকেই তার বিদেশি কোম্পানির মোবাইলটি পকেটমারি হয়। এরপর অবশ্য সিএন ডিজিটাল এর পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

7 months ago
Bangaon: 'স্বচ্ছ ভারত, সুস্থ ভারত', বনগাঁ স্টেশনে ঝাঁটা হাতে দুর্নীতি মুক্ত বাংলা গড়ার ডাক শান্তনু ঠাকুরের

'রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক' দুর্নীতি মুক্ত বাংলা গড়তেই হবে। মোদীজীর 'স্বচ্ছ ভারত, সুস্থ ভারত'-কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের গলায় শোনা গেল এমন সুর। সেপ্টেম্বরের শেষ রবিবারের মন কি বাত অনুষ্ঠানে গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে স্বচ্ছতা হি সেবা অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ অক্টোবর প্রকল্প এগিয়ে নিয়ে যেতে সারাদেশ জুড়েই চলেছে স্বচ্ছ ভারত মিশন-এর কাজ। তারই উদ্দেশ্যে এদিন বনগাঁ স্টেশনে ঝাঁটা হাতে নোংরা, আবর্জনা পরিষ্কার করতে দেখা গেল শান্তনু ঠাকুরকে।

স্বচ্ছতাই সেবার পথ, এই বার্তার পাশাপাশি রবিবার শান্তনু ঠাকুর আরও বলেন, " দেশের প্রত্যেকটি নাগরিককে নোংরা পরিষ্কারের বিষয়ে সচেতন হতে হবে৷ রাজনীতি দুর্নীতি মুক্ত হওয়া উচিত।"  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সবাইকেই নোংরা ও দুর্নীতি মুক্ত হতে হবে৷ নাহলে আগামীতে বিপদ আছে।' এদিন মন্ত্রীর সঙ্গে এই স্বচ্ছ ভারত কর্মসূচিতে দেখা যায় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল সহ রেলের উচ্চপদস্থ বেশ কয়েকজন আধিকারিককে। রেলের এক আধিকারিক বলেন, 'এটা খুব ভালো উদ্যোগ৷ সবাই যদি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখে তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হয়।'

7 months ago


Swastika Dutta: ধারাবাহিক ছেড়ে আবারও সিনেমায় স্বস্তিকা, শান্তনু মাহেশ্বরীর সঙ্গে জুটি বাঁধছেন

যারা নাচ পছন্দ করেন, তাঁদের কাছে বেশ জনপ্রিয় মুখ শান্তনু মহেশ্বরী (Shantanu Maheswari)। তাঁর সিনেমার কেরিয়ার জীবনে অবশ্য নতুন মাইলস্টোন যোগ করেছে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়ারী'। তাঁকেই এবার দেখা যাবে বাঙালি অভিনেত্রী স্বস্তিকা দত্তর (Swastika Dutta) বিপরীতে। বাংলা ছবি 'পারব না আমি ছাড়তে তোকে' ছবিতে বনি ও কৌশানির সঙ্গে পার্শ্বচরিত্রেই ডেবিউ করেছিলেন স্বস্তিকা। তবে তারপর ছবি ছেড়ে ধারাবাহিকে অভিনয় করতে শুরু করেছিলেন। আবারও সিনেমায় ফেরার পরিকল্পনা অভিনেত্রীর।

পরিচালক প্রতিম ডি গুপ্তর ছবি 'চালচিত্র'-তে দেখা যাবে স্বস্তিকা দত্তকে। তাঁর বিপরীতে শান্তনুর পাশাপাশি দেখা যাবে অভিনেতা টোটা রায় চৌধুরীকে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে সিনেমার শ্যুটিং। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, শান্তনু মাহেশ্বরীর সঙ্গে কাজ করতে তিনি উৎসাহী। এদিকে অভিনেত্রীকে ধারাবাহিকের পর্দায় দেখতে না পেয়ে বেশ চিন্তিত দর্শকেরা। সকলের প্রশ্ন তিনি কী আর ধারাবাহিকের পর্দায় ফিরবেন না?

অভিনেত্রী জানিয়েছেন, তিনি এই মুহূর্তে চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান। এরমধ্যে ওয়েব সিরিজেও কাজ করেছেন স্বস্তিকা। তবে ভালো চরিত্র এবং চিত্রনাট্য পেলে অভিনেত্রী আবারও ধারাবাহিকে অভিনয় করবেন বলে জানিয়েছেন।

8 months ago
Ed: নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল, শান্তনু, অয়নের ১২৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাজেয়াপ্ত হল কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন শীলের সম্পত্তি। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবার সেই তালিকায় আরও তিনজনের নাম যুক্ত হল। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ১২৬ কোটি ৭০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে কুন্তল, শান্তনু এবং অয়নের মোট সম্পত্তির পরিমাণ ১৫ কোটি টাকারও বেশি।

জানা গিয়েছে, ব্যাঙ্ক অ্য়াকাউন্টে থাকা টাকা, শেয়ারে বিনিয়োগ, জমি, ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েক মাস ধরেই জেলে বন্দি রয়েছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই তিনজন। তদন্ত এগোলে এমন আরও অনেক সম্পত্তির হদিশ পাওয়া যাবে বলে মনে করছেন ইডি গোয়েন্দারা।

অন্যদিকে নবম ও দমশ শ্রেণির নিয়োগে চার্জশিট জমা করল ইডি। ওই চার্জশিটে জীবন কৃষ্ণ সাহার নাম রয়েছে। ইতিমধ্যে আলিপুর আদালতে ওই বিশেষ চার্জশিট জমা পড়েছে বলে খবর। ফলে নিয়োগ দুনীতি নিয়ে ইতি মধ্যেই বিশেষ চাপে আছে শাসক দল অর্থাৎ তৃণমূল। এ অবস্থায় কুন্তল, শান্তনু, অয়ন শীলের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এ ঘটনায় পঞ্চায়েত ভোটে ইতিবাচক সাফল্যের পরেও রীতিমত চিন্তায় আছে তৃণমূল।

10 months ago


Shantanu Thakur: পুলিসের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে হাইকোর্টে সাংসদ শান্তনু ঠাকুর

পুলিসের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে এবার হাইকোর্টের (High Court) দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাসে ওই মামলার শুনানি হবে। শান্তনু ঠাকুরের অভিযোগ, অনুমতি না নিয়ে মতুয়া মহাসংঘের মন্দিরে ঢোকার চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর মন্দিরের তরফে থানায় অভিযোগ করা হলেও কোনও পদক্ষেপ করেনি পুলিস। উলটে কয়েকজন ভক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা দায়ের করলেন মন্ত্রী শান্তনু ঠাকুর।

১১ জুন তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জন্য ঠাকুরনগরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি মতুয়া মহাসংঘের মন্দিরে ঢোকার চেষ্টা করেন। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্দিরে ঢুকতে বাধা দেন। এরপর মূল মন্দিরে না ঢুকে পাশের একটি মন্দিরে পুজো দেন অভিষেক। এই ঘটনার পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ শান্তনু ঠাকুরের। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ করার পরেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু নির্দোষ কয়েকজন ভক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শান্তনুর আরও অভিযোগ, বিনা অনুমতিতে ঠাকুরবাড়িতে ঢুকে ঠাকুরবাড়ির সম্মানহানি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

১১ জুন ওই ঘটনার পর ঠাকুরনগরেই শান্তনুকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনমাস অন্তর অন্তর ঠাকুরনগর যাবেন বলেও জানিয়েছেন তিনি।

11 months ago
Shantanu: ৩০০ জন ছাড়াও, ২৬ জনকে চাকরি পাইয়ে বহিস্কৃত তৃণমূল নেতা কত টাকা তুলেছিল জানেন!

রাজ্যের নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Scam) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) (ইডি)-এর হাতে গ্রেফতার হওয়া হুগলির যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) বুধবার আদালতে পেশ করা হয়। নগর দায়রা আদালতে তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়, ৩০০ জনের তালিকার পাশাপাশি, ২৬ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা শান্তনুকে দেওয়া হয়েছিল। ওই তালিকাভুক্ত ২৬ জনকে চাকরি পাইয়ে দিতে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তলকে প্রায় ১কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও আদালতে দাবি করেন ইডির আইনজীবী। ইডির তরফে আদালতে এ-ও জানানো হয়, মূলত স্কুলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে অবৈধ উপায়ে নিয়োগের জন্যই ওই টাকা দেওয়া হয়েছিল।

ইডির আরও অভিযোগ, ‘লোটাস কনস্ট্রাকশন’ নামের একটি সংস্থাকে প্রভাব খাটিয়ে টেন্ডার এবং কাজ পাইয়ে দিয়েছিলেন শান্তনু। পরে সেই কোম্পানি থেকে নিজের নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্টে টাকা সরানোর অভিযোগও তোলা হয়েছে শান্তনুর বিরুদ্ধে। আদালতে ইডির কৌঁসুলি জানান, আয়ের উৎস লুকোতে, দিনমজুরদের মজুরি দেওয়ার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে চেকবুকে মজুরিপ্রাপকদের দিয়ে সই করিয়ে নিয়ে রেখেছিলেন শান্তনু। তদন্তকারীরা মনে করছেন এর মাধ্যমেও টাকা নয়ছয় করা হয়েছে। তদন্তে শেষ ১৪ দিনে কী অগ্রগতি হয়েছে, বিচারক তা জানতে চাইলে তদন্তকারী আধিকারিক গিয়ে সবটা ব্যাখ্যা করেন।

বুধবার শান্তনুর আইনজীবী অবশ্য জামিনের আবেদন করেননি। আদালতের সওয়াল জবাব পর্বে শান্তনুর আইনজীবীদের প্রশ্ন, যে ১ কোটি ৪০ লক্ষ টাকার কথা কথা বলা হচ্ছে, তা যে অবৈধ নিয়োগের জন্যই দেওয়া হয়েছিল, তার প্রমাণ কোথায়? তাঁদের দাবি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকার কথা বলা হচ্ছে, তা আসলে ঋণের টাকা। ইডির তরফ থেকে বার বার শান্তনুর পরিচয় হিসাবে একটি বিশেষ দলের পরিচয় ব্যবহার করা নিয়েও আপত্তি জানান শান্তনুর আইনজীবীরা। তাঁদের বক্তব্য, উনি তো চাকরি করতেন। সেই পরিচয়টা ব্যবহার করা হয় না কেন? কুন্তলের আইনজীবী এই প্রসঙ্গে আরও বলেন, “শান্তনু এত বোকা নন যে, যখন চারদিকে দুর্নীতির তদন্তে তল্লাশি চলছে, তখন উনি বাড়িতে নিয়োগ সংক্রান্ত নথি রেখে দেবেন।” এটি সাজানো ঘটনা হতে পারে বলে সন্দেহপ্রকাশ করেন তিনি। বুধবার শান্তনুর হয়ে সওয়াল করেন দুই আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ ভদ্র।

গত ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন হুগলির প্রাক্তন তৃণমূল যুবনেতা (অধুনা দল থেকে বহিষ্কৃত) শান্তনু। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মী শান্তনু কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বলে দাবি করে ইডি। ইডির অভিযোগ, সরকারি চাকরি বিক্রি করেই এত টাকা আয় করছেন শান্তনু। ধৃত শান্তনুর পিছনে কে বা কারা ছিলেন, চাকরি বিক্রি করার টাকা শান্তনুর কাছ থেকে কোন হাতে জমা হত, তা খুঁজে বার করার চেষ্টা করছে ইডি। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা খুঁজে পান তদন্তকারীরা।

12 months ago
Shantanu: অয়নের পর নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনুর স্ত্রীকে তলবের ভাব

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Scam) মহারথীদের পরিবারের (Family) দিকে নজর ইডির। একদিকে যেমন ধৃত অয়ন শীলের (Ayan Shil) বাবা-মা, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছিল, ঘটনাচক্রে ডাক পড়ে অয়নের পুত্র সহ তাঁর বাড়ির পরিচারকদের। এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত আরেক মহারথী শান্তনু বন্দোপাধ্যায়ের স্ত্রীকে তলব করবে ইডি (ED)। সূত্রের খবর, এবার হুগলির প্রাক্তন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে তলব করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর, আগামী সপ্তাহে তাঁকে ডাকা হবে বলে ইডি সূত্রে খবর।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, শুধু প্রিয়াঙ্কা নন, শান্তনুর ছায়াসঙ্গী রাকেশ মণ্ডল এবং আরও কয়েক জন ঘনিষ্ঠ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে। ইডি সূত্রের খবর, নামে-বেনামে একাধিক সম্পত্তির মালিক শান্তনু ছায়াসঙ্গীদের নামেও একাধিক সম্পত্তি কিনেছিলেন। সেই পদ্ধতিতেই একটি দামি গাড়ি কেনা হয়েছিল বলে ইডি সূত্রের খবর। ইডির নজরদারির আওতায় রয়েছেন শান্তনুর ঘনিষ্ঠ কয়েক জন এজেন্টও। চাকরিপ্রার্থীদের অবৈধ উপায়ে চাকরি দেওয়ার কথা বলে এই এজেন্টদের মাধ্যমেই বাজার থেকে টাকা তোলা হত বলে ইডি সূত্রে খবর। তাছাড়া শান্তনুর সংস্থা ‘ইভান কনট্রেডে’র ডিরেক্টর পদেও ছিলেন প্রিয়াঙ্কা। এই সংস্থাটি ছাড়াও নির্মাণ সংস্থা এবং অন্যান্য সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন শান্তনু। ইডি সূত্রের খবর, এই সংস্থার মাধ্যমে একাধিক সম্পত্তি কেনা হয়েছিল। এই সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল কিনা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়ার পরেই প্রকাশ্যে আসে শান্তনুর বিপুল সম্পত্তির কথা। ইডি সূত্রে আগেই জানা যায় নামে-বেনামে একাধিক জমি, ফার্ম হাউস রয়েছে তাঁর। শুধু নিজের নামেই নয়, তাঁর স্ত্রীর নামেও একাধিক বিনিয়োগ করেছিলেন প্রাক্তন যুব নেতা। এর আগে চুঁচুড়া জগুদাসপাড়ার একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সেটি সিল করে দিয়েছিল ইডি। গত ২ এপ্রিল সিল খুলে সেই ফ্ল্যাটে ঢোকেন প্রিয়াঙ্কা। যদিও তিনি জানান, ইডির অনুমতি নিয়েই তালা ভাঙা হয়েছে।


one year ago


AYAN: ঘুঘুর বাসা অফিস! ৩৭ ঘন্টা তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ অয়ন

দীর্ঘ ৩৭ ঘন্টা তল্লাশির পর গ্রেফতার শান্তনু (SHANTANU) ঘনিষ্ঠ অয়ন শীল (AYAN Seal)। আজ স্বাস্থ্য পরীক্ষার পর, তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তুলবে ইডি। কেন্দ্রীয় সংস্থা (Ed) নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করতেই, একে একে সামনে এসেছে রথী-মহারথীদের নাম। ইডির হেফাজতের আছে অনেকে, এবার অয়নকে হেফাজতে নিলো ইডি। শনিবার শান্তনু যোগ পেয়ে, শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বাড়িতে হানা দেয় ইডির একটি দল। শনিবার দুপুরের পর থেকেই অয়নের বাড়িতে, সল্টলেকের অফিসে তল্লাশি শুরু হয়। তল্লাশি করে প্রায় ৪০০ ওএমআর সিট-সহ প্রার্থীদের তালিকা, অ্যাডমিট কার্ড উদ্ধার করে ইডি। সেই সঙ্গেই তাঁকে জেরা করতে থাকে ইডির আরও একটি দল।

শনিবারের পাশাপাশি গোটা রবিবারজুড়ে চলে অয়নের বাড়ি, ফ্ল্যাট, অফিসে তল্লাশি। তল্লাশি চলাকালীন রবিবারই ইডির তরফে জানানো জন্য হয় যে, অয়নের সল্টলেকের অফিসই ছিল কুন্তলের কন্ট্রোল রুম। রবিবার তল্লাশির পর ইডির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রায় ৫০-৬০ কোটি টাকার লেনদেনের  হিসেব খুঁজে পাওয়া গিয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছিল যে, ওই টাকার যে তালিকা সেই তালিকা টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল। সেই তালিকা খুঁজে পেয়েছে ইডি। সেগুলোকেই পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছিল ইডির আধিকারিকেরা। দীর্ঘ ৩৭ ঘন্টা চলে তল্লাশি।

এরপরে সোমবার সকালে গ্রেফতার করা হয় অয়ন শীলকে। অয়নের সঙ্গে বিভিন্ন পুরসভার চেয়ারম্যানের যোগাযোগের কথা আগেই প্রকাশ করেছিল সিএন। সেই সঙ্গে রবিবার তল্লাশি চলাকালীন ইডির তরফে জানানো হয় শুধু শিক্ষা দফতরে নয়, বিভিন্ন পুরসভা-সহ আরও বেআইনি নিয়োগে যুক্ত ছিল অয়ন ও শান্তনু। গোটা রাজ্যজুড়ে ছড়িয়েছিল তাঁদের এজেন্ট।  সেই এজেন্টদের তথ্য ইডির হাতে এসেছে বলে দাবি ইডি সূত্রে। সে সমস্ত নথি ও তথ্য খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে বলে খবর।

one year ago