
সারা ভারতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন সামান্থা রুথ প্রভু। একাধিক চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রত্যেকটি চরিত্রেই যেন লুকিয়ে রয়েছে চ্যালেঞ্জ। সামান্থাকে তিনি প্রতিনিয়ত ভাঙছেন, গড়ছেন, তৈরী করছেন নতুন একটা চরিত্র। সেই চরিত্রে বুঁদ হয়ে যাচ্ছে দর্শককুল। ফ্যামিলি ম্যান হোক ও আন্তাভা হোক, সামান্থার গ্ল্যামারে জোয়ার ওঠে ভক্তমনে। এবার নতুন চরিত্রে আত্মপ্রকাশ করেছেন সামান্থা। মুক্তি পেয়েছে 'শকুন্তলম'। সিনেমায় শকুন্তলা হয়ে ওঠা সহজ ছিল না। চরিত্রের জন্য কঠিন শর্ত দেওয়া হয়েছিল সামান্থাকে।
শকুন্তলমের পরিচালক গুণশেখর জানিয়েছেন, 'আমি সামান্থাকে বলেছিলাম, শকুন্তলা হয়ে উঠতে হলে এই অ্যাবস তাঁকে বাদ দিতে হবে। সেকথা শুনে সামান্থা সিনেমা নাকচ করে দেননি। বরং আমার থেকে কিছুটা সময় চেয়ে নিয়ে শকুন্তলার জন্য যথার্থ ফিগার তৈরী করেন। শকুন্তলার চরিত্রে অভিনয়ের জন্য আমার মাথায় অন্য কোনও অভিনেত্রীর ভাবনা ছিল না। প্রথম দিন থেকে আমি শকুন্তলার চরিত্রে সামান্থাকেই ভেবে রেখেছিলাম।'
১৪ এপ্রিল মুক্তি পেয়েছে 'শকুন্তলম'। মুখ্য চরিত্রেই অভিনয় করছেন সামান্থা। রাজা দুষ্মন্তের সঙ্গে ভালোবাসা এই সিনেমার প্রেক্ষাপট। ইতিমধ্যেই ভালো ব্যবসা করেছে সিনেমাটি। সামান্থার অভিনয়ে মুগ্দ্ধ দর্শক।
দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ সামান্থা (Samantha)। তবে কয়েক বছর থেকে তিনি শুধু আর দক্ষিণ ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সারা দেশজুড়ে। বিশেষ করে 'ও আন্টাভা' গানের পর থেকেই তিনি ভারতবাসীর 'ক্রাশ' হয়ে গিয়েছেন। তাঁর ফ্যান ফলোয়িং বেড়ে হয়েছে অগুনতি। ১৪ এপ্রিল তাঁর ছবি 'শকুন্তলম' (Shakuntalam) মুক্তি পেতে চলেছে। আর সেই ছবির প্রচারে তিনি রীতিমতো ব্যস্ত। তবে তিনি তাঁর ফ্যানদের কখনও হতাশ করেন না। সময় পেলেই টুইটে (Tweet) ফ্যানদের প্রশ্নের উত্তর দেন। আর তাঁর উত্তরও এমন দেন, যা মানুষকে অনুপ্রাণিতও করে। এবারও এর কিছু ব্যতিক্রম ঘটেনি।
৯ এপ্রিল সামান্থা টুইটারে একটি প্রশ্ন-উত্তর পর্ব করেছিল। সেখানে তাঁর এক ভক্ত তাঁকে প্রশ্ন করেন, 'তাঁর সঙ্গে গত কিছুদিনে এতকিছু ঘটে যাওয়ার পরও তিনি কোথায় থেকে শক্তি পাচ্ছেন?' এর উত্তরে সামান্থা বলেন, 'কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবন এভাবেই শেষ হতে পারে না।' গত কয়েক বছরে অনেক ঝড়ের সামনে দিয়ে গিয়েছেন সামান্থা। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ, এরপর তাঁর শারীরিক অবস্থা ইত্যাদিতে তাঁর মানসিক অবস্থা ঠিক না থাকারই কথা, তারপরেও তিনি থেমে থাকেননি। এগিয়ে চলেছেন নিজের পথে। ফলে তিনি সবার কাছে এক অনুপ্রেরণাই বটে। আরও একজন তাঁকে তাঁর গত দু'বছরের স্ট্রাগলিং কথা বললে সামান্থা উত্তরে বলেন, 'অনেক কিছু অপরিকল্পনীয় ঘটনা ঘটে গিয়েছে। তবে আমি মনে করি, এখন সবকিছুর জন্য প্রস্তুত।'
Gosh!!
— Samantha (@Samanthaprabhu2) April 9, 2023
So much has happened🤍
Unimaginable things.. life lessons..
I guess I am prepared for anything now☺️#Shaakuntalam https://t.co/t6qZQOheFt
উল্লেখ্য, দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত দম্পতি ছিলেন সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। চার বছরের দাম্পত্য জীবনের পর, ২০২১ সালে হঠাৎ বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। যদিও সে ঘটনা দু’বছর পার করতে চলল।
কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’কে অবলম্বনে তৈরি চিত্রনাট্য। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। বিখ্যাত দক্ষিণী(South) পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। ‘শকুন্তলম’ ছবির মাধ্যমে আবার রুপোলি পর্দায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। ইন্দ্রের চরিত্রে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। দীর্ঘ অসুস্থতা কাটিয়ে বড় পর্দায় আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী। একেবারে রাজকীয় বেশে দেখা মিলল অভিনেত্রীর।
জানা যায়, এই ছবির জন্য প্রায় ১৪ কোটি টাকার গয়না দিয়ে সাজানো হয় সামান্থাকে। এই ছবির পোশাক (Dress) ও অলঙ্কার (Jewellery) সজ্জার দায়িত্ব নিয়েছেন খ্যাতনামী পোশাকশিল্পী নীতা লুল্লা। মুক্তির আগেই রীতিমতো চর্চায় এই ছবি।
এই ছবির হাত ধরেই সেলুলয়েডে পা রেখেছে আল্লুর পরিবারের খুদে সদস্য মানে আল্লু অর্জুনেরর ছেলে অরহার। ১৪ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি।