Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Sequel

Aamir Khan: 'তারে জমিন পর' সিনেমার সিক্যুয়েল ঘোষণা আমির খানের

'তারে জমিন পর' সিনেমাটির কথা মনে আছে? অভিনেতা আমির খানের (Aamir Khan) নাম উল্লেখ করলে যে কয়েকটি সিনেমার কথা মাথায় আসে, তার মধ্যে এই সিনেমাটি অন্যতম। দশকের পর দশক ধরে প্রজন্মের পর প্রজন্মের কাছে এই সিনেমা দৃষ্টান্ত। মেধা এবং শিক্ষকতার বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে এসে এই সিনেমা নতুন জোয়ার এনেছিল সমাজে। খুদে অভিনেতা দর্শিল সাফারি এবং আমির খানের প্রশংসা কে করেননি। আজও অনুপ্রেরণা হিসেবে রয়ে গিয়েছে সিনেমাটি। মুক্তি পেয়েই সারা বিশ্বে ১.৩৫ ডলার অর্থ লাভের পর এই সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে। আমির নিজেই এই ঘোষণা করেছেন।

সিনেমাটির সিক্যুয়েলের নাম 'সিতারে জমিন পর'। অভিনেতা নিজেই বলেছেন, 'আমি এই বিষয়ে জনসমক্ষে কোনও কথা বলিনি। এখনও খুব বেশি কিছু বলব না। কিন্তু আমি নামটা বলতে পারি। সিনেমার নাম হল সিতারে জমিন পর। সিনেমার নাম এমন, কারণ তারে জমিন পর সিনেমার আরও ১০ পা আগে যাব আমরা এই সিনেমা নিয়ে। তারে জমিন পর আবেগী সিনেমা ছিল। ওই সিনেমাটি আপনাদের কাঁদিয়েছিল। এই সিনেমাটি আপনাদের বিনোদন করবে।'

7 months ago
Bollywood: স্ত্রী ও ভেড়িয়ার দ্বিতীয় পর্ব আসতে চলেছে, কবে জানুন

২০১৮-র ৩১ আগস্ট মুক্তি পেয়েছিল 'স্ত্রী' (Stree)। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি ও অন্যান্যরা একটি আপাত সাধারণ সিনেমাকে অসাধারণ করে তুলেছিল। কমেডির মোড়কে হরর সিনেমা যে এভাবেও তৈরী করা যায়, তার শ্রেষ্ঠ নিদর্শন এই সিনেমাটি। পুরো সিনেমা জমজমাট হলেও শেষ হয়েও যেন হইল না শেষ। আরও কিছুটা আশা করেছিলেন দর্শক। অন্যদিকে ২০২২ এর নভেম্বরে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত 'ভেরিয়া (Bhediya)।' এই দুই পর্বের সিক্যুয়েল মুক্তি পাবে, তা দর্শকের জানা ছিল। কিন্তু কবে আসবে তা জানা গেল এবার।


এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ এর ৩১ আগস্ট মুক্তি পেতে পারে স্ত্রী'র দ্বিতীয় পর্ব।  সিনেমায় যথারীতি দেখতে পাওয়া যাবে, রাজকুমার রাও , শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্ত্রী এর প্রথম পর্বের শেষ দেখা গিয়েছিল, কাল্পনিক চান্দেরি গ্রামে ঢোকার মুখে 'ও স্ত্রী রক্ষা করো' লেখা দেখে ফিরে গিয়েছিল স্ত্রী। প্রসঙ্গত সেই স্ত্রীর সমস্ত শক্তি তার বিনুনীতে। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায়, স্ত্রীর বিনুনী থেকে সমস্ত শক্তি সঞ্চয় করছেন তিনি। তারপর কী হবে? দেখতে অধীর আগ্রহে দর্শক।অন্যদিকে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত না হলেও 'ভেরিয়া'র  দ্বিতীয় পর্ব আসতে পারে ২০২৫ এ।

one year ago
Three Idiots:'থ্রি ইডিয়টস'-এর দ্বিতীয় পার্ট আসছে? করিনা-বোমান-জাভেদের পোস্ট ঘিরে জল্পনা

রাজকুমার হিরানি পরিচালিত 'থ্রি ইডিয়টস' যেন হাওয়া হয়ে এসেছিল একুশ দশকের ছাত্র-ছাত্রীদের কাছে। পড়াশোনার কাঠামো নিয়ে একরকম বিপ্লব ঘটিয়ে ফেলে ছবিটি।কলেজের পড়ুয়াদের জীবন প্রতিষ্ঠার লড়াই, ইঁদুর দৌঁড়ে হেরে যাওয়া, হারিয়ে যাওয়া ও নিপাট বন্ধুত্ব, প্রেম সব মিলিয়ে 'থ্রি ইডিয়টস' সকলের মন কেড়ে নেয় দর্শকদের। ২০০৯-এ ছাত্রজীবনে থাকা পড়ুয়ারা এখন বড় হয়ে গিয়েছে, শুধু মুখে রয়ে গিয়েছে বিখ্যাত সেই সংলাপ 'অল ইজ অয়েল'। সাংঘাতিক কাজের চাপে আজও যেন এই একটি লাইন শান্তি হয়ে রয়ে গিয়েছে।

কয়েক দশক পেরিয়ে গেলেও সিনেমাটি যে দলিল হয়ে রয়ে যাবে, এ কথা বললে খুব একটা ভুল হবে না। এই বিখ্যাত সিনেমাটির সিক্যুয়েল আসতে পারে, আপাতত এই গুঞ্জন শুরু হয়েছে নেটিজেন মহলে। শুক্রবার নিজেদের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভিডিও পোস্ট করেন 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেত্রী-অভিনেতারা, এরপরেই জল্পনা শুরু হয়েছে এই ছবিটির দ্বিতীয় পর্ব নিয়ে।

শুক্রবার করিনা কাপুর, বোমান ইরানি এবং জাভেদ জাফেরি ভিডিও পোস্ট করেন। এই ভিডিও যে পূর্ব পরিকল্পিত, তা  আন্দাজ করা যায়।  করিনার করা সেই ভিডিওতে প্রথমেই দেখা যায় প্রেস কনফারেন্স বসেছেন আর মাধবন, আমির খান ও সরমন জোশী, অর্থাৎ 'থ্রি ইডিয়টস'এর ফারহান খুরেশি, রাঞ্চো এবং রাজু রাস্তোগি। লক্ষণীয় তাঁদের সকলের বয়স আগের থেকে বেড়েছে। করিনার প্রশ্ন তাহলে কি 'থ্রি ইডিয়টস'এর সিক্যুয়েল হচ্ছে? একই সুরে বলতে শোনা যায় 'থ্রি ইডিয়টস'-এর বিখ্যাত অধ্যাপক ভীরু সহস্রবুদ্ধে বা ভাইরাস অর্থাৎ বোমান এবং জাভেদকে।

View this post on Instagram

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

এরপরেই প্রশ্ন ওঠে  তাহলে এই ভিডিওগুলি 'থ্রি ইডিয়টস' এর দ্বিতীয় পর্বের প্রচার নাকি কোনও ব্র্যান্ড প্রমোশনেই জন্য সেলিব্রিটি স্টান্ট? যদিও এই বিষয়ে মুখ খোলেননি পরিচালক-সহ অন্যান্যরা। করিনা যে প্রেস কনফারেন্সের কথা বলছিলেন তা কি বাস্তবে হতে চলেছে? এৰিষয়ে প্রশ্নের উত্তর পেতে অধীর আগ্রহে দর্শকরা।

one year ago