Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Scent

IED: সুগন্ধি বিস্ফোরকের বোতল-সহ উপত্যকায় আটক স্কুলশিক্ষক, কাশ্মীর পুলিসের বড় সাফল্য

জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) একটি সুগন্ধি বিস্ফোরকের বোতল-সহ এক সরকারি স্কুলশিক্ষককে আটক করা হয়েছে। পুলিসের দাবি, জম্মুর (Jammu) রিয়াসী জেলার বাসিন্দা পেশায় শিক্ষক আরিফ সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। জম্মুর নারওয়াল সংলগ্ন এলাকায় ২১-শে জানুয়ারি যে জোড়া বিস্ফোরণে (Blast Incident) ৯ জন আহত হয়েছিল, তার তদন্ত করতে গিয়েই পুলিস আরিফকে গ্রেফতার করে। আরও জানা গিয়েছে, গত বছরের মে মাসে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে যে বাসটির উপর হামলায় ৪ জন নিহত হয়েছিল, সেই ঘটনাতেও যুক্ত ছিল আরিফ।

জম্মু কাশ্মীর পুলিস জানিয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই প্রথম এরকম বিস্ফোরক উদ্ধার করা হল। সুগন্ধি বিস্ফোরকের বোতলটি এমনভাবে তৈরি করা হয়েছিল,যা চাপা বা খোলার চেষ্টা করলে তা বিস্ফারিত হবে। জম্মু-কাশ্মীর পুলিস সুপার দিলবাগ সিং বলেছেন, সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে আরিফের সম্পর্ক রয়েছে। আরিফকে জেরা করে আরও নানা বিষয় খতিয়ে দেখবে পুলিস।

one year ago
Uttar Pradesh: সুগন্ধি তৈরির অন্যতম উপাদান, সেই তিমির বমি পাচারের সময় গ্রেফতার দুই

১০ কোটিরও বেশি টাকা মূল্যের তিমির বমি (Whale Vomit) পাচার করতে গিয়ে সম্প্রতি চার ব্যক্তিকে গ্রেফতার (Arrested) করেছে যোগী রাজ্যের পুলিস (Uttar Pradesh)। চোরাবাজারে ওই দুই ব্যক্তি স্পার্ম তিমির (Sparm Whale) বমি বা ‘অ্যাম্বারগ্রিস’ (Ambergris) বিক্রি করবে বলে পুলিস খবর পায়। অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি ১২০ গ্রাম ওজনের ‘তিমির বমি’ বাজেয়াপ্ত করে চোরাচালানকারীদের কাছ থেকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশ পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের পক্ষ থেকে টুইটারে এই ঘটনার কথা জানানো হয়েছে। এক পোস্টে জানানো হয়েছে, ‘আন্তর্জাতিক আঙিনায় নিষিদ্ধ বন্য জীব সংরক্ষণ আইনের অধীনে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ৪.১২ কেজি ওজনের ওই অ্যাম্বারগ্রিস পাচার চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।’

এখন প্রশ্ন হচ্ছে, অ্যাম্বারগ্রিস বা তিমির বমি কী কাজে লাগে? আকাশ ছোঁয়া তার দাম বা কেন? তিমির অন্ত্রে জমে থাকা মোমজাতীয় এই পদার্থ, যা বমি হিসেবে শরীর থেকে বের করে দেয় স্তন্যপায়ী প্রাণীটি, সেই অ্যাম্বারগ্রিস ব্যবহার করা হয় সুগন্ধী নির্মাণে। তিমির বমি থেকে সুগন্ধী! এও সম্ভব! আবার কোন তিমি, না স্পার্ম তিমি। উল্লেখ্য, তিমির একটি বিশেষ প্রজাতি হল স্পার্ম হোয়েল। এছাড়া প্রাচীন চিকিৎসা পদ্ধতিতেও এর গুরুত্ব ছিল অনেক।

সমুদ্রের জলে ভেসে আসে এই দুর্মূল্য বস্তু। তাই একে 'ফ্লোটিং গোল্ড'ও বলা হয়। সুগন্ধীর বাজারে এর গগনচুম্বী চাহিদার জন্যই এমন দাম। দুবাইয়ের মতো কয়েকটি দেশে সুগন্ধীর বিশাল বাজার।

2 years ago